কোন্নগরের রাস্তায় পুজোর নতুন জামা নিচ্ছে খুদে বহুরূপীরা

Durga Puja Bahurupi: রং মেখে সঙ সাজার পেশা আজও বিবর্ণ দারিদ্রে, দুর্গাপুজোর আনন্দে যেমন আছেন ছিনাথ বহুরূপীরা

উৎসবের মরসুম শুরু হয়েছে। পিতৃপক্ষের অবসানে দেবিপক্ষের সূচনা ঘটেছে। চারিধারে এখন যেন সাজো সাজো রব। মন্ডপ সেজে উঠেছে, লেগেছে রঙিন আলো তবু যারা প্রতিদিন সাজগোজ করে রং মেখে সং সাজে তাদের জীবনে যেন অন্ধকারের কালো।
উৎসবের মরসুম শুরু হয়েছে। পিতৃপক্ষের অবসানে দেবিপক্ষের সূচনা ঘটেছে। চারিধারে এখন যেন সাজো সাজো রব। মন্ডপ সেজে উঠেছে, লেগেছে রঙিন আলো তবু যারা প্রতিদিন সাজগোজ করে রং মেখে সং সাজে তাদের জীবনে যেন অন্ধকারের কালো।
রোজ সকালে উঠে মুখে রং লাগিয়ে কখনো শিব কখনো পার্বতী, কখনো কালী সেজে প্রতিদিন বেরিয়ে পরে যারা রোজগারের তাগিদে। বাজার হাট , মেঠো পথ , লোকালয় এগুলোই তাদের যেন পোডিয়াম।
রোজ সকালে উঠে মুখে রং লাগিয়ে কখনো শিব কখনো পার্বতী, কখনো কালী সেজে প্রতিদিন বেরিয়ে পরে যারা রোজগারের তাগিদে। বাজার হাট , মেঠো পথ , লোকালয় এগুলোই তাদের যেন পোডিয়াম।
মানুষকে মনোরঞ্জন করে যা সামান্য টাকা রোজগার হয় তাই দিয়েই বাপ ঠাকুরদাদার এই পেশাকে বাঁচিয়ে রেখেছে হাতে-কোনা কয়েকজন বহুরূপী শিল্পী।
মানুষকে মনোরঞ্জন করে যা সামান্য টাকা রোজগার হয় তাই দিয়েই বাপ ঠাকুরদাদার এই পেশাকে বাঁচিয়ে রেখেছে হাতে-কোনা কয়েকজন বহুরূপী শিল্পী।
মাইলের পর মাইল হেঁটে সারাদিনে রোজগার হয় ২০০ থেকে ৩০০ টাকা। তাও তারকেশ্বরের জোতসম্ভু গ্রামের কয়েকজন মানুষ বাঁচিয়ে রেখেছেন বহুরূপী পেশাকে।
মাইলের পর মাইল হেঁটে সারাদিনে রোজগার হয় ২০০ থেকে ৩০০ টাকা। তাও তারকেশ্বরের জোতসম্ভু গ্রামের কয়েকজন মানুষ বাঁচিয়ে রেখেছেন বহুরূপী পেশাকে।
পুজোয় বক্স অফিসের নতুন সিনেমা রিলিজ করেছে বহুরূপীদের নিয়ে। সিনেমা হলে মানুষের ভিড় যাতে বারে সেই দিকে তাকিয়ে সিনেমার প্রযোজকরা।
পুজোয় বক্স অফিসের নতুন সিনেমা রিলিজ করেছে বহুরূপীদের নিয়ে। সিনেমা হলে মানুষের ভিড় যাতে বারে সেই দিকে তাকিয়ে সিনেমার প্রযোজকরা।
তবে পুজোর আগে হুগলির কোন্নগরে কয়েকজন ছোট মাঝ বয়সি বহুরূপী ভিড়ের মধ্যে দেখা গিয়েছে নতুন জামা, কাপড় নেওয়ার জন্য। কোন্নগর স্টেশন সংলগ্ন এলাকার মানুষের ভিড়ের মধ্যে খুদে শিব কালী, পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে খুবই খুশি।
তবে পুজোর আগে হুগলির কোন্নগরে কয়েকজন ছোট মাঝ বয়সি বহুরূপী ভিড়ের মধ্যে দেখা গিয়েছে নতুন জামা, কাপড় নেওয়ার জন্য। কোন্নগর স্টেশন সংলগ্ন এলাকার মানুষের ভিড়ের মধ্যে খুদে শিব কালী, পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে খুবই খুশি।