জ্বলছে গাঁজা সমেত গাড়ি

Car Fire: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নদিয়া: গাঁজা পাচারের সময় জাতীয় সড়কের উপর গাড়িতে লেগে গেল আগুন। শান্তিপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে যাওয়া একটি চার চাকা গাড়ি হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল গাড়িটি। ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় চার চাকা গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুরো আগুনের গ্রাসে চলে যায়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আর‌ও পড়ুন: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল

আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়িটির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়িতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনও তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।

মৈনাক দেবনাথ