Tag Archives: national highway

Travel: এই সময়েই আপনি দার্জিলিং-কালিম্পং যাচ্ছেন না তো? বন্ধ থাকছে জাতীয় সড়ক! জানুন পাহাড়ে ‌যাওয়ার বিকল্প রুট

পর্যটনের ভরা মরশুমে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে সমস্ত ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। photo source collected 
পর্যটনের ভরা মরশুমে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে সমস্ত ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। photo source collected
১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।photo source collected
১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।photo source collected
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।photo source collected
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।photo source collected
শুধুমাত্র ছোট যানবাহন রংপো থেকে মুনসং, ১৭ মাইল, গরুবাথান, আলগারাহ, লাভা হয়ে শিলিগুড়ির দিকে যাবে এবং এর বদলে উল্টোপথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে।চিত্রে থেকে ছোট ছোট যানবাহন চলাচল করবে।photo source collected
শুধুমাত্র ছোট যানবাহন রংপো থেকে মুনসং, ১৭ মাইল, গরুবাথান, আলগারাহ, লাভা হয়ে শিলিগুড়ির দিকে যাবে এবং এর বদলে উল্টোপথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে।চিত্রে থেকে ছোট ছোট যানবাহন চলাচল করবে।photo source collected
কালিম্পং শহর আলগারাহ লাভা গোরুবাথান এবং শিলিগুড়ি এবং এর বদলে পণ্যবাহী গাড়ি চিত্রে হয়ে কালিম্পং শহরে যাবে। সেখান থেকে আলগাড়া, লাভা, গরুবাথান এবং শিলিগুড়িতে যাবে একইভাবে উল্টোপথে ফেরত আসবে।photo source collected
কালিম্পং শহর আলগারাহ লাভা গোরুবাথান এবং শিলিগুড়ি এবং এর বদলে পণ্যবাহী গাড়ি চিত্রে হয়ে কালিম্পং শহরে যাবে। সেখান থেকে আলগাড়া, লাভা, গরুবাথান এবং শিলিগুড়িতে যাবে একইভাবে উল্টোপথে ফেরত আসবে।photo source collected
এই রাস্তায় পণ্যবাহী গাড়ি রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল করবে। পণ্যবাহী গাড়ি এবং ছোট যানবাহন রেসি, পেডং আলগারাহ লাভা গোরুবাথান রুটে, শিলিগুড়ি এবং এর বিপরীতে চব্বিশ ঘণ্টা চলাচল করবে। (তথ্য:  অনির্বাণ রায়)
এই রাস্তায় পণ্যবাহী গাড়ি রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল করবে। পণ্যবাহী গাড়ি এবং ছোট যানবাহন রেসি, পেডং আলগারাহ লাভা গোরুবাথান রুটে, শিলিগুড়ি এবং এর বিপরীতে চব্বিশ ঘণ্টা চলাচল করবে। (তথ্য:  অনির্বাণ রায়)

Car Fire: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নদিয়া: গাঁজা পাচারের সময় জাতীয় সড়কের উপর গাড়িতে লেগে গেল আগুন। শান্তিপুরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে যাওয়া একটি চার চাকা গাড়ি হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল গাড়িটি। ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকায় চার চাকা গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন আগুন নেভানোর জন্য এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুরো আগুনের গ্রাসে চলে যায়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

আর‌ও পড়ুন: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল

আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়িটির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়িতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনও তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।

মৈনাক দেবনাথ

West Medinipur News: ব্যস্ত জাতীয় সড়কের উপর একাধিকবার চক্কর কাটল যুদ্ধবিমান, আচমকা কী ঘটল মেদিনীপুরে?

পশ্চিম মেদিনীপুর: দু’দিকে বন্ধ ব্যস্ত জাতীয় সড়ক। জাতীয় সড়কের সামান্য উপর দিয়ে বেশ কয়েকবার চক্কর কাটল যুদ্ধবিমান। তা দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছিল জাতীয় সড়কের উপর। যদিও সফলভাবে জাতীয় সড়কের আপদকালীন রানওয়েতে বিমান ল্যান্ডিং করা সম্ভব হয়নি। সামান্য কিছুটা উপর দিয়েই চক্কর কেটে মহড়া শেষ করল যুদ্ধবিমান। তবে আপদকালীন ক্ষেত্রে যে কোনও সময়ে জাতীয় সড়কে উঠানামা করতে পারে যুদ্ধবিমান। একবার নয় এ নিয়ে দু’বার মহড়া করল ভারতীয় বায়ু সেনা।

খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে পোক্তাপুল থেকে শ্যামপুরা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জাতীয় সড়কের পথকে আপৎকালীন যুদ্ধবিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেই রানওয়ে প্রস্তুত। প্রয়োজন হলে যেকোনও সময়ে ওঠানামা করতে পারে বিমান। তবে রবিবার দুপুরে জাতীয় সড়ক থেকে সামান্য উচ্চতায় দুটি জেট প্লেন সহ মোট তিনটি বিমান চক্কর কাটে। সবকিছু ব্যবস্থা ঠিক থাকলেও বেশ কিছু কারণে রানওয়েতে ল্যান্ডিং করানো সম্ভব হয়নি।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এদিন দুপুর থেকেই ভারতীয় বায়ু সেনা জওয়ানেরা জাতীয় সড়কের উপর জাতীয় পতাকা হাতে মার্চ শুরু করে। কিছুটা সময় পর জাতীয় সড়ক বরাবর দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘিরে ফেলে তারা। এরপর সমস্ত প্রস্তুতি নেয় ভারতীয় বায়ু সেনার আধিকারিকেরা। সূর্য সামান্য কিছুটা পশ্চিমে যেতেই আকাশের দক্ষিণ প্রান্ত থেকে জাতীয় সড়ক বরাবর সামান্য উচ্চতায় চক্কর কাটে দুটি জেট ফাইটার প্লেন সহ মোট তিনটি যুদ্ধবিমান। প্রসঙ্গত দীর্ঘ এই পাঁচ কিলোমিটার জাতীয় সড়ক পথকে আপৎকালীনভাবে যুদ্ধবিমান ওঠানামা জন্য রানওয়ে তৈরি করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছে। তবে জানা গিয়েছিল, রবিবার এই জাতীয় সড়কের রানওয়েতে ল্যান্ডিং করেনি যুদ্ধবিমানগুলি। সকাল থেকেই সমস্ত ব্যবস্থাপনা নিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তবে সবকিছু ব্যবস্থা ঠিক থাকলেও কোনও কারণে ল্যান্ডিং করানো সম্ভব হয়নি।

এদিন জাতীয় সড়কে, ভারতীয় বায়ুসেনা বিমানের ল্যান্ডিং দেখার জন্য ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা। তাদের বক্তব্য আগামীতে যেকোনও আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধকালীন ক্ষেত্রে বিমান ওঠানামা করবে রানওয়েতে। স্বাভাবিকভাবে সামরিক শক্তিতে জোর কেন্দ্রের। আগামীতে যে কোনও পরিস্থিতি সামাল দেবে এই রানওয়ে।

রঞ্জন চন্দ

জাতীয় সড়কের উপর হঠাৎ যুদ্ধবিমান! কারণটা কী

দু’দিকে বন্ধ ব্যস্ত জাতীয় সড়ক। জাতীয় সড়কের সামান্য উপর দিয়ে বেশ কয়েকবার চক্কর কাটল যুদ্ধবিমান। তা দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছিল জাতীয় সড়কের উপর। যদিও সফলভাবে জাতীয় সড়কের আপদকালীন রানওয়েতে বিমান ল্যান্ডিং করা সম্ভব হয়নি।

Bengali News: বাড়ি থেকে বেরোলেই দরজায় হাজির মৃত্যুদূত! নিস্তার পেতে গ্রামের মানুষ যা করল….

হুগলি: বাড়ি থেকে বেরোলেই হাইওয়ে। আর সেই রাস্তা পারাপার হতে গিয়ে বারংবার দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মারা গিয়েছেন। তারপরেও সজাগ হয়নি প্রশাসন। এই অবস্থায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গুড়াপের দুলফা গ্রামে আন্ডারপাসের দাবি তুললেন স্থানীয়রা।

আরও পড়ুন: পঞ্চায়েতের কাজের জন্য টাকা দিতে হবে ব্যবসায়ীদের! সবজি বাজারের শেড নিয়ে বিতর্ক

হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের গুড়াপ থানার অন্তর্গত দুলফা গ্রাম হতে ভাস্তারা যাওয়ার রাস্তায় আন্ডারপাসের দাবি বহুদিন ধরেই উঠছে। এখানে ৯ টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে জাতীয় সড়ক-২ এর উপর দিয়ে বিপজ্জনক ভাবে যাতাওয়াত করতে হয়। ছাত্র থেকে নিত্যযাত্রী, বয়স্ক সকলকে এইভাবে চলাচল করতে হয়। ফলে হামেশাই ঘটে দুর্ঘটনা। গত মঙ্গলবার‌ও এইভাবে যাতায়াত করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক পার হওয়ার জন্য আন্ডারপাসের দাবি জানিয়ে আসছেন এই এলাকার মানুষ। কিন্তু বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানালেও কোন‌ও লাভ হয়নি। তাই এবার বাধ্য হয়ে পোস্টার হাতে পথে নামলেন তাঁরা। মঙ্গলবার রাস্তা পেরোতে গিয়েই পথ দুর্ঘটনায় মৃত শেখ আলাউদ্দিনের দেহ নিয়ে প্রতিবাদ মিছিল হয়। প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে জেলাশাসকের সঙ্গে তাঁদের কথা বলিয়ে দিলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর অবরোধ উঠে যায়।

রাহী হালদার