তৈরি হচ্ছে প্রতিমা

Durga Puja 2024: বেনারস থেকে বেনারসি এনে পরানো হয় দশভুজাকে, আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি যেন শারদ মিলনভূমি

অনন্যা দে, আলিপুরদুয়ার: অষ্টমী হোক আর দশমী, আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পুজো যেন হয়ে ওঠে এক মিলনক্ষেত্র। বেনারস থেকে বেনারসি শাড়ি এনে পরানো হয় দেবী দুর্গাকে। এটিই রীতি। যা আলিপুরদুয়ারের দুর্গাবাড়িতে চলে আসছে প্রথম থেকে। আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী পুজো বলতে একনামেই পরিচিত দুর্গাবাড়ির পুজো। পুরনো প্রথা মেনে দেবীর পুজো হয়ে আসছে এখনও। আলিপুরদুয়ারের দুর্গাবাড়ির পুজো শতবর্ষ প্রাচীন। দর্শনার্থীদের কথা মাথায় রেখে মন্দির খোলা থাকে সারারাত।

আরও পড়ুন : দুর্যোগ আর কতদিন? শুক্রবার রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি? পুজোর আগে শেষ উইকএন্ডেও ভিজবে কলকাতা? জানুন ওয়েদার আপডেট

আলিপুরদুয়ার দুর্গাবাড়িতেই প্রতিমা নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিমা নির্মাণের কাজ চলছে।মহালয়ার ভোরে চক্ষুদান করা হবে দেবীর। মন্দিরের পুজো হলেও এই পুজোয় ভিড় বেশি লক্ষ করা যায় যুবক,যুবতীদের। পুজোর পাশাপাশি  হাসি,আড্ডা সব যেন মিলেমিশে উৎসবের মাত্রা আলাদা করে তোলে। দর্শনার্থীদের সকলেই যে আলিপুরদুয়ার শহরের বাসিন্দা, এমন নয়। শহরের বাইরের ছেলে মেয়েরা চলে আসেন এই মন্দিরে। আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পক্ষ থেকে জানা যায়, অষ্টমীর দিন অঞ্জলি দিতে দুর্গাবাড়িতে ৩০০০ এর বেশি মানুষ আসে । দশমীর দিন প্রায় ৫ হাজার বেশি মানুষের সমাগম হয়।