পার্থেনিয়াম 

Parthenium: এই আগাছাই ডেকে আনবে মৃত্যু…! বিষাক্ত পার্থেনিয়াম একবার শরীরে গেলেই সর্বনাশ, বর্ষার আগে সাবধান!

উত্তর দিনাজপুর: আপনার বাড়ির আশেপাশে নেই তো এই গাছ? তাহলে কিন্তু ছড়াতে পারে ক্যানসারের মত মারণ রোগ। ভাবছেন তো কোন গাছের কথা বলছি? অনেকেই হয়তো খুব ভালভাবেই চেনেন গাছটিকে। কিন্তু যারা চেনেনা তারা সাবধান হয়ে যান। সামনেই বর্ষাকাল আর এই সময়েই ঘটবে এই গাছের বারবাড়ন্ত। আপনার বাড়ির আঙিনা রাস্তার দুইধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে আপনার বা আপনার পরিজনের ক্ষতির কারণ। গাছটির নাম পার্থেনিয়াম। এটি নরম কাণ্ড একবর্ষজীবি আগাছা। ছোট ছোট সাদা ফুলসহ দেখতে বেশ ভালই।

তবে এই ফুলের রেনু শরীরের বা চামড়ায় লাগলে হতে পারে চর্মরোগ আর মানুষের শ্বাসতন্ত্র প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। যা পারে, জটিল রোগেও পরিণত হতে পারে। শুধু মানুষই নয় গবাদি পশুরাও এ গাছ থেকে নিরাপদ নয়।রায়গঞ্জ শহরেও এই গাছের বারবাড়ন্ত কম নয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়েছে পার্থেনিয়ামের জঙ্গল। সাধারণ মানুষ বা পড়ুয়ারাও আসছে এর সংস্পর্শে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এই পার্থেনিয়াম গাছ শুধু কেটে ফেললে হবে না, এই গাছ গোড়া থেকে ধ্বংস করতে হবে।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

গাছ বিশেষজ্ঞ তপন চক্রবর্তী জানান, পার্থেনিয়াম গাছ কেটে ফেললে তা আবার পরবর্তীতে হয়ে যায়। তাই এক্ষেত্রে পার্থেনিয়াম গাছকে গোড়া থেকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে খুব তাড়াতাড়ি এই গাছ মারা যায়। তবে কেরোসিন স্প্রে করলে একটু অসুবিধে আছে । কারণ এই পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এছাড়া কেরোসিন জলাশয় ছড়িয়ে পড়লে জল নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সবথেকে সহজ উপায় হল চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি লবণ ভাল করে মিশিয়ে নিয়ে পার্থেনিয়াম গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুই দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ গোড়া থেকে মারা যাবে। এভাবেই পার্থেনিয়াম গাছ গোড়া থেকে ধ্বংস করতে পারবেন।

পিয়া গুপ্তা