Tag Archives: parthenium

Howrah News: জেলা জুড়ে বাড়ছে পার্থেনিয়াম, নির্মূল করতে তৎপর স্থানীয় ‌যুবকরা

হাওড়া: দ্রুত গতিতে এই গাছের বংশবৃদ্ধির, ফলে নানা সমস্যায় জর্জরিত মানুষ! গুল্ম জাতীয় ছোট এই গাছ মারাত্মক ক্ষতির কারণ। অনাবাদি জমি কিংবা রাস্তার ধার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিষ গাছ পার্থেনিয়াম। গরমের সময় গাছে ছোট ছোট ফুল দেখা যায়, ফুল থেকে জন্ম নেওয়া অতি ক্ষুদ্র বীজ বাতাসে মিশে দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে সাহায্য করে।বিশেষজ্ঞদের মতে শ্বাসকষ্ট ও চামড়ার সমস্যা সহ নানা সমস্যার কারণ এই বিষ গাছ পার্থেনিয়াম। মানুষ জানতে-অজান্তে এই গাছের কাছাকাছি বা সংস্পর্শে এলে সমস্যার সম্মুখীন হতে পারে। বর্তমান সময়ে গ্রাম বা শহর সর্বত্রই এই বিষ গাছের পাদুর্ভাব বাড়ছে। জাতীয় সড়ক, গ্রামীণ সড়ক, এমনকি অলিগলিতে এই গাছ ছেয়ে গিয়েছে। সেই দিক গুরুত্ব রেখেই ক্লাব সংগঠনে এই বিষ গাছ বা পার্থেনিয়াম নিধনে এগিয়ে আসা।

আরও পড়ুন:  টাকার ঝড় তুলতে পারে এই মাছ, ফেং শুই-তে সবচেয়ে ভাগ্যবান! বিদেশি আরওয়ানা মাছের দাম জানেন কি!

গ্রামের গুরুত্বপূর্ণ পথ, যে পথ হয়ে সাধারণ মানুষ স্কুল কলেজ ছাত্র-ছাত্রীর যাতায়াত। সেখান থেকেই বিষ গাছের দ্বারা ক্ষতি হতে পারে মানুষের। তা বুঝেই সাধারণ মানুষের স্বার্থে নিজেরাই গ্রামে পার্থেনিয়াম নিধনের দায়িত্বভার কাঁধে তুলে নিল কানুপাট শক্তি সংঘের একদল যুবক। প্রথম পর্যায়ে, প্রায় ২০ থেকে ২৫ জন যুবক পার্থেনিয়াম নিধনে পথে নেমেছে। প্রায় দিন ১৫ আগে বিষ গাছে স্প্রে করা হয়, এরপর সেগুলি কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করে কানপুর শক্তি সংঘের সদস্যরা। এ প্রসঙ্গে উদ্যোক্তা ক্লাব সভাপতি গৌর কোলে জানান, এই প্রতিষ্ঠান সারা বছর সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে। এই দিক থেকে সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যেভাবে দ্রুত গতিতে এই বিষ গাছ বা পার্থেনিয়ামের বংশবৃদ্ধি হচ্ছে। তাতে আগামী দিনে এ থেকে সমস্যা মারাত্মক হতে পারে। তাই ব্যক্তিগত বা বিভিন্ন প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ হয়ে, এই কাজে সকলের এগিয়ে আসা উচিত।

রাকেশ মাইতি

Parthenium: এই আগাছাই ডেকে আনবে মৃত্যু…! বিষাক্ত পার্থেনিয়াম একবার শরীরে গেলেই সর্বনাশ, বর্ষার আগে সাবধান!

উত্তর দিনাজপুর: আপনার বাড়ির আশেপাশে নেই তো এই গাছ? তাহলে কিন্তু ছড়াতে পারে ক্যানসারের মত মারণ রোগ। ভাবছেন তো কোন গাছের কথা বলছি? অনেকেই হয়তো খুব ভালভাবেই চেনেন গাছটিকে। কিন্তু যারা চেনেনা তারা সাবধান হয়ে যান। সামনেই বর্ষাকাল আর এই সময়েই ঘটবে এই গাছের বারবাড়ন্ত। আপনার বাড়ির আঙিনা রাস্তার দুইধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে আপনার বা আপনার পরিজনের ক্ষতির কারণ। গাছটির নাম পার্থেনিয়াম। এটি নরম কাণ্ড একবর্ষজীবি আগাছা। ছোট ছোট সাদা ফুলসহ দেখতে বেশ ভালই।

তবে এই ফুলের রেনু শরীরের বা চামড়ায় লাগলে হতে পারে চর্মরোগ আর মানুষের শ্বাসতন্ত্র প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। যা পারে, জটিল রোগেও পরিণত হতে পারে। শুধু মানুষই নয় গবাদি পশুরাও এ গাছ থেকে নিরাপদ নয়।রায়গঞ্জ শহরেও এই গাছের বারবাড়ন্ত কম নয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়েছে পার্থেনিয়ামের জঙ্গল। সাধারণ মানুষ বা পড়ুয়ারাও আসছে এর সংস্পর্শে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এই পার্থেনিয়াম গাছ শুধু কেটে ফেললে হবে না, এই গাছ গোড়া থেকে ধ্বংস করতে হবে।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

গাছ বিশেষজ্ঞ তপন চক্রবর্তী জানান, পার্থেনিয়াম গাছ কেটে ফেললে তা আবার পরবর্তীতে হয়ে যায়। তাই এক্ষেত্রে পার্থেনিয়াম গাছকে গোড়া থেকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে খুব তাড়াতাড়ি এই গাছ মারা যায়। তবে কেরোসিন স্প্রে করলে একটু অসুবিধে আছে । কারণ এই পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এছাড়া কেরোসিন জলাশয় ছড়িয়ে পড়লে জল নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে সবথেকে সহজ উপায় হল চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি লবণ ভাল করে মিশিয়ে নিয়ে পার্থেনিয়াম গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুই দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ গোড়া থেকে মারা যাবে। এভাবেই পার্থেনিয়াম গাছ গোড়া থেকে ধ্বংস করতে পারবেন।

পিয়া গুপ্তা