চাঁদ ছোট হয়ে যাচ্ছে?

Knowledge Stroy: ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে চাঁদ! পৃথিবীর উপগ্রহের অবস্থা জানলে মাথায় হাত দিয়ে দেবেন

রাতের আকাশে উজ্জ্বল চাঁদের দিকে আমাদের চোখ পড়ে যায় মাঝে-মাঝেই। বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের অপরূপ সুন্দর রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি বারবার। কিন্তু বাইরে থেকে খালি চোখে তার আকারে কোনও পরিবর্তন ধরা না পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ পালটে চলেছে ক্রমশ। কী করে জানা গেল সেকথা?

রাতের আকাশে উজ্জ্বল চাঁদের দিকে আমাদের চোখ পড়ে যায় মাঝে-মাঝেই। বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের অপরূপ সুন্দর রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি বারবার। কিন্তু বাইরে থেকে খালি চোখে তার আকারে কোনও পরিবর্তন ধরা না পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ পালটে চলেছে ক্রমশ। কী করে জানা গেল সেকথা?
জানা গিয়েছে, নাসার পাঠানো একটি কৃত্রিম উপগ্রহ গত দশবছরে চাঁদের হাজার-হাজার ছবি তুলেছে। আর সেই সব ছবি খুঁটিয়ে দেখে বোঝা গিয়েছে, আপাতদৃষ্টিতে শান্ত, চুপচাপ চাঁদ সবার চোখের সামনেই ধীরে ধীরে আকারে ক্রমশ ছোট হচ্ছে।
জানা গিয়েছে, নাসার পাঠানো একটি কৃত্রিম উপগ্রহ গত দশবছরে চাঁদের হাজার-হাজার ছবি তুলেছে। আর সেই সব ছবি খুঁটিয়ে দেখে বোঝা গিয়েছে, আপাতদৃষ্টিতে শান্ত, চুপচাপ চাঁদ সবার চোখের সামনেই ধীরে ধীরে আকারে ক্রমশ ছোট হচ্ছে।
জানা গিয়েছে, এখনও নাকি চাঁদের গঠন প্রক্রিয়া চলছে। সৃষ্টির সময়ের পর ঠান্ডা হতে-হতে চাঁদ ক্রমশ সংকুচিত হয়ে চলেছে।
জানা গিয়েছে, এখনও নাকি চাঁদের গঠন প্রক্রিয়া চলছে। সৃষ্টির সময়ের পর ঠান্ডা হতে-হতে চাঁদ ক্রমশ সংকুচিত হয়ে চলেছে।
আর এর পিছনে কারণ, চাঁদের অভ্যন্তরীণ ভূমিকম্প। ছবিগুলো পরীক্ষা করে এও বোঝা গিয়েছে যে চাঁদের মাটির তলায় টেকটনিক প্লেট না থাকায় তাকে জড়ভরত মনে হলেও, এই উপগ্রহ কিন্তু আসলে ভীষণ রকম ডায়নামিক।
আর এর পিছনে কারণ, চাঁদের অভ্যন্তরীণ ভূমিকম্প। ছবিগুলো পরীক্ষা করে এও বোঝা গিয়েছে যে চাঁদের মাটির তলায় টেকটনিক প্লেট না থাকায় তাকে জড়ভরত মনে হলেও, এই উপগ্রহ কিন্তু আসলে ভীষণ রকম ডায়নামিক।
চাঁদ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কারণ কয়েক লক্ষ বছর ধরে চাঁদের অন্তঃস্থল ঠান্ডা হয়ে যাচ্ছে। যত ঠান্ডা হচ্ছে ততই চাঁদ যেন শুকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ১৫০ ফুট ছোট হয়েছে চাঁদের পরিধি। আর এই ছোট হয়ে যাওয়ার জের পড়ছে চাঁদের মাটির ওপর।
চাঁদ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। কারণ কয়েক লক্ষ বছর ধরে চাঁদের অন্তঃস্থল ঠান্ডা হয়ে যাচ্ছে। যত ঠান্ডা হচ্ছে ততই চাঁদ যেন শুকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ১৫০ ফুট ছোট হয়েছে চাঁদের পরিধি। আর এই ছোট হয়ে যাওয়ার জের পড়ছে চাঁদের মাটির ওপর।
চাঁদের মাটিতে ক্রমশ চন্দ্রকম্প বাড়ছে। মাটি শুকিয়ে যাওয়ায় বড় বড় ফাটল তৈরি হচ্ছে। চাঁদের উপরিভাগের মাটি একে অপরকে ধাক্কা মারছে।
চাঁদের মাটিতে ক্রমশ চন্দ্রকম্প বাড়ছে। মাটি শুকিয়ে যাওয়ায় বড় বড় ফাটল তৈরি হচ্ছে। চাঁদের উপরিভাগের মাটি একে অপরকে ধাক্কা মারছে।