লেপার্ড

Leopard Panic: চিতাবাঘের ভয়ে কেউ স্কুলে আসছে না, ধনীরামপুরে অঘোষিত বনধ

আলিপুরদুয়ার: চিতাবাঘের আতঙ্কে অঘোষিত বনধের চেহারা নিল ফালাকাটা। ভয়ের চোটে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। তাঁরাও বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না। ফলে কার্যত পড়ুয়া শূন্য অবস্থা ফালাকাটার ধনীরামপুর-২ অঞ্চলের চাঁদনিকুড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের।

চিতাবাঘের গোটা পরিবার এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়দের দাবি। প্রতিদিন সকাল হলেই বুনোজন্তুর হালহকিকত জানতে এলাকায় আসছেন নানা প্রান্তের মানুষ। এদিকে স্কুল খুলে গেলেও চিতাবাঘের আতঙ্কে পড়ুয়া নেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। চাঁদনিকুড়া জুনিয়র হাইস্কুলের টিচার ইনচার্জ কেশবচন্দ্র রায় বলেন, চিতাবাঘের ভয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পড়ুয়ারা আসছে না বলে মিড ডে মিল রান্না হচ্ছে না।

আর‌ও পড়ুন: সাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কার্যালয়ে আগুন

গ্রামবাসীদের দাবি, শুধুমাত্র একটি চিতাবাঘ নয়, সপরিবারে সে ঠাঁই নিয়েছে এলাকায়। চিতাবাঘেরর ছানাদের দেখাও পেয়েছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা দীপা রায় বলেন, পাটক্ষেত থেকে উঠে বাঘের দুটি বাচ্চাকে খেলতে দেখেছেন। বাঘের ভয়ে পোষ্য প্রাণীদের নিরাপদে রাখতে গোয়াল ঘর বেশ শক্তপোক্ত করে মেরামত করছেন গ্রামের মানুষ। বাঘের বাচ্চার দেখা পাওয়ার পরে এলাকাবাসীরা বুঝেছেন চিতাবাঘ আশেপাশেই ঘাঁটি গেড়ে রয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার সকালে চিতাবাঘ দেখতে পান পেশায় কৃষক গ্রামবাসী সুবল রায়। তাঁকে চিতাবাঘ আক্রমণ করায় গুরুতর জখম হন। বর্তমানে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিকে এলাকায় নজরদারি শুরু করেছে বনকর্মীরা।

অনন্যা দে