ডেকোরেটার্স কারিগর

Lok Sabha Election 2024: রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তবু ভোট এলেই ওঁদের গুরুত্ব বেড়ে যায়

কোচবিহার: হাতেগোনা আর কিছুদিন বাকি অসাধারণ লোকসভা নির্বাচন শুরু হতে। ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট হবে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন লোকসভা কেন্দ্রে। ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে সর্বত্র। সাধারণ মানুষের মধ্যেও এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে। এরই ফাঁকে বেশ কিছু মানুষ থাকেন যারা রাজনৈতিক দলমত নির্বিশেষে ভোটের জন্য কাজ করেন। আর সেই সুযোগে ভোট এলেই তাঁদের দু পয়সা অতিরিক্ত আয় হয়।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

এই মানুষগুলির কোন‌ও রাজনৈতিক পরিচয় নেই। তবুও তাঁদের প্রয়োজন পড়ে ভোটের জনসভার মঞ্চ থেকে শুরু করে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত। হয়ত কিছু আন্দাজ করতে পেরেছেন, এই মানুষগুলি হলেন ডেকোরেটার্স ব্যবসায়ী ও কর্মীরা। সারা বছর নানান কর্মকাণ্ড থাকলেও গ্রীষ্মকালে তাঁদের কাছে কাজ থাকে না বললেই চলে। তবে এবারে গরমের সময়‌ই লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় তাঁদের কর্মব্যস্ততা তুঙ্গে উঠেছে।

আর‌ও পড়ুন: চা বাগানে হাতির হানায় ক্ষতিপূরণ বড় ইস্যু আলিপুরদুয়ারের ভোটে

কোচবিহারের ডেকোরেটার্স ব্যবসায়ী দুলাল শিকদার জানান, দীর্ঘ সময় ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। বছরের অন্যান্য সময় সাধারণ কাজ লেগেই থাকে। গরমে সেভাবে কাজ না থাকলেও এবার লোকসভা নির্বাচন পড়ে যাওয়ায় চলতি বছরে ব্যস্ততা আছে ভালই। তাঁদের ওপর চাপ পড়ছে প্রচুর। রীতিমত দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে। বিশেষ করে নির্বাচনী সভার মঞ্চ তৈরি কাজ করার ফুসরত মিলছে না।

সার্থক পণ্ডিত