Tag Archives: vote campaign

Lok sabha Election 2024: ঝাড়গ্রামে আবার পদ্ম ফুটবে? মোদিতেই ভরসা খুঁজছে বিজেপি

ঝাড়গ্রাম: একসময়ের মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রামে কিছুটা অভাবিতভাবেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফুটেছিল পদ্মফুল। যদিও লোকসভার বিচারে ভোটের ব্যবধান অতি সামান্য ছিল। কিন্তু ২১-এর বিধানসভা নির্বাচনে সেই ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সবকটি বিধানসভাতেই জয়ী হয়েছে তৃণমূল। এমনকি গতবারের জয়ী সাংসদ ইতিমধ্যে দলও ছেড়েছেন। সব মিলিয়ে ঝাড়গ্রামে এবার শুরু থেকেই কিছুটা যেন ব্যাকফুটে বিজেপি। তবে জঙ্গলমহলের প্রাণকেন্দ্র বলে পরিচিত এই আসনটি তারা কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। তাই আগামী ২০ মে এই কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

বিজেপির দাবি গতবারের জয়ী প্রার্থী তথা সাংসদ কুনার হেমব্রম দল ছাড়লেও তার প্রভাব ভোট বাক্সে পড়বে না। এদিকে ঝাড়গ্রাম দখল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক প্রণত টুডু’কে। অন্যদিকে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিপদ সোরেন খেরওয়াল। অপরদিকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে জঙ্গলমহলের ‘প্যাড‌উম্যান’ নামে খ্যাত মোনামণি মুর্মু (টুডু) কে।

আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে প্রকৃতির পাঠশালা

এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম রক্ষা করতে বিজেপি এখন স্বয়ং মোদির ভরসায়। ১৯ মে রবিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে নরেন্দ্র মোদি সভা করবেন খড়গপুরে। ঠিক তার পরের দিন প্রণত টুডুর সমর্থনে তিনি আসবেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ, সুরক্ষা ব্যবস্থা, মঞ্চ তৈরি এবং হেলিকপ্টার ট্রায়াল চলছে জঙ্গলমহলে।

দুপুর ১ টা থেকে সভা হওয়ার কথা নরেন্দ্র মোদির। লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব। প্রস্তুতি চলছে জোরকদমে। শনিবার ঝাড়গ্রামে নবনির্মিত ডিএম অফিস চত্ত্বর মাঠে চপার ল্যান্ড করে। গোটা জায়গাটা পর্যবেক্ষন করে বিশেষ নিরাপত্তা বাহিনী। চলছে মঞ্চ তৈরির কাজও। এসপিজি আধিকারিক, পিএমও দফতরের আধিকারিকেরা বারংবার সভাস্থল পরিদর্শন করেন। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী সহ জেলা ও রাজ্য নেতৃত্বরা সভাস্থল ঘুরে দেখেন।

উল্লেখ্য, ২০১৯ সালে এই আসন বিজেপি জয় লাভ করলেও তারপর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভাতেই বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃনমূল। তারপর পঞ্চায়েতেও তেমন ভাল ফল করতে পারেনি বিরোধী দল বিজেপি। নরেন্দ্র মোদির সভাকে সামনে রেখে সংগঠনকে ফের চাঙ্গা করতে চাইছে গেরুয়া শিবির।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ভোট মিটতেই ঝাঁপিয়ে পড়ল বামেরা, জেলাজুড়ে চলছে এই বিশেষ কাজ

নদিয়া: গত ১৩ এপ্রিল ভোট গ্রহণ শেষ হয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে। জনতা জনার্দনের সেই রায় ইভিএম বন্দি হয়ে স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা আছে। ভোট গণনা হতে এখনও বেশ কিছুটা বাকি। তবে নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করেছিলেন তাঁদের অনেকেই নিজেদের নামে দেওয়াল লিখন বা এলাকায় টাঙানো ফ্লেক্স-ব্যানার খুলতে শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এলাকার সিপিএম কর্মীরা।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

রানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস। ভোট মিটতেই তাঁর এবং দলীয় উচ্চ নেতৃত্বের পরামর্শে স্থানীয় সিপিএম নেতাকর্মীরা ধাপে ধাপে যাবতীয় ফ্লেক্স ব্যানার খোলার কাজ শুরু করে দিয়েছেন। জানিয়েছেন, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই এমন পদক্ষেপ। দৃশ্য দূষণ নিয়ে রাজনৈতিক দলগুলির গা ছাড়া মনোভাবের সমালোচনা করে থাকেন সমাজকর্মীরা। এক্ষেত্রে অন্য নজির গড়লেন রানাঘাটের সিপিএম নেতাকর্মীরা।

আরও পড়ুন: ভোটের আগে রেল-বিমান নিয়ে একগুচ্ছ দাবি এই জেলার ব্যবসায়ীদের

উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে গোটা দেশবাসীর নজর ছিল রানাঘাট ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজ ফাইট ছিল প্রথম সারির দলগুলির। আর সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের প্রায় মাঝখানেক আগে থেকেই তাঁদের দলের চিহ্ন এবং প্রার্থীর নামে দেওয়াল লিখন, পোস্টার-পতাকা ইত্যাদিতে ছেয়ে ফেলেছিল গোটা লোকসভা কেন্দ্র। তবে ভোট মিটতেই বামেরা এগিয়ে এসে যেভাবে নির্বাচনী প্রচারে জিনিসপত্র সরিয়ে ফেলতে শুরু করেছে তা ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

মৈনাক দেবনাথ

Lok Sabha Election 2024: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন ‘কুড়মি’ অজিত

পুরুলিয়া: শেষ মুহূর্তে প্রচার চলছে সর্বত্র। স্বীকৃত রাজনৈতিক দলগুলো যে সুবিধা পায় নির্দলরা বা অসীকৃত রাজনৈতিক দলের প্রার্থীরা তা থেকে কিছুটা বঞ্চিত। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন প্রতীক চিহ্ন বরাদ্দ করলে তবেই ভালভাবে ভোটের প্রচারে ঝাঁপাতে পারেন তাঁরা।

সেই প্রতীক পেতেই এবার প্রচারে রীতিমত তুললেন পুরুলিয়া কেন্দ্রের কুড়মি সম্প্রদায়ের নির্দল প্রার্থী অজিত মাহাত। তাঁর জন্য বালতি প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচন কমিশন। সেই বালতি হাতেই ভোট প্রচারে ঝড় তোলেন পুরুলিয়ার কুড়মি প্রার্থী। পুরুলিয়া কেন্দ্রে ভোট প্রচারের একেবারে প্রথম দিন থেকেই নানাভাবে চোখ টানছেন তিনি। প্রথমত হলুদ গামছা, ফেট্টি, টি-শার্ট, টুপি ছাতা সব মিলিয়ে হলুদ রঙা প্রচার। তারপর মোষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দিয়ে একবার রাজ্যবাসীর নজর কেড়েছেন অজিত মাহাত। এবার প্রতীক বালতি মাথায় করে মহিলারা প্রার্থী অজিতপ্রসাদ মাহাতকে নিয়ে পদযাত্রা করলেন পুরুলিয়া -১ নম্বর ব্লকে।

আরও পড়ুন: তিন শিক্ষিকার কাণ্ড শুনলে আপনিও অবাক হবেন

এ বিষয়ে কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, বালতি ভর্তি ভোট দিয়ে আমাকে জিতিয়ে আনুন। আদিবাসী কুড়মি সমাজ নিজেদের লড়াই ও অধিকার আদায়ের জন্য চেষ্টা করে গিয়েছে। তাই বরাবরই মানুষের মন ছোঁয়ার জন্য তারা একের পর এক পদক্ষেপ নিয়েছে।

প্রচারেও তাদের অভিনবত্ব থেকেছে যাতে মানুষের মনে দাগ কাটতে পারে। ‌জঙ্গলমহলে নিজেদের জয়ের ব্যাপারে তিনি অনেকখানি আশাবাদী। এই প্রথমবার রাজনীতির ময়দানে আদিবাসী কুড়মি সমাজ। এতদিন রাজনৈতিক দলগুলির সমর্থন করে থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে এই প্রথমবার তারা লড়াইয়ে নেমেছেন।

‌প্রচার , মিটিং, মিছিলে থাকছে প্রতিদিন নয়া চমক। ‌ আর এবার প্রতীক চিহ্ন নিয়ে প্রচার করে মানুষের মনে দাগ কাটলেন তারা। আগামী ২৫ তারিখে ভোট গ্রহণ হবে জঙ্গলমহলের পুরুলিয়াতে। ইতিমধ্যেই প্রচার তুঙ্গে সব কটি রাজনৈতিক দলেরই। তবে সংসদে কে যাবেন তা দেখতে অপেক্ষা ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত জেলার মানুষের কাছে।

শমিষ্ঠা ব্যানার্জি

Lok Sabha Election 2024: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে

পশ্চিম মেদিনীপুর: দেশজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। তাতে সামিল হয়েছেন সারা দেশের নানা শ্রেণির, নানা ভাষার মানুষ। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে প্রথম চার দফার দফার নির্বাচন শেষ। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর‌ও সামনে এসেছে। তবে ভোটকে ইস্যু করে এবার নজরকাড়া ভাবনা বাংলার পট শিল্পীদের।

মানুষকে সচেতন করতে এবং সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ পট আঁকলেন পট শিল্পীরা। লিখলেন গানও। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ভাবনা শিল্পীদের। যা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং কলেজে বন্দি জনমত! চারিদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

শিল্প সমাজের এক অঙ্গ। মানুষের মধ্যে সচেতনতাবোধ বৃদ্ধি করে শিল্পীর শিল্পকর্ম। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে বসবাস বহু পট শিল্পী পরিবারের। গোটা গ্রাম পরিচিত পট গ্রাম হিসেবে। বিভিন্ন সময় নানা চিত্র, পটে এঁকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন তাঁরা। কখনও ধর্মীয়, কখনও সচেতনতামূলক ছবি এঁকে মানুষের মধ্যে নানা ভাবনার বিকাশ করে থাকেন পটুয়ারা। তবে এবার ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিশেষ পট আঁকলেন তারা। লিখলেন গানও।

পিংলার পট শিল্পী বাহাদুর চিত্রকরের তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিল্পী মিলে এঁকেছেন এই পট। শুধু আঁকা নয়, মানুষের মধ্যে গান গেয়ে গেয়ে ভোটকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার বার্তা দিচ্ছেন তাঁরা।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: খোল-করতাল নিয়ে ভোট প্রচারে তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁজ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায়‌। কলকাতা লাগোয়া দক্ষিণবঙ্গের এই জেলায় লোকসভার চার টি আসন আছে। এই জেলায় সাধারণত তৃণমূল কংগ্রেসের দাপট থাকলেও এবার সবকটি রাজনৈতিক দল প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়েছে।

দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রেই ১ জুন, অর্থাৎ শেষ দফায় ভোট গ্রহণ হবে। তার আগে দেখা গেল খোল, করতাল, মাদল নিয়ে কাকদ্বীপে ভোট প্রচার করল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। এর কারণ হিসাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে তাদের এই প্রয়াস। তাই খোল, করতাল, মাদল বাজিয়ে মানুষের কাছে সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে। এর আগে প্রচারে ঢোলের ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে প্রচারের মধ্যে খোল করতাল, মাদল বাজানো হচ্ছে। সঙ্গে একাধিক প্ল্যাকার্ড থাকছে।

আরও পড়ুন: মোদি আসবেন, সেজে উঠছে পুরুলিয়া

যা মিছিলগুলিকে বাড়তি মাত্রা দিচ্ছে। কাকদ্বীপের মিছিলের সামনে ছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। পাথরপ্রতিমাতেও এরকম একটি মিছিল দেখা গিয়েছিল। সেখানে প্রার্থী র সঙ্গে ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার জানিয়েছেন, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে। তারই অঙ্গ হিসাবে এই কাজ করা হয়েছে। যা প্রচারকে আরও বর্ণময় করে তুলেছে।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: চিকিৎসক থেকে প্রার্থী, শর্মিলা সরকারকে নিয়ে প্রতিবেশীরা কী বলছেন?

পূর্ব বর্ধমান: শনিবার ছিল প্রচারে শেষ দিন। আগামী সোমবার, ১৩ মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন। সকলকে চমকে দিয়ে কিছুটা অস্বাভাবিকভাবেই এখানে তৃণমূল প্রার্থী করেছে চিকিৎসক শর্মিলা সরকারকে। এক্ষেত্রে তারা পরিচিত রাজনৈতিক মুখের উপর বিশেষ ভরসা করেনি। অবশ্য শর্মিলা সরকারের বাড়ি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে।

বর্ধমানের অগ্রদ্বীপ গ্রামের মেয়ে শর্মিলা সরকার। তবে পেশাগত কারণে তিনি অনেকটা সময় কলকাতায় থাকতেন। তবে প্রার্থী ঘোষণার পর পুরো সময়টাই প্রচারে দিয়েছেন। এক্ষেত্রে এতটুকু শিথিলতা দেখেননি।

আর‌ও পড়ুন: জঙ্গলে ঘুরে ঘুরে কর্মশালা! হাওড়ায় যা যা ঘটল…

ভোট প্রচার চলাকালীন একাধিকবার তিনি চমকও দিয়েছেন। নিজে একজন চিকিৎসক হওয়ায় শর্মিলা সরকার প্রচারের মধ্যেই মাঝেমধ্যে রোগী দেখেছেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের একাধিক মানুষের চিকিৎসা করেছেন তিনি। তবে লোকসভা ভোটের আগে শর্মিলা সরকার প্রসঙ্গে তাঁর প্রতিবেশীরা কী জানাচ্ছেন? পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে, এই বিষয়ে কী মত স্থানীয়দের? এইসকল প্রশ্নের উত্তরের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে শর্মিলা সরকারের বাড়ির সামনে, তাঁর নিজের পাড়ায়। কথোপকথন হয় বেশ কিছু স্থানীয় মানুষের সঙ্গে।

শর্মিলা সরকারের প্রতিবেশী প্রীতম দাস বলেন, পাড়ার দিদি প্রার্থী হয়েছেন। গাড়ি করে যাতায়াত করছেন দেখছি। অবশ্যই খুব ভাল লাগছে। ভোটে যদি তিনি জেতেন আশা করব এলাকার আরও উন্নয়ন হবে। স্থানীয় বাসিন্দা প্রাণকৃষ্ণ দত্ত, প্রদীপ দত্ত এবং অনামিকা ভাওয়ালরা বলেন, পাড়ার মেয়ে প্রার্থী হয়েছে এতে সবাই খুশি হয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, এলাকার চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যা আছে। এই এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে আগে ভাল পরিষেবা পাওয়া যেত। কিন্তু বর্তমানে পরিকাঠামো বেশ খারাপ। তাঁদের আশা, ভোটের পর হয়ত এই হাসপাতালের বিষয়ে উল্লেখযোগ্য কোন্ও পদক্ষেপ করা হবে।

বনোয়ারীলাল চৌধুরী

Lok Sabha Election 2024: ভোট কাটাকুটির অঙ্কে মুর্শিদাবাদে ‘পদ্ম’ ফোটানোর আশা

মুর্শিদাবাদ: বাংলায় ‘শূন্য’ দশা কাটাতে সিপিএম পাখির চোখ করেছে মুর্শিদাবাদ কেন্দ্রটিকে। এখানে লড়ছেন খোদ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর প্রচারে মানুষের ব্যাপক ঢল দেখা যাচ্ছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু প্রথমবারের জন্য এই মুর্শিদাবাদেই পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে তারা বাজিমাত করতে পারে বলে ধারণা বিজেপি নেতৃত্বের।

মঙ্গলবার চতুর্থ দফায় জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হবে। রবিবার শেষ হতে চলেছে এই কেন্দ্রের নির্বাচনী প্রচার। তার আগে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মত করেই ভোটের নির্বাচনী প্রচার করছেন জোরকদমে। শনিবার এখানে জোরকদমে প্রচার করতে দেখা গেল বিজেপি নেতৃত্বকেও।

আর‌ও পড়ুন: উপহারের ঠেলায় বারবার থামতে হল মোদিকে

একটা সময় বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পদ সামলেছেন। ২০২১ সালে তৃণমূলকে পরাজিত করে মুর্শিদাবাদ বিধানসভা আসনে পদ্ম ফুটিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। তিনিই মুর্শিদাবাদ কেন্দ্রে মহম্মদ সেলিমের বিরুদ্ধে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ, ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, রানিনগর, জলঙ্গির পাশাপাশি নদিয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। ফলে দিনরাত এক করে সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার। কোথাও রোড শো কোথাও বা ছোট ছোট পথসভা, কোথাও আবার পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ তৈরি করে ভোট প্রার্থনা করছেন বিজেপি প্রার্থী।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন মানেই অশান্তি, বোমা বারুদ গুলির আওয়াজ। তাই এই লোকসভা কেন্দ্রে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি মহিলা পরিচালিত বুথের জন্য মহিলা কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। চলছে রুট মার্চ পর্ব। তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: উপহারের ঠেলায় বারবার থামতে হল মোদিকে

বীরভূম: একে তীব্র গরম, তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তার উপর ছোট-বড় নেতা, মোদিভক্ত আমজনতার পাল্লা দিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার চেষ্টা। সব মিলিয়ে বারেবারে ছন্দপতন ঘটল নরেন্দ্র মোদির সভায়। বারবার ভাষণ থামাতে হল মোদিকে।

কেউ নিজের হাতে আঁকা ভারতের মানচিত্র, আবার কেউ এনেছিলেন স্কেচ করা মোদির ছবি। কারওর হাতে আবার ছিল শিবভক্ত মোদির জন্য আরাধ্য দেবতার ছবি। সবাই নিজেদের উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। ফলে নিজের বক্তব্য রাখার সময় বারবার থামতে হয় প্রধানমন্ত্রীকে। এই ছন্দপতনের জন্য বারেবারে বিব্রত হতে হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের।

শুক্রবার সাঁইথিয়া ব্লকের পাশেই আমোদপুরের মেলার মাঠে বীরভূমের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। জনসভর মাঠ ভরানোর জন্য বীরভূমের বিজেপি নেতৃত্ব পাশের জেলা বর্ধমান, পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বাস ভরতি করে সমর্থকদের নিয়ে এসেছিলেন। প্রায় ৯০ হাজার থেকে ১ লক্ষ মানুষের সমাগম ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারের লোকসভা নির্বাচনের প্রচার পর্বে সবচেয়ে বড় জনসমাবেশটা আমোদপুরের মাঠেই হল।

আর‌ও পড়ুন: ওদের জন্য শহরজুড়ে বসল জলের পাত্র

হ্যাঙারের ধাঁচ সমাবেশের মন্ডপ সাজানো হয়েছিল।কাঠফাটা রোদে মাঠের বাইরে রাস্তায় রীতিমত মেলা বসে যায়। কেউ নিয়ে বসেছিলেন বোতল বোতল জল, কেউ ঘুগনি মুড়ি, কেউ আবার শসা। মাঝের হ্যাঙারে আগে থেকেই নিজের হাতে আঁকা জল রং দিয়ে ভারতের মানচিত্র নিয়ে হাজির হয়েছিল আস্তিক চট্টোপাধ্যায়। দশম শ্রেণির ছাত্রর বাড়ি বর্ধমান।সেখান থেকেই মোদিজির জন্য তার এই ছবি আনা। এমন আরও অনেকেই প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে এসেছিলেন।

নরেন্দ্র মোদি ভাষণ শুরু করতেই তাঁর জন্য আনা উপহার মাথার উপরে তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে শুরু করেন। অনেকটা খেলার মাঠের পোস্টার দেখানোর মত তাঁরা নিজেদের উপহার নিয়ে সভার সামনে চলে যন।ত বে এত মানুষের মাঝেও চোখ এড়ায়নি নরেন্দ্র মোদির।

তিনবার তিনি বক্তৃতা থামাতে হয় প্রধানমন্ত্রী কে। প্রায় জনা দশেক কিশোর বালক সকলেই মোদির হাতে তাদের উপহার তুলে দিতে চায়। প্রথমবার মোদি বলেন, ‘ঠিক আছে, আমার জন্য আনা উপহার আমি গ্রহণ করলাম। আমার দফতর থেকে তার প্রাপ্তি স্বীকার করে আপনার ঠিকানায় চিঠি চলে যাবে।’ তাতেও বেশ কিছু কিশোর নাছোড়। তারা হাতে উপহার তুলে দেবেই। তারা জানায়, রাত জেগে প্রিয় প্রধানমন্ত্রীর জন্য উপহার বানিয়েছেন। ফের বক্তব্য থামিয়ে নিরাপত্তা কর্মীদের বলেন, এক বালকের থেকে শিবলিঙ্গের কাট আউট নিয়ে আসতে। তবে বারবার প্রধানমন্ত্রী ভাষণ থামানোয় বীরভূমে তিনি বেশিক্ষণ বক্তব্য রাখার সুযোগ পাননি।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: দুর্গা-কালী-শিব তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বাংলায় বক্তব্য শুরু মোদির

পূর্ব বর্ধমান: গোদার মাঠে অনুমতি না মেলায় অবশেষে এদিন তালিতের সাই কমপ্লেক্সে সম্পন্ন হল প্রধানমন্ত্রীর জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। তবে বর্ধমানে এদিন যেন একটু অন্যরকমভাবেই ভাষণ শুরু করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সর্বপ্রথম ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন বর্ধমানে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘জয় মা দূর্গা, জয় মা কালী, হর হর মহাদেব।’ হিন্দু ধর্মের তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করার পরই বর্ধমানবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, ‘কেমন আছেন বর্ধমানবাসী? কেমন আছেন দূর্গাপুরবাসী? আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা।

আর‌ও পড়ুন: ‘আমিই তমলুকের হেভিওয়েট প্রার্থী’, মনোনয়ন পেশের পর সায়ন

বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট আগামী ১৩ মে। আর তার আগে দুই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের তালিত সাই কমপ্লেস ময়দানে শুক্রবার জনসভা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০:৫০ নাগাদ হেলিকপটারে চেপে সাই কমপ্লেক্স ময়দানে পৌঁছন মোদি।

প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। এদিকে এদিন মোদির ছবি এঁকে মঞ্চে তাঁর‌ই হাতে তুলে দেন অভিজিৎ দত্ত নামে বিজেপি কর্মী।

বনোয়ারীলাল চৌধুরী

Road Accident: প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম ২ তৃণমূল কর্মী, হাসপাতালে ছুটে এলেন প্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: সাগরে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী সভার সমর্থনে ছিল প্রচার অভিযান। সেই প্রচারে অংশ নিয়ে ফেরার পথে অটো উল্টে আহত হলেন দুই তৃণমূল কর্মী‌। ফরিদ সাহা ও ফরিদা বিবি নামে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর যখন। স্থানীয়রা ও দলীয় সহকর্মীরা মিলে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার।

আহত দুই তৃণমূল কর্মীকে দেখার জন্য দলীয় প্রার্থীর পাশাপাশি হাসপাতালে আসেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ফলে সেখানে বেশ ভাল ভিড় জমে যায়। এদিকে আহত দুই দলীয় কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বাপী হালদার। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাপী হালদারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আহতদের পরিজনরা।

আর‌ও পড়ুন: গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই…

উল্লেখ্য মঙ্গলবার পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়তে পারে। সকাল থেকেই ওই সভায় হাজির থাকার জন্য রওনা দিয়েছেন বহু মানুষ।

নবাব মল্লিক