চলছে পুজার্চনা

Lok Sabha Election 2024: ভোটের আগের দিন সারারাত জুড়ে পুজো মথুরাপুরে, নেপথ্যে থেকে এই রাজনৈতিক দল…

দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকাল থেকেই সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। তার আগে শুক্রবার সারারাত ধরে বিশেষ পূজো চলল মথুরাপুর লোকসভার একাধিক জায়গায়। বাজল শাঁখ, কাঁসর, ঘণ্টা। পুজোয় অংশ নিলেন মহিলারা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কিন্তু ভোটের আগের দিন কেন এই পুজোর্চনা? খোঁজ নিয়ে জানা গেল, মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপী হালদার যাতে নির্বাচনী লড়াইয়ে জয়ী হোন তার জন্যই এই বিশেষ পুজোপাঠের আয়োজন করেন সেখানকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সাধারণ গ্রামবাসীরাও। অনেকেই বাপীকে জেতাতে ভগবানের কাছে মানত করেছেন। প্রত্যন্ত গ্রামগুলির বিভিন্ন জায়গাতেও চলেছে এই পুজো-অর্চনার কাজ।

আরও পড়ুন: বর্ধমানের নদীয়ানন্দন বৈরাগ্যের কাছে আফ্রিকা-অস্ট্রেলিয়া-আমেরিকা থেকে ছুটে আসছে সবাই

একাধিক ঠাকুরথানে এই পুজো করা হয়েছে। মহিলারা রাত জেগেছেন। গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আগে পুজো করে শুভ কাজে যোগ দেওয়ার উদ্যেশে এই কাজ করেছেন তাঁরা। এই ধরনের উদ্যোগ অতীতের ভোটের সময় বিশেষ একটা দেখা যায়নি। সেই দিক থেকে দেখতে গেলে এবার এক নতুন রীতির সূচনা হল। ভোরবেলায় এই পুজো শেষ হয়। ফলে ভোট পর্ব শুরুর সামান্য কিছু আগে সেখানকার মহিলাদের মধ্যে অনেকে বাড়ি ফেরেন। একটু বিশ্রাম নেন, তারপর আবার ভোট দিতে বেরিয়ে পড়েন।

নবাব মল্লিক