ভাঙছে নদীর পাড় 

Lok Sabha Election 2024: ফি বছরের বন্যা থেকে বাঁচতে সুবর্ণরেখার সম্পূর্ণ পাড় বাঁধানোর দাবি

পশ্চিম মেদিনীপুর: গ্রামের গা ঘেঁষে বয়ে চলছে শান্ত সুবর্ণরেখা। কিন্তু বর্ষাকাল এলেই ফুলে ফেঁপে উঠে শান্ত এই নদী। তখন সে তার কী ভয়ঙ্কর রূপ! বর্ষাকালে একদিকে বর্ষার জল আর অন্যদিকে ব্যারেজের ছাড়া জলে ভয়াল রূপ নেয় সুবর্ণরেখা। নদীর খরস্রোতা প্রবাহ ভেঙে ফেলে পাড়। ফলে হামেশাই বানভাসি হয় দুই কুলের মানুষজন। নদী ভাঙনের জেরে ঘটা বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সুবর্ণরেখার সম্পূর্ণ পাড় বাঁধানোর দাবি তুললেন স্থানীয়রা।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা। গিয়েছে ওড়িশার মধ্য দিয়েও। বেশ কিছু জায়গায় সুবর্ণরেখার পাড় বাঁধানো হলেও বেশ কিছু জায়গা আগের মতই পড়ে আছে। যার ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন নদীর পাড়ে থাকা জনপদগুলির বাসিন্দারা। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে মাঠ, গাছপালাও। বন্যার জলে বানভাসী হয় নদী তীরের মানুষজন।

আর‌ও পড়ুন: শিল্পীর এ কেমন নেশা! জানলে অবাক হবেন

বর্ষাকালে ক্রমশ জল গ্রামের মধ্যে ঢুকতে থাকলে আশ্রয় নিতে হয় স্কুলে বা উঁচু জায়গায়। স্বাভাবিকভাবে গবাদি পশু থেকে কৃষিকাজ সবকিছুতেই মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। দাঁতন ব্লকের বড়া, মহেশপুর, কাঁটাপাল সহ একাধিক গ্রাম নদীর তীরে অবস্থিত। কিছু জায়গায় নদীর পাড় বাঁধানো হলেও কিছু জায়গায় এখনও হয়নি। স্বাভাবিকভাবে বাঁধানো না হওয়া অংশে ভাঙছে নদীর পাড়। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে নদীর সম্পূর্ণ পাড় বাঁধানোর দাবি তুললেন এখানকার স্থানীয় বাসিন্দারা।

রঞ্জন চন্দ