বিজেপি পার্টি অফিসে কাজ করছেন কর্মীরা

Lok Sabha Election 2024: সকাল থেকেই রাজনৈতিক দলের ওয়ার রুমে ব্যস্ততা তুঙ্গে, জেলার দুটি আসনেই জোর টক্কর

মালদহ: সকাল থেকেই শুরু হয়েছে জেলার দুটি লোকসভা আসনে ভোট গ্রহণ। মঙ্গলবার দেশজুড়ে তৃতীয় দফার নির্বাচন চলছে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের চারটি আসন। সেই তালিকায় অন্যতম হল মালদহ জেলার দুটি লোকসভা কেন্দ্র। সকাল থেকেই দেশের অন্যান্য প্রান্তের তুলনায় মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট দানের হার বেশ উপরের দিকে।

এদিকে জেলার প্রথম সারির রাজনৈতিক দলগুলির পার্টি অফিসে শুরু হয়েছে তৎপরতা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্বাচনী কাজ। প্রতিটি রাজনৈতিক দলের পার্টি অফিসে তৈরি হয়েছে ওয়ার রুম। ৮ থেকে ১০ জনের দল তৈরি হয়েছে এই ওয়ার রুমে। দুটি লোকসভা আসনের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগগুলো এই ওয়ার রুম থেকে দ্রুত নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মরশুমের প্রথম বৃষ্টির স্বস্তি পেরিয়ে দুঃসংবাদ, ঝড়ে আম কুড়োতে গিয়ে…

মালদহ জেলা বিজেপির দলীয় কার্যালয়ে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ওয়ার রুম তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে সাধারণ ভোটাররা বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন এই ওয়ার রুমে এসে। জেলা বিজেপির আইটি সেলের কনভেনার তাপস মুখার্জি বলেন, সকাল থেকেই আমরা এখানে কাজ করছি। বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ আসছে। সেগুলি আমরা দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি।

মালদহ জেলা কংগ্রেস কার্যালয়েও তৈরি হয়েছে ওয়ার রুম। সেখানেও লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ এসে পৌঁছচ্ছে। এদিন কংগ্রেসের জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু হাসেন খান চৌধুরী। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগ শুনে সেই মত দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। মালদহ জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেন খান চৌধুরী বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। আশা করছি আমরা দুটি লোকসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছি।

এদিকে জেলার দুটি লোকসভা আসনেই প্রার্থী না থাকলেও জেলা বামফ্রন্ট কার্যালয়েও এদিন সকাল থেকে জোর তৎপরতা লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিচু স্তরের কর্মীরা নানান অভিযোগ জানাচ্ছে দলীয় কার্যালয়ে এসে। সেখান থেকে ভোট পরিচালনা করছেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা নিজ নিজ এলাকায় ভোট করতে ব্যস্ত। তবে জেলা কার্যালয়েও কেন্দ্রীয়ভাবে একটি টিম কাজ করছে। এই প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, আমাদের বিভিন্ন সাংগঠনিক নেতারা নিজ নিজ এলাকায় ভোট করছেন। জেলা পার্টি অফিসেও একটি টিম কাজ করছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

হরষিত সিংহ