নারকেলের খোলের দেবদেবী 

Coconut Shell Art: কোভিড লকডাউনে শিল্প বিপ্লব! নারকেলের খোল দিয়ে তৈরি হচ্ছে একের পর এক মূর্তি

শিলিগুড়ি: আমরা পরিবেশ থেকে সুবিধা নিচ্ছি, তবে এরই সুরক্ষায় উদাসীন। এই পরিবেশ রক্ষায় কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সেই ভাবনা থেকে পরিত্যক্ত নারকেলের খোল দিয়ে তৈরি হচ্ছে হস্ত শিল্পের উপকরণ। নারকেলের খোল দিয়ে হস্ত শিল্প তৈরির পরিকল্পনা নিয়েছেন শিবমন্দিরের বিধান পল্লির বাসিন্দা মহেশ মোদক। নারকেলের খোল দিয়ে তিনি তৈরি করছেন বিভিন্ন দেব-দেবীর মূর্তি। মহেশ’বাবুর হাতে তৈরি এই দেবদেবীর মূর্তিগুলি সত্যি অবাক করবে সকলকে। এত সুন্দর নিখুঁত কাজ এমন শিল্পীর হাত ছাড়া সম্ভব নয়।

কোভিড চলাকালীন বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ মহেশ মোদকের মাথায় এই বুদ্ধি এসেছিল। হাতের কাছে পড়ে থাকা ব্লেড আর শিরীষ কাগজ নিয়ে কিছু একটা বানাতে শুরু করেন। তারপর সেটাই এখন নেশা হয়ে দাঁড়িয়েছে বছর ৬০-এর এই শিল্পীর । বাড়ির গাছের তলায় টেবিল চেয়ার পেতে এখন সময় পেলেই বসে পড়েন নারকেলের খোল নিয়ে। মহেশ বাবুর কথায়, এক একটা দেবদেবীর মূর্তি বানাতে প্রায় তিন দিন সময় লাগে। নারকেলের খোলগুলোকে পরিষ্কার করে, ছবি এঁকে তারপর হ্যাসকো ব্লেড দিয়ে কাটাকাটি করে দেবদেবীর মূর্তির আকার দেন তিনি। তারপর শিরীষ কাগজ দিয়ে ঘষে সেটিকে পালিশ করে মূর্তি তৈরি করেন।

আর‌ও পড়ুন: বর্ষায় এই মাছের চাষ করে সহজেই মালামাল হয়ে যান!

কী করে এই নারকেলের খোল সংগ্রহ করেন জিজ্ঞেস করতে তিনি বলেন, রাস্তায় চলতে চলতে যেখানেই নারকেলের খোল পড়ে থাকতে দেখেন সেটা কুড়িয়ে আনেন। এছাড়াও বাড়িতে নারকেল গাছ রয়েছে। সেই নারকেলগুলো বিক্রি না করে সংগ্রহ করে সেগুলি দিয়েই এই মূর্তিগুলি তৈরি করেছেন। মহেশ’বাবুর কথায়, আগামীতে এই কাজগুলি আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে। এই কাজকে কুটির শিল্পের আকার দিতে চান। এখনও পর্যন্ত যে কটা দেবদেবীর মূর্তি বানিয়েছেন সেগুলি তিনি বিক্রি করেননি। তবে আগামীতে সেগুলি বিক্রি করার পরিকল্পনা রয়েছে। যদি কেউ তাঁর কাছে এই কাজ শিখতে চান তাহলে তিনি শেখাতেও রাজি আছেন বলে জানিয়েছেন।

অনির্বাণ রায়