অনুগামীদের জয় বাংলা স্লোগান শুনে শেখ শাহজাহানের মুখে চওড়া হাসি

Sheikh Shahjahan: তৃণমূল জিততেই শাহজাহানকে ঘিরে ফিরল পুরনো উচ্ছ্বাস, ‘জয় বাংলা’ শুনে মুখে হাসি ‘প্রাক্তন’ নেতার

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনে বসিরহাটে তৃণমূল বিরাট জয় পেতেই বদলে গেল পরিস্থিতি। সন্দেশখালির ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহাজানকে ঘিরে আবারও উচ্ছ্বাস ফিরে এল। আদালত চত্বরে তাকে দেখে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। তা শুনে হাসি ফিরল শাহজাহানের মুখেও।

উল্লেখ্য, নির্বাচনের আগেই শেখ শাহজাহান ভবিষ্যৎবাণী করেছিলেন, বসিরহাটে ভালভাবেই জিতবে তৃণমূল কংগ্রেস। তা মিলে যাওয়ায় খুশি তাঁর প্রাক্তন অনুগামীরা। বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে জয়ী হন। ২০১৯ সালে টলিউড তারকা নুসরত জাহান যে ব্যবধানে বসিরহাটে জয়ী হয়েছিলেন তার থেকেও বেশি ব্যবধানে জিতেছেন হাজি নুরুল।

আর‌ও পড়ুন: ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ শান্তির বার্তা, কেন জানেন?

সন্দেশখালিতে অবশ্য তৃণমূল বিজেপির থেকে কম ভোট পেয়েছে। কিন্তু তাতেও ব্যবধান খুব বেশি নয়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন সন্দেশখালি থেকে তাঁরা এক লক্ষেরও বেশি ভোটের লিড নেবেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি মোটে আট হাজার ভোটের কাছাকাছি লিড নিতে পেরেছে। ফলে অনেক আশা নিয়ে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করলেও বিজেপিকে সেই শূন্য হাতেই ফিরতে হয়েছে। এদিন শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার সময় প্রশ্ন করলে তিনি বললেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।

জুলফিকার মোল্যা