রাহুল গান্ধির বড় দাবি

Rahul Gandhi: মিলে যাবে এক্সিট পোল? এবারও দেখবেন হারের মুখ? বিস্ফোরক দাবি রাহুল গান্ধির! জানিয়ে দিলেন ‘সংখ্যা’

নয়াদিল্লি: এক্সিট পোল নিয়ে গোটা দেশজুড়ে শোরগোল। অধিকাংশ এক্সিট পোলের হিসাবেই বিপুল আসন পেয়েই ফের ক্ষমতায় আসছে বিজেপি। পর্যুদস্ত হচ্ছে ইন্ডিয়া জোট। যদিও ইন্ডিয়া জোটের অন্যতম মুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বুথ ফেরত সমীক্ষার হিসেবগুলিকে। সংবাদ মাধ্য়মের সামনে তিনি বলেন, ‘এর নাম এক্সিট পোল নয়। এর নাম হল মোদি মিডিয়া পোল। এটা মোদিজির পোল। এটা মোদির ফ্যান্টাসি পোল।’

এই কথা বলেই যখন চলে যাচ্ছিলেন রাহুল গান্ধী, তখনই তাঁকে সংবাদ মাধ্য়মের তরফে প্রশ্ন করা হয়, কত পেতে পারেন আপনারা? এই প্রশ্ন শুনেই রাহুল ফিরে এসে বলে যান, ‘সিধু মুসেওয়ালার গান কখনও শুনেছেন ২৯৫? ২৯৫।’

অন্তত ২৯৫টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ শনিবার শেষ দফার ভোটের দিনই ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই দাবি করছেন তাঁরা৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷ আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই দাবি করছি৷’

অপরদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি, ইন্ডিয়া জোট ২৯৫-এর বেশি আসন পাবে৷ বিজেপি ২২০-র কাছাকাছি আসন পেতে পারে, এনডিএ ২৩৫টির মতো আসন পাবে৷ ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে৷’