Tag Archives: Exit Poll

Rahul Gandhi: মিলে যাবে এক্সিট পোল? এবারও দেখবেন হারের মুখ? বিস্ফোরক দাবি রাহুল গান্ধির! জানিয়ে দিলেন ‘সংখ্যা’

নয়াদিল্লি: এক্সিট পোল নিয়ে গোটা দেশজুড়ে শোরগোল। অধিকাংশ এক্সিট পোলের হিসাবেই বিপুল আসন পেয়েই ফের ক্ষমতায় আসছে বিজেপি। পর্যুদস্ত হচ্ছে ইন্ডিয়া জোট। যদিও ইন্ডিয়া জোটের অন্যতম মুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বুথ ফেরত সমীক্ষার হিসেবগুলিকে। সংবাদ মাধ্য়মের সামনে তিনি বলেন, ‘এর নাম এক্সিট পোল নয়। এর নাম হল মোদি মিডিয়া পোল। এটা মোদিজির পোল। এটা মোদির ফ্যান্টাসি পোল।’

এই কথা বলেই যখন চলে যাচ্ছিলেন রাহুল গান্ধী, তখনই তাঁকে সংবাদ মাধ্য়মের তরফে প্রশ্ন করা হয়, কত পেতে পারেন আপনারা? এই প্রশ্ন শুনেই রাহুল ফিরে এসে বলে যান, ‘সিধু মুসেওয়ালার গান কখনও শুনেছেন ২৯৫? ২৯৫।’

অন্তত ২৯৫টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ শনিবার শেষ দফার ভোটের দিনই ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই দাবি করছেন তাঁরা৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷ আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই দাবি করছি৷’

অপরদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি, ইন্ডিয়া জোট ২৯৫-এর বেশি আসন পাবে৷ বিজেপি ২২০-র কাছাকাছি আসন পেতে পারে, এনডিএ ২৩৫টির মতো আসন পাবে৷ ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে৷’

Prashant Kishor: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

নয়াদিল্লি: শনিবার শেষ দফার লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই একের পর এক চ্যানেলে এক্সিট পোলের তথ্য সামনে এসেছে। প্রায় প্রতিটি সমীক্ষাই বিজেপিকে ৪০০ আসনের কাছাকাছি জয়লাভের ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে এক্সিট পোল আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় ‘হাত’ খুলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাজনৈতিক নেতাদের নিশানা করার পাশাপাশি এক অংশের সাংবাদিকদেরও নিশানা করেছেন তিনি।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

প্রসঙ্গত, পিকে প্রথম থেকেই বলে আসছেন, সামান্য আসনের এদিক ওদিক হলেও তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদিই। এক্সিট পোলের ফলাফল সামনে আসার পরে শনিবার রাতেই প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত বলেন, ‘পরেরবার যখন নির্বাচন এবং রাজনীতি নিয়ে আলোচনা হবে, তখন ফাঁকা বসে থাকা জালি সাংবাদিক, বড়-বড় কথা বলা রাজনৈতিক নেতা এবং সোশ্যাল মিডিয়ার স্বঘোষিত বিশেষজ্ঞদের উপর নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না।’

আরও পড়ুন: ‘নানা চক্রান্ত হতে পারে…’, সতর্কবাণীতে কীসের ইশারা? এক্সিট পোল নিয়ে দলকে ২০১৪ স্মরণ করালেন অভিষেক

প্রশান্ত কিশোর যখন বিজেপির বিপুল জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তখন অধিকাংশ বিরোধী নেতাই তার বিরুদ্ধে বলেছেন। কেউ-কেউ সরাসরি পিকে-কে নিশানা করেছিলেন।

এবার ৪০০-র বেশি আসনে জয় আসবে বলে প্রথম থেকেই দাবি করে আসছে বিজেপি। সেই সূত্রেই তারা বলতে শুরু করেছিল, আব কি বার, ৪০০ পার। কিন্তু, ভোটপর্বের শেষলগ্নে বিজেপির এই দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছিলেন নির্বাচনী কুশলী প্রশান্ত কিশোর। পিকে-র দাবি, ২০১৯-এর নির্বাচনের মতো বিজেপি ৩০০ আসনে জয় পেতে পারে অথবা তার থেকে সামান্য বেশি কিছু আসন পেতে পারে।

প্রশান্ত কিশোরের বক্তব্য ছিল, “আমার বিশ্লেষণ অনুযায়ী, বিজেপি একই সংখ্যক আসনে অথবা গতবারের তুলনায় সামান্য বেশি আসনে জিততে পারে। পশ্চিম ও উত্তর ভারতে আমি কোনও তাৎপর্যপূর্ণ আসন বাড়ার সম্ভাবনা দেখছি না। পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারে।” পিকে জানিয়েছিলেন, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু থেকেও বিজেপি ভাল ফল করবে। প্রশান্ত কিশোর অঙ্ক কষে দাবি করেন, বিজেপিকে হারতে হলে উত্তর ও পশ্চিম ভারত থেকে তাদের জেতা আসনের প্রায় ৫০ থেকে ১০০টি আসন হারাতে হবে। এর জন্য কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি, আরজেডি এবং এনসিপি-কে অনেক বেশি আসনে জিততে হবে। এই চার বিরোধী দল মিলে যদি একসঙ্গে ভাল ফল করে, তাহলেই বিজেপি উত্তর ও পশ্চিম ভারতে জমি হারাতে পারে। কিন্তু সেই আশা তিনি দেখছেন না বলেও জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। এবার তাঁর মতামতের সঙ্গে যখন এক্সিট পোলগুলির সমীক্ষা মিলে যাচ্ছে, তখন ফের মুখ খুললেন পিকে।

TMC Seat in West Bengal: এক্সিট পোল মিলে যাবে? বাংলায় তৃণমূল কত আসন পাবে? বিরাট দাবি কুণাল ঘোষের

কলকাতা: শনিবারই শেষ হল দেশের সাত দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী ৪ জুন। কিন্তু সপ্তম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। ৪০০ আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদি। এমনকী, পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেক বেশি আসনে বিজেপি জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে, এক্সিট পোল গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। এমনকী, সর্বভারতীয় প্রেক্ষাপটেও কংগ্রেস তথা বিরোধীদের তরফেও এই বুথ ফেরত সমীক্ষাগুলিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও নিজের X হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ লিখেছেন, ”বাংলায় তৃণমূল 30+. বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।”

আরও পড়ুন: ভয়ঙ্কর! মুখোমুখি সংঘর্ষ, একটি ট্রেনের উপর উঠে গেল আরেকটি ট্রেন! ভয়াবহ রেল দুর্ঘটনা পঞ্জাবে

এদিকে, শনিবারই ভোট দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ”আমি পোর্ট এরিয়া ঘুরে এলাম..। আমি খুব আশাবাদী শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছেন মানুষ। অভিষেক আগে ২৩ টা বলেছে। এই ৯ টাও আমরাই পাব।” তৃণমূল সূত্রে খবর, বুথ ফেরত সমীক্ষাগুলি যাই দাবি করুক, দলের শীর্ষ নেতৃত্বও মনে করছে ২০১৯ সালের তুলনায় আরও বেশি আসনে এবার জয় পাবেন তৃণমূল প্রার্থীরা।

এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবং রাহুল গান্ধি সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব বৈঠকে বসেছেন সমস্ত লোকসভা প্রার্থী, প্রদেশ সভাপতি এবং সিএলপি-দের সঙ্গে। গণনার দিন এবং গণনা পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই এই জুম বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, প্রত্যেক প্রার্থীকে টানা গণনাকেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতি রাউন্ডের কাউন্টিংয়ের শেষে সেই রিপোর্ট শীর্ষ নেতৃত্বকে পাঠাতে বলা হয়েছে।

Lok Sabha elections exit poll: এনডিএ-ইন্ডিয়া জোর লড়াই, কী হবে দক্ষিণের তিন বড় রাজ্যে? ইঙ্গিত ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায়

নয়াদিল্লি: দক্ষিণের তিনটি বড় রাজ্যে কেমন হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল? ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জন্য ভাল খবর থাকলেও দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখা হল৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কর্ণাটক

কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেসের জোট সরকার৷ কর্ণাটকে লোকসভার মোট আসন সংখ্যা ২৮৷ ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে দুর্দান্ত ফল করতে পারে বিজেপিই৷ এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫টি আসন৷ ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

আরও পড়ুন: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

তামিলনাড়ু

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে অবশ্য ডিএমকে-কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৩ থেকে ৩৭টি আসন পেতে পারে৷ তবে এই সমীক্ষাতেই দাবি করা হয়েছে, তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি৷ ২ থেকে ৪টি আসন পেতে পারে এনডিএ জোট৷ এআইডিএমকে পেতে পারে ০-২টি আসন৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেরল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে, কেরলও খাতা খুলতে পারে বিজেপি৷ কেরলে এনডিএ ২ থেকে ৩টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ১৭ থেকে ১৮টি আসন৷ তবে বাম গণতান্ত্রিক জোট সর্বাধিক একটি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে৷

Kerala Exit Poll Result 2024 : কেরলে কংগ্রেসের কেরামতি, পিছিয়ে দ্বিতীয় বামেরা, কোনওক্রমে খাতা খুলতে পারে BJP! ইঙ্গিত এক্সিট পোলে

নয়াদিল্লিঃ কেরলের ২০ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে ২৬ এপ্রিল। নিউজ ১৮ মেগা এক্সিট পোলের হিসেব অনুযায়ী, এ বারে ২০ আসনের মধ্যে ১-৩টি আসন পাবে বিজেপি। কংগ্রেস একাই ১২-১৫টি আসন পেতে পারে। এক্সিট পোল অনুসারে বিজেপি/এনডিএ ১-৩ আসন নিয়ে তাদের খাতা খুলতে পারে। এলডিএফ ২-৫ আসন পাবে বলে আশা করা হচ্ছে।

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

দক্ষিণের এই রাজ্যগুলির মোট ১৩১ আসনের মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ৩৪ থেকে ৩৬ আসন, এনডিএ জোট পেতে পারে ৫১-৫৪ আসন, কংগ্রেস পেতে পারে ৩১-৩৪ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৬৪ থেকে ৬৭ আসন, অন্যরা পেতে পারে ১৪-১৭ আসন৷

আরও পড়ুনঃ অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

২০১৯-এর নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১৯ আসনে জয়লাভ করে। সিপিএম-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) একটি আসন জিতেছিল। তবে বর্তমানে রাজ্যে প্রভাব বাড়তে থাকায় বিজেপিকে উদীয়মান তৃতীয় শক্তি হিসাবে দেখা হচ্ছে। তিরুবনন্তপুরমে বর্তমান সাংসদ শশী থারুর (কংগ্রেস), কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (বিজেপি) এবং সিপিআই-এর পান্নিয়ান রবীন্দ্রন এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন। রাহুল গান্ধি সহজেই ওয়ানাড থেকে জয়ী হতে পারেন।

উল্লেখ্য, অন্তত ২৯৫ আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷’

Exit Poll Result 2024: দক্ষিণ ভারতে হাড্ডাহাড্ডি, তামিলনাড়ু-কেরলে অপ্রতিরোধ্য I.N.D.I.A

নয়াদিল্লি: দক্ষিণ ভারতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও ইন্ডিয়া জোট৷ নিউজ এইট্টিন-এর মেগা এক্সিট পোলে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ পাশাপাশি, ইঙ্গিত পাওয়া গিয়েছে, কেরল ও তামিলনাড়ু ভাল ফল করতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি৷ তবে সব মিলিয়ে দক্ষিণে ভাল ফল করতে চলেছে বিজেপি৷

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

নিউজ এইট্টিনের মেগা এক্সিট পোলের যে সংখ্য মিলেছে, সেখানে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে মোট ৩৯ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১-৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১১টি আসন৷ অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে ৩৬ থেকে ৩৯টি আসন৷ আর এআইএডিএমকে পেতে পারে ০-২টি আসন৷ পুদুচেরির একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস৷

কেরলে মোট ২০টি সিটের মধ্যে ১৫ থেকে ১৮টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট, ২ থেকে ৫টি আসন পেতে পারে অন্যরা এবং বিজেপি পেতে পারে ১ থেকে ৩টি আসন৷ লক্ষদ্বীপে এটি আসন যেতে পারে ইন্ডিয়া জোটের দখলে৷ কর্ণাটকের মোট ২৮টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন, এনডিএ পেতে পারে ২৩-২৬ আসন৷ আর ইন্ডিয়া জোট পেতে পারে ৩ থেকে ৭টি আসন৷

এ ছাড়া অন্ধ্রপ্রদেশে মোট ২৫টি আসনের মধ্যে ৪ থেকে ৬টি আসন পেতে বিজেপি৷ ইন্ডিয়া জোটের কাছে যেতে পারে ১৯-২২টি আসন৷ এ ছাড়া তেলঙ্গানায় ১৭টি আসনের মধ্যে ৭-১০টি আসন পেতে পারে এনডিএ, ইন্ডিয়া জোট পেতে পারে ৫-৮টি আসন, অন্যরা পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷

দক্ষিণের এই রাজ্যগুলির মোট ১৩১টি আসনের মধ্যে বিজেপি একক ভাবে পেতে পারে ৩৪ থেকে ৩৬টি আসন, এনডিএ জোট পেতে পারে ৫১-৫৪টি আসন, কংগ্রেস পেতে পারে ৩১-৩৪ টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৬৪ থেকে ৬৭টি আসন, অন্যরা পেতে পারে ১৪-১৭টি আসন৷

Tamilnadu Exit Poll 2024: তামিলনাড়ুতে জয়জয়কার ইন্ডিয়া জোটের! খাতা খুলতে পারে বিজেপি! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

চেন্নাই: শেষ হল লোকসভা নির্বাচন ২০২৪-এর ভোটগ্রহণ পর্ব। দীর্ঘ ৭ দফার ভোটগ্রহণ মিটল। লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের জনতা এবার রেজাল্টের জন্য অধীর অপেক্ষায়। আর সেই পরিস্থিতিতে সামনে এল এক্সিট পোল। বুথফেরত সমীক্ষা সামনে আসতেই দেখা যাচ্ছে, একের পর এক চমক অপেক্ষা করে আছে। News 18 Mega Exit Poll-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতে বিজেপি কার্যত উড়ে যাচ্ছে।

News 18 Mega Exit Poll-এর এক্সিট পোল অনুযায়ী, তামিলনাড়ুতে বিজেপি পেতে পারে মাত্র ১-৩ আসন, কংগ্রেস ও ডিএমকে-র ইন্ডিয়া জোট পেতে পারে ৩৬-৩৯ আসন। অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। অপরদিকে, পুদুচেরিতে ১ আসনে ভোট হয়েছে। সেই একটি আসন পেতে পারে কংগ্রেস।

 

 

দেখুন ছবিতে...
দেখুন ছবিতে…

ইন্ডিয়া জোট দাবি করছে, তারা ২৯৫টির বেশি আসন পেতে চলেছে। বিরোধী জোটের দাবি, উত্তরপ্রদেশে ৪০, রাজস্থানে ৭, মহারাষ্ট্রে ২৪, বিহারে ২২, তামিলনাড়ুতে ৪০, কেরলে ২০, পশ্চিমবঙ্গে তৃণমূল সহ ২৪টি আসন, পঞ্জাবে ১৩, চণ্ডীগড় ১, দিল্লিতে ৪টি আসন, ছত্তিশগড়ে ৫টি আসন, ঝাড়খণ্ডে ১০টি, মধ্যপ্রদেশে ৭টি আসন, হরিয়ানায় ৭টি আসন, কর্নাটকে ১৫ থেকে ১৬টি আসন পাবে ইন্ডিয়া জোট।

ডিসক্লেমার – এটি বুথ ফেরত সমীক্ষা৷ এতে ফলের আভাস পাওয়া যায় মাত্র৷ এটি চূড়ান্ত ফল নয়৷ চূড়ান্ত ফলে এই আভাস নাও মিলতে পারে৷

West Bengal Exit Poll 2024 LIVE: বাংলায় বিজেপি পেতে পারে ২১-২৪ আসন, তৃণমূল ১৮-২১! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ এক্সিট পোল : শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সি ভোটার, চাণক্য-র মতো একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেবে রাজ্যের ৪২ আসনে কে কোথায় এগিয়ে, কোন আসন কার দখলে। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

Exit Poll 2024 Lok Sabha Election: বুথ ফেরত সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত NDA-এর, অনেক পিছিয়ে I.N.D.I.A জোট

কলকাতা: দেশের মসনদে কে বসছেন ? এবার জিতে হ্যাটট্রিক করতে পারবেন কী নরেন্দ্র মোদি ? নাকি বিরোধী ‘INDIA’ জোট সবাইকে চমকে দেবে ? দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে কী ফলাফল হবে, তা নিয়েও চর্চা তুঙ্গে ৷ সব উত্তর জানা যাবে মঙ্গলবার আগামী ৪ জুন ৷ তার আগে ভোটের ফলের আগাম ইঙ্গিত পাওয়া যাবে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফলে ৷ দেশের ৫৪৩টি আসনে সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা লোকসভা নির্বাচনী ফলাফলের পূর্বাভাস।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট