বৃষ্টি নেই মাঠে

Cultivation Crisis: বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে ব্যাপক ঘাটতি বৃষ্টির, ধান ও সবজি চাষ সঙ্কটে

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণবঙ্গে দেখা দিয়েছে ব্যাপক বৃষ্টির ঘাটতি। যার জেরে ব্যাপক অসুবিধায় পড়েছেন কৃষকরা। ধানের বীজতলা প্রায় নষ্টের মুখে। সবজি চাষও সঙ্কটে পড়েছে। এদিকে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। তবু কাঙ্খিত বৃষ্টির দেখা নেই।পরিসংখ্যান বলছে, জুন মাসে দক্ষিণবঙ্গে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকতে চলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে ফসল উৎপাদন ব্যাপকভাবে ধাক্কা খাবে। সেই সঙ্গে বিপুল ক্ষতির মুখে পড়বেন দক্ষিণবঙ্গের কৃষকরা।

আর‌ও পড়ুন: অবৈধ দখলদার নিয়ে আরও কড়া হচ্ছে আসানসোল, এডিডিএ চালু করল হেল্পলাইন নম্বর

বর্ষা ঢুকে যাওয়ার পরেও বৃষ্টি না হওয়ায় মাঠে পাওয়ার টিলার অথবা ট্রাকটর দিয়ে হাল দেওয়া হচ্ছে।‌ কিন্তু বৃষ্টির অভাবে সেগুলিও পড়ে রয়েছে, চাষ করা যাচ্ছে না। সবজি চাষের জন্যও অসুবিধা হচ্ছে সকলের। জলাশয় থেকে জল দিতে হচ্ছে বাগানে। এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি সাহায্যের জন্য আবেদন করেছেন। ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি কীভাবে পূরণ করা সম্ভব হবে সেই চিন্তায় রয়েছে তাঁরা।

এই নিয়ে কৃষি স্থায়ী কমিটির সদস্য তাপস মণ্ডল জানিয়েছেন, বৃষ্টির ঘাটতি রয়েছে। সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রাকৃতিক বিষয়ে তো কারুর হাত নেই। কৃষকদের কম জলে সবজি চাষ করতে অনুরোধ করা হচ্ছে। যার ফলে কিছুটা হলেও লাভবান হবেন তাঁরা।

নবাব মল্লিক