বর্ষা আসার আগেই অল্প বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়ায় রাস্তা যেন জলাশয়

Road Under Water: বাদুড়িয়ায় রাস্তা যেন জলাশয়! প্রাক বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন এলাকা

উত্তর ২৪ পরগনা: বর্ষা আসার আগেই অল্প বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়ায় রাস্তা। অবস্থা দেখলে জলাশয় বলে মনে হতে পারে! দক্ষিণবঙ্গে বর্ষা এখনও পুরোপুরি আসেনি, কিন্তু এরই মধ্যে হালকা বৃষ্টিতেও রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হতে হচ্ছে বাদুড়িয়ার বাগজোলা এলাকার বাসিন্দাদের।

উত্তর ২৪ পরগনায় এখনও সেভাবে বর্ষার বৃষ্টি শুরু হয়নি। প্রাক বর্ষার সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তাঘাট। এই পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্ন, পুরোদমে বর্ষার বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর এমনই বেহাল অবস্থায় পড়ে আছে বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হায়দারপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তা। স্থানীয় এক বাসিন্দা জানান, বৃষ্টি হলেই রাস্তা সংলগ্ন এলাকার সমস্ত বাড়িতে জমা জল ঢুকে পড়ে। জলে ডুবে যায় রাস্তা।

আর‌ও পড়ুন: নজরুলের সামনে তবলা বাজিয়ে তারিফ পেয়েছিলেন, দুরাবস্থায় জীবন কাটছে বিখ্যাত তবলিয়ার

বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোন‌ও ফল হয়নি বলে অভিযোগ। তবে বর্ষার প্রাক মুহূর্তে রাস্তায় এমন জল জমে থাকার ফলে সামনেই ভরা বর্ষায় কেমন পরিস্থিতি হতে পারে তা নিয়ে কার্যত আতঙ্কিত এলাকার মানুষ। তাঁরা চাইছেন, এবারে বর্ষার আগে পরিস্থিতি বদলের উদ্যোগ নিয়ে প্রশাসন।

জুলফিকার মোল্যা