গঙ্গা দূষণমুক্ত করছেন ব্যবসায়ী

Social Work: সাত বছর ধরে একাই আবর্জনা মুক্ত করছেন গঙ্গাকে! ব্যবসায়ীর কাণ্ড দেখে বিস্মিত হবেন

হাওড়া: হরেনবাবুর দেখানো পথেই গঙ্গা দূষণমুক্ত করতে নেমেছে দিলীপ, মিনাদের মত অনেকে। আদিকাল থেকে মাতৃরূপে গঙ্গাকে পুজো করা হয়ে আসছে। অন্যদিকে গঙ্গার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। তবুও তিলে তিলে নষ্ট হচ্ছে এই গঙ্গার নির্মলতা। নদীর স্বচ্ছতা বজায় রাখতে নেওয়া হয়েছে সরকারিভাবে নানা উদ্যোগ। নদী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ চলছে গোটা দেশ জুড়ে। তবে শুধু সরকারের ভরসায় থাকলে তো চলবে না, নিজেদেরও এগিয়ে আসতে হবে। সেই কথা মাথায় রেখেই গত সাত বছর ধরে গঙ্গার বুক থেকে আবর্জনা অপসারণের কাজ করে চলেছেন হরেন পাত্র।

এখানেই শেষ নয়, এই কর্মকাণ্ড তিনি ছড়িয়ে দিতে চান সাধারণ মানুষের মধ্যে। তাই আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের এই কাজে সামিল হ‌ওয়ার বার্তা দিয়ে চলেছেন অবিরাম। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ তাঁর কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত। অনেকই এগিয়ে এসেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। গঙ্গাকে দূষণমুক্ত করার মত নানা কাজে সামিল হয়েছেন।

আর‌ও পড়ুন: ভুল চ্যানেল ব্যবহারে কাজে লাগছে না ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিও! সমস্যায় মৎস্যজীবীরা

জানা গিয়েছে, সাত বছর আগে ব্যবসায়ী হরেন পাত্র এই কর্মযজ্ঞ একা কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেন। বর্তমানে তাঁকে দেখে বেশ কিছু মানুষ গঙ্গা বক্ষ থেকে দূষণ মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন নিজেদের সাধ্যমত। পেশায় ব্যবসায়ী হরেন পাত্র নিজের ব্যবসা সামাল দিয়েই এই কাজ করে চলেছেন। গঙ্গাকে পরিষ্কার করার কাজ করে তিনি পরম তৃপ্তি পান বলে জানিয়েছেন। হরেন’বাবুকে দেখে আর‌ও অনেকে গঙ্গাকে দূষণমুক্ত করার কাজে এগিয়ে এসেছেন। প্রাথমিকভাবে হলেও হরেন’বাবু যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিলেন তা আজ অনেকটাই সফল। পাশাপাশি আমজনতা যাতে গঙ্গার বুকে আবর্জনা না ফেলে সেই সচেতনতার বার্তাও তিনি অবিরত দিয়ে চলেছেন।

রাকেশ মাইতি