টহলদারির জন্য আনা হয়েছে বিশেষ বাইক।

Special Bike Squad: সোনার দোকানে ডাকাতি থেকে শিক্ষা, শিল্পাঞ্চল জুড়ে বিশেষ বাইক বাহিনীর টহলদারি

পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনা থেকে শিক্ষা নিল পুলিশ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সোনার দোকান থেকে ডাকাত দল কয়েক কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছিল। তারপর পুলিশ আধিকারিকের সামনা সামনি হয়ে বেপরোয়াভাবে পিস্তল থেকে গুলি ছুড়তে থাকে। তদন্তে নেমে পুলিশের হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এই ডাকাতির আগে দীর্ঘদিন ধরে রেকি করা হয়েছিল। এরপরই নিরাপত্তা জোরদার করতে বিশেষ বাইক বাহিনীর টহলদারি শুরু হল।

সোনা দোকানের এই ডাকাতির ঘটনা থেকে শিক্ষা নিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। করা হয়েছে বড় পদক্ষেপ। যে ছবি ধরা পড়েছে কাঁকসা থানা এলাকায়। নজরদারি বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ টিম। আনা হয়েছে বিশেষ বাইক। কাঁকসা থানা এলাকায় দেখা গিয়েছে ব্যস্ত সময়ে বাজার এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশের বাইক বাহিনী। যাতে করে এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ রুখে দেওয়া যায়, তার জন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আর‌ও পড়ুন: বৃষ্টির অভাবে মাছের দেখা নেই ভাগীরথীতে, মৎস্যজীবীদের পেটে টান

কাঁকসা থানা এলাকায় দেখা গিয়েছে বিশেষ বাইকে চেপে পুলিশের কর্মীরা টহলদারি চালাচ্ছেন। মূলত ফিনান্সিয়াল ইনস্টিটিউট অর্থাৎ ব্যাঙ্ক, গোল্ড লোন সংস্থা ইত্যাদির নিরাপত্তার স্বার্থেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার এলাকায় যে সমস্ত সোনা-রুপোর দোকানগুলি আছে তাদের সামনেও টহলদারি চালাচ্ছে এই বিশেষ টিমের সদস্যরা। এই বিষয়ে কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে এই টহলদারি শুরু হয়েছে এবং এই টহলদারি চলবে প্রতিদিন।

প্রসঙ্গত, রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা। মূলত যেভাবে কয়েক মিনিটের মধ্যেই কোটি টাকার সোনা এবং হীরের গরনা নিয়ে ডাকাত দল চম্পট দিয়েছিল, তাতে নিরাপত্তার অভাববোধ করছিলেন অনেকেই। বিষয়টি বুঝেছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্তারাও। আর তারপরই পুলিশের এই বিশেষ টিম গঠন করা হয়েছে নিরাপত্তা স্বার্থে।

নয়ন ঘোষ