Tag Archives: adibasi dibos

Mamata Banerjee:শিলিগুড়ির পরে বিশাল টাইগার সাফারি বঙ্গে! আদিবাসী দিবসে সুখবর দিলেন মমতা

ঝাড়গ্রাম: শিলিগুড়ির পর এবার জঙ্গলমহলে টাইগার সাফারির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটক টানতে ঝাড়গ্রামে ৬৪ একর জমিতে টাইগার সাফারি হবে, ঘোষণা মমতার। এর জন্য খরচ হবে ১০ কোটি টাকা। ঝাড়গ্রাম চিড়িয়াখানার বিপরীতে হবে এই সাফারি। চিড়িখানার পাশে ৭০ কাঠা জমি আছে। ঝাড়গ্রামে দিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে নতুন প্রকল্পের কথা জানান মমতা।

ঝাড়গ্রামের পর্যটন সম্ভাবনাকে উন্নত করতে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরো ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে টাইগার সার্কিট করব ১০ কোটি টাকা খরচ করে। চিড়িখানার পাশে ৭০ কাঠা জমি আছে। ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। একটা সিনেমা হলও হবে। ২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”

এছাড়াও, খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরির ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ক্ষমতায় আসার পর আদিবাসী উন্নয়ন দফতর চালু করেছেন। যার বাজেট এখন সাত গুণ বৃদ্ধি হয়েছে ২০১১ সালে যা ছিল, তার তুলনায়। মমতা বলেন, “ট্রাইবাল এডভাইসরি কাউন্সিল (আদবাসী উপদেষ্টা কমিটি) গঠন করেছি। সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজারহাটে আদিবাসী ভবন তৈরি হয়েছে। আগামী দিনে ঝাড়গ্রাম কালিম্পং তৈরি হবে।”

এর পরই অলিম্পিক থেকে বাতিক কুস্তিগির ভিনেশ ফোগটকে নিয়ে আফসোস শোনা যায় মমতার কন্ঠে। তিনি বলেন, “যে মেয়েটি সোনা আনতে পারত, সেটা কেন হল না দেশবাসী আগামী দিনে জানতে পারবেন। ২০ বছর আগে যখন ইয়ুথ মিনিস্টার ছিলাম তখন এই একাডেমির প্ল্যানগুলো করেছিলাম।”

আরও পড়ুন- ‘মেয়েটা কেন সোনা আনতে পারল না, কদিন পরেই জানতে পারবেন’ ভিনেশ ইস্যুতে গর্জন মমতার

Mamata Banerjee: ‘মেয়েটা কেন সোনা আনতে পারল না, কদিন পরেই জানতে পারবেন’ ভিনেশ ইস্যুতে গর্জন মমতার

ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করতে ঝাড়গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায় শুরু হল অনুষ্ঠান। সেখানে মমতা জোর দিলেন আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষায়।

বক্তৃতায় মমতা বললেন, “অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতা এর অনেক রক্ত আছে। অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি, অনেকেই আছেন যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।”

ঝাড়গ্রামের পর্যটন সম্ভাবনাকে উন্নত করতে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরো ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে টাইগার সার্কিট করব ১০ কোটি টাকা খরচ করে। চিড়িখানার পাশে ৭০ কাঠা জমি আছে। ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। একটা সিনেমা হলও হবে। ২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”

মমতা জোর দিয়ে বলেন, “আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। এটা আমরা করেছি। সারি ও সারনা ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রের কাছে চিঠি দেওয়া হয়েছে।”

এছাড়াও জানান, অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা এখন স্বনির্ভর জেলা। আগামী দিনে ‘ঘাটাল মাস্টার’ পরিকল্পনার কথাও জানান তিনি। ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি থেকে যুবক-যুবতীরা একদিন অলিম্পিকে যাবেন, আশা রাখেন মমতা।

এর পর ওঠে ভিনেশ ফোগটের প্রসঙ্গও। মমতা বলেন, “যে মেয়েটি সোনা আনতে পারত, সেটা কেন হল না দেশবাসী আগামী দিনে জানতে পারবেন। ২০ বছর আগে যখন ইয়ুথ মিনিস্টার ছিলাম তখন এই একাডেমির প্ল্যানগুলো করেছিলাম।”

বৃহস্পতিবার সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রাম যান মমতা। আজ ঝাড়্গ্রামেই থাকবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫৮টি প্রকল্পের শিলান্যাস এবং ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা আজ। সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়।

আরও পড়ুন- ৬ বছরে এই প্রথম! এত পরিষ্কার বাতাস…রেকর্ড গড়ল রাজধানী! জেনে নিন সূচক

Tribals Livelihood: শাল পাতাতেই বেঁচে আছে জীবন, এখনও মর্ম বোঝেনি শহর

গ্রামীণ অর্থনীতির জড়তা কাটাতে সরকার নানান প্রচেষ্টা করলেও তা যেন বিশেষ একটা কাজ করছে না বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী এলাকায়। ২০২৪ সালেও এখানকার মানুষজন জঙ্গল থেকে পাতা কুড়িয়ে জীবন যাপন করছেন।
গ্রামীণ অর্থনীতির জড়তা কাটাতে সরকার নানান প্রচেষ্টা করলেও তা যেন বিশেষ একটা কাজ করছে না বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী এলাকায়। ২০২৪ সালেও এখানকার মানুষজন জঙ্গল থেকে পাতা কুড়িয়ে জীবন যাপন করছেন।
বাঁকুড়ার শুশুনিয়ার শিউলিবোনা গ্রাম। এখানকার আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বনজ সম্পদের উপর নির্ভর করে বেঁচে আছেন। শুকনো কাঠ সংগ্রহের পাশাপাশি জঙ্গলের কাঁচা শালপাতা তুলে তা সেলাই করে বাজারে বিক্রি করাই এঁদের মূল পেশা।
বাঁকুড়ার শুশুনিয়ার শিউলিবোনা গ্রাম। এখানকার আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বনজ সম্পদের উপর নির্ভর করে বেঁচে আছেন। শুকনো কাঠ সংগ্রহের পাশাপাশি জঙ্গলের কাঁচা শালপাতা তুলে তা সেলাই করে বাজারে বিক্রি করাই এঁদের মূল পেশা।
এত কষ্টের মধ্যেও কিছুটা খুশির খবর হল, আগের থেকে চাহিদা বেড়েছে শালপাতার থালার। ফলে আবারও যেন পুনর্জীবিত হয়েছে এই পেশা। লকডাউনের সময় একেবারেই বিক্রি হচ্ছিল না শাল পাতা। তাতে চরম সঙ্কটে পড়ে গিয়েছিলেন আদিবাসী মানুষজন। তবে থার্মোকলের থালার চাহিদা কমায় শালপাতার থালার বিক্রি আবার বাড়ছে।
এত কষ্টের মধ্যেও কিছুটা খুশির খবর হল, আগের থেকে চাহিদা বেড়েছে শালপাতার থালার। ফলে আবারও যেন পুনর্জীবিত হয়েছে এই পেশা। লকডাউনের সময় একেবারেই বিক্রি হচ্ছিল না শাল পাতা। তাতে চরম সঙ্কটে পড়ে গিয়েছিলেন আদিবাসী মানুষজন। তবে থার্মোকলের থালার চাহিদা কমায় শালপাতার থালার বিক্রি আবার বাড়ছে।
এই আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বিকল্প জীবিকার অভাবেই জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করাকেই জীবিকা হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন। শাল পাতা কুড়িয়ে, পাতা বেঁধে থালা তৈরি করে কোন‌ওরকমে তাঁরা টিকে আছেন।
এই আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বিকল্প জীবিকার অভাবেই জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করাকেই জীবিকা হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন। শাল পাতা কুড়িয়ে, পাতা বেঁধে থালা তৈরি করে কোন‌ওরকমে তাঁরা টিকে আছেন।
কাঁচা শাল পাতাকে ব্যবহার করে থালা বানানো ছাড়াও অন্যান্য ব্যবহার রয়েছে শালপাতার। পাতা ঝরার মরশুমে শালপাতা সংগ্রহ করে রেখে দেন আদিবাসীরা। যা বর্ষার সময় জ্বালানি হিসেবে কাজে লাগে।
কাঁচা শাল পাতাকে ব্যবহার করে থালা বানানো ছাড়াও অন্যান্য ব্যবহার রয়েছে শালপাতার। পাতা ঝরার মরশুমে শালপাতা সংগ্রহ করে রেখে দেন আদিবাসীরা। যা বর্ষার সময় জ্বালানি হিসেবে কাজে লাগে।
আবার অনেকে এই পাতা সংগ্রহ করে তা বৈশাখ-জৈষ্ঠ্য মাসের দিকে বাজারজাত করেন। তাতে এখনকার বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হয়, ফলে লাভ হয় বেশি।ছবি ও তথ্য- নীলাঞ্জন ব্যানার্জী
আবার অনেকে এই পাতা সংগ্রহ করে তা বৈশাখ-জৈষ্ঠ্য মাসের দিকে বাজারজাত করেন। তাতে এখনকার বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হয়, ফলে লাভ হয় বেশি।
ছবি ও তথ্য- নীলাঞ্জন ব্যানার্জী