Tag Archives: ATM Fraud

খুব সাবধান! সক্রিয় এটিএম জালিয়াতির বড় চক্র, একটু ভুলেই টাকা সাফ! পুলিশের জালে ১৫

মুর্শিদাবাদ: এটিএম কার্ড জালিয়াতি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হতো অনলাইনে। এমন অভিযোগের তদন্তে নেমে প্রথমে ছয় জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে হ্যাকারদের র‍্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ। ছয় জন হ্যাকারকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আরও ৯ জনকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড, কলকাতা, নদিয়া, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা ও হরিহরপাড়া থেকে মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর এটিএম কার্ড ও একাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে, এরা সকলেই অনলাইনে এটিএম জালিয়াতি করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। এদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। মূল পান্ডাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে ছয় জনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে ৩,৩৯,১০০ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় ১৭টি এটিএম কার্ড ও সাতটি মোবাইল ফোন সহ বেশ কিছু নথিপত্র। পুলিশ এও জানিয়েছে, প্রথমে ছ’জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বাকিদের হদিশ মেলে। অভিযুক্তরা নানাভাবে প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করত। এমনকি এটিএম কার্ডের পিন নম্বর হাতিয়ে নিত এই হ্যাকাররা।

আরও পড়ুন : T20 World Cup 2024: সুপার এইটে টিম ইন্ডিয়ায় বড় বদল! জায়গা হারাচ্ছেন বিরাট কোহলি? জেনে নিন বিস্তারিত

এছাড়া এটিএম কার্ডকে ক্লোন করে নম্বর ব্যবহার করে অন্য অ্যাকাউন্টটে সেই টাকা তুলে নিজেদের পরিচিতদের এমনকি নিজেদের খোলা অ্যাকাউন্টটে সেই টাকা পাঠাতো। পরে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতো জালিয়াতি চক্রের সদস্যরা। ইতি মধ্যেই রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়েছে। তবে এই চক্র শুধু পশ্চিমবঙ্গে নয়, রাজ্যের বাইরে ঝাড়খন্ডে আঁতুর ঘর থাকতে পারে বলে অনুমান পুলিশের। মোট ১৫জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ প্রশাসন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ।

কৌশিক অধিকারী

Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে

দিঘা: গরম বাড়লেও দিঘায় পর্যটকদের ভিড়ের কমতি নেই। কিন্তু এরই মধ্যে দিঘায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অভিনব পদ্ধতিতে এটিএম কার্ড পরিবর্তন করে দিঘায় যুবকের টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নিউ দিঘার ক্ষণিকা মার্কেটের কাছে। গেস্ট হাউসের সামনের এটিএম-এ ঘটেছে এই ঘটনা। দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক। সেই সময় ওই যুবক বন্ধন ব্যাঙ্কের এটিএম কার্ডটি পাঞ্চ করতে থাকেন। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে দেখছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন: বয়স যাই হোক, এই গরমে যেখানে-সেখানে হার্ট অ্যাটাক হতে পারে যে কারও! কীভাবে আটকাবেন, রয়েছে খুব সহজ উপায়

কিন্তু ওই এটিএম থেকে টাকা না ওঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়নকে বলেন পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য। এমনকী ওই ব্যক্তি নিজে নয়নের কার্ডটি নিয়ে নিজে টাকা তুলে দিতে যায়। সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন নয়ন। কিন্তু তাতেও টাকা ওঠেনি।

কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে এর মধ্যেই। হাত বদল হয়ে গিয়েছে এটিএম কার্ড। আসলে ওই অভিযুক্তই নয়ন মাইতিকে একটি অন্য কার্ড দিয়ে চলে যায়। কার্ডটি যে বদল হয়ে গিয়েছে তা বিন্দুমাত্র বুঝতেও পারেননি নয়নবাবু। কিছু সময় পরেই এটিএম থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে ফোনে। এরপরই থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় আশঙ্কাও ছড়িয়েছে দিঘাজুড়ে।

অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে…! ATM-এ গিয়ে ‘এই’ ভুল করলেই সর্বনাশ! সর্বস্বান্ত হবেন চোখের নিমেষে

টাকা তুলতে আজকাল আর মানুষ খুব বেশি ব্যাঙ্কে যায় না। এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম(ATM)। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে।
টাকা তুলতে আজকাল আর মানুষ খুব বেশি ব্যাঙ্কে যায় না। এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম(ATM)। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে।
তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে এই সব চক্র। এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে এই চক্রগুলি। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে তাদের অজান্তেই।
একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে এই সব চক্র। এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে এই চক্রগুলি। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে তাদের অজান্তেই।
এই ধরণের বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে মন্ত্রক।
এই ধরণের বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে মন্ত্রক।
আপনার ATM card কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না।
আপনার ATM card কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না।
এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অন্যথা ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-
১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অন্যথা ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাত দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাত দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে অচেনা কারও থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে অচেনা কারও থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।
৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
৬) আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাউকে শেয়ার করবেন না।
৬) আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।
৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাউকে শেয়ার করবেন না।
৮) কোনও অনলাইন সাইটে ব্যাঙ্ক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।
৮) কোনও অনলাইন সাইটে ব্যাঙ্ক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।