Tag Archives: Baba Lokenath Brahmachari

Baba Lokenath: বাবা লোকনাথ কোথায় ধ্যান করত জানেন? স্মৃতি বিজড়িত প্রাচীন অশ্বত্থ গাছটি এখনও আছে

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের এই অশ্বথ গাছের নিচে খেলতেন বাবা লোকনাথ। ‘রণে বনে জলে জঙ্গলে, যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব’। এটি লোকনাথ ব্রহ্মচারীর অতি বিখ্যাত বাণী বলে সর্বত্র প্রচলিত। বাবা লোকনাথের এই উক্তিটি অনেকেই মনে প্রাণে ধারণ করে চলেন। লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথও অতিক্রম করে এসেছেন।

বিশ্বাসীরা মনে করেন, খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ। ভক্তদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে আসেন তিনি। কিন্তু বসিরহাটের কচুয়া লোকনাথ মন্দিরের অদূরেই লোকনাথের স্মৃতি বিজড়িত প্রাচীন অশ্বথ গাছ সম্পর্কে জানেন কি? লোকমুখে প্রচলিত আছে এই অশ্বথ গাছের নিচে বাবা লোকনাথের বাল্যকাল কেটেছে। অশ্বথ গাছ থেকে নেমে আসা ঝুরিতে দোল খেতেন। আবার এই অশ্বথ গাছের তলায় বাবা লোকনাথ সহ একাধিক সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল।

আর‌ও পড়ুন: মালটা চাষ করে এই গরমে পকেট উপচানো আয় করুন

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের কচুয়া ধামের মুল গেট থেকে বিপরীত দিকে কিছুদূর গেলেই দেখতে পাওয়া যাবে লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের পুরনো মাটির বাড়ি। তার কাছেই ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে এই অশ্বথ গাছ। এর তলায় বসেই শিবের ধ্যান করতেন বাবা লোকনাথ। এলাকাবাসীদের দাবি, গাছটির বয়স হাজার পেরিয়ে গেছে। আগে এই গাছটি আর‌ও বিশল আকারের ছিল। কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। অনেক লোকনাথ ভক্ত আবার দাবি করেন, তারা এই গাছের কাছে এলে বিশেষ ধরণের সুগন্ধ পান।

অনেকে লোকনাথের মন্দিরে এলে লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধবের বাড়ির পাশাপাশি গাছটিকে দেখে যান। আপনারা ইচ্ছে করলে চলে আসতে পারেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের এই মাটির বাড়ি ও এই গাছটি দেখতে। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া-মির্জানগর স্টেশনে নামতে হবে। তারপর অটো কিংবা টোটোতে মাত্র ৫ মিনিটে পৌঁছে যাবেন এই জায়গায়।

জুলফিকার মোল্যা

Baba Lokenath Puja 2024: বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই করুন এই ৫ কাজ, কাটবে বিপদ-সঙ্কট! মনের সব ইচ্ছা হবে পূরণ

'রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।' বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং ব্রহ্মচারী লোকনাথ বাবা৷
‘রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।’ বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং ব্রহ্মচারী লোকনাথ বাবা৷
২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ সকলের বাড়িতেই আজ তাঁর পুজো হবে৷ সকলেই নিষ্ঠাভরে তাঁর পুজো করেন৷ সামান্য ঘরোয়া আয়োজনেই তাঁর পুজো হয়, আর তাতেই তিনি তুষ্ট হন৷
২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ সকলের বাড়িতেই আজ তাঁর পুজো হবে৷ সকলেই নিষ্ঠাভরে তাঁর পুজো করেন৷ সামান্য ঘরোয়া আয়োজনেই তাঁর পুজো হয়, আর তাতেই তিনি তুষ্ট হন৷
খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
ব্রহ্মচারী লোকনাথ বাবাকে তুষ্ট করতে আজকের দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনও সাদা ফুল লোকনাথ বাবাকে নিবেদন করুন৷ বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়৷ তাই তাঁর পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন৷
ব্রহ্মচারী লোকনাথ বাবাকে তুষ্ট করতে আজকের দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনও সাদা ফুল লোকনাথ বাবাকে নিবেদন করুন৷ বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়৷ তাই তাঁর পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন৷
বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হল, তালের শাঁস, কালোজাম ও মিছরি৷ পুজোর সময় এগুলি নিবেদন করতে ভুলবেন না৷ লোকনাথ বাবার পুজোর সময়ে সবসময় সাদা মিষ্টি নিবেদন করুন৷ যে কোনও ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হন বাবা লোকনাথ৷
বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হল, তালের শাঁস, কালোজাম ও মিছরি৷ পুজোর সময় এগুলি নিবেদন করতে ভুলবেন না৷ লোকনাথ বাবার পুজোর সময়ে সবসময় সাদা মিষ্টি নিবেদন করুন৷ যে কোনও ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হন বাবা লোকনাথ৷
পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনও ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভাল ফল পাবেন৷
পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনও ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভাল ফল পাবেন৷
ব্রহ্মচারী লোকনাথ বাবার আরাধনা করলে আর্থির সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই সঙ্কট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন৷ এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে৷ প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তাঁর অশেষ কৃপায় মনের কামনা-বাসনা সব পূরণ হবে৷
ব্রহ্মচারী লোকনাথ বাবার আরাধনা করলে আর্থির সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই সঙ্কট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন৷ এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে৷ প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তাঁর অশেষ কৃপায় মনের কামনা-বাসনা সব পূরণ হবে৷

Brahmachari Baba Lokenath Puja 2024: এই নীল ফুল ও এই সাদা ফল নিবেদন করুন ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজোয়, তাঁর আশীর্বাদে ভরে থাকবে আপনার জীবন

এসেই গেল এ বারের ব্রহ্মচারী লোকনাথবাবার তিরোধান দিবস পালনের তিথি। রবিবার, ২ জুন ১৯ জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে তাঁর পুজো।
এসেই গেল এ বারের ব্রহ্মচারী লোকনাথবাবার তিরোধান দিবস পালনের তিথি। রবিবার, ২ জুন ১৯ জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে তাঁর পুজো।

 

সামান্য ঘরোয়া উপকরণেই পালিত হয় তাঁর পুজো। তুষ্ট হন তিনি। জেনে নিন তাঁর পুজোয় কী কী প্রয়োজন হয়। বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
সামান্য ঘরোয়া উপকরণেই পালিত হয় তাঁর পুজো। তুষ্ট হন তিনি। জেনে নিন তাঁর পুজোয় কী কী প্রয়োজন হয়। বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷

 

পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷
পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷

 

মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷
মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷

 

তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷
তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷

Brahmachari Baba Lokenath Puja 2024: রাত পোহালেই ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজো, জানুন শুভ সময়…এই মুহূর্তে পুজো করলেই শ্রেষ্ঠ ফল পাবেন

বাংলা ক্যালেন্ডারে চলছে জ্যৈষ্ঠমাস৷ রবিবার ১৯ জ্যৈষ্ঠ৷ ঘরে ঘরে এবং মন্দিরে পালিত হবে ব্রহ্মচারী বাবা লোকনাথের তিরোধান দিবস৷
বাংলা ক্যালেন্ডারে চলছে জ্যৈষ্ঠমাস৷ রবিবার ১৯ জ্যৈষ্ঠ৷ ঘরে ঘরে এবং মন্দিরে পালিত হবে ব্রহ্মচারী বাবা লোকনাথের তিরোধান দিবস৷

 

এ বছর রবিবার, ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ২ জুন৷ সেদিনই পালিত হবে সাধক লোকনাথের তিরোধান দিবস৷
এ বছর রবিবার, ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ২ জুন৷ সেদিনই পালিত হবে সাধক লোকনাথের তিরোধান দিবস৷

 

রবিবার পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে।
রবিবার পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে।

 

পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।
পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।
ভক্ত এবং পুণ্যার্থীদের বিশ্বাস, এই তিথিতে বাবা লোকনাথের আরাধনা করলে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয়ে শান্তি ফিরে আসে৷
ভক্ত এবং পুণ্যার্থীদের বিশ্বাস, এই তিথিতে বাবা লোকনাথের আরাধনা করলে জীবন থেকে সব বাধাবিঘ্ন দূর হয়ে শান্তি ফিরে আসে৷

Baba Lokenath Brahmachari Puja Rituals: আসছে ১৯ জ্যৈষ্ঠ, বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অবশ্যই নিবেদন করুন ‘এই নীল ফুল’, ‘এই সাদা মিষ্টি’

আগামী ১৯ জ্যৈষ্ঠ, ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস৷
আগামী ১৯ জ্যৈষ্ঠ, ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস৷

 

ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা৷
ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা৷

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ মিছরি৷ তাঁর প্রসাদে মিছরি অবশ্যই দেবেন৷

 

পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷
পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল তাঁর পুজোয় দেওয়া যায়৷

 

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷
বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল শাপলা বা নীল শালুক ফুল৷ তাঁর চরণে নিবেদন করুন এই ফুল৷

 

মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷
মিষ্টান্ন ভোগের মধ্যে তাঁকে নিবেদন করতে পারেন পায়েস, অমৃতি এবং যে কোনও সাদা রঙের মিষ্টি৷

 

তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷
তাঁর পুজোয় ফলপ্রসাদে অবশ্যই রাখবেন তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷
প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো সম্পন্ন করেন তাঁর ভক্তরা৷ তাঁদের বিশ্বাস তাঁর পুজো করলে সংসার সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷
প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো সম্পন্ন করেন তাঁর ভক্তরা৷ তাঁদের বিশ্বাস তাঁর পুজো করলে সংসার সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷

Baba Lokenath Brahmachari Puja Date 2024: এ বছর বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে পালিত হবে? জানুন দিনক্ষণ ও পুজোর শুভ মুহূর্ত

জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পুজোঅর্চনায় মেতে ওঠেন তাঁর ভক্তরা।
জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পুজোঅর্চনায় মেতে ওঠেন তাঁর ভক্তরা।

 

লোকনাথবাবার তিরোধান দিবসে তাঁর পুজো অর্চনা করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে।
লোকনাথবাবার তিরোধান দিবসে তাঁর পুজো অর্চনা করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে।

 

এ বছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন।
এ বছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন।

 

সেদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে।
সেদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে।

 

পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।
পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।