Tag Archives: Bollywood

Sonakshi Sinha Still Fights for Money: ‘অভিনেত্রীর পারিশ্রমিক কমাতে চান সকলেই’! এখনও টাকার জন্য মরিয়া লড়াই সোনাক্ষীর!

মুম্বই: প্রায় বছরখানেক আগে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘দাহাড়’। এই সিরিজে দেখার মতো ছিল সোনাক্ষী সিনহার অভিনয়। বলা ভাল, অভিনেত্রীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘দাহাড়’। এরপর জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজেও দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গিয়েছে শত্রুঘ্ন-কন্যাকে। গণিকার ভূমিকায় ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে স্টার-কিড হওয়া সত্ত্বেও সোনাক্ষীর কেরিয়ারের গতিপথে কিন্তু সব সময় যে গোলাপের পাপড়ি বিছানো ছিল, এমনটা একেবারেই নয়। বরং বহু বিপত্তির সম্মুখীন হয়েই এগোতে হয়েছে তাঁকে।

শুধু এই ধরনের সিরিজেই নয়, কিছু মেনস্ট্রিম ছবিতেও অভিনয়ের জোরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সোনাক্ষী। যেমন – ‘লুটেরা’ ছবিতে তাঁর অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। তবে ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি। এছাড়া ‘আকিরা’, ‘নূর’, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ এবং ‘খানদানি শফাখানা’-র মতো একক-নায়িকাকেন্দ্রিক ছবিতেও অভিনয় করেছেন সোনাক্ষী। কিন্তু সেগুলি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে সেই সময়টার স্মৃতি তুলে ধরেন, যে সময় তিনি সেভাবে সাফল্যের মুখ দেখেননি। কেরিয়ারজীবনে লড়াইয়ের সেই পর্বের কথা তুলে ধরে সোনাক্ষী জানালেন, “যে ধরনের ছবি বা যে ধারার চরিত্র আমি করতাম, তা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্র কিংবা ছবি বেছে নেওয়ার সময় আমি নিজের সর্বস্বটা দেওয়া সত্ত্বেও কিছু কিছু ছবি ভাল চলেনি। সেই সময় মনে হত, যেন কোনও কিছুই হচ্ছে না! তবে আমি একজন অভিনেত্রী হিসেবে সেই চরিত্রে অভিনয় খুবই উপভোগ করেছি। শুধু তা-ই নয়, বাণিজ্যিক ভাবে ছবিগুলি না চললেও যাঁদের সঙ্গে সেখানে কাজ করেছি, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুবই উপভোগ করেছি। তবে নিজেকে প্রশ্ন করে গিয়েছি যে, কেন এটা হচ্ছে না?”

আরও পড়ুন : ‘তুমি কি আদৌ স্কুলে যাও?’…নিন্দুকদের ‘ধন্যবাদ’ দিয়ে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট জানাল হর্ষালী! কত পেল মুন্নি, জানুন

অভিনেত্রীর মন্তব্য, “কিন্তু আমি জানতাম যে, বক্স অফিসে কোনও ছবির ভাগ্য আমার নিয়ন্ত্রণে নেই। একজন অভিনেতা হিসেবে আপনাকে আপনার সেরাটাই দিতে হবে। আমার অভিনয় প্রশংসিত হয়েওছিল। আর এভাবেই আমি এগিয়ে গিয়েছি এবং নিজের ইচ্ছা মতো কাজ চালিয়ে গিয়েছি। আর সেই ফলই এখন পাচ্ছি। আসলে প্রত্যেককেই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়।”

অবশ্য এরপরেই সোনাক্ষী আরও যোগ করেন যে, “অবশেষে এখন আমি এমন সব চরিত্র হাতে পাচ্ছি, যেগুলির জন্য আমি অপেক্ষা করে ছিলাম। আসলে এই প্রত্যেকটি চরিত্রই একে অপরের থেকে আলাদা। আমি সত্যিই উপভোগ করছি।”

এখানেই শেষ নয়, সোনাক্ষী আরও এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর বক্তব্য, “এটা সহজ নয়। আর কিছু কিছু সময় বিষয়টা সঠিক বলে মনেও হয় না। যখন পরিচালকরা আপনার কাছে আসেন, তাঁরা জানেন যে, আপনি কী করতে পারেন! কিন্তু টাকার কথা উঠলেই সকলে চান যে, প্রত্যেকে বিশেষ করে অভিনেত্রীরা নিজেদের পারিশ্রমিক কমিয়ে দেবেন।”

অভিনেত্রী বলে চলেন, “আমি বুঝতে পারি না কেন এমনটা হয়! আর কীভাবেই বা এটা হয়? এটাই হয় আর এটাই হয়ে আসছে। এটা একটা লড়াই, যেটা মহিলাদেরই লড়তে হয়। যদিও আমাদের একাধিক লড়াই লড়তে হয়। আর পারিশ্রমিকের বিষয়টাও এই লড়াইয়ের মধ্যে অন্যতম।”

Bollywood News: ১২ বছরে মাত্র ৩ ছবি হিট! বলিউডের ‘ফ্লপ’ হিরো! বলুন তো ছবির ছোট্ট ছেলেটি কে

বোনের সঙ্গে ছবিতে যে ছোট্ট ছেলেটিকে দেখছেন, তাঁকে কি চেনেন? বর্তমানে তিনি বলিউডের নায়ক। প্রেমজীবনের কারণেও চর্চায় থাকেন বেশ। এখনও বুঝতে পারছেন না? কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যাক।
বোনের সঙ্গে ছবিতে যে ছোট্ট ছেলেটিকে দেখছেন, তাঁকে কি চেনেন? বর্তমানে তিনি বলিউডের নায়ক। প্রেমজীবনের কারণেও চর্চায় থাকেন বেশ। এখনও বুঝতে পারছেন না? কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যাক।
১২ বছরের ক্যারিয়ারে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে মাত্র ৩টি ছবিই বক্স অফিসে সফল হয়েছে। বাকিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি এই নায়ক।
১২ বছরের ক্যারিয়ারে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু এর মধ্যে মাত্র ৩টি ছবিই বক্স অফিসে সফল হয়েছে। বাকিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। গত ১০ বছরে একটিও হিট ছবি দেননি এই নায়ক।
বলিউডের নামী প্রযোজকের পুত্র তিনি। তাঁর সৎ বোনেরাও অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। যশরাজ ফিল্মসের হাত ধরে এই নায়কের আত্মপ্রকাশ। কিন্তু  প্রথম ছবি হিট হওয়ার পরেও সাফল্য ধরে রাখতে পারেননি।
বলিউডের নামী প্রযোজকের পুত্র তিনি। তাঁর সৎ বোনেরাও অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। যশরাজ ফিল্মসের হাত ধরে এই নায়কের আত্মপ্রকাশ। কিন্তু প্রথম ছবি হিট হওয়ার পরেও সাফল্য ধরে রাখতে পারেননি।
২০০৩ সাল থেকে ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন এই তারকা। নিখিল আডবাণীর ছবি 'কাল হো না হো'-তেও কাজ করেছিলেন।
২০০৩ সাল থেকে ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন এই তারকা। নিখিল আডবাণীর ছবি ‘কাল হো না হো’-তেও কাজ করেছিলেন।
সলমন খান এই নায়ককে পর্দায় তাঁর হাতেখড়ির জন্য প্রস্তুত করেছিলেন। তাঁর 'সালাম-ই-ইশক', 'নো এন্ট্রি', 'ওয়ান্টেড'-এর মতো ছবিতেও সহকারী পরিচালক ছিলেন তিনি।
সলমন খান এই নায়ককে পর্দায় তাঁর হাতেখড়ির জন্য প্রস্তুত করেছিলেন। তাঁর ‘সালাম-ই-ইশক’, ‘নো এন্ট্রি’, ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতেও সহকারী পরিচালক ছিলেন তিনি।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাকে নিয়ে আলোচনা হচ্ছে। ছবির ওই ছোট্ট ছেলেটি অর্জুন কাপুর। পরপর ছবি করা সত্ত্বেও সাফল্য এখনও অধরাই।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাকে নিয়ে আলোচনা হচ্ছে। ছবির ওই ছোট্ট ছেলেটি অর্জুন কাপুর। পরপর ছবি করা সত্ত্বেও সাফল্য এখনও অধরাই।

Panchayat 3 Trailer Out: বদলে যাচ্ছে ফুলেরার ‘সচিবজি’? সামনে এল ‘পঞ্চায়েত ৩’-র চমকে দেওয়া ট্রেলার! সিরিজের মুক্তি কবে?

কলকাতা: ‘পঞ্চায়েত’ হল অ্যামাজন প্রাইম ভিডিও-র বিখ্যাত ওয়েব সিরিজ। বহু প্রতীক্ষার পর এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন ফিরে আসছে অ্যামাজনে। আগের দু’টি সিজন দর্শকদের এমন মন জয় করেছে যে তারা দ্বিতীয় পার্ট শেষ হতে তৃতীয় সিজনের অপেক্ষায় অধীর আগ্রহে বশে রয়েছে। এবার সামনে এল ‘পঞ্চায়েত ৩’-র চমকে দেওয়া ট্রেলার।

ফুলেরা গ্রামের তৃতীয় সিজনে কী থাকবে বিশেষ? সচিবজি-প্রধানজির নতুন গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রাজনীতি, রোম্যান্স যেমন আছে, তেমনই আছে প্রাণ খোলা হাসির উপাদান। ২০২০ সাল থেকে অ্যামাজন প্রাইমে হয়ে আসছে পঞ্চায়েত ওয়েব সিরিজ।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

নতুন সিজনের শুরুতে দেখা যায় নতুন সচিবজিকে। তবে কি ফুলেরার সচিবজি পাল্টে যাচ্ছে? যদিও গল্পে রয়েছে টুইস্ট। সচিবজিকে ফের ফিরতেই হয়। আগের সিজনেই দেখা গিয়েছিল সচিবজি ও প্রধানজির মেয়ে রিঙ্কির হালকা প্রেমের ছোঁয়া। এবার সেদিকেই গল্পের উত্তরণ ঘটবে।

আরও পড়ুন: সকাল না রাত, কখন শরীরচর্চা করলে থলথলে মেদ ঝটপট কমবে জানেন?

ট্রেলারে এবার দেখা যায় রাস্তা তৈরি নিয়ে চাপানউতোর। আর তাতে এবারও স্বমহিমায় বর্তমান জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকার মতো অভিনেতারা। আগামী ২৮ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত সিজন ৩’।

Madhuri Dixit: ক্রিকেটের ‘রাজকুমারের’ সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, পরিবারে জানাজানি হতেই সব শেষ! হাতেনাতে ধরা পড়েন নায়িকা, তারপর?

১৫ মে ৫৭ বছরে পা দিলেন বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত। বলিউডের এই নায়িকার জনপ্রিয়তা আজও সমান। ৮ থেকে ৮০ তাঁর রূপ ও অভিনয়ে মুগ্ধ।
১৫ মে ৫৭ বছরে পা দিলেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। বলিউডের এই নায়িকার জনপ্রিয়তা আজও সমান। ৮ থেকে ৮০ তাঁর রূপ ও অভিনয়ে মুগ্ধ।
নায়িকার জন্মদিন উপলক্ষে এক অজানা কাহিনি জানা যাক। একদা ক্রিকেটের রাজকুমারের সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, কে জানেন?
নায়িকার জন্মদিন উপলক্ষে এক অজানা কাহিনি জানা যাক। একদা ক্রিকেটের রাজকুমারের সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, কে জানেন?
৮ বছরের কেরিয়ারে ১৫ টেস্টে তাঁর মোট রান ৫৭৬। সর্বোচ্চ ৯৬। উইকেট পাননি একটিও। ১৯৬টি ওয়ান ডে ম্যাচে রান করেছেন ৫,৩৫৯। সর্বোচ্চ ১১৯। উইকেট নিয়েছেন ২০টি। ১৩টি ওয়ান ডে ম্যাচে তিনি ছিলেন ভারতের অধিনায়কও। তিনি অজয় জাদেজা।
৮ বছরের কেরিয়ারে ১৫ টেস্টে তাঁর মোট রান ৫৭৬। সর্বোচ্চ ৯৬। উইকেট পাননি একটিও। ১৯৬টি ওয়ান ডে ম্যাচে রান করেছেন ৫,৩৫৯। সর্বোচ্চ ১১৯। উইকেট নিয়েছেন ২০টি। ১৩টি ওয়ান ডে ম্যাচে তিনি ছিলেন ভারতের অধিনায়কও। তিনি অজয় জাদেজা।
কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময় অজয়ের সঙ্গে জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের নাম। একটি পত্রিকার ফোটোশ্যুট ঘিরে দু’জনের প্রেমের গুঞ্জন গুঞ্জরিত হয়।
কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময় অজয়ের সঙ্গে জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের নাম। একটি পত্রিকার ফোটোশ্যুট ঘিরে দু’জনের প্রেমের গুঞ্জন গুঞ্জরিত হয়।
পত্রিকার প্রচ্ছদে অজয়, মাধুরীর হাসিমুখে ছবি দেখে সিনে ও ক্রিকেট ভক্তদের মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিল, বাহ। ক্রিকেট-বলিউড জগতের দুই তারা যে প্রেমের সাগরে ভাসছেন, সে খবর কানে পৌঁছাতে সময় লেগেছিল।
পত্রিকার প্রচ্ছদে অজয়, মাধুরীর হাসিমুখে ছবি দেখে সিনে ও ক্রিকেট ভক্তদের মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিল, বাহ। ক্রিকেট-বলিউড জগতের দুই তারা যে প্রেমের সাগরে ভাসছেন, সে খবর কানে পৌঁছাতে সময় লেগেছিল।
শোনা গিয়েছিল, অজয় জাডেজার খেলারও ভক্ত ছিলেন ধক ধক গার্ল। তার আগে অবশ্য অনিল কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গেও মাধুরীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
শোনা গিয়েছিল, অজয় জাডেজার খেলারও ভক্ত ছিলেন ধক ধক গার্ল। তার আগে অবশ্য অনিল কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গেও মাধুরীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
জাডেজার অনুরোধে মাধুরী নাকি হিন্দি ছবিতে তাঁর অভিনয়েরও ব্যবস্থা করে দেন। কিন্তু সে সময় হঠাৎই জাডেজার ব্যাটে রানের খরা দেখা দেয়। কেরিয়ারের ব্যাডপ্যাচের মধ্যে জাডেজা আর বলিউড অভিযানে রাজি হননি। সে শখ অবশ্য পরে পূর্ণ করে নিয়েছিলেন তিনি।
জাডেজার অনুরোধে মাধুরী নাকি হিন্দি ছবিতে তাঁর অভিনয়েরও ব্যবস্থা করে দেন। কিন্তু সে সময় হঠাৎই জাডেজার ব্যাটে রানের খরা দেখা দেয়। কেরিয়ারের ব্যাডপ্যাচের মধ্যে জাডেজা আর বলিউড অভিযানে রাজি হননি। সে শখ অবশ্য পরে পূর্ণ করে নিয়েছিলেন তিনি।
কিন্তু জাডেজার পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। সিনেমার নায়িকার সঙ্গে ছেলের সম্পর্ক নাকি কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। মাধুরী-জাডেজার প্রেম যত এগিয়েছে ততই ক্রিকেটারের পারফরম্যান্স তলানিতে নেমেছে।
কিন্তু জাডেজার পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। সিনেমার নায়িকার সঙ্গে ছেলের সম্পর্ক নাকি কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। মাধুরী-জাডেজার প্রেম যত এগিয়েছে ততই ক্রিকেটারের পারফরম্যান্স তলানিতে নেমেছে।
একটা সময় রানের খরা চলছিল অজয়ের ব্যাটে। অজয়ের পরিবার এর পিছনে মাধুরীর সঙ্গে সম্পর্কে দায়ী করতেন।
একটা সময় রানের খরা চলছিল অজয়ের ব্যাটে। অজয়ের পরিবার এর পিছনে মাধুরীর সঙ্গে সম্পর্কে দায়ী করতেন।
তাছাড়া, সাধারণ মরাঠি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ায় মাধুরীকে পুত্রবধূ হিসেবে পছন্দ ছিল না জাডেজা পরিবারের। শোনা যায়, পারিবারিক আপত্তি ছাড়াও ক্রিকেট থেকে জাডেজার নির্বাসনের কোপেও ভেঙে যায় তাঁদের প্রেম।
তাছাড়া, সাধারণ মরাঠি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ায় মাধুরীকে পুত্রবধূ হিসেবে পছন্দ ছিল না জাডেজা পরিবারের। শোনা যায়, পারিবারিক আপত্তি ছাড়াও ক্রিকেট থেকে জাডেজার নির্বাসনের কোপেও ভেঙে যায় তাঁদের প্রেম।
জাডেজার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যায় নিষেধাজ্ঞার কোপে। ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০০ সালে ৫ বছরের জন্য তিনি নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে।
জাডেজার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যায় নিষেধাজ্ঞার কোপে। ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০০ সালে ৫ বছরের জন্য তিনি নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে।
আরও এক ক্রিকেট-বলিউডের প্রেম কাহিনি অপূর্ণ থেকে যায়। সেবছরই ডাক্তার রাম নেনের বিয়ে করে আমেরিকায় পাড়ি দেন মাধুরী।
আরও এক ক্রিকেট-বলিউডের প্রেম কাহিনি অপূর্ণ থেকে যায়। সেবছরই ডাক্তার রাম নেনের বিয়ে করে আমেরিকায় পাড়ি দেন মাধুরী।
নির্বাসনের মেয়াদ পেরিয়ে জাডেজা ধীরে ধীরে ফিরে আসেন জীবনের স্বাভাবিক ছন্দে। ২০০১ সালের ৩০ মার্চ তিনি বিয়ে করেন অদিতি জেটলিকে। ভরতনাট্যম শিল্পী অদিতি রাজনীতিক জয়া জেটলির মেয়ে। জয়ার বাবা অশোকও ছিলেন গুরুত্বপূর্ণ সরকারি পদে। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে, ছেলে আইমান এবং মেয়ে আমীরা।
নির্বাসনের মেয়াদ পেরিয়ে জাডেজা ধীরে ধীরে ফিরে আসেন জীবনের স্বাভাবিক ছন্দে। ২০০১ সালের ৩০ মার্চ তিনি বিয়ে করেন অদিতি জেটলিকে। ভরতনাট্যম শিল্পী অদিতি রাজনীতিক জয়া জেটলির মেয়ে। জয়ার বাবা অশোকও ছিলেন গুরুত্বপূর্ণ সরকারি পদে। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে, ছেলে আইমান এবং মেয়ে আমীরা।

Bollywood Gossip: এই কারণে ছেড়েছিলেন ধর্ম, মায়ের গয়না বিক্রি করে প্রথম রেকর্ডার, আজ প্রায় ২৫০ কোটি টাকার মালিক

সিনেমার জমকালো জগতের লাইমলাইট, গ্ল্যামার সকলেরই দারুণ আকর্ষণীয় লাগে৷ কিন্তু  একজনের তারকা হয়ে ওঠার পিছনে পরিশ্রম এবং বহু বছরের সংগ্রাম সব সময়ে কেউ দেখতে পারেন না। শুধু দু-একজন বাদে বেশিরভাগ শিল্পী কলা-কুশলীদেরই সংগ্রামের মধ্যে দিয়ে উপরের সিঁড়ি বেয়ে সাফল্যের রাস্তায় উঠতে হয়৷ এমন অনেক গল্প শোনা যায় যেখানে  কেউ কেউ বাড়ি থেকে মাত্র ৫০০ টাকা দিয়ে মুম্বই পৌঁছেছিলেন আবার কেউ কেউ মানুষের বাড়িতে গিয়ে ফ্যান ও এসি সারানোর কাজ করতেন মুম্বইতে বেঁচে থাকার জন্য৷ কেউ কেউ তাড়াতাড়ি সাফল্যের স্বাদ পেয়েছিলেন আবার কেউ কেউ বছরের পর বছর সংগ্রাম করেছেন৷ তেমনিই একজন স্বপ্নের জাদুকর৷  যিনি বলিউড থেকে দক্ষিণ এবং হলিউডে তাঁর জাদু দেখিয়েছিলেন৷ Photo- Representative
সিনেমার জমকালো জগতের লাইমলাইট, গ্ল্যামার সকলেরই দারুণ আকর্ষণীয় লাগে৷ কিন্তু  একজনের তারকা হয়ে ওঠার পিছনে পরিশ্রম এবং বহু বছরের সংগ্রাম সব সময়ে কেউ দেখতে পারেন না। শুধু দু-একজন বাদে বেশিরভাগ শিল্পী কলা-কুশলীদেরই সংগ্রামের মধ্যে দিয়ে উপরের সিঁড়ি বেয়ে সাফল্যের রাস্তায় উঠতে হয়৷ এমন অনেক গল্প শোনা যায় যেখানে  কেউ কেউ বাড়ি থেকে মাত্র ৫০০ টাকা দিয়ে মুম্বই পৌঁছেছিলেন আবার কেউ কেউ মানুষের বাড়িতে গিয়ে ফ্যান ও এসি সারানোর কাজ করতেন মুম্বইতে বেঁচে থাকার জন্য৷ কেউ কেউ তাড়াতাড়ি সাফল্যের স্বাদ পেয়েছিলেন আবার কেউ কেউ বছরের পর বছর সংগ্রাম করেছেন৷ তেমনিই একজন স্বপ্নের জাদুকর৷  যিনি বলিউড থেকে দক্ষিণ এবং হলিউডে তাঁর জাদু দেখিয়েছিলেন৷ Photo- Representative
ভারতের সবচেয়ে দামী সঙ্গীতকার তিনি,  যিনি ভারতীয় চলচ্চিত্রের জগতে  পা রাখার সঙ্গে সঙ্গেই  বিপ্লব ঘটিয়েছিলেন। ইসলাম ধর্মে প্রভাবিত হয়েই বিখ্যাত শিল্পী তাঁর ধর্ম পরিবর্তন করে ১১ বছর বয়সে বন্ধুর ব্যান্ডে  কাজ করতে শুরু করেন। নিজের প্রথম রেকর্ডার কেনার জন্য নিজের মায়ের গয়না বিক্রি করে দিয়েছিলেন। এক সময়ে এক একটা টাকা যাঁর হিসেবের ছিল তাঁর কাছে আজ সম্পত্তি নজিরবিহীন৷ Photo- Representative
ভারতের সবচেয়ে দামী সঙ্গীতকার তিনি,  যিনি ভারতীয় চলচ্চিত্রের জগতে  পা রাখার সঙ্গে সঙ্গেই  বিপ্লব ঘটিয়েছিলেন। ইসলাম ধর্মে প্রভাবিত হয়েই বিখ্যাত শিল্পী তাঁর ধর্ম পরিবর্তন করে ১১ বছর বয়সে বন্ধুর ব্যান্ডে  কাজ করতে শুরু করেন। নিজের প্রথম রেকর্ডার কেনার জন্য নিজের মায়ের গয়না বিক্রি করে দিয়েছিলেন। এক সময়ে এক একটা টাকা যাঁর হিসেবের ছিল তাঁর কাছে আজ সম্পত্তি নজিরবিহীন৷ Photo- Representative
নিজের মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে ব্র্যান্ড এনডর্সমেন্ট, কনসার্ট ট্যুর, বিভিন্ন ব্যবসায়িক কাজকর্মের জেরে এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৮০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩৩ কোটি টাকা৷ Photo- Representative
নিজের মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে ব্র্যান্ড এনডর্সমেন্ট, কনসার্ট ট্যুর, বিভিন্ন ব্যবসায়িক কাজকর্মের জেরে এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৮০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩৩ কোটি টাকা৷ Photo- Representative
ইমতিয়াজ আলির শেষ সিনেমা 'অমর সিং চামকিলা'-তে তাঁর কাজ ফের নতুন করে প্রশংসা পেয়েছে৷  এতক্ষণ যাঁর কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন সংগীতশিল্পী এ আর রহমান। তাঁর জীবনের না বলা কথা যা জানা গেছে তা হল তাঁর কাছে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থ ছিল না যা দিয়ে তিনি মিউজিক কম্পোজিশন করার কাজে লাগবে৷ নেটফ্লিক্সের জন্য ইমতিয়াজ আলি, মোহিত চৌহান এবং ইরশাদ কামিলের সঙ্গে আলোচনার সময় রহমান স্মৃতির রাস্তায় হাঁটছেন। তিনি কখনও কলেজে যাননি,  শৈশবেই তাঁর গানের সংস্পর্শে আসা, নিজের স্টুডিও খোলা সহ অনেক বিষয়ে কথা বলেছেন। Photo- File
ইমতিয়াজ আলির শেষ সিনেমা ‘অমর সিং চামকিলা’-তে তাঁর কাজ ফের নতুন করে প্রশংসা পেয়েছে৷  এতক্ষণ যাঁর কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন সংগীতশিল্পী এ আর রহমান। তাঁর জীবনের না বলা কথা যা জানা গেছে তা হল তাঁর কাছে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থ ছিল না যা দিয়ে তিনি মিউজিক কম্পোজিশন করার কাজে লাগবে৷ নেটফ্লিক্সের জন্য ইমতিয়াজ আলি, মোহিত চৌহান এবং ইরশাদ কামিলের সঙ্গে আলোচনার সময় রহমান স্মৃতির রাস্তায় হাঁটছেন। তিনি কখনও কলেজে যাননি,  শৈশবেই তাঁর গানের সংস্পর্শে আসা, নিজের স্টুডিও খোলা সহ অনেক বিষয়ে কথা বলেছেন। Photo- File
ইসলামের প্রতি আগ্রহে ধর্ম পরিবর্তনসুফি সাধক পীর করিমুল্লাহ শাহ কাদরির প্রতি এ আর রহমানের মায়ের অগাধ বিশ্বাস ছিল। তবে তাঁর মা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এ আর রহমান একটি পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন যে ২৩ বছর বয়সে যখন তাঁর বোনের স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়, তখন তিনি পুরো পরিবার নিয়ে একটি ইসলামিক ধর্মীয় স্থানে গিয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ওঠেন তাঁর বোন। এটি মিউজিক কম্পোজার এআর রহমানের উপর প্রভাব ফেলে যে তিনি তাঁর ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন। Photo- File
ইসলামের প্রতি আগ্রহে ধর্ম পরিবর্তন
সুফি সাধক পীর করিমুল্লাহ শাহ কাদরির প্রতি এ আর রহমানের মায়ের অগাধ বিশ্বাস ছিল। তবে তাঁর মা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এ আর রহমান একটি পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন যে ২৩ বছর বয়সে যখন তাঁর বোনের স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়, তখন তিনি পুরো পরিবার নিয়ে একটি ইসলামিক ধর্মীয় স্থানে গিয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ওঠেন তাঁর বোন। এটি মিউজিক কম্পোজার এআর রহমানের উপর প্রভাব ফেলে যে তিনি তাঁর ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন। Photo- File
১১ বছর বয়স থেকে কাজ করছেনএ আর রহমানের বয়স যখন ৯ বছর তখন তাঁর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই তাঁর মা বাবার বাদ্যযন্ত্র ধার দিয়ে বাড়ি চালাতেন। মাত্র ১১ বছর বয়সে, এ আর রহমান তাঁর ছোটবেলার বন্ধু শিবমণির সঙ্গে 'রহমান ব্যান্ড রুটস'-এর জন্য সিন্থেসাইজার বাজাতেন। চেন্নাইয়ের ব্যান্ড 'নেমেসিস অ্যাভিনিউ' তৈরিতেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পিয়ানো, হারমোনিয়াম ও গিটারও বাজাতে পারতেন এ আর রহমান৷ Photo- File
১১ বছর বয়স থেকে কাজ করছেন
এ আর রহমানের বয়স যখন ৯ বছর তখন তাঁর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই তাঁর মা বাবার বাদ্যযন্ত্র ধার দিয়ে বাড়ি চালাতেন। মাত্র ১১ বছর বয়সে, এ আর রহমান তাঁর ছোটবেলার বন্ধু শিবমণির সঙ্গে ‘রহমান ব্যান্ড রুটস’-এর জন্য সিন্থেসাইজার বাজাতেন। চেন্নাইয়ের ব্যান্ড ‘নেমেসিস অ্যাভিনিউ’ তৈরিতেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পিয়ানো, হারমোনিয়াম ও গিটারও বাজাতে পারতেন এ আর রহমান৷ Photo- File
‘১২ বছরেই আমার অনেক প্রশ্ন ছিল...'ছোটবেলায় গানে অনেক প্রেমে ছিলাম, সেই সময়ের কথা মনে পড়ছে। রহমান শেয়ার করেছেন, 'আমার অনেক প্রশ্ন ছিল। আমি কলেজে যাইনি তাই মনে হত আমি কিছু মিস করে যাচ্ছি। আমার বয়স যখন ১২ বছর, আমি তাদের ৪০ এবং ৫০-র দশকের লোকদের সঙ্গে দেখা করতাম। আমার একঘেয়েমি আমাকে আরও অনেক কিছু শুনতে, অন্যদিকে কী ছিল তা জানতে চালিত করেছিল। সেটা ছিল চমৎকার, সেখানে অনেক কিছু ছিল।’’ Photo- File
‘১২ বছরেই আমার অনেক প্রশ্ন ছিল…’
ছোটবেলায় গানে অনেক প্রেমে ছিলাম, সেই সময়ের কথা মনে পড়ছে। রহমান শেয়ার করেছেন, ‘আমার অনেক প্রশ্ন ছিল। আমি কলেজে যাইনি তাই মনে হত আমি কিছু মিস করে যাচ্ছি। আমার বয়স যখন ১২ বছর, আমি তাদের ৪০ এবং ৫০-র দশকের লোকদের সঙ্গে দেখা করতাম। আমার একঘেয়েমি আমাকে আরও অনেক কিছু শুনতে, অন্যদিকে কী ছিল তা জানতে চালিত করেছিল। সেটা ছিল চমৎকার, সেখানে অনেক কিছু ছিল।’’ Photo- File
'স্টুডিও তৈরি করেছি...’এ আর রহমান সেই সময়ের কথাও মনে করেছিলেন যখন তিনি তাঁর স্টুডিও শুরু করেছিলেন এবং সরঞ্জাম কেনার মতো টাকা ছিল না। তিনি বলেছিলেন যে তাঁর মা তাঁর প্রথম রেকর্ডার কেনার জন্য তাঁর গয়না বিক্রি করেছিলেন। তিনি বলেছিলেন যে ‘‘যখন আমি নিজের স্টুডিও তৈরি করে, তখন আমার কাছে একটি অ্যামপ্লিফায়ার বা ইকুয়ালাইজার কেনার জন্য টাকা ছিল না। একটি তাক এবং কার্পেট সহ একটি এসি ছিল। আমি সেখানে বসে থাকতাম এবং আমার কাছে কিছু কেনার টাকা ছিল না। আমি এটি তৈরি করেছি এবং কোনও সরঞ্জাম ছাড়াই ভিতরে বসে ছিলাম। আমার প্রথম রেকর্ডার এসেছিল যখন আমার মা তার গয়নাগুলিকে প্যান হিসাবে দিয়েছিলেন। তখনই আমি ক্ষমতায়িত বোধ করি। আমি আমার ভবিষ্যত দেখতে পাচ্ছিলাম এবং সেই মুহুর্তে আমি বদলে গেছি।’’ Photo- File
‘স্টুডিও তৈরি করেছি…’
এ আর রহমান সেই সময়ের কথাও মনে করেছিলেন যখন তিনি তাঁর স্টুডিও শুরু করেছিলেন এবং সরঞ্জাম কেনার মতো টাকা ছিল না। তিনি বলেছিলেন যে তাঁর মা তাঁর প্রথম রেকর্ডার কেনার জন্য তাঁর গয়না বিক্রি করেছিলেন। তিনি বলেছিলেন যে ‘‘যখন আমি নিজের স্টুডিও তৈরি করে, তখন আমার কাছে একটি অ্যামপ্লিফায়ার বা ইকুয়ালাইজার কেনার জন্য টাকা ছিল না। একটি তাক এবং কার্পেট সহ একটি এসি ছিল। আমি সেখানে বসে থাকতাম এবং আমার কাছে কিছু কেনার টাকা ছিল না। আমি এটি তৈরি করেছি এবং কোনও সরঞ্জাম ছাড়াই ভিতরে বসে ছিলাম। আমার প্রথম রেকর্ডার এসেছিল যখন আমার মা তার গয়নাগুলিকে প্যান হিসাবে দিয়েছিলেন। তখনই আমি ক্ষমতায়িত বোধ করি। আমি আমার ভবিষ্যত দেখতে পাচ্ছিলাম এবং সেই মুহুর্তে আমি বদলে গেছি।’’ Photo- File

Madhuri Dixit Birthday: মাত্র ৩ বছর বয়সে নাচে হাতেখড়ি, স্কুলে পড়াকালীনই এসেছিল কাজের সুযোগ; নিজের ভুবনভোলানো হাসি ছড়িয়ে আজও ভক্তদের মনে রাজত্ব এই ‘চিরসবুজ’ অভিনেত্রীর

নিজের হাজার ওয়াটের হাসি দিয়ে ভক্তদের মনে যেন আলো ছড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা আর নৃত্যশৈলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আজ অর্থাৎ ১৫ মে সেই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। ৫৬ বছরে পা রাখলেন। অথচ এই ছাপ্পান্নয় এসেও ‘চিরসবুজ’ মাধুরী দীক্ষিত।
নিজের হাজার ওয়াটের হাসি দিয়ে ভক্তদের মনে যেন আলো ছড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা আর নৃত্যশৈলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আজ অর্থাৎ ১৫ মে সেই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। ৫৬ বছরে পা রাখলেন। অথচ এই ছাপ্পান্নয় এসেও ‘চিরসবুজ’ মাধুরী দীক্ষিত।
১৯৬৭ সালের ১৫ মে মরাঠি ব্রাহ্মণ পরিবারে জন্ম মাধুরীর। দুই দিদি এবং এক দাদা রয়েছে তাঁর। ছোটবেলা থেকেই নাচের প্রতি মাধুরীর ছিল তীব্র আগ্রহ। ফলে মাত্র ৩ বছর বয়স থেকেই শুরু হয় নাচের হাতেখড়ি।
১৯৬৭ সালের ১৫ মে মরাঠি ব্রাহ্মণ পরিবারে জন্ম মাধুরীর। দুই দিদি এবং এক দাদা রয়েছে তাঁর। ছোটবেলা থেকেই নাচের প্রতি মাধুরীর ছিল তীব্র আগ্রহ। ফলে মাত্র ৩ বছর বয়স থেকেই শুরু হয় নাচের হাতেখড়ি।
একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের প্রথম ফিল্মে সুযোগ পাওয়ার গল্পটা ভাগ করে নিয়েছেন। তাঁর কথায়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ছুটি চলাকালীন তিনি ভাবছিলেন নতুন কী করা যেতে পারে! আর এই সময়ই রাজশ্রী প্রডাকশনস তাদের ‘অবোধ’ ছবির জন্য একেবারে নতুন তরতাজা মুখ খুঁজছিল। এমনিতে মাধুরী স্কুলে চুটিয়ে নাচ-নাটকও করতেন।
একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের প্রথম ফিল্মে সুযোগ পাওয়ার গল্পটা ভাগ করে নিয়েছেন। তাঁর কথায়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ছুটি চলাকালীন তিনি ভাবছিলেন নতুন কী করা যেতে পারে! আর এই সময়ই রাজশ্রী প্রডাকশনস তাদের ‘অবোধ’ ছবির জন্য একেবারে নতুন তরতাজা মুখ খুঁজছিল। এমনিতে মাধুরী স্কুলে চুটিয়ে নাচ-নাটকও করতেন।
এদিকে আবার রাজশ্রী প্রডাকশনসের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কন্যা মাধুরীর দিদির বন্ধু ছিলেন। অবশ্য মেয়ের বন্ধুর বোন মাধুরীকেও চিনতেন রাজশ্রীর ওই কর্মী। ফলে ছবির অফার নিয়ে সটান তিনি পৌঁছে গিয়েছিলেন মাধুরীর বাড়িতে।
এদিকে আবার রাজশ্রী প্রডাকশনসের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কন্যা মাধুরীর দিদির বন্ধু ছিলেন। অবশ্য মেয়ের বন্ধুর বোন মাধুরীকেও চিনতেন রাজশ্রীর ওই কর্মী। ফলে ছবির অফার নিয়ে সটান তিনি পৌঁছে গিয়েছিলেন মাধুরীর বাড়িতে।
শোনা যায়, মাধুরীর পরিবার ওই ছবির অফার শোনামাত্রই নাকচ করে দিয়েছিলেন। এরপরে অবশ্য কোনওক্রমে রাজি করিয়ে মাধুরীকে তিনি রাজশ্রী প্রোডাকশনের অফিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে অভিনেত্রীকে কিছু হিন্দি লাইন পড়তে দেওয়া হয়। তারপর স্ক্রিন টেস্টের জন্য সরাসরি ডাক পান মাধুরী। আর স্ক্রিন টেস্টের পরেই ‘অবোধ’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।
শোনা যায়, মাধুরীর পরিবার ওই ছবির অফার শোনামাত্রই নাকচ করে দিয়েছিলেন। এরপরে অবশ্য কোনওক্রমে রাজি করিয়ে মাধুরীকে তিনি রাজশ্রী প্রোডাকশনের অফিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে অভিনেত্রীকে কিছু হিন্দি লাইন পড়তে দেওয়া হয়। তারপর স্ক্রিন টেস্টের জন্য সরাসরি ডাক পান মাধুরী। আর স্ক্রিন টেস্টের পরেই ‘অবোধ’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।
যদিও মাধুরী দীক্ষিতের প্রথম ছবিটি বিশেষ দাগ কাটতে পারেনি। প্রথম ছবি ফ্লপ হওয়ার পরে পড়াশোনায় মন দেন মাধুরী। কিন্তু অভিনয়ের ঝোঁকটা তাঁর মাথাতে রয়ে গিয়েছিল।
যদিও মাধুরী দীক্ষিতের প্রথম ছবিটি বিশেষ দাগ কাটতে পারেনি। প্রথম ছবি ফ্লপ হওয়ার পরে পড়াশোনায় মন দেন মাধুরী। কিন্তু অভিনয়ের ঝোঁকটা তাঁর মাথাতে রয়ে গিয়েছিল।
এরপর ৩-৪টি ছবিতে অভিনয় করেন, কিন্তু সেগুলিও অবশ্য বক্স অফিসে ভাল কামাল দেখাতে পারেনি। বলিউডে পদার্পণ করার পরে বেশ কয়েকটি ফ্লপের মুখ দেখার পরে এবার অভিনেত্রীর জন্য অফার নিয়ে এগিয়ে আসেন সুভাষ ঘাই। এই জনপ্রিয় পরিচালকের হাত ধরেই মাধুরীর অভিনয় জীবন আরও একবার প্রাণ ফিরে পায়। বর্তমানে মাধুরী দীক্ষিতকে ‘ডান্স দিওয়ানে’ টিভি রিয়েলিটি শোয়ে দেখা যাচ্ছে।
এরপর ৩-৪টি ছবিতে অভিনয় করেন, কিন্তু সেগুলিও অবশ্য বক্স অফিসে ভাল কামাল দেখাতে পারেনি। বলিউডে পদার্পণ করার পরে বেশ কয়েকটি ফ্লপের মুখ দেখার পরে এবার অভিনেত্রীর জন্য অফার নিয়ে এগিয়ে আসেন সুভাষ ঘাই। এই জনপ্রিয় পরিচালকের হাত ধরেই মাধুরীর অভিনয় জীবন আরও একবার প্রাণ ফিরে পায়। বর্তমানে মাধুরী দীক্ষিতকে ‘ডান্স দিওয়ানে’ টিভি রিয়েলিটি শোয়ে দেখা যাচ্ছে।

Shreyas Talpade: ‘৬ মাস পর্যন্ত করব না…’ কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলার পর শ্রেয়স তলপড়ে এবার কী বললেন?

গত বছরেই হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেতা শ্রেয়স তালপাড়ের। এর জন্য তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তাই সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত অ্যাকশন এবং অতি নাটকীয় চরিত্রে অভিনয়ের অফার না নেওয়ারই পরিকল্পনা করেছেন তিনি।
গত বছরেই হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেতা শ্রেয়স তলপড়ের। এর জন্য তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তাই সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত অ্যাকশন এবং অতি নাটকীয় চরিত্রে অভিনয়ের অফার না নেওয়ারই পরিকল্পনা করেছেন তিনি।
বলে রাখা ভাল যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে হার্ট অ্যাটাক হয়েছিল শ্রেয়সের। ফলে ঘরের মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছিলেন তিনি। বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘করতম ভুগতম’ নিয়ে ব্যস্ত শ্রেয়স।
বলে রাখা ভাল যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে হার্ট অ্যাটাক হয়েছিল শ্রেয়সের। ফলে ঘরের মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকার পরে বাড়ি ফিরেছিলেন তিনি। বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘করতম ভুগতম’ নিয়ে ব্যস্ত শ্রেয়স।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে শ্রেয়স তালপাড়ে বলেছিলেন যে, “বর্তমানে আমার কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমি এখনও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমার চিকিৎসকেরা বলেছেন যে, ‘‘আরও ৬টা মাস আর আপনি একেবারে আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। তাই আমি অপেক্ষা করব। কিন্তু তত দিন পর্যন্ত এমন কিছু ছবি রয়েছে, যেগুলি নিয়ে আমি কাজ করছি। আসলে সেই ছবিগুলিতে সেরকম মারপিটের দৃশ্য অথবা অতিরিক্ত নাটকীয় সিকোয়েন্স নেই।”
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে শ্রেয়স তালপাড়ে বলেছিলেন যে, “বর্তমানে আমার কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমি এখনও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমার চিকিৎসকেরা বলেছেন যে, ‘‘আরও ৬টা মাস আর আপনি একেবারে আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। তাই আমি অপেক্ষা করব। কিন্তু তত দিন পর্যন্ত এমন কিছু ছবি রয়েছে, যেগুলি নিয়ে আমি কাজ করছি। আসলে সেই ছবিগুলিতে সেরকম মারপিটের দৃশ্য অথবা অতিরিক্ত নাটকীয় সিকোয়েন্স নেই।”
এর আগে নিজের হার্ট অ্যাটাক প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা। কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে এর যোগ থাকতে পারে বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রেয়স জানান যে, তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নিতেন। তবুও তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। ভ্যাকসিনের সঙ্গে এই হার্ট অ্যাটাকের যোগ থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
এর আগে নিজের হার্ট অ্যাটাক প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা। কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে এর যোগ থাকতে পারে বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রেয়স জানান যে, তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নিতেন। তবুও তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। ভ্যাকসিনের সঙ্গে এই হার্ট অ্যাটাকের যোগ থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
অভিনেতার কথায়, “আমি ধূমপান করি না, মদ্যপান করি মাঝেমধ্যে। মাসে হয়তো একবার মদ খাই। হ্যাঁ আমার কোলেস্টেরল একটু বেড়েছিল, যেটা আজকের দিনে স্বাভাবিক। এর জন্য ওষুধও খাচ্ছিলাম। ফলে তাৎপর্যপূর্ণ ভাবে সেটা কমেও গিয়েছিল। আমার সুগার নেই, না আছে ব্লাড প্রেশার। কিছুই নেই। তাহলে এর কারণ কী হতে পারে?” তিনি আরও বলেন, “ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমি আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছি।”
অভিনেতার কথায়, “আমি ধূমপান করি না, মদ্যপান করি মাঝেমধ্যে। মাসে হয়তো একবার মদ খাই। হ্যাঁ আমার কোলেস্টেরল একটু বেড়েছিল, যেটা আজকের দিনে স্বাভাবিক। এর জন্য ওষুধও খাচ্ছিলাম। ফলে তাৎপর্যপূর্ণ ভাবে সেটা কমেও গিয়েছিল। আমার সুগার নেই, না আছে ব্লাড প্রেশার। কিছুই নেই। তাহলে এর কারণ কী হতে পারে?” তিনি আরও বলেন, “ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমি আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছি।”

Alia Bhatt: মায়ের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপ; কন্যা রাহার জন্য তাই চরম সিদ্ধান্ত আলিয়ার

মুম্বই : ২০২২ সালে বলিউডের পাওয়ার কাপল আলিয়া ভাট এবং রণবীর কাপুরের জীবন আলো করে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান রাহা কাপুর। অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে মা হওয়ার পরেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু একজন ওয়ার্কিং মা হিসেবে সন্তানের পাশাপাশি কাজের দায়িত্ব সামলাতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি তাঁকে হতে হয়েছে, সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, এর পাশাপাশি কাজ করতে গিয়ে নিজের মাকে অবহেলা করার প্রসঙ্গও উঠে এল তাঁর কথায়।

দ্য নড ম্যাগ-এর সঙ্গে আলাপচারিতায় স্মৃতি হাতড়ে আলিয়ে বলেন, “আমার মনে আছে, আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, তখন লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং করছিলাম। ওই সময় আমি প্রায় তিন দিন ঘুমোতে পারিনি। কারণ আমার সেই সময় চরম অপরাধবোধ হয়েছিল যে, আমি তেমন ভাল কন্যা হতে পারিনি।” আলিয়ার কথা শেষ হতে না হতেই আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান যোগ করেন যে, “মানসিক স্বাস্থ্যের উপর খুবই গুরুত্ব দেয় ও। কিন্তু এমনও সময় গিয়েছে, যখন আমাদের ফোন না তোলা কিংবা আমাদের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে ও খুবই উদ্বিগ্ন থাকত।”

আলিয়া জানান যে, তিনি যেহেতু মাত্র ২৩ বছর বয়স থেকে কাজ করতে শুরু করেছেন, তাই মায়ের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ পাননি। অভিনেত্রীর কথায়, “মাত্র ২৩ বছর বয়সেই আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। দীর্ঘ শ্যুটিং শিডিউলের জেরে বাড়ি থেকে দূরে থাকতাম। এক-এক সময় তো তোমরা জানতেও পারতে না যে, আমি কোন শহরে রয়েছি। আর এটাই আমার জীবনের এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নির্ধারিত জায়গা ছিল। কিন্তু আমার মনে হয়, আমি খুব কম বয়সেই বাড়ি ছেড়েছি – আর আমি চাই না রাহার সঙ্গে এমনটা ঘটুক। বিশ্বাস করবেন কি না জানি না, সাধারণ ভাবে আমি উন্নত চিন্তাধারার মানুষ, কিন্তু রাহার ক্ষেত্রে দিন যেভাবে আসছে, সেভাবেই নিচ্ছি। সম্প্রতি বাবা আমায় বলছিলেন, যদি রাহাকে পড়ে যেতে না দাও, তাহলে সেটা তোমার বড় ভুল হবে। কারণ রাহা কখনও পড়ে গেলেও নিজে উঠে দাঁড়াতে শিখবে না।”

আরও পড়ুন : দেখো রে নয়ন মেলে অভিনবের অভিনয়! কিন্তু কতটা জমল ফেলু মিত্তিরের মগজাস্ত্রের অভিযান?

এই আলাপ-আলোচনা চলাকালীন সোনি রাজদান কন্যা আলিয়াকে আরও বলেন যে, “মনে আছে ওই দিনগুলোয় আমার নিজেকে মা কম, তার থেকেও বেশি ম্যানেজার বলে মনে হত। সকালে চা খাওয়ার সময় মাত্র পাঁচ মিনিট আমার সঙ্গে কাটাতে তুমি।” তবে অবশ্য কন্যার কৃতিত্ব এবং চূড়ান্ত সাফল্যে কিন্তু গর্বিত অভিনেত্রী সোনি রাজদান।

Bollywood News: ঝড় আসার আগের নিস্তব্ধতা! কেন আচমকা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রাহুল-পত্নী আথিয়া

গত সপ্তাহেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুলকে নাকি তীব্র ভর্ৎসনা করেছেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আর গোটা ঘটনাটাই ঘটেছে একেবারে জনসমক্ষে। ফলে তা ক্যামেরায় ধরা পড়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই মনে করছেন সঞ্জীব গোয়েঙ্কা বেশ ভালই ধমক দিচ্ছেন কে এল রাহুলকে। কারণ গোয়েঙ্কার সামনে বেশ কাঁচুমাচু মুখেই দাঁড়িয়ে ক্রিকেট তারকা। এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই আইপিএল ঝড়ের মাঝেই এক রহস্যজনক পোস্ট দিলেন কে এল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টি।

কে এল রাহুলের প্রতি লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার এহেন আচরণ ভাল ভাবে নেননি নেটিজেনরা। তীব্র নিন্দা করেন তাঁরা। এই প্রসঙ্গে যদিও কোনও মন্তব্য করতে দেখা যায়নি রাহুলের স্ত্রী আথিয়া এবং শ্বশুর তথা বলিউড অভিনেতা সুনীল শেট্টিকে। যদিও সোমবার আথিয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। যেখানে বলা হয়েছে, বিশাল বড় ঝড় আসার আগে সমস্ত নিস্তব্ধতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন আথিয়া। যেখানে দেখা যাচ্ছে, ঘন মেঘে ঢাকা আকাশের মধ্যে দিয়েই জ্বলজ্বল করছে সূর্য। তিনি লিখেছেন, “ঝড় আসার আগের নিস্তব্ধতা।”

আরও পড়ুন: হাসপাতালে শয্যাশায়ী শমিতা! গুরুতর অসুস্থ শিল্পার বোন, কী হল ৪৫-এর অভিনেত্রীর

আরও পড়ুন: ‘আলিয়ার একটা খেলার ঘরও ছিল না…’, চরম দুঃখ-দুর্দশার কথা শোনালেন মহেশ-পত্নী সোনি

যদিও এখনও পর্যন্ত ওই ঘটনা প্রসঙ্গে মুখ খোলেননি রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অ্যাসিস্ট্যান্ট কোচ ল্যান্স ক্লাসনার ওই মুহূর্তটির বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, “দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে জোরালো ওই আলোচনায় আমি কোনও সমস্যা দেখছি না। আমাদের জন্য তা চায়ের কাপে ঝড় হতে পারে। যেটা আমাদের জন্য এমন কিছু বড় বিষয় নয়।”

এদিকে আবার সামনেই টি২০ বিশ্বকাপ। সেই স্কোয়াডে জায়গা পাননি কে এল রাহুল। রোহিত শর্মার অধিনায়কত্বে মাঠে নামবে ভারত। খুব শীঘ্রই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবে দল।

Bollywood News: ‘আলিয়ার একটা খেলার ঘরও ছিল না…’, চরম দুঃখ-দুর্দশার কথা শোনালেন মহেশ-পত্নী সোনি

ভাট পরিবার। বলিউডের প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম। নয়ের দশকে মহেশ ভাট এবং তাঁর জ্যেষ্ঠকন্যা পূজা ইন্ডাস্ট্রিতে একাধিক হিট দিয়েছেন। মহেশের স্ত্রী সোনি রাজদানও কাজ করেছে একাধিক ছবিতে। তাঁর বেশ কয়েক বছর পরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট। একের পর এক সফল ছবি দিয়ে প্রথম সারিক নায়িকাদের মধ্যে নিজের নাম সামিল করেছেন তিনি।
ভাট পরিবার। বলিউডের প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম। নয়ের দশকে মহেশ ভাট এবং তাঁর জ্যেষ্ঠকন্যা পূজা ইন্ডাস্ট্রিতে একাধিক হিট দিয়েছেন। মহেশের স্ত্রী সোনি রাজদানও কাজ করেছে একাধিক ছবিতে। তাঁর বেশ কয়েক বছর পরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট। একের পর এক সফল ছবি দিয়ে প্রথম সারিক নায়িকাদের মধ্যে নিজের নাম সামিল করেছেন তিনি।
এমন এক সময় ছিল যখন তুমুল আর্থিক অনটনের মধ্যে দিন কেটেছে ভাট পরিবারের। এক সাক্ষাৎকারে সোনি বলেন, "তখন মনে হত আমি সিঙ্গল প্যারেন্ট। মহেশ আমাকে সাহায্য করত। কিন্তু ওকে কাজে ডুবে থাকতে হত। দিনে তিনটি ছবির শ্যুট একসঙ্গে করত।'
এমন এক সময় ছিল যখন তুমুল আর্থিক অনটনের মধ্যে দিন কেটেছে ভাট পরিবারের। এক সাক্ষাৎকারে সোনি বলেন, “তখন মনে হত আমি সিঙ্গল প্যারেন্ট। মহেশ আমাকে সাহায্য করত। কিন্তু ওকে কাজে ডুবে থাকতে হত। দিনে তিনটি ছবির শ্যুট একসঙ্গে করত।’
সোনি জানান, তাঁদের বড় মেয়ে শাহিনের জন্মের তিন সপ্তাহের মধ্যেই মহেশকে স্যুটে চলে যেতে হয়েছিল। সোনিকে একাই সবটা সামলাতে হয়েছিল।
সোনি জানান, তাঁদের বড় মেয়ে শাহিনের জন্মের তিন সপ্তাহের মধ্যেই মহেশকে স্যুটে চলে যেতে হয়েছিল। সোনিকে একাই সবটা সামলাতে হয়েছিল।
পুরনো স্মৃতির পাতা উল্টে সোনি বলেন, "আমরা এক কামড়ার ফ্ল্যাটে থাকতাম। আমাদের তখন প্রচুর টাকা ছিল না। বয়সও কম। পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছিলাম। কিন্তু সন্তানদের  অনেক ভালবাসা দিয়ে বড় করেছি। তখন স্মার্টফোন ছিল না। আলিয়ার একটা খেলার ঘর পর্যন্ত ছিল না। তবু জীবন অনেক সহজ ছিল।"
পুরনো স্মৃতির পাতা উল্টে সোনি বলেন, “আমরা এক কামড়ার ফ্ল্যাটে থাকতাম। আমাদের তখন প্রচুর টাকা ছিল না। বয়সও কম। পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছিলাম। কিন্তু সন্তানদের অনেক ভালবাসা দিয়ে বড় করেছি। তখন স্মার্টফোন ছিল না। আলিয়ার একটা খেলার ঘর পর্যন্ত ছিল না। তবু জীবন অনেক সহজ ছিল।”
নাতনি রাহা যে শৈশব থেকেই সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে, তা নিয়ে উচ্ছ্বসিত সোনি। তার জন্য মেয়ে আলিয়ার সাফল্যকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
নাতনি রাহা যে শৈশব থেকেই সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে, তা নিয়ে উচ্ছ্বসিত সোনি। তার জন্য মেয়ে আলিয়ার সাফল্যকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।