Tag Archives: Bollywood

Roja Film Actress Madhoo: সুপারহিট রোজা ছবির অতি জনপ্রিয় নায়িকা মধুর এ কী হাল! দেখে আঁতকে উঠবেন, চেনাই দায় হল, দেখে নিন সেই অভিনেত্রীকে

৩২ বছর আগে দক্ষিণী এক ছবি বলিউডও কাঁপিয়ে দিয়েছিল৷ 'রোজা'৷ এই ফিল্ম থেকেই সুরকার এ আর রেহমানকে সকলে চিনলেন৷ দক্ষিণী সিনেমার প্রিয় পরিচালক মণি রত্নমকেও জানলেন আপামর জনতা৷ একই সঙ্গে পরিচয় হল ফিল্মের হিরো অরবিন্দ স্বামী এবং হিরোইন মধুর৷ যাঁরা সেই সময় রাতারাতি সকলের প্রিয় তারকা হয়ে গিয়েছিল৷
৩২ বছর আগে দক্ষিণী এক ছবি বলিউডও কাঁপিয়ে দিয়েছিল৷ ‘রোজা’৷ এই ফিল্ম থেকেই সুরকার এ আর রেহমানকে সকলে চিনলেন৷ দক্ষিণী সিনেমার প্রিয় পরিচালক মণি রত্নমকেও জানলেন আপামর জনতা৷ একই সঙ্গে পরিচয় হল ফিল্মের হিরো অরবিন্দ স্বামী এবং হিরোইন মধুর৷ যাঁরা সেই সময় রাতারাতি সকলের প্রিয় তারকা হয়ে গিয়েছিল৷
দিল হি ছোটা সা গানে মধুর নাচ এখনও সিনেমাপ্রেমীদের মনে টাটকা৷ সম্প্রতি সেই মিষ্টি মেয়ে মধুকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে৷ কিন্তু এই সেই মধু? চিনতে গিয়ে হোঁচট খেতে হয়! দেখে নিন কী অবস্থা সুন্দরী৷
দিল হি ছোটা সা গানে মধুর নাচ এখনও সিনেমাপ্রেমীদের মনে টাটকা৷ সম্প্রতি সেই মিষ্টি মেয়ে মধুকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে৷ কিন্তু এই সেই মধু? চিনতে গিয়ে হোঁচট খেতে হয়! দেখে নিন কী অবস্থা সুন্দরী৷
বলিউডে অজয় ​​দেবগনের সঙ্গে 'ফুল অউর কান্টে' ছবি দিয়ে হিন্দির কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ এরপর তামিল ছবি 'রোজা' বক্স অফিস কাঁপিয়ে দেয়। এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিলেন।
বলিউডে অজয় ​​দেবগনের সঙ্গে ‘ফুল অউর কান্টে’ ছবি দিয়ে হিন্দির কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ এরপর তামিল ছবি ‘রোজা’ বক্স অফিস কাঁপিয়ে দেয়। এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিলেন।
বলিউডে অজয় ​​দেবগনের সঙ্গে 'ফুল অউর কান্টে' ছবি দিয়ে হিন্দির কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ এরপর তামিল ছবি 'রোজা' বক্স অফিস কাঁপিয়ে দেয়। এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিলেন।
বলিউডে অজয় ​​দেবগনের সঙ্গে ‘ফুল অউর কান্টে’ ছবি দিয়ে হিন্দির কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ এরপর তামিল ছবি ‘রোজা’ বক্স অফিস কাঁপিয়ে দেয়। এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিলেন।
মধু তাঁর কেরিয়া শুরু করেছিলেন দক্ষিণী ছবিতে অভিনয় করে৷ এর পাশাপাশি তিনি বলিউডেও অভিনয় করেন৷ তবে খুব বেশি সিনেমা করেননি তিনি৷
মধু তাঁর কেরিয়া শুরু করেছিলেন দক্ষিণী ছবিতে অভিনয় করে৷ এর পাশাপাশি তিনি বলিউডেও অভিনয় করেন৷ তবে খুব বেশি সিনেমা করেননি তিনি৷
বলিউডের ২ নায়িকার সঙ্গে রয়েছে মধুর আত্মীয়তা৷ তিনি হেমা মালিনীর ভাগ্নি৷ এষা-অহনা তাঁর তুতো বোন৷ এছাড়াও জুহি চাওয়ার স্বামী জয় মেহটা মধুর স্বামী তুতো ভাই৷
বলিউডের ২ নায়িকার সঙ্গে রয়েছে মধুর আত্মীয়তা৷ তিনি হেমা মালিনীর ভাগ্নি৷ এষা-অহনা তাঁর তুতো বোন৷ এছাড়াও জুহি চাওয়ার স্বামী জয় মেহটা মধুর স্বামী তুতো ভাই৷
মধু বলে সকলে তাঁকে জানলেও তাঁর আসল নাম পদ্ম মালিনী৷
মধু বলে সকলে তাঁকে জানলেও তাঁর আসল নাম পদ্ম মালিনী৷
কিন্তু তাঁর চেহারা এখন এমন হয়েছে যে মধুকে চেনাই দায়!
কিন্তু তাঁর চেহারা এখন এমন হয়েছে যে মধুকে চেনাই দায়!

Farah Khan: ‘গাছের পেছনে বদলাতে হত জামা, এখন সবার ৪টি করে ভ‍্যানিটি ভ‍্যান’! তারকাদের ঝক্কি নিয়ে বিস্ফোরক ফারহা

শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।

পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’

ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’

ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’

Juhi Parmar: ‘কুমকুম’ হয়ে তুমুল খ্যাতি! তাসের ঘরের মতো ভাঙে ৯ বছরের বিয়ে! অকালে হারালেন জুহি

জুহি পারমার। ২০০২ সালে কুমকুম হয়ে পর্দায় আবির্ভাব তাঁর। একতা কাপুর প্রযোজিত পারিবারিক এই ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন। জুহির প্রাণোচ্ছল স্বভাব, অভিনয় দক্ষতা দর্শকের নজর কেড়েছিল।
জুহি পারমার। ২০০২ সালে কুমকুম হয়ে পর্দায় আবির্ভাব তাঁর। একতা কাপুর প্রযোজিত পারিবারিক এই ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন। জুহির প্রাণোচ্ছল স্বভাব, অভিনয় দক্ষতা দর্শকের নজর কেড়েছিল।
'কুমকুম'-এর পরে আরও অনেক ধারাবাহিকে কাজ করেন। কিন্তু দর্শক সেই চরিত্রের জন্যই তাঁকে মনে রেখেছে। দীর্ঘ সাত বছর 'কুমকুম'-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে সঞ্চালনাও করেছেন।
‘কুমকুম’-এর পরে আরও অনেক ধারাবাহিকে কাজ করেন। কিন্তু দর্শক সেই চরিত্রের জন্যই তাঁকে মনে রেখেছে। দীর্ঘ সাত বছর ‘কুমকুম’-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে সঞ্চালনাও করেছেন।
২০০৯ সালে অভিনেতা শচীন শ্রফের সঙ্গে ঘটা করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক শেষমেশ টেকেনি। বিয়ের ন'বছর পরেই তাদের পথ আলাদা হয়।
২০০৯ সালে অভিনেতা শচীন শ্রফের সঙ্গে ঘটা করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক শেষমেশ টেকেনি। বিয়ের ন’বছর পরেই তাদের পথ আলাদা হয়।
জুহি এবং শচীনের একটি মেয়ে আছে। সামাইরা। তাকে ঘিরেই আবর্তিত জুহির জীবন। শচীন দ্বিতীয় বিয়ে করলেও জুহি বিয়ে করেননি।
জুহি এবং শচীনের একটি মেয়ে আছে। সামাইরা। তাকে ঘিরেই আবর্তিত জুহির জীবন। শচীন দ্বিতীয় বিয়ে করলেও জুহি বিয়ে করেননি।
কাজের অভাব জুহির কখনওই হয়নি। পারবারিশ, এফআইআর-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
কাজের অভাব জুহির কখনওই হয়নি। পারবারিশ, এফআইআর-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন জুহি। বিজেতার শিরোপা উঠেছিল অভিনেত্রীর মাথা।
বিগ বস-এও অংশগ্রহণ করেছিলেন জুহি। বিজেতার শিরোপা উঠেছিল অভিনেত্রীর মাথা।
কাজ এবং সংসার, দুই-ই একা হাতে সামলাচ্ছেন জুহি। নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন তিনি।
কাজ এবং সংসার, দুই-ই একা হাতে সামলাচ্ছেন জুহি। নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন তিনি।

Bollywood News: সারেগামাপা-র বিজয়ী! বলিউডে মিলল না সুযোগ! খ্যাতি পেয়েও কোথায় হারিয়ে গেলেন দেবজিৎ

দেবজিৎ সাহা। হঠাৎ এই নাম শুনলে হয়ত তৎক্ষণাৎই কিছু মনে না-ও পড়তে পারে। কিন্তু এক সময় তাঁকে নিয়ে বাঙালির উন্মাদনা কিছু কম ছিল না। ২০০৫ সালে হিন্দি 'সারেগামাপা'-তে অংশগ্রহণ করেছিলেন শিলচরের দেবজিৎ। জয়ীও হয়েছিলেন।
দেবজিৎ সাহা। হঠাৎ এই নাম শুনলে হয়ত তৎক্ষণাৎই কিছু মনে না-ও পড়তে পারে। কিন্তু এক সময় তাঁকে নিয়ে বাঙালির উন্মাদনা কিছু কম ছিল না। ২০০৫ সালে হিন্দি ‘সারেগামাপা’-তে অংশগ্রহণ করেছিলেন শিলচরের দেবজিৎ। জয়ীও হয়েছিলেন।
শৈশব থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত দেবজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই আসে প্রথম সাফল্য। সেই প্রতিযোগিতায় বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছিলেন তাঁর মেন্টর। বিচারকদ থেকে দর্শক, গায়কির জোরে সকলেরই নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
শৈশব থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত দেবজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই আসে প্রথম সাফল্য। সেই প্রতিযোগিতায় বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছিলেন তাঁর মেন্টর। বিচারকদ থেকে দর্শক, গায়কির জোরে সকলেরই নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
পরবর্তীতে বাংলা 'সারেগামাপা'-তে সঞ্চালনা করেন দেবজিৎ। সেই সময় প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
পরবর্তীতে বাংলা ‘সারেগামাপা’-তে সঞ্চালনা করেন দেবজিৎ। সেই সময় প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
সারেগামাপা-তে জয়ী হওয়ার পরেও 'মিউজিক কা মহা মোকাবিলা', 'জো জিতা উওহি সুপারস্টার'-র মতো একাধিক রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন দেবজিৎ।
সারেগামাপা-তে জয়ী হওয়ার পরেও ‘মিউজিক কা মহা মোকাবিলা’, ‘জো জিতা উওহি সুপারস্টার’-র মতো একাধিক রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছিলেন দেবজিৎ।
সারেগামাপা-তে বিজয়ী দেবজিতের একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছিল। কিন্তু সেগুলির কোনওটিই দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
সারেগামাপা-তে বিজয়ী দেবজিতের একাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছিল। কিন্তু সেগুলির কোনওটিই দর্শক-মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
তুমুল জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি দেবজিৎ। বলিউডে প্লেব্যাক করারও বিশেষ কোনও সুযোগ আসেনি তাঁর কাছে।
তুমুল জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি দেবজিৎ। বলিউডে প্লেব্যাক করারও বিশেষ কোনও সুযোগ আসেনি তাঁর কাছে।
'তিস মার খান', 'সাহেব বিবি গ্যাংস্টার'-এর মতো কিছু ছবিতে তিনি কিছু গান গেয়েছিলেন বটে। তবে বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়নি।
‘তিস মার খান’, ‘সাহেব বিবি গ্যাংস্টার’-এর মতো কিছু ছবিতে তিনি কিছু গান গেয়েছিলেন বটে। তবে বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত হয়নি।
বর্তমানে দেবজিৎ নিজের একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন। তা ছাড়াও নানা জায়গায় স্টেজ শো করেন তিনি। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।
বর্তমানে দেবজিৎ নিজের একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন। তা ছাড়াও নানা জায়গায় স্টেজ শো করেন তিনি। রিয়্যালিটি শোয়েও বিচারকের ভূমিকাতেও দেখা যায় তাঁকে।

মাত্র ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি, জুটেছিল বিস্তর প্রত্যাখ্যানও; আজ কয়েকশো কোটি টাকার মালিক এই অভিনেত্রী

রুপোলি দুনিয়া যেন এক স্বপ্নের দুনিয়া। তবে এখানে পায়ের তলার জমি শক্ত করা অতটাও সহজ নয়। আজকের বহু তারকাকেই সেই সংগ্রামের পথ অতিক্রম করতে হয়েছে। যদিও সকলেই যে সাফল্যের স্বাদ পান এমনটা নয়। কেউ কেউ আবার লড়াই করতে না পেরে চিরতরে হারিয়ে যান স্বপ্নের এই দুনিয়া থেকে। তবে আজ এক সফল অভিনেত্রীর বিষয়ে কথা হচ্ছে, যাঁকে বি-টাউনে নিজের জমি শক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল।
রুপোলি দুনিয়া যেন এক স্বপ্নের দুনিয়া। তবে এখানে পায়ের তলার জমি শক্ত করা অতটাও সহজ নয়। আজকের বহু তারকাকেই সেই সংগ্রামের পথ অতিক্রম করতে হয়েছে। যদিও সকলেই যে সাফল্যের স্বাদ পান এমনটা নয়। কেউ কেউ আবার লড়াই করতে না পেরে চিরতরে হারিয়ে যান স্বপ্নের এই দুনিয়া থেকে। তবে আজ এক সফল অভিনেত্রীর বিষয়ে কথা হচ্ছে, যাঁকে বি-টাউনে নিজের জমি শক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৮। তবে ছিপছিপে সুতন্বী দেহকাঠামো এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারিণীকে দেখে তাঁর বয়স ঠাহর করা মুশকিল। নাচে-গানে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের হৃদয়। আজ তিনি কোটি কোটি টাকার মালিক। অথচ কেরিয়ারের প্রথম দিকে তাঁকেও প্রচুর প্রত্যাখ্যান এবং অপমানের জ্বালা সহ্য করতে হয়েছে। অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কার কথা এখানে বলা হচ্ছে। কথা হচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৮। তবে ছিপছিপে সুতন্বী দেহকাঠামো এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারিণীকে দেখে তাঁর বয়স ঠাহর করা মুশকিল। নাচে-গানে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের হৃদয়। আজ তিনি কোটি কোটি টাকার মালিক। অথচ কেরিয়ারের প্রথম দিকে তাঁকেও প্রচুর প্রত্যাখ্যান এবং অপমানের জ্বালা সহ্য করতে হয়েছে। অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কার কথা এখানে বলা হচ্ছে। কথা হচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির।
আজ শিল্পা সফল অভিনেত্রীর তকমা পেলেও প্রথম দিকে প্রযোজকদের থেকে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান। কিন্তু এর পিছনে থাকা কারণ সম্পর্কে কখনওই জানতে পারেননি তিনি। প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হয়েও হাল ছাড়েননি। নিজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন। অবশেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে।
আজ শিল্পা সফল অভিনেত্রীর তকমা পেলেও প্রথম দিকে প্রযোজকদের থেকে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান। কিন্তু এর পিছনে থাকা কারণ সম্পর্কে কখনওই জানতে পারেননি তিনি। প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হয়েও হাল ছাড়েননি। নিজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন। অবশেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে।
একবার ‘হিউম্যানস অফ বম্বে’-র কাছে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। কর্মজীবনের সূচনা প্রসঙ্গে শিল্পা বলেন, “আমি কালো রোগা এবং লম্বা ছিলাম। স্নাতকপাঠ শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যদিও আমি আমার মন থেকে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম। ভাবিনি যে, আমি সেই সুযোগ পাব। কিন্তু মজা করে একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েই যেন সবটা বদলে যায়।”
একবার ‘হিউম্যানস অফ বম্বে’-র কাছে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। কর্মজীবনের সূচনা প্রসঙ্গে শিল্পা বলেন, “আমি কালো রোগা এবং লম্বা ছিলাম। স্নাতকপাঠ শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যদিও আমি আমার মন থেকে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম। ভাবিনি যে, আমি সেই সুযোগ পাব। কিন্তু মজা করে একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েই যেন সবটা বদলে যায়।”
শিল্পা বলে চলেন, “এক ফটোগ্রাফার আমায় দেখেছিলেন এবং আমার ছবি তুলতে চেয়েছিলেন। আর এভাবেই আমার গ্ল্যামারের দুনিয়ায় প্রবেশ। এর কিছু সময় পরেই প্রথম ছবির অফার আসে। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি। তবে কেরিয়ারে উত্থান-পতন চলতে থাকে। আসলে অর্থপূর্ণ বিষয়গুলি তো আর সহজে আসে না।” অভিনেত্রীর কথায়, “আমার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। তখনও দুনিয়াটাকে জানা হয়নি আর জীবনটও বুঝতাম না।”
শিল্পা বলে চলেন, “এক ফটোগ্রাফার আমায় দেখেছিলেন এবং আমার ছবি তুলতে চেয়েছিলেন। আর এভাবেই আমার গ্ল্যামারের দুনিয়ায় প্রবেশ। এর কিছু সময় পরেই প্রথম ছবির অফার আসে। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি। তবে কেরিয়ারে উত্থান-পতন চলতে থাকে। আসলে অর্থপূর্ণ বিষয়গুলি তো আর সহজে আসে না।” অভিনেত্রীর কথায়, “আমার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। তখনও দুনিয়াটাকে জানা হয়নি আর জীবনটও বুঝতাম না।”
এরপর তাঁকে হিন্দি বলার সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে শিল্পার বক্তব্য, “আমি হিন্দি বলতে জানতাম না। তাই ক্যামেরার সামনে আসতে বেশ নার্ভাস লাগত। কয়েকটি ছবি করার পর এমনটা একটা জায়গায় পৌঁছই যে, মনে হতে থাকে আমার কেরিয়ার শেষ। আমি বহুবার চেষ্টা করতাম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ঘাটতি থেকে যেত। আমার মনে আছে, কিছু প্রযোজক ছিলেন, যাঁরা কোনও কারণ ছাড়াই আমায় নিজেদের ছবি থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিলেন।”
এরপর তাঁকে হিন্দি বলার সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে শিল্পার বক্তব্য, “আমি হিন্দি বলতে জানতাম না। তাই ক্যামেরার সামনে আসতে বেশ নার্ভাস লাগত। কয়েকটি ছবি করার পর এমনটা একটা জায়গায় পৌঁছই যে, মনে হতে থাকে আমার কেরিয়ার শেষ। আমি বহুবার চেষ্টা করতাম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ঘাটতি থেকে যেত। আমার মনে আছে, কিছু প্রযোজক ছিলেন, যাঁরা কোনও কারণ ছাড়াই আমায় নিজেদের ছবি থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিলেন।”
এরপর স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী তাঁর বিগ ব্রাদার শোয়ের সফরের কথাও তুলে ধরেন। বলেন, “আমার মনে আছে, বিগ ব্রাদার শো-এ অন্য প্রতিযোগীরা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। আমার জন্মভূমি ও দেশের কারণে আমায় সকলের সামনেই হেনস্থা করা হত। ফলে লড়াইটা একেবারেই সহজ ছিল না। আমি ওই হাউজে একাই ছিলাম। কিন্তু আমি টিকেছিলাম। অনেক দূর আসার পর আমি এক পা-ও পিছিয়ে যেতে চাইনি। সব শেষে জয়ী হওয়ার পরে বহু মানুষ আমার প্রশংসা করেছেন। আসলে সেখানে যে সঙ্কল্প এবং উদ্যম প্রদর্শন করেছিলাম, সেটাই আমায় সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে।”
এরপর স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী তাঁর বিগ ব্রাদার শোয়ের সফরের কথাও তুলে ধরেন। বলেন, “আমার মনে আছে, বিগ ব্রাদার শো-এ অন্য প্রতিযোগীরা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। আমার জন্মভূমি ও দেশের কারণে আমায় সকলের সামনেই হেনস্থা করা হত। ফলে লড়াইটা একেবারেই সহজ ছিল না। আমি ওই হাউজে একাই ছিলাম। কিন্তু আমি টিকেছিলাম। অনেক দূর আসার পর আমি এক পা-ও পিছিয়ে যেতে চাইনি। সব শেষে জয়ী হওয়ার পরে বহু মানুষ আমার প্রশংসা করেছেন। আসলে সেখানে যে সঙ্কল্প এবং উদ্যম প্রদর্শন করেছিলাম, সেটাই আমায় সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার নিজের জন্য রুখে দাঁড়াইনি, যাঁরা বর্ণবিদ্বেষের শিকার হন, তাঁদের হয়েও রুখে দাঁড়িয়েছি। আমার জীবনটা ওঠা-পড়ায় ভরা। খুব খারাপ সময় পার করেছি, কিন্তু আবার কখনও কখনও দারুণ জয়ের স্বাদও পেয়েছি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছি। আর এটাই আমায় আজ বলিষ্ঠ স্বাধীনচেতা মহিলা, গর্বিত অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে গড়ে তুলেছে।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার নিজের জন্য রুখে দাঁড়াইনি, যাঁরা বর্ণবিদ্বেষের শিকার হন, তাঁদের হয়েও রুখে দাঁড়িয়েছি। আমার জীবনটা ওঠা-পড়ায় ভরা। খুব খারাপ সময় পার করেছি, কিন্তু আবার কখনও কখনও দারুণ জয়ের স্বাদও পেয়েছি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছি। আর এটাই আমায় আজ বলিষ্ঠ স্বাধীনচেতা মহিলা, গর্বিত অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে গড়ে তুলেছে।”
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনের দিক থেকেও সফল শিল্পা। ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে - ভিয়ান ও শামিশা। বর্তমানে শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এছাড়া সাগর তীরে প্রায় ১০০ কোটি টাকার বাংলো-সহ বিলাসবহুল সম্পত্তির মালিক তিনি। এমনকী শিল্পার একটি প্রাইভেট জেটও রয়েছে।
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনের দিক থেকেও সফল শিল্পা। ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে – ভিয়ান ও শামিশা। বর্তমানে শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এছাড়া সাগর তীরে প্রায় ১০০ কোটি টাকার বাংলো-সহ বিলাসবহুল সম্পত্তির মালিক তিনি। এমনকী শিল্পার একটি প্রাইভেট জেটও রয়েছে।

‘মির্জাপুর’-এর কথা ভুলে যাবেন; থ্রিলার-সাসপেন্স কী নেই! কোথায় দেখা যাচ্ছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজটি?

ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর।‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর। ‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Bollywood Pregnancy: দিদা হচ্ছেন বলিউড নায়িকা! খুশিতে আত্মহারা, ছবি শেয়ার করে জানালেন খবর

আবার বলিউডে খুশির খবর! তারকা দম্পতির ঘর আলো করে আসবে সন্তান৷ সেই খবর জানিয়ে দিলেন আরও এক অভিনেত্রী৷ যিনি হবেন দিদা!
আবার বলিউডে খুশির খবর! তারকা দম্পতির ঘর আলো করে আসবে সন্তান৷ সেই খবর জানিয়ে দিলেন আরও এক অভিনেত্রী৷ যিনি হবেন দিদা!
বলিউডের জনপ্রিয় ডিজাইনার মাসাবা গুপ্তা৷ নীনা গুপ্তার মেয়ে৷ মেয়ের প্রেগনেন্সির কথা জানালেন মা! অর্থাৎ মেয়ে মাসাবার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করলেন নীনা৷
বলিউডের জনপ্রিয় ডিজাইনার মাসাবা গুপ্তা৷ নীনা গুপ্তার মেয়ে৷ মেয়ের প্রেগনেন্সির কথা জানালেন মা! অর্থাৎ মেয়ে মাসাবার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করলেন নীনা৷
মেয়েকে ঘিরে তাঁর সংসার৷ অনেক কষ্ট করে বড়ে করে তুলেছেন মাসাবাকে৷ ভিভ রিচার্ডেসর সঙ্গে উত্তাল প্রেম এবং সেই থেকেই গর্ভবতী হন নীনা৷ যদিও তাঁদের বিয়ে হয়নি৷ তবে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন নীনা৷
মেয়েকে ঘিরে তাঁর সংসার৷ অনেক কষ্ট করে বড়ে করে তুলেছেন মাসাবাকে৷ ভিভ রিচার্ডেসর সঙ্গে উত্তাল প্রেম এবং সেই থেকেই গর্ভবতী হন নীনা৷ যদিও তাঁদের বিয়ে হয়নি৷ তবে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন নীনা৷
৯য়ের দশকে এই সিদ্ধান্ত ছিল খুবই সাহসী৷ নিজের জীবনে যেই পথে হেঁটেছেন কখনই চাননি তাঁর সন্তান সেই পথে চলুক৷ তাই সময় মতো ঘর-সংসারে সাজিয়ে তোলার কথা বারবার বলেছেন মাসাবাকে৷ এমনকী প্রকাশ্যেও সেই কথা বলেছেন নীনা৷
৯য়ের দশকে এই সিদ্ধান্ত ছিল খুবই সাহসী৷ নিজের জীবনে যেই পথে হেঁটেছেন কখনই চাননি তাঁর সন্তান সেই পথে চলুক৷ তাই সময় মতো ঘর-সংসারে সাজিয়ে তোলার কথা বারবার বলেছেন মাসাবাকে৷ এমনকী প্রকাশ্যেও সেই কথা বলেছেন নীনা৷
মধু মন্টেনার সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন মাসাবা৷ পাত্র সত্যদীপ৷ গত বছর তাঁরা বিয়ে করেন৷ এবার তাঁরা হচ্ছেন মা-বাবা৷
মধু মন্টেনার সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন মাসাবা৷ পাত্র সত্যদীপ৷ গত বছর তাঁরা বিয়ে করেন৷ এবার তাঁরা হচ্ছেন মা-বাবা৷
সুখের এই খবর ইনস্টাগ্রামে পোস্ট করেন সেলিব্রিটি ডিজাইনার৷ তারপরই অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন৷
সুখের এই খবর ইনস্টাগ্রামে পোস্ট করেন সেলিব্রিটি ডিজাইনার৷ তারপরই অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন৷
মেয়ের ঘরে সন্তান আসছে৷ এই বার্তা নীনাও দেন সকলকে৷ সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর লেখেন নীনা৷ তিনি লেখেন আমাদের সন্তানের ঘরে সন্তান আসছে, এর থেকে বেশি খুশির খবর কী হতে পারে৷
মেয়ের ঘরে সন্তান আসছে৷ এই বার্তা নীনাও দেন সকলকে৷ সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর লেখেন নীনা৷ তিনি লেখেন আমাদের সন্তানের ঘরে সন্তান আসছে, এর থেকে বেশি খুশির খবর কী হতে পারে৷

Bollywood: K3G-তে শাহরুখ-এর ছেলেকে মনে আছে? এখন সেই জিবরানের কী অবস্থা জানেন? ছবি দেখলে চমকে যাবেন

করণ জোহরের সুপারডুপার হিট ছবি ' কভি খুশি কভি গম'-এ শাহরুখ খান ও কাজলের ছেলেকে মনে আছে? নাম জিবরান খান। গোবিন্দা ও সুস্মিতা অভিনীত 'কিউকি ম্যায়ঁ ঝুট নেহো বোলতা'-তেও অভিনয় করেছিল জিবরান। কিন্তু ছোট্ট-দুষ্টু-মিষ্টি সেই ছেলেটা আর আর ছোট্টটি নেই। এখন কী অবস্থা জিবরানের জানেন?
করণ জোহরের সুপারডুপার হিট ছবি ‘ কভি খুশি কভি গম’-এ শাহরুখ খান ও কাজলের ছেলেকে মনে আছে? নাম জিবরান খান। গোবিন্দা ও সুস্মিতা অভিনীত ‘কিউকি ম্যায়ঁ ঝুট নেহো বোলতা’-তেও অভিনয় করেছিল জিবরান। কিন্তু ছোট্ট-দুষ্টু-মিষ্টি সেই ছেলেটা আর আর ছোট্টটি নেই। এখন কী অবস্থা জিবরানের জানেন?
মাত্র ৮ বছর বয়সে বলিউডে অভিনয় শুরু করেন জিবরান খান। ' কভি খুশি কভি গম'-ই ছিল তাঁর প্রথম ছবি। প্রথম ছবিতেই দর্শক মন জয় করে নিয়েছিল ছোট্ট জিবরান।
মাত্র ৮ বছর বয়সে বলিউডে অভিনয় শুরু করেন জিবরান খান। ‘ কভি খুশি কভি গম’-ই ছিল তাঁর প্রথম ছবি। প্রথম ছবিতেই দর্শক মন জয় করে নিয়েছিল ছোট্ট জিবরান।
'কভি খুশি কভি গম' ছাড়াও জিবরান শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছেন 'কিউ কি ম্যায় ঝুট নেহি বোলতা' ও ২০০২-এ 'রিশতে' ও 'করণ'-এ।

‘কভি খুশি কভি গম’ ছাড়াও জিবরান শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছেন ‘কিউ কি ম্যায় ঝুট নেহি বোলতা’ ও ২০০২-এ ‘রিশতে’ ও ‘করণ’-এ।
পড়াশোনা শেষ করার পর জিবরান খান শমিক দাভার- এর সংস্থায় নাচের প্রশিক্ষক হিসাবে কেরিয়ার শুরু করেন। ততদিনে জিবরান কিন্তু 'হ্যান্ডসাম হাঙ্ক'!
পড়াশোনা শেষ করার পর জিবরান খান শমিক দাভার- এর সংস্থায় নাচের প্রশিক্ষক হিসাবে কেরিয়ার শুরু করেন। ততদিনে জিবরান কিন্তু ‘হ্যান্ডসাম হাঙ্ক’!
জিবরান খান সহকারি পরিচালক হিসাবেও কাজ করেন 'করণ জোহর'-এর 'ব্রহ্মাস্ত্র'-তে।
জিবরান খান সহকারি পরিচালক হিসাবেও কাজ করেন ‘করণ জোহর’-এর ‘ব্রহ্মাস্ত্র’-তে।
বর্তমানে জিবরানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে উপচে পড়ে তাঁর টোনড ফিগার, মাশলার অ্যাবস-এর ছবিতে। এবার ফের বড় পর্দায় 'কামব্যাক'-এর পালা। শীঘ্র-ই তাঁকে দেখা যাবে 'ইশক ভিশক রিবাউন্ড' ছবিতে। এই বছর-ই মুক্তি পাবে ছবিটি। জিবরানের পাশাপাশি ছবিতে রয়েছেন পশমিনা রোশন, নীলা গারেওয়াল, রোহিত শরফ।
বর্তমানে জিবরানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে উপচে পড়ে তাঁর টোনড ফিগার, মাশলার অ্যাবস-এর ছবিতে। এবার ফের বড় পর্দায় ‘কামব্যাক’-এর পালা। শীঘ্র-ই তাঁকে দেখা যাবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ ছবিতে। এই বছর-ই মুক্তি পাবে ছবিটি। জিবরানের পাশাপাশি ছবিতে রয়েছেন পশমিনা রোশন, নীলা গারেওয়াল, রোহিত শরফ।

Malaika Arora: ‘কবে খুইয়েছো ভার্জিনিটি?’ প্রশ্ন করে পুত্রকে রীতিমতো বেকায়দায় ফেললেন মালাইকা! এরপর আরহান যা করলেন…

পুত্র আরহান খানের পডকাস্ট 'ডাম্ব বিরিয়ানি'-এর পরের পর্বে উপস্থিত থাকতে দেখা যাবে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবেন তিনি। ইতিমধ্যেই আরহানের ভিডিও পডকাস্টে অতিথি হিসেবে দেখা গিয়েছে বাবা আরবাজ এবং কাকা সোহেল খানকে। এখন এই পডকাস্টে অতিথি হিসাবে আসতে চলেছেন আরহানের মা মালাইকা অরোরা। যেখানে তাঁকে নিজের সন্তানকে প্রেম, বিয়ে এবং সোশ্যাল মিডিয়ার বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে।
পুত্র আরহান খানের পডকাস্ট ‘ডাম্ব বিরিয়ানি’-এর পরের পর্বে উপস্থিত থাকতে দেখা যাবে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবেন তিনি। ইতিমধ্যেই আরহানের ভিডিও পডকাস্টে অতিথি হিসেবে দেখা গিয়েছে বাবা আরবাজ এবং কাকা সোহেল খানকে। এখন এই পডকাস্টে অতিথি হিসাবে আসতে চলেছেন আরহানের মা মালাইকা অরোরা। যেখানে তাঁকে নিজের সন্তানকে প্রেম, বিয়ে এবং সোশ্যাল মিডিয়ার বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করতে দেখা যাবে।
ইতিমধ্যেই এই বিশেষ পর্বের টিজার পডকাস্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যেখানে আরহানের কাছে মালাইকা জানতে চান যে, তিনি কবে নিজের ভার্জিনিটি বা কৌমার্য হারিয়েছেন! মায়ের এহেন সটান প্রশ্নের মুখে পড়ে আরহানের মুখ থেকে যেন একটা কথাও সরছিল না! খানিক থমকে তিনি মালাইকাকে জিজ্ঞাসা করেন যে, “তুমি কি মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করো?” সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী। এর পরে ফের মালাইকার দিকে ধেয়ে আসে পুত্রের প্রশ্নের বাণ। আরহান বলেন, “আমার পরবর্তী প্রশ্নটা হল, তুমি কবে বিয়ে করছো?”
ইতিমধ্যেই এই বিশেষ পর্বের টিজার পডকাস্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যেখানে আরহানের কাছে মালাইকা জানতে চান যে, তিনি কবে নিজের ভার্জিনিটি বা কৌমার্য হারিয়েছেন! মায়ের এহেন সটান প্রশ্নের মুখে পড়ে আরহানের মুখ থেকে যেন একটা কথাও সরছিল না! খানিক থমকে তিনি মালাইকাকে জিজ্ঞাসা করেন যে, “তুমি কি মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করো?” সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী। এর পরে ফের মালাইকার দিকে ধেয়ে আসে পুত্রের প্রশ্নের বাণ। আরহান বলেন, “আমার পরবর্তী প্রশ্নটা হল, তুমি কবে বিয়ে করছো?”
মায়ের উদ্দেশ্যে সন্তান এভাবে প্রশ্ন করছেন, সেটা অবশ্য নেটিজেনরা ভাল ভাবে নেননি। অনেকে বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “বাহ, মূল্যবোধের একটি চমৎকার প্রদর্শন।” আর এক ব্যবহারকারী আবার লিখেছেন, ‘পশ্চিমের অনুকরণ’ ৷
মায়ের উদ্দেশ্যে সন্তান এভাবে প্রশ্ন করছেন, সেটা অবশ্য নেটিজেনরা ভাল ভাবে নেননি। অনেকে বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “বাহ, মূল্যবোধের একটি চমৎকার প্রদর্শন।” আর এক ব্যবহারকারী আবার লিখেছেন, ‘পশ্চিমের অনুকরণ’ ৷
প্রসঙ্গত আরহানের পডকাস্টের আগের এপিসোডে দাদা সলমন খানের সঙ্গে নিজেদের সম্পর্কের সমীকরণ তুলে ধরেছেন অভিনেতা সোহেল খান এবং আরবাজ খান। আরবাজ বলেন, “আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ। যখন ছোট ছিলাম, তখন আমরা অবশ্যই সকলে একসঙ্গে থাকতাম। এরপর আমরা কাজ শুরু করি এবং বাড়ি থেকে বেরিয়ে আসি। সলমন তো বিয়ে করেননি, কিন্তু আমরা করেছিলাম এবং তারপর আমাদের বিচ্ছেদও হয়েছে। এরপর অবশ্য আমি আবার বিয়ে করেছি।”
প্রসঙ্গত আরহানের পডকাস্টের আগের এপিসোডে দাদা সলমন খানের সঙ্গে নিজেদের সম্পর্কের সমীকরণ তুলে ধরেছেন অভিনেতা সোহেল খান এবং আরবাজ খান। আরবাজ বলেন, “আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ। যখন ছোট ছিলাম, তখন আমরা অবশ্যই সকলে একসঙ্গে থাকতাম। এরপর আমরা কাজ শুরু করি এবং বাড়ি থেকে বেরিয়ে আসি। সলমন তো বিয়ে করেননি, কিন্তু আমরা করেছিলাম এবং তারপর আমাদের বিচ্ছেদও হয়েছে। এরপর অবশ্য আমি আবার বিয়ে করেছি।”
আরবাজ খান আরও বলেন, “বিষয়টি হল যখন আমরা আমাদের নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, তখন আমরা একসঙ্গে থাকতে পারি না। তবে কেউ সমস্যায় পড়লে আমরা এককাট্টা হই। আসলে এমন পরিস্থিতিতে মানুষ আরও দূরে চলে যায়। সলমন এবং আমার প্রায়ই দেখা হয়ে ওঠে না। কিন্তু যখন ও অনুভব করে যে, আমি সমস্যায় রয়েছি, তখন আমার সঙ্গে দেখা করতে দ্বিধা করে না। সে আমি, সোহেল বা অন্য কেউই হোক।”
আরবাজ খান আরও বলেন, “বিষয়টি হল যখন আমরা আমাদের নিজের নিজের কাজে ব্যস্ত থাকি, তখন আমরা একসঙ্গে থাকতে পারি না। তবে কেউ সমস্যায় পড়লে আমরা এককাট্টা হই। আসলে এমন পরিস্থিতিতে মানুষ আরও দূরে চলে যায়। সলমন এবং আমার প্রায়ই দেখা হয়ে ওঠে না। কিন্তু যখন ও অনুভব করে যে, আমি সমস্যায় রয়েছি, তখন আমার সঙ্গে দেখা করতে দ্বিধা করে না। সে আমি, সোহেল বা অন্য কেউই হোক।”
প্রসঙ্গত, আরবাজ এবং মালাইকা বিয়ের পর ১৯ বছর একসঙ্গে কাটিয়েছেন। এরপর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরবাজ। অন্য দিকে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন মালাইকা। অনেক দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে বলিউডের অন্দরে ফিসফাস চলছে।
প্রসঙ্গত, আরবাজ এবং মালাইকা বিয়ের পর ১৯ বছর একসঙ্গে কাটিয়েছেন। এরপর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরবাজ। অন্য দিকে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন মালাইকা। অনেক দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে বলিউডের অন্দরে ফিসফাস চলছে।

চার দিনেই রেকর্ড; বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ইতিহাস তৈরি থেকে এক ধাপ দূরে

বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের 'ফাইটার', অজয় দেবগন-আর মাধবনের 'শয়তান', ইয়ামি গৌতমের 'আর্টিকেল ৩৭০' এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর 'ক্রু' ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের ‘ফাইটার’, অজয় দেবগন-আর মাধবনের ‘শয়তান’, ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’ এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর ‘ক্রু’ ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।