Tag Archives: Bollywood

Silence 2 Review: কেমন হল ‘সাইলেন্স ২’? মনোজের অভিনয়ই বা কতটা মুগ্ধ করল? দেখার আগে রইল আভাস

একটা খুনের রহস্য তখনই ঘনীভূত হয়, যখন তার মধ্যে একের পর এক জটিলতা এবং চমকের পরত থাকে। অনেকটা পিঁয়াজের খোসার মতো! অবন ভারুচা দেওহানের থ্রিলার ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শ্যুটআউট’-ও ঠিক সেরকমই। এই থ্রিলারের প্রথম দিকটা দেখে মনে হবে সহজ-সোজাসুজি ভাবেই একটা অপরাধ করা হয়েছে। কিন্তু এই অপরাধের তদন্ত যত এগোতে থাকে, বিষয়টা ততটাই জটিলতার দিকে মোড় নিতে থাকে। বেরিয়ে আসতে থাকে একের পর এক গোপন উদ্দেশ্য, পরস্পরবিরোধী অ্যালিবাই এবং অপ্রত্যাশিত কিছু যোগ!

আসলে যে কোনও ক্রাইম থ্রিলারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হল গতি। আর সেদিকটায় আপোস করতে গেলে গল্পের বর্ণনা করার ক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে। গল্পে উঠে এসেছে মুম্বইয়ের নাইট আউল বারে গুলি চালিয়ে গণহত্যার ঘটনা। পুলিশ কমিশনার আবার এই ঘটনার তদন্তের ভার তুলে দিয়েছেন এসিপি অবিনাশ ভার্মা এবং তাঁর স্পেশাল ক্রাইম ইউনিট (এসসিইউ)-এর হাতে। এই এসিপি অবিনাশ ভার্মার চরিত্রেই অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী।

আর তদন্ত যত এগোতে থাকে, তত সূক্ষ্ম এবং দুর্ভাগ্যজনক ঘটনা তদন্তকারীদের সামনে উন্মোচিত হতে থাকে। এই গণহত্যার কেন্দ্রে রয়েছে এক কমবয়সী মেয়ে। যার মৃত্যু তদন্তকারী অফিসারদের তো চমকে দিয়েছে, সেই সঙ্গে দর্শকদের মনেও কৌতূহলের সৃষ্টি করেছে এই মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। এক সন্দেহভাজনের থেকে নজর ঘুরে যায় আর এক সন্দেহভাজনের দিকে। ধীরে ধীরে রহস্যের জট খোলেন এসিপি অবিনাশ। কিন্তু গল্পের পটভূমি যেন ধীরে ধীরে প্রভাব হারাতে থাকে। তবে এখানেই কামাল করেছেন মনোজ বাজপেয়ী। তাঁর তুখোড় অভিনয় যেন ফের পটভূমির হাল ধরে।

আরও পড়ুন: সলমনের বাড়ির সামনে গুলি! পুলিশের জালে ২ আততায়ী, প্রকাশ্যে পরিচয়

আরও পড়ুন: পরপর ফ্লপ! ১০০ ছবি হাতছাড়া! লড়াই চালিয়ে ফিরে আসা! ছবির ছোট্ট ছেলেটি কে বলুন তো

আজমা নামের ছোট মেয়েটিই ছিল ওই শ্যুটআউটের মূল নিশানায়। যেখানে ১০ জন নিহত হয়েছিলেন। কিন্তু জীবনযাপনের জন্য এই আজমা কী করতো, সেটা জানার জন্য তাঁর ওয়ার্ড্রোব ঘাঁটতে গিয়ে দেখা যায় যে, সেখানে রয়েছে দামি দামি ব্যাগ এবং ডিজাইনার জামাকাপড়। আর এসব দেখে ইনস্পেক্টর সঞ্জনা ভাটিয়া (প্রাচী দেশাই) সম্ভাব্য সমাধানে আসেন যে, আজমার হয়তো ধনী প্রেমিক রয়েছে কিংবা সে এসকর্ট হিসেবে কাজ করত।

তবে প্রতিটা বিষয় এত তাড়াতাড়ি ঘটে যাবে যে, দর্শকরা খেই রাখতে পারবেন না। একসঙ্গে এত জটিলতা মিলিয়েমিশিয়ে যেন নির্মাতারা পটভূমিটাকে একটা জগাখিচুড়ি বানিয়ে দিয়েছেন। শেষে যখন সমাধানের চূড়ান্ত ধাপ সামনে আসবে, ততক্ষণে দর্শকরা ক্লান্ত হয়ে পড়বেন। আসলে থ্রিলারটিকে টেনেটুনে ২.২ ঘণ্টা দীর্ঘায়িত করা হয়েছে।

এখানে দুর্ধর্ষ অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। প্রত্যেক ক্ষেত্রেই নিজের চরিত্রটিকে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে প্রাচী দেশাই কেন সেরকম ভাবে কোনও ছবিতে সুযোগ পান না, সেই প্রশ্নও তুলছেন ভক্তরা। এই থ্রিলারে সাব-ইনস্পেক্টর হিসেবে অসাধারণ তিনি। তবে চিত্রনাট্যই যেন কোথাও গিয়ে তাঁকে হারিয়ে দিয়েছে।

Amitabh Bachchan: লতা দীননাথ মঙ্গেশকার পুরস্কার পাচ্ছেন অমিতাভ! তার মাঝেই এ কী লিখলেন বিগ বি

মুম্বই: অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে। মঙ্গলবার মঙ্গেশকর পরিবার এমনটাই ঘোষণা করেছে। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রয়ানের পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে।

লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার পাবেন অমিতাভ। লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রতি বছর এমন এক ব্যক্তিকে দেওয়া হয়, যিনি সমাজ এবং মানুষের মঙ্গলার্থে নানা উল্লেখযোগ্য অবদান রাখেন। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে সেই পুরস্কার পেতে চলেছেন অমিতাভ।

কৌন বনেগা ক্রোড়পতি-র শ্যুটের জন্য ফের সেটে ফিরেছেন বিগ বি। একই দিনে তিনি এমন একটি ট্যুইট করেন, যা তাঁর অনুরাগীদের ভাবাচ্ছে। এক্স (অতীতে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ অভিনেতা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া স্যুইচড অফ নিউজ’। বর্তমানে নেটমাধ্যমে রমরমাতেই গুরুত্ব হারাচ্ছে খবর? ট্যুইটের মাধ্যমে কি তাই বোঝাতে চাইলেন অমিতাভ? প্রশ্ন তাঁর অনুরাগীদের।

আরও পড়ুন: সলমনের বাড়ির সামনে গুলি! পুলিশের জালে ২ আততায়ী, প্রকাশ্যে পরিচয়

আরও পড়ুন: পরপর ফ্লপ! ১০০ ছবি হাতছাড়া! লড়াই চালিয়ে ফিরে আসা! ছবির ছোট্ট ছেলেটি কে বলুন তো

অমিতাভের অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল মাস খানেক আগে। জানা গিয়েছিল, হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। পরবর্তীতে সে সব গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে এসেছিলেন অভিনেতা। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ।

এই সুপারস্টারের ছবিই প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল, ছেলে বাসেই যাতায়াত করেন, এবার নামছেন সিনেমায়

সে এক সময় ছিল। বক্স অফিসে ৪০-৫০ কোটি টাকার ব্যবসা করা মানে তখন বিশাল ব্যাপার। সেই যুগে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই সুপারস্টার। তাঁর সিনেমাই বলিউডে প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এমনকী ২০০ কোটি এবং ৩০০ কোটির ব্যবসা দিয়েও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।
সে এক সময় ছিল। বক্স অফিসে ৪০-৫০ কোটি টাকার ব্যবসা করা মানে তখন বিশাল ব্যাপার। সেই যুগে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই সুপারস্টার। তাঁর সিনেমাই বলিউডে প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এমনকী ২০০ কোটি এবং ৩০০ কোটির ব্যবসা দিয়েও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার মানে, তাঁর ছেলেমেয়েদের দিকেও থাকবে বাড়তি নজর। সে তিনি অভিনয় জগতে পা রাখুন আর নাই রাখুন। ছোট থেকেই লাইমলাইট, পাপারাৎজিদের আক্রমণ সইতে হয় তাঁদের। অবশ্য সুপারস্টারের সন্তানরাও কম যান না। দামি গাড়ি, বাড়ি, পার্টি, সৌখিন পোশাক। কী নেই!
ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার মানে, তাঁর ছেলেমেয়েদের দিকেও থাকবে বাড়তি নজর। সে তিনি অভিনয় জগতে পা রাখুন আর নাই রাখুন। ছোট থেকেই লাইমলাইট, পাপারাৎজিদের আক্রমণ সইতে হয় তাঁদের। অবশ্য সুপারস্টারের সন্তানরাও কম যান না। দামি গাড়ি, বাড়ি, পার্টি, সৌখিন পোশাক। কী নেই!
সেখানে এই সুপারস্টারের ছেলে বাসে যাতায়াত করেন। একেবারে আমজনতার মতো। দেখলে বোঝাও যাবে না। সেই সুপারস্টার আর কেউ নন, আমির খান। আর সেই স্টার কিড তাঁর ছেলে জুনেদ খান। শাহরুখ খান, কাজল, চাঙ্কি পান্ডেদের ছেলেমেয়েরা আজ স্টার। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির দখল নিচ্ছেন তাঁরা। তাঁদের ফ্যাশন সেন্স, জীবনযাপনের ধরন নিয়ে প্রায়ই খবর হয়। কিন্তু আমির খানের ছেলে জুনেদ অন্য ধাতুতে গড়া। তিনিও স্টার কিড। কিন্তু স্টারসুলভ জীবন তিনি যাপন করেন না। সাধারণ নাগরিকের বাসে যাতায়াত করেন।
সেখানে এই সুপারস্টারের ছেলে বাসে যাতায়াত করেন। একেবারে আমজনতার মতো। দেখলে বোঝাও যাবে না। সেই সুপারস্টার আর কেউ নন, আমির খান। আর সেই স্টার কিড তাঁর ছেলে জুনেদ খান। শাহরুখ খান, কাজল, চাঙ্কি পান্ডেদের ছেলেমেয়েরা আজ স্টার। ধীরে ধীরে ইন্ডাস্ট্রির দখল নিচ্ছেন তাঁরা। তাঁদের ফ্যাশন সেন্স, জীবনযাপনের ধরন নিয়ে প্রায়ই খবর হয়। কিন্তু আমির খানের ছেলে জুনেদ অন্য ধাতুতে গড়া। তিনিও স্টার কিড। কিন্তু স্টারসুলভ জীবন তিনি যাপন করেন না। সাধারণ নাগরিকের বাসে যাতায়াত করেন।
পর্দায় আসার আগেই সিনেমা জগতে রাজত্ব করতে শুরু করেন অনেক স্টার কিডই। এমনকী তাঁদের সুপারস্টার বাবা-মায়ের থেকেও বেশি স্টারডম থাকে তাঁদের। সেখানে আমির খানের ছেলেরা লাইমলাইট থেকে শত হস্ত দূরে থাকতেই পছন্দ করেন।
পর্দায় আসার আগেই সিনেমা জগতে রাজত্ব করতে শুরু করেন অনেক স্টার কিডই। এমনকী তাঁদের সুপারস্টার বাবা-মায়ের থেকেও বেশি স্টারডম থাকে তাঁদের। সেখানে আমির খানের ছেলেরা লাইমলাইট থেকে শত হস্ত দূরে থাকতেই পছন্দ করেন।
সানি দেওল এবং ববি দেওল স্টার কিড হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন। আবার রণবীর কাপুর ঋষি কাপুরের ছেলে। বর্তমানে এঁরা প্রত্যেকেই সফল। নিজেদের কৃতিত্বে ভাস্বর। আবার অনেক স্টার কিড মুখ থুবড়ে পড়েছেন। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোটেই। যাই হোক, এবার আমির খানের ছেলে জুনেদ অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন।জুনেদ শুধু অভিনেতা নন, প্রযোজকও। আমির খানের ছেলে হয়েও সাধারণ জীবনযাপন করেন।
সানি দেওল এবং ববি দেওল স্টার কিড হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন। আবার রণবীর কাপুর ঋষি কাপুরের ছেলে। বর্তমানে এঁরা প্রত্যেকেই সফল। নিজেদের কৃতিত্বে ভাস্বর। আবার অনেক স্টার কিড মুখ থুবড়ে পড়েছেন। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোটেই। যাই হোক, এবার আমির খানের ছেলে জুনেদ অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন।
জুনেদ শুধু অভিনেতা নন, প্রযোজকও। আমির খানের ছেলে হয়েও সাধারণ জীবনযাপন করেন।
নিউজ 18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তাঁর ছেলেমেয়েরা বড় হচ্ছে। তবে জুনেদ কাজের ব্যাপারে খুব সিরিয়াস। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। তাঁর প্রথম ১০০ কোটির ছবি ছিল 'গজনি'। আজ পর্যন্ত কেউ তাঁর ছবি ‘দঙ্গল’-এর বক্স অফিস রেকর্ড ভাঙতে পারেনি।
নিউজ 18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তাঁর ছেলেমেয়েরা বড় হচ্ছে। তবে জুনেদ কাজের ব্যাপারে খুব সিরিয়াস। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। তাঁর প্রথম ১০০ কোটির ছবি ছিল ‘গজনি’। আজ পর্যন্ত কেউ তাঁর ছবি ‘দঙ্গল’-এর বক্স অফিস রেকর্ড ভাঙতে পারেনি।

Bollywood Gossip: রাজ কাপুরের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে থাকতেন, আজ ১৫০ কোটি টাকার সম্পত্তি, চোখ ভরে এল জলে বললেন, পৃথ্বীরাজ কাপুর …

Bollywood Gossip: বলিউডের হেভিওয়েট প্রযোজক ও নির্মাতা বনি কাপুর। বলিউড তাঁকে সম্মানের সঙ্গে বিশেষ জায়গা দেয়। তাঁর প্রোডাকশন হাউসের হাত ধরে বহু অভিনেতা নিজের কেরিয়ারে সোনালি দিন দেখেছেন। বলিউড অনেককেই কাঙাল থেকে রাজা বানিয়েছে। বনি কাপুর একটি ইন্টারভিউতে বলেছিলেন  প্রাথমিক দিনগুলিতে তাঁর পরিবার প্রবল আর্থিক সংকট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজের বাবার এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনালেন তিনি।
Bollywood Gossip: বলিউডের হেভিওয়েট প্রযোজক ও নির্মাতা বনি কাপুর। বলিউড তাঁকে সম্মানের সঙ্গে বিশেষ জায়গা দেয়। তাঁর প্রোডাকশন হাউসের হাত ধরে বহু অভিনেতা নিজের কেরিয়ারে সোনালি দিন দেখেছেন। বলিউড অনেককেই কাঙাল থেকে রাজা বানিয়েছে। বনি কাপুর একটি ইন্টারভিউতে বলেছিলেন  প্রাথমিক দিনগুলিতে তাঁর পরিবার প্রবল আর্থিক সংকট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজের বাবার এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনালেন তিনি।
বনি কাপুর 'গালাট্টা প্লাস'-এর সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে বাবা সুরিন্দর কাপুর জীবনে প্রচুর সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন্য সওয়াল করার কারণে তাঁকে ১০ বার চাকরি হারাতে হয়েছিল। এ কারণে তাঁকে মুম্বই আসতে হয়েছে। তিনি আরও বলেন, 'পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বইয়ে নিয়ে এসেছিলেন।' আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন, কারণ তিনি ১০-১২টা চাকরি ছেড়েছিলেন। শ্রমিকদের অধিকারের কথা বলায় তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া ত৷
বনি কাপুর ‘গালাট্টা প্লাস’-এর সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে বাবা সুরিন্দর কাপুর জীবনে প্রচুর সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন্য সওয়াল করার কারণে তাঁকে ১০ বার চাকরি হারাতে হয়েছিল। এ কারণে তাঁকে মুম্বই আসতে হয়েছে। তিনি আরও বলেন, ‘পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বইয়ে নিয়ে এসেছিলেন।’ আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন, কারণ তিনি ১০-১২টা চাকরি ছেড়েছিলেন। শ্রমিকদের অধিকারের কথা বলায় তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া ত৷
অনেক সংগ্রামের পরেও এগিয়ে যায় বনি কাপুরের পরিবার। তিনি বলেন, 'আমাদের ঠাকুমা মারা যাওয়ার পর অনিল কাপুর অভিনয় করার সিদ্ধান্ত নেন এবং আমি প্রযোজনা শুরু করি। বাড়িতে  কাউকে পুরো পরিস্থিতি সামাল দিতে হত৷  বাবা হার্টের সমস্যায় ভুগছিলেন। আমরা তাদের কষ্ট দিতে চাইনি।
অনেক সংগ্রামের পরেও এগিয়ে যায় বনি কাপুরের পরিবার। তিনি বলেন, ‘আমাদের ঠাকুমা মারা যাওয়ার পর অনিল কাপুর অভিনয় করার সিদ্ধান্ত নেন এবং আমি প্রযোজনা শুরু করি। বাড়িতে  কাউকে পুরো পরিস্থিতি সামাল দিতে হত৷  বাবা হার্টের সমস্যায় ভুগছিলেন। আমরা তাদের কষ্ট দিতে চাইনি।
বনি কাপুর জানান, ‘বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি  চাকর ও ড্রাইভারদের জন্য তৈরি ছিল৷’’ কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক। তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তার বাবার একটি ছবির পরিচালক প্রযোজনার সময় মারা যান। এই ঘটনার পর থেকে তাদের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে, যার কারণে তারা আরও  অনেক বেশি  ঋণে জর্জরিত হয়ে যান৷
বনি কাপুর জানান, ‘বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি  চাকর ও ড্রাইভারদের জন্য তৈরি ছিল৷’’ কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক। তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তার বাবার একটি ছবির পরিচালক প্রযোজনার সময় মারা যান। এই ঘটনার পর থেকে তাদের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে, যার কারণে তারা আরও  অনেক বেশি  ঋণে জর্জরিত হয়ে যান৷
বনি কাপুর আরও ব্যাখ্যা করেছেন, 'আমার বাবা গভীর ঋণে ডুবে ছিলেন।' এসব প্রতিকূলতার মধ্যেও দুই ভাইই সুনাম অর্জন করেছিলেন। 'লাইফস্টাইল এশিয়া ডট কম'-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'ময়দান', যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন অজয় ​​দেবগন, প্রিয়মণি।
বনি কাপুর আরও ব্যাখ্যা করেছেন, ‘আমার বাবা গভীর ঋণে ডুবে ছিলেন।’ এসব প্রতিকূলতার মধ্যেও দুই ভাইই সুনাম অর্জন করেছিলেন। ‘লাইফস্টাইল এশিয়া ডট কম’-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ময়দান’, যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন অজয় ​​দেবগন, প্রিয়মণি।
ময়দান' সিনেমাটি বক্স অফিসে ভাল ব্যবসা করছে। এটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৩১ কোটি টাকার বেশি আয় করেছে। চারদিকে প্রশংসিত হচ্ছে 'ময়দান'। চলচ্চিত্রে ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন দেখানোর চেষ্টা করা হয়েছে, যিনি ১৯৬২ সালের এশিয়ান গেমসে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন।
ময়দান’ সিনেমাটি বক্স অফিসে ভাল ব্যবসা করছে। এটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৩১ কোটি টাকার বেশি আয় করেছে। চারদিকে প্রশংসিত হচ্ছে ‘ময়দান’। চলচ্চিত্রে ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন দেখানোর চেষ্টা করা হয়েছে, যিনি ১৯৬২ সালের এশিয়ান গেমসে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন।

Bollywood Gossip: অমিতাভের সঙ্গে চিরকাল জড়িয়েছে রেখার নাম, কিন্তু জানেন জয়া বচ্চনও ছিলেন অন্য সুপারস্টারের প্রেমে পাগল!

অমিতাভ-জয়া, বলিউডের পাওয়াল কাপল৷ এদের নিয়ে চর্চা হয় এখনও৷ বচ্চন পরিবারের অনন্দরের খবরে সকলেরই নজর থাকে৷ বলি দুনিয়ায় বচ্চন পরিবার সবসময়ই সকলের প্রিয়৷ ৷ ফলে পরিবারের সবাই থাকে খবরের শিরোনামে৷
অমিতাভ-জয়া, বলিউডের পাওয়াল কাপল৷ এদের নিয়ে চর্চা হয় এখনও৷ বচ্চন পরিবারের অনন্দরের খবরে সকলেরই নজর থাকে৷ বলি দুনিয়ায় বচ্চন পরিবার সবসময়ই সকলের প্রিয়৷ ৷ ফলে পরিবারের সবাই থাকে খবরের শিরোনামে৷
অমিতাভ-রেখার অবৈধ প্রেমের গুঞ্জন যেন এখনও হট টপিক৷ বহু জায়গায় তা নিয়ে কথা হয় এখনও৷ কিন্তু ক’জন জানেন জয়ার গোপন প্রেম নিয়ে৷ বলিউডেরই এক সুপারস্টারের জন্য পাগল ছিলেন জয়া বচ্চন!
অমিতাভ-রেখার অবৈধ প্রেমের গুঞ্জন যেন এখনও হট টপিক৷ বহু জায়গায় তা নিয়ে কথা হয় এখনও৷ কিন্তু ক’জন জানেন জয়ার গোপন প্রেম নিয়ে৷ বলিউডেরই এক সুপারস্টারের জন্য পাগল ছিলেন জয়া বচ্চন!
পুণে ফিল্ম ইনস্টিটিউটের গুণী ছাত্রী ছিলেন জয়া৷ খুবই প্রতিভাবান ছিলেন এই অভিনেত্রী৷ সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়েই শুরু হয় তাঁর ফিল্মের যাত্রা৷ তবে বেশি দিন তা চলেনি৷ বিয়ের পর প্রায় কাজ বন্ধই করে দেন জয়া৷ সিলসিলা ছবিতে তিনি অভিনয় করে এবং সেই থেকেই অমিতাভ-জয়া-রেখার একটি ত্রিকোণ প্রেমের চর্চা শুরু হয় বলিউডে৷
পুণে ফিল্ম ইনস্টিটিউটের গুণী ছাত্রী ছিলেন জয়া৷ খুবই প্রতিভাবান ছিলেন এই অভিনেত্রী৷ সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়েই শুরু হয় তাঁর ফিল্মের যাত্রা৷ তবে বেশি দিন তা চলেনি৷ বিয়ের পর প্রায় কাজ বন্ধই করে দেন জয়া৷ সিলসিলা ছবিতে তিনি অভিনয় করে এবং সেই থেকেই অমিতাভ-জয়া-রেখার একটি ত্রিকোণ প্রেমের চর্চা শুরু হয় বলিউডে৷
১৯৭৩ তে বিয়ে হয় অমিতাভ-জয়ার৷ তার আগে ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে অভিনয় করেন জয়া৷ খুবই হিট ছিল সেই ছবি৷ সেই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের। এই ছবিতেই ছিলেন আরও এক অভিনেতা, যাঁকে খুব পছন্দ করতেন জয়া৷
১৯৭৩ তে বিয়ে হয় অমিতাভ-জয়ার৷ তার আগে ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবিতে অভিনয় করেন জয়া৷ খুবই হিট ছিল সেই ছবি৷ সেই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, সুমিতা সান্যাল এবং প্রাণের মতো তারকাদের। এই ছবিতেই ছিলেন আরও এক অভিনেতা, যাঁকে খুব পছন্দ করতেন জয়া৷
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের প্রতি ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী!
জয়া বচ্চন এক সুপারস্টারের প্রেমে রীতিমতো হাবুডুবু খেতেন৷ অমিতাভের খুবই কাছের বন্ধু সেই নায়কের প্রতি ছিল তাঁর ক্রাশ৷ অভিনেতাকে ‘গ্রীক গডও’ বলেও মনের কথা বলেছিলেন অভিনেত্রী!
বহু বছর পর আবার একসঙ্গে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এই দু’জন৷ জয়ার স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল প্রবীণ এই স্টারকে৷ সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷
বহু বছর পর আবার একসঙ্গে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এই দু’জন৷ জয়ার স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল প্রবীণ এই স্টারকে৷ সম্প্রতি, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বহুবছর পর ফের একসঙ্গে কাজ করেছেন জয়া৷
যে সুপারস্টার আর কেউ নন, ধর্মেন্দ্র৷ এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেছিলেন যে যখন তিনি প্রথমবার ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করেন, তখন তিনি ঘাবড়ে যান এবং সোফার পিছনে লুকিয়ে যান। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারেননি৷ প্রথমবার ধর্মেন্দ্রকে সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে দেখেছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল বলে জানিয়েছিলেন জয়া৷
যে সুপারস্টার আর কেউ নন, ধর্মেন্দ্র৷ এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেছিলেন যে যখন তিনি প্রথমবার ধর্মেন্দ্রের সঙ্গে দেখা করেন, তখন তিনি ঘাবড়ে যান এবং সোফার পিছনে লুকিয়ে যান। ধর্মেন্দ্রর মতো সুদর্শন পুরুষের সামনে কী করব বুঝতে পারেননি৷ প্রথমবার ধর্মেন্দ্রকে সাদা ট্রাউজার এবং সাদা শার্ট পরে দেখেছিলেন৷ এবং তাঁকে গ্রীক ঈশ্বরের মতো দেখাচ্ছিল বলে জানিয়েছিলেন জয়া৷
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, ‘এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’
এই বিষয়ে কথা বলার সময়, ধর্মেন্দ্র জানিয়েছিলেন, ‘এটি ছিল আমার প্রতি জয়াজির ভালবাসা এবং শ্রদ্ধা। আমি অমিতাভ ও জয়াকে অনেকদিন ধরে চিনি। শোলে-এর শুটিংয়ের সময় আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং রকি অর রানি কি প্রেম কাহানি-এর শুটিংয়ের সময়ও অনেক স্মৃতি নতুন করে ফিরে এসেছিল।’’

Bollywood Celebrity: রাজ কাপুরের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে বাস! আজ ১৫০ কোটির মালিক! জানেন কে সেই বলি সেলেব

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ‍্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য।

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য সকলকেই সংগ্রাম করতে হয়। বর্তমানে বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত প্রজোযক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুরও বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু জানেন কি এই বিখ‍্যাত কাপুর পরিবারকেই একসময় ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন‍্য।
সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে নিজের পরিবারের আর্থিক সংগ্রামের সময়ের দিনগুলির কথা তুলে ধরলেন বনি কাপুর। একাধিক হিট ছবির প্রজোযক বনি কাপুর। তাঁর দুই ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরও প্রতিষ্ঠিত অভিনেতা।

সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে নিজের পরিবারের আর্থিক সংগ্রামের সময়ের দিনগুলির কথা তুলে ধরলেন বনি কাপুর। একাধিক হিট ছবির প্রজোযক বনি কাপুর। তাঁর দুই ভাই অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরও প্রতিষ্ঠিত অভিনেতা।
বনি কাপুরের দুই কন‍্যা জাহ্ণবী কাপুর এবং খুশি কাপুরও পা রেখেছেন বলিউডে। একাধিক ছবিতে ইতিমধ‍্যেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্ণবী। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও অভিনেতা। অন‍্যদিকে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন এবং কন‍্যা সোনমও অভিনয় জগতে সমান ভাবে প্রতিষ্ঠিত।
বনি কাপুরের দুই কন‍্যা জাহ্ণবী কাপুর এবং খুশি কাপুরও পা রেখেছেন বলিউডে। একাধিক ছবিতে ইতিমধ‍্যেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহ্ণবী। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও অভিনেতা। অন‍্যদিকে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন এবং কন‍্যা সোনমও অভিনয় জগতে সমান ভাবে প্রতিষ্ঠিত।
বর্তমানে কাপুর পরিবারে অর্থের অভাব নেই। কিন্তু একসময় এই প্রতিষ্ঠিত পরিবারকেই যেতে হয়েছে আর্থিক সংগ্রামের মধ‍্য দিয়ে। এমনকী বলিউডের অন‍্য এক কাপুর পরিবরের 'সার্ভেন্ট কোয়ার্টারে' থাকতে বাধ‍্য হয়েছিল বনি কাপুরের পরিবারে।
বর্তমানে কাপুর পরিবারে অর্থের অভাব নেই। কিন্তু একসময় এই প্রতিষ্ঠিত পরিবারকেই যেতে হয়েছে আর্থিক সংগ্রামের মধ‍্য দিয়ে। এমনকী বলিউডের অন‍্য এক কাপুর পরিবরের ‘সার্ভেন্ট কোয়ার্টারে’ থাকতে বাধ‍্য হয়েছিল বনি কাপুরের পরিবারে।
বনি কাপুর জানান, তাঁর বাবা সুরিন্দর কাপুর জীবনে অনেক সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন‍্য লড়াই করে দশবার চাকরি হারান তিনি। এরপর পৃথ্বীরাজ কাপুরই বনি কাপুরের বাবাকে মুম্বইতে নিয়ে আসেন।
বনি কাপুর জানান, তাঁর বাবা সুরিন্দর কাপুর জীবনে অনেক সংগ্রাম করেছেন। কর্মচারীদের অধিকারের জন‍্য লড়াই করে দশবার চাকরি হারান তিনি। এরপর পৃথ্বীরাজ কাপুরই বনি কাপুরের বাবাকে মুম্বইতে নিয়ে আসেন।
তাঁর কথায়, ‘‘ পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।' আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন। কারণ ততদিনে তিনি ১০-১২টার চাকরি ছেড়ে দিয়েছেন। শ্রমিকদের অধিকারের কথা বলার জন‍্য তাঁকে চাকরিচ্যুত করা হয়’’
তাঁর কথায়, ‘‘ পৃথ্বীরাজ কাপুর বাবাকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন।’ আমার দাদু বাবাকে পৃথ্বীরাজ কাপুরের হাতে তুলে দিয়েছিলেন। কারণ ততদিনে তিনি ১০-১২টার চাকরি ছেড়ে দিয়েছেন। শ্রমিকদের অধিকারের কথা বলার জন‍্য তাঁকে চাকরিচ্যুত করা হয়’’
বনি কাপুর জানান, বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি কাপুর পরিবারের চাকর ও চালকদের জন্য বিশেষভাবে তৈরি। কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক।
বনি কাপুর জানান, বিয়ের পর বাবা রাজ কাপুরের গেস্ট হাউসে থাকতেন, যেটি কাপুর পরিবারের চাকর ও চালকদের জন্য বিশেষভাবে তৈরি। কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সে কথাও বলেছেন প্রযোজক।
তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তাঁর বাবা একটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করার সময়ই মারা যান। এই ঘটনার পর থেকে কাপুর পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে, যার কারণে তার অনেক ঋণ হয়।
তিনি সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন যখন তাঁর বাবা একটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করার সময়ই মারা যান। এই ঘটনার পর থেকে কাপুর পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে থাকে, যার কারণে তার অনেক ঋণ হয়।
বনি কাপুরের কথায়, ‘‘ঠাকুমা মারা যাওয়ার পর অনিল অভিনয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি প্রজোযনার সিদ্ধান্ত নিই।’’বনি কাপুর আরও বলেন, ‘‘'আমার বাবা ঋণে ডুবে ছিলেন।’’ তবে সাংসারিক প্রতিকূলতা সামলেই সুনাম অর্জন করেন দুই ভাই৷
বনি কাপুরের কথায়, ‘‘ঠাকুমা মারা যাওয়ার পর অনিল অভিনয়ের সিদ্ধান্ত নেয় এবং আমি প্রজোযনার সিদ্ধান্ত নিই।’’বনি কাপুর আরও বলেন, ‘‘’আমার বাবা ঋণে ডুবে ছিলেন।’’ তবে সাংসারিক প্রতিকূলতা সামলেই সুনাম অর্জন করেন দুই ভাই৷
'লাইফস্টাইল এশিয়া ডট কম'-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বনি কাপুর প্রজোযিত 'ময়দান' ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ এই ছবিতে  মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও প্রিয়মণি।
‘লাইফস্টাইল এশিয়া ডট কম’-এর রিপোর্ট অনুযায়ী, বনি কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বনি কাপুর প্রজোযিত ‘ময়দান’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও প্রিয়মণি।

Bollywood News: পরপর ফ্লপ! ১০০ ছবি হাতছাড়া! লড়াই চালিয়ে ফিরে আসা! ছবির ছোট্ট ছেলেটি কে বলুন তো

বলিউডের প্রথম সারির নায়ক। ঝুলিতে অসংখ্য হিট। তবে দীর্ঘ কেরিয়ারে ফ্লপের সংখ্যাও নেহাত কম নয়। তবে ওঠাপড়ার মধ্যে দিয়েই নিজের মতো করে এগিয়েছেন তিনি।
বলিউডের প্রথম সারির নায়ক। ঝুলিতে অসংখ্য হিট। তবে দীর্ঘ কেরিয়ারে ফ্লপের সংখ্যাও নেহাত কম নয়। তবে ওঠাপড়ার মধ্যে দিয়েই নিজের মতো করে এগিয়েছেন তিনি।
ফিল্মি পরিবারের ছেলে তিনি। মা-বাবা দু'জনেই অভিনেতা। তারকাসন্তান হওয়া সত্ত্বেও বলিউডে তাঁর সাফল্যের পথ খুব মসৃণ ছিল না। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেন তিনি।
ফিল্মি পরিবারের ছেলে তিনি। মা-বাবা দু’জনেই অভিনেতা। তারকাসন্তান হওয়া সত্ত্বেও বলিউডে তাঁর সাফল্যের পথ খুব মসৃণ ছিল না। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেন তিনি।
অভিনয় দক্ষতার পাশাপাশি, সুদর্শন হওয়ার জন্যও পরিচিত ছিলেন এই তারকাসন্তান। কেরিয়ারের শুরুতে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল 'চকোলেট বয়' তকমা।
অভিনয় দক্ষতার পাশাপাশি, সুদর্শন হওয়ার জন্যও পরিচিত ছিলেন এই তারকাসন্তান। কেরিয়ারের শুরুতে তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল ‘চকোলেট বয়’ তকমা।
'তাল' এবং 'দিল তো পাগল হ্যায়'-র মতো সুপারহিট ছবিতে তারকা পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তাঁকে। 'তাল' ছবিতে ঐশ্বর্য রাইয়ের নাচটি মনোযোগ সহকারে দেখলে তবে তাঁকে লক্ষ্য করা যাবে।
‘তাল’ এবং ‘দিল তো পাগল হ্যায়’-র মতো সুপারহিট ছবিতে তারকা পিছনে নাচ করতে দেখা গিয়েছিল তাঁকে। ‘তাল’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের নাচটি মনোযোগ সহকারে দেখলে তবে তাঁকে লক্ষ্য করা যাবে।
২০০৩ সালে অমৃতা রাও-এর বিপরীতে 'ইশক ভিশক' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবিই দর্শকদের মন জয় করে নেয়। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে কাকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি শাহিদ কাপুর।
২০০৩ সালে অমৃতা রাও-এর বিপরীতে ‘ইশক ভিশক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবিই দর্শকদের মন জয় করে নেয়। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গিয়েছে কাকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি শাহিদ কাপুর।
প্রথম ছবির সাফল্যের পর শাহিদ ১০০৪ সালে 'ফিদা' ছবিতে দেখা যায়। অভিনেতার দ্বিতীয় ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর শাহিদের পরপর পাঁচটি ছবি ব্যর্থ হয়।
প্রথম ছবির সাফল্যের পর শাহিদ ১০০৪ সালে ‘ফিদা’ ছবিতে দেখা যায়। অভিনেতার দ্বিতীয় ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর শাহিদের পরপর পাঁচটি ছবি ব্যর্থ হয়।
বেশ কয়েকটি ফ্লপের পর ফের সামলে ওঠেন শাহিদ। 'বিবাহ', জাব উই মেট', 'পদ্মাবত', 'কবীর সিং'-এর মতো ছবিগুলি শহীদ কাপুরের কেরিয়ারে মাইলফলক। আপাতত অভিনেতার হাতে একগুচ্ছ কাজ।
বেশ কয়েকটি ফ্লপের পর ফের সামলে ওঠেন শাহিদ। ‘বিবাহ’, জাব উই মেট’, ‘পদ্মাবত’, ‘কবীর সিং’-এর মতো ছবিগুলি শহীদ কাপুরের কেরিয়ারে মাইলফলক। আপাতত অভিনেতার হাতে একগুচ্ছ কাজ।

৩১ বছরের বলিউড অভিনেত্রী এবার ‘কল গার্ল’ ? খোলাখুলি বললেন, ‘আমি সন্তুষ্ট…’

বলিউডে একটা সুযোগ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ৩১ বছরের তরুণ অভিনেত্রী, হিন্দি তো বটেই, দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন ওয়েব সিরিজে, তিনিই হয়ে গেলেন ‘কল গার্ল’। কী কারণে এমন ‘পরিণতি’?
বলিউডে একটা সুযোগ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ৩১ বছরের তরুণ অভিনেত্রী, হিন্দি তো বটেই, দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন ওয়েব সিরিজে, তিনিই হয়ে গেলেন ‘কল গার্ল’। কী কারণে এমন ‘পরিণতি’?
শোভিতা ধুলিপালাকে অনেকেই একডাকে চেনেন। 'দ্য নাইট ম্যানেজার', 'মেড ইন হেভেন'-এর মতো হিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলোড়ন তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এখন তিনি ‘কল গার্ল’। না, না, সত্যি সত্যিই এই কাজ তিনি করছেন না, একটি ছবিতে তিনি কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।
শোভিতা ধুলিপালাকে অনেকেই একডাকে চেনেন। ‘দ্য নাইট ম্যানেজার’, ‘মেড ইন হেভেন’-এর মতো হিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলোড়ন তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এখন তিনি ‘কল গার্ল’। না, না, সত্যি সত্যিই এই কাজ তিনি করছেন না, একটি ছবিতে তিনি কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।
শোভিতা স্পষ্টভাষী। তেলেগু ব্রাহ্মন পরিবারে জন্ম। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া আর্থ’ খেতাব জিতেছিলেন। তেলেগু ‘গুডচারি’ ছবি দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘রমন রাঘব ২.০’ দিয়ে পা রাখেন হলিউডে। তবে শুধু বলিউড বা টলিউড নয়, হলিউডেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
শোভিতা স্পষ্টভাষী। তেলেগু ব্রাহ্মন পরিবারে জন্ম। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া আর্থ’ খেতাব জিতেছিলেন। তেলেগু ‘গুডচারি’ ছবি দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘রমন রাঘব ২.০’ দিয়ে পা রাখেন হলিউডে। তবে শুধু বলিউড বা টলিউড নয়, হলিউডেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি হলিউড ছবি 'মাঙ্কি ম্যান' নিয়ে কথা বলেছেন শোভিতা ধুলিপাল্লা। এই ছবিতে তিনি 'কল গার্ল'-এর চরিত্রে অভিনয় করেছেন। 'পোনিয়িন সেলভান' ১ এবং ২, 'মেড ইন হেভেন' সিজন ১ এবং ২-এর মতো চলচ্চিত্র এবং শোতে কাজ করার পর, 'মাঙ্কি ম্যান' ছবিতে কল গার্লের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে হতবাক শোভিতার অনুরাগীরা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে, এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি হলিউড ছবি ‘মাঙ্কি ম্যান’ নিয়ে কথা বলেছেন শোভিতা ধুলিপাল্লা। এই ছবিতে তিনি ‘কল গার্ল’-এর চরিত্রে অভিনয় করেছেন। ‘পোনিয়িন সেলভান’ ১ এবং ২, ‘মেড ইন হেভেন’ সিজন ১ এবং ২-এর মতো চলচ্চিত্র এবং শোতে কাজ করার পর, ‘মাঙ্কি ম্যান’ ছবিতে কল গার্লের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে হতবাক শোভিতার অনুরাগীরা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে, এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পায় এই ছবি। চলতি মাসের ২৬ তারিখে ভারতে মুক্তির প্রস্তুতি চলছে। শোভিতা বলেন, “'মাঙ্কি ম্যান'-এ 'কল গার্ল' সীতার চরিত্রে অভিনয় করাটা সম্মানের। তিনি জানান, এই ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছবিতে কাজ করে তিনি সন্তুষ্ট। শোভিতার কথায়, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। আমাকে অনুপ্রাণিত করে বা আমার কাছে মূল্য রয়েছে এমন জিনিস আমি গল্পে দেখতে চাই”।
৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পায় এই ছবি। চলতি মাসের ২৬ তারিখে ভারতে মুক্তির প্রস্তুতি চলছে। শোভিতা বলেন, “’মাঙ্কি ম্যান’-এ ‘কল গার্ল’ সীতার চরিত্রে অভিনয় করাটা সম্মানের। তিনি জানান, এই ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছবিতে কাজ করে তিনি সন্তুষ্ট। শোভিতার কথায়, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। আমাকে অনুপ্রাণিত করে বা আমার কাছে মূল্য রয়েছে এমন জিনিস আমি গল্পে দেখতে চাই”।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ‘মাঙ্কি ম্যান’ নিয়ে জোর চর্চা চলছে। আলোচনা হচ্ছে শোভিতার অভিনয় নিয়েও। প্রসঙ্গত, মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার গল্প বুনেছে ‘মাঙ্কি ম্যান’। এই ছবি দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন দেব প্যাটেল। ছবির প্রযোজক জর্ডান পিল।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ‘মাঙ্কি ম্যান’ নিয়ে জোর চর্চা চলছে। আলোচনা হচ্ছে শোভিতার অভিনয় নিয়েও। প্রসঙ্গত, মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার গল্প বুনেছে ‘মাঙ্কি ম্যান’। এই ছবি দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন দেব প্যাটেল। ছবির প্রযোজক জর্ডান পিল।

Bollywood: কারও দেশ শ্মশানে নিয়ে যাওয়া হয় রিকশায়, কার-ও ওষুধ কেনার টাকাটুকুও ছিল না…নিঃসঙ্গ দারিদ্রে জীবন শেষ হয়েছে যে ৮ জনপ্রিয় বলি-তারকার

যখন ‘সময়’ ছিল, ছিলেন খ্যাতির শীর্ষে। জনপ্রিয়তা- যৌলুশে ভরা ছিল জীবন। টাকার ছড়াছড়ি। উপচে পড়া আড়ম্বর। গাড়ি-বাড়ির মেলা। অজস্র বন্ধু-বান্ধবদের আনাগোনা… অথচ শেষ জীবনে এই ৭ বলিউড তারকার সম্বল ছিল মাত্রাহীন দারিদ্র ও একাকীত্ব। দিন কাটত প্রায় ‘না খেতে পাওয়া’ অবস্থায়। ইন্ডাস্ত্রির কেউ-ই আর যোগাযোগ রাখতেন না। এই বলি তারকাদের জীবনে সত্যিই চোখে জল আসবে! কোন তারকাদের কথা বলা হচ্ছে?
যখন ‘সময়’ ছিল, ছিলেন খ্যাতির শীর্ষে। জনপ্রিয়তা- যৌলুশে ভরা ছিল জীবন। টাকার ছড়াছড়ি। উপচে পড়া আড়ম্বর। গাড়ি-বাড়ির মেলা। অজস্র বন্ধু-বান্ধবদের আনাগোনা… অথচ শেষ জীবনে এই ৭ বলিউড তারকার সম্বল ছিল মাত্রাহীন দারিদ্র ও একাকীত্ব। দিন কাটত প্রায় ‘না খেতে পাওয়া’ অবস্থায়। ইন্ডাস্ত্রির কেউ-ই আর যোগাযোগ রাখতেন না। এই বলি তারকাদের জীবনে সত্যিই চোখে জল আসবে! কোন তারকাদের কথা বলা হচ্ছে?
পরভিন বাবি– ৭০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন সুন্দরী। কিন্তু একসময় ছন্দপতন হল। জীবনের শেষদিকে সীমাহীন দারিদ্র…টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে পরভিনের দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
পরভিন বাবি– ৭০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন সুন্দরী। কিন্তু একসময় ছন্দপতন হল। জীবনের শেষদিকে সীমাহীন দারিদ্র…টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে পরভিনের দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
মীনা কুমারী– মীনা কুমারীকে বলা হল বলিউডের ‘ট্র্যাজিক ক্যুইন’। ৪ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য অভিনয় চালিয়ে যেতে পারেননি। তাঁর জনপ্রিয় ছবি ‘পাকিজা’ মুক্তির ৩ সপ্তাহ পর-ই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে। হাসপাতালের বিল মেটানোর টাকা পর্যন্ত ছিল না একসময়ের খ্যাতনামা অভিনেত্রীর।
মীনা কুমারী– মীনা কুমারীকে বলা হল বলিউডের ‘ট্র্যাজিক ক্যুইন’। ৪ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য অভিনয় চালিয়ে যেতে পারেননি। তাঁর জনপ্রিয় ছবি ‘পাকিজা’ মুক্তির ৩ সপ্তাহ পর-ই মৃত্যু হয় তাঁর। হাসপাতালে। হাসপাতালের বিল মেটানোর টাকা পর্যন্ত ছিল না একসময়ের খ্যাতনামা অভিনেত্রীর।
অচলা সচদেব– ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এ ‘দাদি’-কে মনে আছে? তিনি অচলা সচদেব। তুমুল জনপ্রিয় ছবি ‘ওয়াক্ত’-এর কিংবদন্তী গান ’ ও মেরি জোহরাজবি’ আজ-ও মানুষ ভোলেনি। শেষ বয়সে একটি অ্যাক্সিডেন্ট-এর পর প্যারালাইজড হয়ে যান। হাসপাতালে পড়েছিলেন একা, কেউ দেখার-ও ছিল না। মৃত্যুর সময় পর্যন্ত তাঁর পাশে কেউ ছিল না।
অচলা সচদেব– ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এ ‘দাদি’-কে মনে আছে? তিনি অচলা সচদেব। তুমুল জনপ্রিয় ছবি ‘ওয়াক্ত’-এর কিংবদন্তী গান ’ ও মেরি জোহরাজবি’ আজ-ও মানুষ ভোলেনি। শেষ বয়সে একটি অ্যাক্সিডেন্ট-এর পর প্যারালাইজড হয়ে যান। হাসপাতালে পড়েছিলেন একা, কেউ দেখার-ও ছিল না। মৃত্যুর সময় পর্যন্ত তাঁর পাশে কেউ ছিল না।
ভিমি–‘হামরাজ’ ও ‘পতঙ্গ’ অভিনেতা ভিমি ৭০-এর দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অবসাদে ভুগতে থাকেন। শেষবয়সে কোন-ও টাকা-পয়সা ছিল না। এমনকি তাঁর দেশ শ্মশানে নিয়ে যাওয়া হয় রিকশায়।
ভিমি–‘হামরাজ’ ও ‘পতঙ্গ’ অভিনেতা ভিমি ৭০-এর দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অবসাদে ভুগতে থাকেন। শেষবয়সে কোন-ও টাকা-পয়সা ছিল না। এমনকি তাঁর দেশ শ্মশানে নিয়ে যাওয়া হয় রিকশায়।
এ কে হাঙ্গল– বহু ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন এ কে হাঙ্গল। কিন্তু শেষদিনে চিকিৎসার টাকাটুকুও ছিল না। সেই সময় অমিতাভ বচ্চন চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দিয়েছিলেন।
এ কে হাঙ্গল– বহু ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন এ কে হাঙ্গল। কিন্তু শেষদিনে চিকিৎসার টাকাটুকুও ছিল না। সেই সময় অমিতাভ বচ্চন চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দিয়েছিলেন।
চন্দ্র মোহন– ১৯৩০-৪০ দশকের জনপ্রিয় মুখ ছিলেন। প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছিলেন, শেষ ছবি ছিল ‘রামবান’। ‘মুঘল-এ-আজম’-এ প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল, ১০টা রিল শ্যুট-ও করা হয়ে গিয়েছিল, কিন্তু ছবি শেষ করার আগেই তাঁর মৃত্যু হয়। যরম দারিদ্রে ডুবে ছিলেন তিনি। মদ্যপান ও জুয়ার নেশায় ততদিনে সব খুইয়ে ফেলেছেন। চিকিৎসার টাকাটুকুও ছিল না। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৪।
চন্দ্র মোহন– ১৯৩০-৪০ দশকের জনপ্রিয় মুখ ছিলেন। প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছিলেন, শেষ ছবি ছিল ‘রামবান’। ‘মুঘল-এ-আজম’-এ প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল, ১০টা রিল শ্যুট-ও করা হয়ে গিয়েছিল, কিন্তু ছবি শেষ করার আগেই তাঁর মৃত্যু হয়। যরম দারিদ্রে ডুবে ছিলেন তিনি। মদ্যপান ও জুয়ার নেশায় ততদিনে সব খুইয়ে ফেলেছেন। চিকিৎসার টাকাটুকুও ছিল না। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৪।
ভরত ভূষন– ৫০-এর দশকে অন্যতম হ্যান্ডসাম নায়ক ছিলেন তিনি। কিন্তু জুয়ার নেশা চেপে ধরে তাঁকে। সব খুইয়ে ফেলেন। একটা কানাকড়িও ছিল না। শেষজীবন কেটেছিল মুম্বইয়ের বস্তিতে।
ভরত ভূষন– ৫০-এর দশকে অন্যতম হ্যান্ডসাম নায়ক ছিলেন তিনি। কিন্তু জুয়ার নেশা চেপে ধরে তাঁকে। সব খুইয়ে ফেলেন। একটা কানাকড়িও ছিল না। শেষজীবন কেটেছিল মুম্বইয়ের বস্তিতে।
ভগবান দাদা– ভবগান দাদা ছিলেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-পরিচালক। কিন্তু পরপর ২৫ টা সিনেমা ফ্লপ করার পর তিনি বাধ্য হন তাঁর ২৫টা বেডরুমের জুহুর বাংলো, ৭টি গাড়ি বিক্রি কতে। তাঁর পরবর্তী ঠিকানা ছিল মুম্বইয়ের বস্তি। গোটা পরিবার নিয়ে সেখানেই থাকতেন। ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়, সেই সময় তাঁর কাছে টাকা বা বন্ধু… কিছুই ছিল না।
ভগবান দাদা– ভবগান দাদা ছিলেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা-পরিচালক। কিন্তু পরপর ২৫ টা সিনেমা ফ্লপ করার পর তিনি বাধ্য হন তাঁর ২৫টা বেডরুমের জুহুর বাংলো, ৭টি গাড়ি বিক্রি কতে। তাঁর পরবর্তী ঠিকানা ছিল মুম্বইয়ের বস্তি। গোটা পরিবার নিয়ে সেখানেই থাকতেন। ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়, সেই সময় তাঁর কাছে টাকা বা বন্ধু… কিছুই ছিল না।

IPL 2024: সলমন খানের আত্মীয় অধিনায়ক হিসেবে জিতেছে আইপিএল! বলুন তো কে? জানলে চমকে যাবেন

আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
আইপিএল মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। টি-২০ ক্রিকেটের চার-ছয়ের জোয়ারে ভাসার পাশাপাশি তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে চলে আসছে এই সম্পর্ক ও তালমেল। কিন্তু আজ আপনাদের ক্রিকেট ও বলিউডের এমন একটি সম্পর্কের কথা বলব যা অনেকের অজানা।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
আপনারা কী জানেন বলিউড সুপার স্টার সলমন খানের আত্মীয় আইপিএল খেলেছেন। শুধু খেলাই আইপিএলে অধিনায়কত্ব করেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছেন। সেই নাম জানলে যে কেউ চমকে যাবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সেই তারকা ক্রিকেটারের নাম হল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মা। এখন আপনারা ভাবছেন হিটম্যান ও ভাইজান আত্মীয় হল কীভাবে? এই যোগাযোগ জানলে অবাক হবেন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
সলমন খানের ভাই সোহেল খান বিয়ে করেছিলেন সীমা সাজদেকে। যদিও বছর দুয়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক বান্টি সাজদের বোন।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।
রোহিক শর্মার স্ত্রী রীতিকা সাজদে হল সীমা এবং বান্টির তুতো বোন। যে কারণে সীমা হলেন হিটম্যানের শ্যালিকা। এই ভাবেউই সলমন খান বা ভাইজানের পরিবারের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন রোহিত শর্মা।