Tag Archives: Candidate

 Lok Sabha Election 2024: প্রার্থী ‌যে চিকিৎসক! লোকসভা ভোটের প্রচারে হাসাপাতালে হাজির বিজেপি প্রার্থী

একদা বহরমপুরের বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ নির্মল সাহা। এবছর তিনি ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবার ব্যানার ফেস্টুন কোন বাজনা ছাড়াই ভোটের অভিনব প্রচার করলেন।
একদা বহরমপুরের বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ নির্মল সাহা। এবছর তিনি ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবার ব্যানার ফেস্টুন কোন বাজনা ছাড়াই ভোটের অভিনব প্রচার করলেন।
সোমবার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ও প্যাথলজিক্যালে ল্যাব ডায়গনষ্টিক সেন্টারে গিয়ে তিনি অভিনব ভাবে ভোটের প্রচার করতে দেখা যায়। বহরমপুরে পদ্ম ফুল ফোটাতে তিনি মরিয়া। তাই করলেন অভিনব ভাবে ভোট প্রচার।
সোমবার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ও প্যাথলজিক্যালে ল্যাব ডায়গনষ্টিক সেন্টারে গিয়ে তিনি অভিনব ভাবে ভোটের প্রচার করতে দেখা যায়। বহরমপুরে পদ্ম ফুল ফোটাতে তিনি মরিয়া। তাই করলেন অভিনব ভাবে ভোট প্রচার।
একদা বহরমপুরের এই ডাক্তার বাবু, তিনি চিকিৎসক থেকে স্বাস্থ্য পেশার সঙ্গে যুক্ত কর্মীদের কাছে গিয়ে জনসংযোগ তৈরি করে ভোট প্রার্থনা করেন।
একদা বহরমপুরের এই ডাক্তার বাবু, তিনি চিকিৎসক থেকে স্বাস্থ্য পেশার সঙ্গে যুক্ত কর্মীদের কাছে গিয়ে জনসংযোগ তৈরি করে ভোট প্রার্থনা করেন।
বহরমপুর লোকসভা কেন্দ্রে ইতি মধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। একদিকে তৃণমূলের তারকা প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান, অন্যদিকে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। ওপরদিকে বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা।
বহরমপুর লোকসভা কেন্দ্রে ইতি মধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। একদিকে তৃণমূলের তারকা প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান, অন্যদিকে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। ওপরদিকে বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা।
ডাক্তার নির্মল সাহার কথায়, আমি একজন মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত। তাই এই ব্যানার এবং ফেস্টুন ছাড়াই ভোটের নির্বাচনী প্রচার করা হল আজকে। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যুক্ত সকল সদস্যদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করি।
ডাক্তার নির্মল সাহার কথায়, আমি একজন মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত। তাই এই ব্যানার এবং ফেস্টুন ছাড়াই ভোটের নির্বাচনী প্রচার করা হল আজকে। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যুক্ত সকল সদস্যদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করি।
বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায়। তার আগে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দৈনন্দিন ভোটের নির্বাচনী প্রচার করা হচ্ছে। কেও ক্রিকেট খেলে কেও বা বেসরকারি হাসপাতালে গিয়ে ভোট প্রচার করছেন।
বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায়। তার আগে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দৈনন্দিন ভোটের নির্বাচনী প্রচার করা হচ্ছে। কেও ক্রিকেট খেলে কেও বা বেসরকারি হাসপাতালে গিয়ে ভোট প্রচার করছেন।

Lok Sabha Election 2024: তীব্র রোদে ভোট প্রচার! গরমে বাঁচতে কী কী খাচ্ছেন প্রার্থীরা?

দক্ষিণ ২৪ পরগনার: রাজ্যে প্রচারপর্ব শুরু হয়ে গেলেও দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রে ভোট অনেক দেরিতে। তাও প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনও প্রার্থীই। তবে তীব্রগরম পড়ছে। তাই স্বাস্থ্যের দিকে নজর রেখে খাওয়া- দাওয়াতে কিছুটা বদল এনেছেন প্রার্থীরা। প্রচারে যাওয়ার সময় অধিকাংশ প্রার্থীই গাড়িতে রাখছেন মুড়ি, চিড়ে, শশা। সঙ্গে থাকছে গ্লুকোজ এবং ওআরএসের জল।

আরও পড়ুনঃ চা খেলেই কমবে কেজি কেজি ওজন! শুধু বানানোর সময় ‘এই’ কয়েকটি নিয়ম মানুন! ফুসফুসও ভাল থাকবে

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের যুবনেত্রী সায়নী ঘোষ। রোজ সকালে নিয়ম করেই বেরতে হচ্ছে সাতটি বিধানসভা কেন্দ্রেই। সায়নী ঘোষ বলেন, হাল্কা খাবারই আমার বরাবর পছন্দ। ভাত, আমডাল, আলুভাজা হলেই হয়ে যায়। তবে জলটা বেশি খেতে হচ্ছে। সায়নী ঘোষকে অনেক সময় দলীয় বিধায়ক, কাউন্সিলারদের বাড়িতেই আহার সেরে নিতে হচ্ছে। এক কাউন্সিলার বলেন, দিদি ডাল, শাকভাজা, যে কোনও মাছ দিয়েই খাওয়া সেরে নিচ্ছেন।

লোকসভা নির্বাচন ২০২৪

আবার এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়েরও পছন্দ হাল্কা খাবার। তিনি বলেন, গাড়িতে চিড়ে ভাজা, মুড়ি রেখে দিয়েছি। দুপুরে কোনও কর্মীর বাড়িতে ভাত, ডাল, আলুসেদ্ধতেই খাওয়া হয়ে যাচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়ছেন। সৃজন বলেন, আমি সর্বভুক। তবে নিজের শরীর ঠিক রাখতে হাল্কা খাওয়ার চেষ্টা করছি। ডাল, সব্জিতেই হয়ে যাচ্ছে। তবে কোনও কর্মী আমন্ত্রণ করলে একটু ভারী খাওয়াও হয়ে যাচ্ছে। আর গাড়িতে শশা রেখে দিয়েছি।

জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচারের গাড়িতে রেখে দিচ্ছেন শশা, মুড়ি, কিছু ফল। তিনি বলেন, ডাল-ভাত আমার পছন্দের। সঙ্গে আলুভাজা দিলেই খাওয়া হয়ে যাচ্ছে। শরীর ঠিক রাখতে হবে তো। তাই মাছ খাচ্ছি না। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী বলেন, কর্মীদের বাড়িতে মাছ- ডাল ভাতেই খাওয়া হয়ে যাচ্ছে। বেশি তেলের জিনিস খাচ্ছি না।

সুমন সাহা

Viral Video: কাঁচা লঙ্কা দিয়ে সেজে লোকসভা ভোটের প্রচারে প্রার্থী, তুমুল ভাইরাল ভিডিও

সামনেই লোকসভা ভোট ২০২৪। বড় দলগুলির প্রার্থীদের পাশাপাশি রয়েছে নির্দল প্রার্থী। এর আগেও ভোটে নির্দল প্রার্থীরা অনেক সময় চমক দিয়েছে। এবার এক নির্দল প্রার্থী কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম দিয়ে হার বানিয়ে পরে প্রচার সারলেন।