Tag Archives: Candidates

Kajal Nishad Heart Attack: ভোটের প্রার্থী সুন্দরী কাজল! তবে যা ঘটে গেল হঠাৎ, মাথায় হাত স্বামী-দলের নেতাদের!

কলকাতা: প্রবল গরমে লোকসভা ভোট এবার। প্রার্থী থেকে শুরু করে সব দলের নেতাকর্মীদের দফারফা অবস্থা! এই পরিস্থিতিতে অবশ্য প্রচারে খামতি দেওয়ার কোনও সুযোগ নেই। জোরকদমে চলছে প্রচার। তবে, এরই মাঝে ভোট প্রচারে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ।

হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গোরক্ষপুর লোকসভা আসন থেকে লড়ছেন কাজল। ঘটনার পরপরই তাঁকে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ওই ঘটনা ঘটে। রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবশ্য তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: বলুন তো, দেশে সবচেয়ে বেশি সাইকেল চলে কোন রাজ্যে? নামটা জানলে কিন্তু বিশ্বাস হবে না!

হাসপাতাল সূত্রে খবর, আগে থেকেই রক্তচাপ ও হার্ট সংক্রান্ত কিছু সমস্যায় ভুগছিলেন কাজল। কাজলের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও।

কাজলের স্বামী সঞ্জয় নিষাদ জানিয়েছেন, ৫ এপ্রিল জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আচমকা অজ্ঞান হয়ে যান কাজল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ডিহাইড্রিশন ও রক্তচাপের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কাজল। এমনটাই মনে করা হলেও ৭ এপ্রিল কাজলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। বুকে ব্যথা অনুভব করায় ইসিজি করা হয় তাঁর। এরপরই চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কাজল। তবে, বর্তমানে কাজলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Lok Sabha Election 2024:  চারিদিক থেকে আসে ডাক, রঙ না দেখে ছুটে যান সবদিকে! ভোট যেন তাঁদের বড় উৎসব

আসানসোল, পশ্চিম বর্ধমান: ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা। প্রার্থীরা ভোটের ময়দানে নেমে পড়েছেন জোরদার প্রচারে। রাজনীতির সবথেকে বড় উৎসব পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই ভোটের হাওয়া রাজনীতির ব্যক্তিত্বদের ছাড়িয়ে আরও এক শ্রেণির কাছে বড় উৎসবের সময়। কারণ ভোট এলে তাঁদের মুখে হাসি ফোটে। হয় বাড়তি লক্ষ্মীলাভ।

আরও পড়ুনঃ চকচক করবে নতুনের মতো! পুরনো সোনার গয়না বাড়িতেই পরিষ্কার করুন ৩ সহজ উপায়ে

ওরা বাজনা বাদক। ভোটের সময় তাঁদের ডাক আসে চারিদিক থেকে। রাজনীতির কোনও দলের রং দেখার সময় পান না তাঁরা। যেদিক থেকে ডাক আসে, সেখানেই ছোটেন তাঁরা। ভোটের জমকালো প্রচারকে আরও মাতিয়ে তোলেন তাঁরা। প্রার্থীরা যখন জোরদার প্রচারে ব্যস্ত থাকেন, তখন এই বাজনা বাদকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। গণতন্ত্রের উৎসবের বাজনা শোনা যায় তাঁদের মাধ্যমে।

স্বাভাবিকভাবেই ভোট এলে মুখে হাসি ফোটে বাজনা বাদকদের কারণ এই সময় বাড়তি উপার্জনের সুযোগ হাতে পান তারা। বিয়ে অথবা উৎসব বছরের কম সময় চলে। ফলে সেই অর্থে উপার্জন হয় না। কিন্তু ভোটের সময় চতুর্দিক থেকে ডাক আসে। ফলে ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে। পরিবারকে দেওয়ার মতসময় হাতে থাকে না। কিন্তু এই সময় লক্ষী লাভ হয় বেশ ভাল।

বাজনা বাদকরা বলছেন, ভোট তাঁদের কাছে বড় উৎসব। ভোট এলেই তাঁরা খুশি হয়ে যান। বিশেষ করে লোকসভা বা বিধানসভা নির্বাচনে বড় বড় ডাক পান তাঁরা। প্রার্থীরা বিভিন্ন দিকে প্রচার করেন। আর ভোটের বাজনা শোনাতে প্রার্থীর সঙ্গে হাজির হন তারা। ফলে বিয়ে বাড়ি বা উৎসবে তাঁরা গেলেও অপেক্ষা করে থাকেন ভোটের জন্য। ভোট আসার আগে থেকে রাজনীতির ঘরে যেমন প্রস্তুতি শুরু হয়, তেমনি প্রস্তুতি শুরু হয়ে যায় এই বাজনা বাদকদেরও ঘরেও।

নয়ন ঘোষ