Tag Archives: Rezzak Mollah

Buddhadeb Bhattacharjee Death: ‘মতবিরোধ ছিল প্রচুর, কিন্তু আজ কিছু ভাল লাগছে না’, বুদ্ধ-প্রয়াণে শোক অসুস্থ রেজ্জাক মোল্লার

দক্ষিণ ২৪ পরগনা: একসময় এই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেই বিস্তর মতবিরোধ হয়েছিল তৎকালীন বাম নেতা তথা ‘চাষার ব্যাটা’ রেজ্জাক মোল্লার। সিঙ্গুরে জমি আন্দোলন যখন তীব্র, বামেদের সংগঠন ভাঙতে শুরু করেছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে রেজ্জাক মোল্লা বলেছিলেন, ” হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসেছে।”

তবে মতবিরোধ হলেও বুদ্ধদেব ভট্টাচার্য যে ভাল মানুষ ছিলেন তা আজও স্বীকার করেন রেজ্জাক মোল্লা। বর্তমানে তিনি ভীষণ অসুস্থ, শয্যাশায়ী। তবুও বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে যথেষ্ট মর্মাহত। তিনি বলেন, “আমার থেকে এক বছরের ছোট ছিলেন। আমি ওঁর আমলে ১০ বছর ভূমি রাজস্ব মন্ত্রী ছিলাম। অনেক ক্ষেত্রে মতবিরোধ হলেও সুসম্পর্ক ছিল। উনি খুব ভাল ও সৎ মানুষ ছিলেন”।

আরও পড়ুন: বুদ্ধ-বিদায়ে শোক! প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ঋণী বাঁকুড়ার এই কলেজ, কেন জানেন?

নিজের অসুস্থ শরীর নিয়েও দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের বাঁকড়ির বাড়ি থেকে এমন মন্তব্য করেন রেজ্জাক মোল্লা। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন রেজ্জাক মোল্লা। ওই সময়ে বুদ্ধবাবু ভোটে দাঁড়াননি। ১৯৭৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দিন রোগশয্যায় একটানা কথা বলতে পারছিলেন না রেজ্জাক। তবু মুখভঙ্গি দেখে বোঝা গেল, অনেক কিছু বলতে চান।

আরও পড়ুন: বলুন তো কোন ফলের বীজ পেটে চলে গেলে আপনি মরেও যেতে পারেন? অবশ্যই জেনে রাখুন

খানিক দম নিয়ে ফের বললেন, “ওঁর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে। তবে সব কথা মনে আসছে না। অত্যন্ত সংস্কৃতিমনস্ক মানুষ ছিলেন। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমি চাইলে যখন-তখন দেখা করতে পারতাম। কিন্তু বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সে সুযোগ ছিল না। তবে এমনিতেই আমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল। সালিম গোষ্ঠীর রাস্তা তৈরি নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে বিরোধ তৈরি হয়।” সব কিছুর পরেও প্রাক্তন সহকর্মীর মৃত্যুতে তাঁর মন ভারাক্রান্ত, জানালেন রেজ্জাক। বললেন, “কিছু ভাল লাগছে না।”

সুমন সাহা

অসুস্থ রেজ্জাককে দেখতে গেলেন শওকত মোল্লা, কী কথা হল দুজনের

অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করে আশীর্বাদ নিলেন শওকত। তাঁর শারীরিক অবস্থার খবর ও নিলেন তিনি।

South 24 Parganas News: ভুলে গিয়েছে দল! ভোটে জয়ের পরেই শিষ্য হাজির রেজ্জাক মোল্লার অর্শিবাদ নিতে

দক্ষিণ ২৪ পরগনা: বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একসময় রেজ্জাক মোলরার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শওকত মোল্লার। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগ দেন রেজ্জাকও। ভোটের ফলাফলের পর সৌজন্য সাক্ষাত করলেন ক্যানিং পূর্বের বিধায়ক।

জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল তিনি প্রায় ৪ লক্ষ ৭০ হাজার ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে ক্যানিং বিধানসভা। ভাঙড়েও প্রায় ৪২ হাজার ভোটে লিড পেয়েছে তৃণমূল। যার দায়িত্বে ছিলেন শওকত মোল্লা। লোকসভা নির্বাচনে ভাল ফলের পরও অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে যান শওকত।

একসময় দক্ষিণ ২৪ পরগনায় জেলায় দাপট চলত রেজ্জাক মোল্লার। বিশেষ করে ক্যানিংয়ের শেষ কথা ছিলেন তিনি। বর্তমানে বার্ধক্যজনিত সমস্যায় এখন শ‌য্যাশায়ী রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রাজনৈতিক গুরুর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খবর নেন শওকত মোল্লা। একইসঙ্গে নির্বাচনে ভাল ফল হওয়ার জন্য আশীর্বাদও নেন তৃণমূল বিধায়ক। রেজ্জাকের পাশে বসে বেশ কিছুটা সময় কথা বলেন শওকত মোল্লা।

আরও পড়ুনঃ India vs Pakistan: নিউ ইয়র্ক থেকে সরে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ? কী জানাল আইসিসি

প্রসঙ্গত, ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী তিনি ক্যানিংয়ে ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ রেজ্জাক মোল্লার সঙ্গেতিনি দেখা করে আশীর্বাদ নিয়েছিলেন। এবার নিজের রাজনৈতিক ছাত্রের সাক্ষাত পেলেন রেজ্জাক মোল্লা।

সুমন সাহা

Lok Sabha Election 2024: শয্যাশায়ী ‘চাষার ব্যাটা’, খোঁজ নেয় না কেউ! রেজ্জাক মোল্লার কাছে বিজেপি প্রার্থী

 ক্যানিং: অসুস্থ রেজ্জাক মোল্লার সঙ্গেদেখা করলেন জয়নগরের বিজেপি প্রার্থী, পায়ে হাত দিয়ে নিলেন আশীর্বাদ এবং প্রাক্তন মন্ত্রীর পালস ও  রক্তচাপ মাপলেন বিজেপির অশোক কান্ডারি।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন। গোটা দক্ষিণ ২৪ পরগণা চলত কার্যত তাঁর কথায়। সোজাসাপটা কথা বলতে বরাবরই পছন্দ করতেন। তা নিয়ে দলের অভ্যন্তরে নেতৃত্বকে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয়েছিল। প্রথমে সিপিএম ও পরে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া সেই রেজ্জাক মোল্লা বর্তমানে শয্যাশায়ী। বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তাঁর অসুস্থতার খবর পেয়েই তাঁকে দেখতে গেলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি।

আরও পড়ুন: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি, সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত! কী ঘোষণা মমতার?

ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মিসভায় গিয়েছিল তিনি। সেখান থেকে রেজ্জাক মোল্লার গ্রামের বাড়ি বাকড়িতে যান বিজেপি প্রার্থী। রেজ্জাক মোল্লার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন। কথা বলেন ‘চাষার ব্যাটা’ নামে খ্যাত রেজ্জাকের সঙ্গে। ভোটে জয়ের জন্য তাঁর আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বাম শাসনকালে দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন রেজ্জাক মোল্লা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেখানেও মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে রাজনীতির ময়দান থেকে তিনি দূরে। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। নানারকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে রয়েছেন গ্রামের বাড়িতে।

বাম বা তৃণমূলের কোনও নেতাই এখন আর রেজ্জাক মোল্লার খোঁজখবর নেন না সেভাবে। রাজনৈতিক সন্ত্রাসের কারণে গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী কার্যত ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভোটের প্রচারই করতে পারেননি। লোকসভা ভোটের প্রচার অনেকদিন আগে শুরু করলেও সেভাবে এই ক্যানিং পূর্ব বিধানসভা অর্থাৎ শওকাত মোল্লার ডেরায় প্রচার শুরু করেননি বিজেপি প্রার্থী। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই এবার কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা।

তাড়দাঁ এলাকায় নির্বাচনী কর্মিসভায় এসেছিলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। সেখানে এসে তিনি খবর পান অসুস্থ রেজ্জাক মোল্লা রয়েছেন গ্রামের বাড়িতেই। তাই তাঁর সঙ্গেসৌজন্য সাক্ষাত করতে চলে আসেন তিনি। কথা বলেন বেশ খানিকক্ষণ। পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এই পোড় খাওয়া বর্ষীয়ান রাজনীতিবীদের।

সুমন সাহা