Tag Archives: Saokat Molla

অসুস্থ রেজ্জাককে দেখতে গেলেন শওকত মোল্লা, কী কথা হল দুজনের

অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করে আশীর্বাদ নিলেন শওকত। তাঁর শারীরিক অবস্থার খবর ও নিলেন তিনি।

South 24 Parganas News: ভুলে গিয়েছে দল! ভোটে জয়ের পরেই শিষ্য হাজির রেজ্জাক মোল্লার অর্শিবাদ নিতে

দক্ষিণ ২৪ পরগনা: বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একসময় রেজ্জাক মোলরার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল শওকত মোল্লার। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগ দেন রেজ্জাকও। ভোটের ফলাফলের পর সৌজন্য সাক্ষাত করলেন ক্যানিং পূর্বের বিধায়ক।

জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল তিনি প্রায় ৪ লক্ষ ৭০ হাজার ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে ক্যানিং বিধানসভা। ভাঙড়েও প্রায় ৪২ হাজার ভোটে লিড পেয়েছে তৃণমূল। যার দায়িত্বে ছিলেন শওকত মোল্লা। লোকসভা নির্বাচনে ভাল ফলের পরও অসুস্থ রেজ্জাক মোল্লাকে দেখতে যান শওকত।

একসময় দক্ষিণ ২৪ পরগনায় জেলায় দাপট চলত রেজ্জাক মোল্লার। বিশেষ করে ক্যানিংয়ের শেষ কথা ছিলেন তিনি। বর্তমানে বার্ধক্যজনিত সমস্যায় এখন শ‌য্যাশায়ী রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রাজনৈতিক গুরুর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খবর নেন শওকত মোল্লা। একইসঙ্গে নির্বাচনে ভাল ফল হওয়ার জন্য আশীর্বাদও নেন তৃণমূল বিধায়ক। রেজ্জাকের পাশে বসে বেশ কিছুটা সময় কথা বলেন শওকত মোল্লা।

আরও পড়ুনঃ India vs Pakistan: নিউ ইয়র্ক থেকে সরে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ? কী জানাল আইসিসি

প্রসঙ্গত, ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী তিনি ক্যানিংয়ে ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ রেজ্জাক মোল্লার সঙ্গেতিনি দেখা করে আশীর্বাদ নিয়েছিলেন। এবার নিজের রাজনৈতিক ছাত্রের সাক্ষাত পেলেন রেজ্জাক মোল্লা।

সুমন সাহা

Mamata Banerjee: ‘ও বাঘের বাচ্চার মতো লড়াই করে,’ সিবিআই তলবের দিনই শওকত মোল্লাকে পিঠ চাপড়ে প্রশংসা মমতার

কলকাতা: মঙ্গলবারই সিবিআইয়ের তলব নোটিস পেয়েছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা৷ নোটিসে বলা হয়েছিল, কয়লা কাণ্ডের তদন্তের স্বার্থে বুধবার তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে৷ কিন্তু, বুধবার নিজাম প্যালেসে দেখা গেল না দক্ষিণ ২৪ পরগনার এই বিধায়ককে৷ বরং তিনি উপস্থিত রইলেন বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভার মঞ্চে৷ আর সেখানেই রীতিমতো তাঁর পিঠ চাপড়ে প্রশংসা করতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

এদিন মঞ্চ থেকেই খোলাখুলি শওকতের প্রশংসা করতে দেখা যায় মমতাকে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে। বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।’’

আরও পড়ুন: দক্ষিণ কলকাতা জুড়ে মেগা রোড শো মমতার! ক’টা থেকে শুরু, বৃহস্পতিবার কোথা থেকে কতদূর পর্যন্ত পদযাত্রা? জেনে রাখুন এখনই

একই দিনে টেট দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে৷ তৃণমূলনেত্রীর কথায় এদিন উঠে আসে সেই প্রসঙ্গও৷ মমতা বলেন, ‘‘কাল মধ্যরাতে ওকে ( শওকতকে) নোটিস পাঠিয়েছ। লজ্জা করে না? আমি বলে রাখতে চাই সিবিআই অফিসারদের মোদি বাবু থাকবেন না। ভোটের আগে এইগুলো করা যায় না। ও বাঘের বাচ্চার মতো লড়াই করে। আজ দেবরাজকেও ডেকেছে। আমি আসার আগে কমপ্লেইন করে এলাম।’’

আরও পড়ুন: ‘দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম…,’ বাম-বিজেপির চোরা জোটে কোন অঙ্ক? বিস্ফোরক অভিযোগ করলেন মমতা

তিন দিন পরে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগেই তলব করা হল শওকত মোল্লাকে। যদিও এদিন হাজিরা এড়িয়ে যান তিনি। সূত্রের খবর, তিনি সিবিআইকে জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল। সেইকারণে সিবিআই দফতরে আসতে পারেননি তিনি। অন্যদিকে, একই কারণ জানিয়ে সিবিআই দফতরে যাননি দেবরাজও৷

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শওকতকে। হাজিরাও দিয়েছেন তিনি।