Tag Archives: cheerleaders

Cheerleader Dancing: গ্রাম তো কী হয়েছে, এনটারটেমেন্ট তো হতেই হবে, চিয়ারলিডারদের নাচে জমজমাট টুর্নামেন্ট

দক্ষিণ ২৪ পরগনা : গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঙালির সেরা খেলা ফুটবল। তবে এখন ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়তা নজর কেড়েছে। যেন গোটা একটা আইপিএল খেলার আয়োজন। আইপিএলের ধাঁচে গ্রামীণ ক্রিকেট খেলাতে চার মারুক বা আউট হোক বক্সে বেজে উঠল গান আর তার সঙ্গে সঙ্গেনাচতে দেখা গেল চিয়ার লিডারকে। হ্যাঁ এমনই খেলার আয়োজনহয়েছে দক্ষিণ বারাসাত মামা ভাগ্নে ক্লাবে পরিচালনায়।

এদিন এই মামা ভাগ্নের ক্লাবের পরিচালনায় ১৬ টি ক্রিকেট দলের টুর্নামেন্ট শুরু হয়। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয় এছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে দল। মঞ্চ বেঁধে হাজির করানো হয়েছে চিয়ারলিডারকে। আর এদিন মাঠে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আয়োজক সূত্রে শুনতে জানা গিয়েছে এই সমস্ত গ্রামীণ এলাকা এখানকার মানুষ মাঠে গিয়ে টিকিট কেটে খেলা দেখার মত সামর্থ্য নেই।  এখন আইপিএলের মরশুম চলছে। আর মানুষ এখন টিভির ধাঁচে খেলা দেখতে চায়। তার উপরে মাঠে গিয়ে খেলা দেখতে গেলে এক একজনের টিকিটে হাজার হাজার টাকার দাম। তাই এখানকার মানুষের সেটা সম্ভব না। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই ধরণের আয়োজন।

সারা রাত্রিব্যাপী চলবে এই খেলা টানা দু -দিন ধরে। শুধুমাত্র রাতের বেলায় হবে খেলা। দিনে থাকবে বন্ধ। এছাড়াও দর্শকদের আকর্ষণ করতে সুদূর মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে খেলা ঘোষণা করার জন্য এক যুবককে। তিনিও টিভির মত করে কমেন্ট্রি করছে যাতে মানুষ একটু বিনোদনের মধ্যেই থাকতে পারে তাই এত বড় আয়োজন। এলাকার দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শক এসেছে এই খেলা দেখার জন্য।

Suman Saha

IPL Cheerleader’s Salary: মাইনে তো সব মালিকই দেন, তবে আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেয় এই ফ্রাঞ্চাইজি

আইপিএল চিয়ারলিডাররা চিরকালই সকলের নজর কাড়েন৷ ক্রিকেট মাঠে ক্রিকেটারেদের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে এঁরা যখন নাচে মাতেন তখন সারা মাঠও তাঁদের সঙ্গে যেন নাচতে থাকেন৷ তাই আইপিএল চিয়ার লিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে৷ কিন্তু জানেন কি আইপিএল চিয়ারলিডারদের বেতন বা স্যালারি কেমন, বা কোন ফ্রাঞ্চাইজি তাদের চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেন৷
আইপিএল চিয়ারলিডাররা চিরকালই সকলের নজর কাড়েন৷ ক্রিকেট মাঠে ক্রিকেটারেদের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে এঁরা যখন নাচে মাতেন তখন সারা মাঠও তাঁদের সঙ্গে যেন নাচতে থাকেন৷ তাই আইপিএল চিয়ার লিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে৷ কিন্তু জানেন কি আইপিএল চিয়ারলিডারদের বেতন বা স্যালারি কেমন, বা কোন ফ্রাঞ্চাইজি তাদের চিয়ারলিডারদের সবচেয়ে বেশি মাইনে দেন৷
আইপিএলের ১৬ তম মরশুম ২২ মার্চ শুরু হচ্ছে৷ আইপিএলের প্রথম ম্যাচ খেলা হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর মধ্যে৷ Photo- Representative
আইপিএলের ১৬ তম মরশুম ২২ মার্চ শুরু হচ্ছে৷ আইপিএলের প্রথম ম্যাচ খেলা হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর মধ্যে৷ Photo- Representative
IPL দলগুলি যখন ক্রিকেট খেলে মাঠের মধ্যে, তখন বাউন্ডারির বাইরে অথচ মাঠের মধ্যে নাচ করে দর্শক মনোরঞ্জন করেন এই চিয়ারলিডাররা৷ Photo- Representative
IPL দলগুলি যখন ক্রিকেট খেলে মাঠের মধ্যে, তখন বাউন্ডারির বাইরে অথচ মাঠের মধ্যে নাচ করে দর্শক মনোরঞ্জন করেন এই চিয়ারলিডাররা৷ Photo- Representative
চিয়ারলিডাররা নিজেদের চার ও ছক্কা মারার পর বাউন্ডারির ধারে নিজেদের দলের জন্য নাচ করেন৷ Photo- Representative
চিয়ারলিডাররা নিজেদের চার ও ছক্কা মারার পর বাউন্ডারির ধারে নিজেদের দলের জন্য নাচ করেন৷ Photo- Representative
নিজেদের গ্ল্যামার-সৌন্দর্য্য, নাচ দিয়ে দর্শক ও ফ্যানদের মন জিতে নেন নানা দলের চিয়ারলিডাররা৷ Photo- Representative
নিজেদের গ্ল্যামার-সৌন্দর্য্য, নাচ দিয়ে দর্শক ও ফ্যানদের মন জিতে নেন নানা দলের চিয়ারলিডাররা৷ Photo- Representative
সংবাদমাধ্যমের খবর অনুসারে ম্যাচ পিছু প্রতিজন চিয়ারলিডাররা ম্যাচ প্রতি ১৪ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পান৷ Photo- Representative
সংবাদমাধ্যমের খবর অনুসারে ম্যাচ পিছু প্রতিজন চিয়ারলিডাররা ম্যাচ প্রতি ১৪ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পান৷ Photo- Representative
চিয়ারলিডারদের ফ্রাঞ্চাইজিদের মধ্যে সবচেয়ে ভাল টাকা দেয় শাহরুখ খানের কেকেআর৷ Photo- Representative
চিয়ারলিডারদের ফ্রাঞ্চাইজিদের মধ্যে সবচেয়ে ভাল টাকা দেয় শাহরুখ খানের কেকেআর৷ Photo- Representative
মিডিয়া রিপোর্ট অনুসারে শাহরুখ খান নিজের দলের চিয়ারলিডাদের ২৪ থেকে ২৫ হাজার টাকা করে ম্যাচ প্রতি মাইনে দেন৷ Photo- Representative
মিডিয়া রিপোর্ট অনুসারে শাহরুখ খান নিজের দলের চিয়ারলিডাদের ২৪ থেকে ২৫ হাজার টাকা করে ম্যাচ প্রতি মাইনে দেন৷ Photo- Representative
তবে শুধু মাইনে দেন এটাই নয় , ফ্রাঞ্চাইজিরা নিজেদের চিয়ারলিডারদের আইপিএল চলাকালীন  থাকা-খাওয়ার ব্যবস্থা দেন৷ পাশাপাশি তাঁদের মাঠে নিয়ে যাওয়া এবং হোটেলে ফিরিয়ে আনার ব্যবস্থাও করেন ফ্রাঞ্চাইজিরা৷ Photo- Representative
তবে শুধু মাইনে দেন এটাই নয় , ফ্রাঞ্চাইজিরা নিজেদের চিয়ারলিডারদের আইপিএল চলাকালীন  থাকা-খাওয়ার ব্যবস্থা দেন৷ পাশাপাশি তাঁদের মাঠে নিয়ে যাওয়া এবং হোটেলে ফিরিয়ে আনার ব্যবস্থাও করেন ফ্রাঞ্চাইজিরা৷ Photo- Representative

IPL-এ কী যোগ্যতা থাকলে চিয়ারলিডার হওয়া যায়? বেতন থেকে বাড়তি সুবিধা জানুন

IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process: চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process:
চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
এইভাবে, নাচ, মডেলিং, পারফরম্যান্স, পুনরায় দেখে নেওয়া হয়৷ পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াও অনেক কিছু আধার তৈরি করা হয়। এরপর আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডারদের নির্বাচন করা হয়। এর পরে এই চিয়ারলিডারদের আইপিএল ম্যাচের সময় ভক্তদের বিনোদন দিতে দেখা যায়।
এইভাবে, নাচ, মডেলিং, পারফরম্যান্স, পুনরায় দেখে নেওয়া হয়৷ পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াও অনেক কিছু আধার তৈরি করা হয়। এরপর আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডারদের নির্বাচন করা হয়। এর পরে এই চিয়ারলিডারদের আইপিএল ম্যাচের সময় ভক্তদের বিনোদন দিতে দেখা যায়।
আইপিএল ম্যাচে চিয়ারলিডাররা ম্যাচ প্রতি কত পারিশ্রমিক পান?চিয়ারলিডাররা প্রতি ম্যাচে ১৪হাজার থেকে ১৭হাজার টাকা পান,আইপিএল ম্যাচ চলাকালীন। আলাদাভাবে বোনাসও পান চিয়ারলিডাররা৷ যে দলের হয়ে তাঁরা অংশ নিচ্ছেন, সেই দল জিতলেও চিয়ারলিডাররা বেশি টাকা পান।
আইপিএল ম্যাচে চিয়ারলিডাররা ম্যাচ প্রতি কত পারিশ্রমিক পান?
চিয়ারলিডাররা প্রতি ম্যাচে ১৪হাজার থেকে ১৭হাজার টাকা পান,আইপিএল ম্যাচ চলাকালীন। আলাদাভাবে বোনাসও পান চিয়ারলিডাররা৷ যে দলের হয়ে তাঁরা অংশ নিচ্ছেন, সেই দল জিতলেও চিয়ারলিডাররা বেশি টাকা পান।
বেতন ছাড়া আর কী বাড়তি সুযোগ-সুবিধা পান?বেতন এবং বোনাস ছাড়াও ফাইভ স্টার বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা পান চিয়ারলিডাররা। এছাড়াও খাবারের টাকা এবং অন্যান্য অনেক সুবিধা পান তিনি।
বেতন ছাড়া আর কী বাড়তি সুযোগ-সুবিধা পান?
বেতন এবং বোনাস ছাড়াও ফাইভ স্টার বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা পান চিয়ারলিডাররা। এছাড়াও খাবারের টাকা এবং অন্যান্য অনেক সুবিধা পান তিনি।

KKR Cheerleader: কেকেআর চিয়ারলিডার থাকার সময় কত টাকা স্যালারি পেতেন হাসিন জাহান!

একদিনের বিশ্বকাপ চলাকালীন যখন একদিকে বল হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে ফের শিরোনামে উঠে আসেন হাসিন জাহান।
একদিনের বিশ্বকাপ চলাকালীন যখন একদিকে বল হাতে ভারতীয় দলের হয়ে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে ফের শিরোনামে উঠে আসেন হাসিন জাহান।
নিজের ইনস্টা রিলস বা পোস্টে নানা রকমের বার্তা দেওয়ার চেষ্টা করতেন হাসিন জাহান। মহম্মদ শামির নামে সরাসরি কিছু না বললেও সেই সকল পোস্টের ইঙ্গিত ভারতীয় পেসারের দিকেই বলে মনে করে অনেকে।
নিজের ইনস্টা রিলস বা পোস্টে নানা রকমের বার্তা দেওয়ার চেষ্টা করতেন হাসিন জাহান। মহম্মদ শামির নামে সরাসরি কিছু না বললেও সেই সকল পোস্টের ইঙ্গিত ভারতীয় পেসারের দিকেই বলে মনে করে অনেকে।
আমরা সকলেই জানি কেকেআরের চিয়ারলিডার থাকাকালীন হাসিনের সঙ্গে আলাপ হয় শামির। সেখান থেকেই প্রেম। ২০১৪ সালে শামি ও হাসিন বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও হয়।
আমরা সকলেই জানি কেকেআরের চিয়ারলিডার থাকাকালীন হাসিনের সঙ্গে আলাপ হয় শামির। সেখান থেকেই প্রেম। ২০১৪ সালে শামি ও হাসিন বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও হয়।
কিন্তু বিয়ে ৪ বছরের মধ্যেই শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব হন হাসিন। সম্পর্ক ভেঙে যায় তাদের। আগালত পর্যন্ত গড়ায় ঘটনা। বর্তমানে দুজনেই আলাদা থাকেন। সম্প্রতি আদালত শামিকে ৫০ হাজার টাকা করে প্রতি মাসে হাসিবকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কিন্তু বিয়ে ৪ বছরের মধ্যেই শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব হন হাসিন। সম্পর্ক ভেঙে যায় তাদের। আগালত পর্যন্ত গড়ায় ঘটনা। বর্তমানে দুজনেই আলাদা থাকেন। সম্প্রতি আদালত শামিকে ৫০ হাজার টাকা করে প্রতি মাসে হাসিবকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ব্যক্তিগত জীবন ও সমস্যার বাইরে খুবই প্রাণবন্ত হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। নিজের ঘনঘন রিল ও ছবি শেয়া করে থাকেন। তাঁর ফ্যান ফলোয়ার্সও প্রচুর। তাই হাসিনের ব্যক্তিগত নান বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়।
ব্যক্তিগত জীবন ও সমস্যার বাইরে খুবই প্রাণবন্ত হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। নিজের ঘনঘন রিল ও ছবি শেয়া করে থাকেন। তাঁর ফ্যান ফলোয়ার্সও প্রচুর। তাই হাসিনের ব্যক্তিগত নান বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়।
কেকেআরের চিয়ারলিডার হলেও সেই সময়ও যথেষ্ট নামডাক ছিল হাসিন জাহানের। চিয়ারলিডার থাকাকালীন কত টাকা রোজগার ছিল হাসিন জাহানের তা কিন্তু অনেকের কাছেই অজানা। সেটাই জানাব আপনাদের।
কেকেআরের চিয়ারলিডার হলেও সেই সময়ও যথেষ্ট নামডাক ছিল হাসিন জাহানের। চিয়ারলিডার থাকাকালীন কত টাকা রোজগার ছিল হাসিন জাহানের তা কিন্তু অনেকের কাছেই অজানা। সেটাই জানাব আপনাদের।
সুত্রের খবর অনুযায়ী আইপিএলের প্রতিটি দলের চিয়ারলিডারদের স্যালারি আলাদ হয়ে থাকে। তবে তা সাধারণত ১৪ থেকে ১৭ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। এছাড়া সূত্রের খবর, চিয়ার লিডাররা প্রতি ম্যাচ পিছু ৪ থেকে ৬ হাজার টাকা ইনসেনটিভ পেয়ে থাকে।  (প্রতীকী ছবি)
সুত্রের খবর অনুযায়ী আইপিএলের প্রতিটি দলের চিয়ারলিডারদের স্যালারি আলাদ হয়ে থাকে। তবে তা সাধারণত ১৪ থেকে ১৭ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। এছাড়া সূত্রের খবর, চিয়ার লিডাররা প্রতি ম্যাচ পিছু ৪ থেকে ৬ হাজার টাকা ইনসেনটিভ পেয়ে থাকে। (প্রতীকী ছবি)
এছাড়া যেই দল জিতেবে সেই দলের চিয়ারলিডাররা ৩ হাজার টাকা বোনাস, এছাড়া পার্টিতে পারফরম্যান্সের জন্য় ৫ থেকে ১২ হাজার টাকা, ফটোশুটের জন্য আলাদা ৩ থেকে ৫ হাজার টাকা পেয়ে থাকে চিয়ারলিডাররা। ফলে সব মিলিয়ে হাসিন জাহানেরও খারাপ রোজগার ছিল না তা অনুমান করাই যায়। তবে নিজে কিছু বলেননি হাসিন। (প্রতীকী ছবি)
এছাড়া যেই দল জিতেবে সেই দলের চিয়ারলিডাররা ৩ হাজার টাকা বোনাস, এছাড়া পার্টিতে পারফরম্যান্সের জন্য় ৫ থেকে ১২ হাজার টাকা, ফটোশুটের জন্য আলাদা ৩ থেকে ৫ হাজার টাকা পেয়ে থাকে চিয়ারলিডাররা। ফলে সব মিলিয়ে হাসিন জাহানেরও খারাপ রোজগার ছিল না তা অনুমান করাই যায়। তবে নিজে কিছু বলেননি হাসিন। (প্রতীকী ছবি)