Tag Archives: Chicken Recipes

Viral Street Food: দাম মাত্র ২০ টাকা, সন্ধে হলেই ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ, ভিড় সামলাতে হিমশিম! কোথায়?

মুর্শিদাবাদ: সামনেই দুর্গাপুজো। আর পুজোর সময় অনেকেই চান বিভিন্ন ফাস্টফুড খাবার খেতে। ভোজন রসিক বাঙালি । তবে অনেক জায়গায় মাত্র ২০ টাকাতে মিলছে এই স্পেশ্যাল চিকেন স্টিক। রাস্তার ফুড ষ্টলে ভিড় জমান বহু সাধারণ মানুষ। তবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই চিকেন স্টিক। মুখরোচক চিকেন স্টিক খেয়ে পেট ভরাচ্ছেন ভোজন রসিক বাঙালিও। তবে পুজোর সময়ে এই চিকেন স্টিক বেশ ভালই হতে পারে যদি আপনি চান।

কথায় আছে বাঙালি ভোজন রসিক। রাস্তার ফুড বা রেস্টুরেন্টে ভাল কোনও খাবারের গন্ধ পেলেই আগেই সটান হাজির হয়ে যান বাঙালি। তবে মুর্শিদাবাদে মিলছে মুখরোচক চিকেন স্টিক। চিকেনের উপকরণ দিয়ে গরম গরম ভেজে বিক্রি করা হচ্ছে। যা কিনেছেন ক্রেতারা।

আরও পড়ুন-বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

দৈনিক প্রায় ৩০০ পিস এই চিকেন স্টিক তৈরি করা হয়ে থাকে কান্দি গার্লস স্কুল মোড়ে একটি বেসরকারি ফুড স্টলে। সকাল থেকে দৈনিক অক্লান্ত পরিশ্রম করে এটা বানিয়ে থাকেন বিক্রেতারা। আর সন্ধ্যা হলেই দোকানে ভিড় জমে এই চিকেন ষ্টিক-সহ অন্যান্য ফাস্ট ফুড খাওয়ার জন্য। আর সেই খেতেই ভিড় জমান ক্রেতারা।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

জানা গিয়েছে, কয়েক বছর ধরেই কান্দি শহরে এই চিকেন স্টিক বিক্রি করা হয়ে থাকে। যা বর্তমানে খুব জনপ্রিয়। এই চিকেন স্টিক তৈরি করার জন্য চিকেনের সঙ্গে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে আঘ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। তারপর আধ ঘণ্টা পর বের করে টুথ পিকে প্রথমে পেঁয়াজ তারপর চিকেন- এভাবে তিন বার দিয়ে শেষে গেঁথে দিতে হবে। তারপর তেলে ভেজে গরম গরম পরিবেশন করা হয়।অন্যদিকে ক্রেতাদের কথায়, ২০ টাকাতে যেমন মেলে চিকেনের স্বাদ, ঠিক তেমনই মুখরোচক এই মেলে ভাজা ফাস্ট ফুড। প্রায় দিন এই স্পেশ্যাল চিকেন ষ্টিক খেতেই ভিড় জমিয়ে থাকি আমরা। যা অত্যন্ত সুস্বাদু বলেই জানান তারা।

কৌশিক অধিকারী

South Dinajpur News: রেস্তরাঁর স্বাদ বাড়ি বসেই! এই ভাবে বানিয়ে ফেলুন চিকেন রেজালা, হাত চাটবেন

দক্ষিণ দিনাজপুর: আজকাল অনেকেই মাছের পরিবর্তে চিকেন খেতে বেশি পছন্দ করেন। বিশেষ করে স্বাস্থ্যের খাতিরে ডায়েট আর পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত হচ্ছে বাঙালি। তবে গ্রেভি বা কারি হিসেবে চিকেন রেজালা খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু প্রত্যেকবার রেস্তোরাঁ থেকে অর্ডার দেওয়া কি সম্ভব? তাই এবার হল পর্দা ফাঁস। বাড়িতে বসেই সহজলভ্য কিছু উপাদানের সাহায্যে খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন রেজালা। রুটি, পরোটা, পোলাও, লুচি যে কোনও খাবারের সঙ্গেই চোখ বন্ধ করে খেয়ে ফেলা যায় অনায়াসেই।

প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমাণ সাদা তেল ছড়িয়ে তাতে পরিমাণ মতো কেটে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। এর পর পেয়াজ, রসুন, আদা ও কাঁচালঙ্কার একই সঙ্গে বেটে রাখা পেস্ট দিয়ে দিতে হবে। এবারে মেইন উপকরণ লাগবে বেশ কিছুটা পরিমাণ টক দই। উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এর পর মশলা হিসেবে লাগছে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে খেয়াল রাখতে হবে এই রান্নায় কোনরকম ভাবেই হলুদ ব্যবহার করা যাবে না। এর পর বেশ ভালভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে পুরো মিশ্রণটি। সবশেষে উপর থেকে আরও বেশ খানিকটা টক দই ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য।

অপর দিকে, গ্যাসে পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতন সরষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে। উপর থেকে সামান্য মশলা ধোয়া জল দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এর পর ১০ মিনিট পর ঢাকা তুলে মেরিনেট করে রাখা চিকেন ভেজে নেওয়া মশলার উপর দিয়ে ভালভাবে নেড়ে নিতে হবে। কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সহজেই মাংস কষে যায়। আবারও কিছু ক্ষণ বাদে ঢাকা খুললে দেখা যাবে মানুষও থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এর পর আবারও ঢাকা দিয়ে মাংস থেকে বের হওয়া ওই জলেই সেদ্ধ করে নিতে হবে।

আরও পড়ুন- খোসা ছাড়াতে গেলেই ভেঙে যায় ডিম? ‘এইগুলো’ করুন, নরম ডিমও গোটা হাতে পাবেন 

কিছু ক্ষণ বাদে ঢাকা তুললে দেখা যাবে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এর পর ম্যারিনেট করা বাকি মশলা ও একসঙ্গে বেটে নেওয়া কাজু বাদাম, চারমগজ বাটা ও উপর থেকে সামান্য চিনি ছড়িয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সবশেষে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে নিলেই তৈরি গরমা গরম চিকেন রেজালা। রুটি, পরোটা, পোলাও, লুচি যে কোনও খাবারের সঙ্গেই চোখ বন্ধ করে খেয়ে ফেলা যায় অনায়াসেই। মন ভরবে ছোট থেকে বড় সকলেরই।

সুস্মিতা গোস্বামী

Chicken Recipe: তীব্র গরমে হালকা খাবারই মন চায়! চটজলদি বানিয়ে ফেলুন দেশি মুরগির এই রেসিপি

দক্ষিণ দিনাজপুর: ছুটির দিনগুলিতে চিকেন, মটন নিয়ে মেতে থাকলেও বেশির ভাগ দিনে হালকা খাবারই মন চায়। তীব্র গরমে শরীর ভাল থাকে হালকা খাবারে। আর তাছাড়া অফিস বাড়ির মধ্যে দৌড়াদৌড়িতে রান্নাও করতে বেশি সময় লাগে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হয় স্বাদের দিকটিও।

প্রথমেই পরিমাণ মতো দেশি মুরগি নিয়ে তাতে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপর একে একে হলুদ গুঁড়ো, নুন, জিরে বাটা, আদা বাটা ও থেঁতো করে নেওয়া রসুন লঙ্কার পেস্ট, পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কয়েকটি চেড়া কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালভাবেই হাতের সাহায্যে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

আরও পড়ুন: এক দল গিরগিটির মধ্যে কেবল একটিই জিভ বের করে রয়েছে, ৬০ সেকেন্ডে খুঁজে পাবেন? রইল চ্যালেঞ্জ

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে হালকা নেড়ে নিয়ে তাতে গোটা গরম মশলা হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি ও সামান্য গোটা জিরে দিয়ে নেড়ে নিয়ে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিতে হবে। এবার তাতে সামান্য মশলা ধোয়া জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকা তুললে দেখা যাবে ম্যারিনেট করা মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। এরপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে।

মাংস সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে এবার তাতে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বেশ ভালভাবে। এরপর তাতে বেশ কয়েকটা চেড়া কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এতে আলুর সঙ্গে মাংস খুব ভালভাবে কষেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই কিছুক্ষণ পর ঝোল ফুটে গেলে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি কাঁচালঙ্কার দেশি মুরগি। খেয়েও তৃপ্তি পাবেন সকলেই।

সুস্মিতা গোস্বামী