Tag Archives: cpim congress alliance

Lok Sabha Election 2024: মথুরাপুরের গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি বাম-বিজেপির, কারণ শুনলে অবাক হবেন

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ মথুরাপুর লোকসভার গণনাকেন্দ্র পরিবর্তনের দাবি তুলল বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রের ভোট গণনার স্থান বা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের নাম। কিন্তু এই স্কুলে গণনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী সিপিএম এবং বিজেপির দাবি, এই স্কুলে ভোট গণনা কেন্দ্র করা হলে একাধিক অসুবিধা হতে পারে। তাঁদের আশঙ্কা, বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দিতে পারে তৃণমূল কর্মীরা। এমনকি গণনায় কারচুপি এবং প্রভাব খাটানোর আশঙ্কার কথাও জানিয়েছে বিরোধীরা।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে মথুরাপুরের গণনা কেন্দ্র অন্যত্র সরানোর দাবি তোলা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছে সিপিএম। এই নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, এই স্কুলে গণনা কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন সঠিক কাজ করেনি। আমাদের প্রার্থী শরৎ হালদার অভিযোগ জানিয়েছে। এই স্কুল থেকে গণনা কেন্দ্র অন্যত্র সরানো উচিত। এখানে যেভাবে চাপ তৈরি হবে তাতে নিরপেক্ষ ভোট গণনা হওয়া অসম্ভব। কান্তিবাবু অভিযোগ করেন, অতীতে যখন এই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছিল তখন বিরোধী দলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়‌। তার উপর এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। স্বাভাবিকভাবেই এই স্কুলে গণনা কেন্দ্র হলে শাসক দল অতীতের ঘটনার পুনরাবৃত্তি করতে পারে বলে এই বর্ষিয়ান সিপিএম নেতা প্রকাশ করেন।

আর‌ও পড়ুন: মাঠেই শুকিয়ে যাচ্ছে সবজি! গরম বাড়ায় চাষির পেটে কিল

কান্তি গঙ্গোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে একই দাবি করেছেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তিনি বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে কি নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, তৃণমূল প্রার্থী যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি সেখানেই কীভাবে গণনা কেন্দ্র করে নির্বাচন কমিশন? বিজেপির পক্ষ থেকেও লিখিতভাবে গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি জানানো হয়েছে বলে তিনি জানান। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেন, গণনা কেন্দ্র নির্বাচনের বিষয়টি একেবারেই নির্বাচন কমিশনের নিজস্ব ব্যাপার। এখানে তৃণমূলের কোন‌ও যোগ নেই। ফলে গণনা কেন্দ্র সরিয়ে বিরোধীরা তৃণমূলের পাকা ধানে মই দিতে পারবে না। এরপর কিছুটা চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ‘যেখানেই গণনা কেন্দ্র করুক ওদের বিপুল ভোটে হারাব।’

নবাব মল্লিক