Tag Archives: Crococdile

World’s Oldest Crocodile: ৬ জন ‘বউ’! ১০,০০০ ‘সন্তান’! ১২৩ বছর বয়সি বিশ্বের প্রবীণতম মানুষখেকো কুমিরের রক্তাক্ত কীর্তি জানলে শিউরে উঠবেন

সরীসৃপের দৈর্ঘ্য ১৬ ফুট৷ ওজন ৭০০ কেজি৷ বিশ্বের প্রবীণতম কুমিরের নাম ‘হেনরি’৷ মানুষখেকো এই কুমিরের বাস চিড়িয়াখানায়৷
সরীসৃপের দৈর্ঘ্য ১৬ ফুট৷ ওজন ৭০০ কেজি৷ বিশ্বের প্রবীণতম কুমিরের নাম ‘হেনরি’৷ মানুষখেকো এই কুমিরের বাস চিড়িয়াখানায়৷

 

১২৩ বছর বয়সি বৃদ্ধ এই সরীসৃপের বয়স ১২৩ বছর৷ তার সন্তানের সংখ্যা ১০ হাজারের বেশি৷ স্ত্রী ৬ জন৷ বতসোওয়ানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গো বদ্বীপে তার জন্ম ১৯০০ সালের ১৬ ডিসেম্বর৷
১২৩ বছর বয়সি বৃদ্ধ এই সরীসৃপের বয়স ১২৩ বছর৷ তার সন্তানের সংখ্যা ১০ হাজারের বেশি৷ স্ত্রী ৬ জন৷ বতসোওয়ানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গো বদ্বীপে তার জন্ম ১৯০০ সালের ১৬ ডিসেম্বর৷

 

করাতের মতো তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকার ধরত হেনরি৷ তার মূল শিকার ছিল স্থানীয় আদিবাসীদের সন্তান৷ রক্তপিপাসু এই প্রাণীকে হত্যা করতে উঠেপড়ে লেগেছিল আদিবাসীরা৷
করাতের মতো তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকার ধরত হেনরি৷ তার মূল শিকার ছিল স্থানীয় আদিবাসীদের সন্তান৷ রক্তপিপাসু এই প্রাণীকে হত্যা করতে উঠেপড়ে লেগেছিল আদিবাসীরা৷

 

বিশিষ্ট শিকারি হেনরি নিউম্যানকে খবর দেওয়া হয় তাকে হত্যার জন্য৷ কিন্তু শেষ পর্যন্ত কুমিরকে বধ না করে জীবিত ধরেন হেনরি৷ পাঠানো হয় চিড়িয়াখানায়৷ শিকারির নামেই করা হয় তার নামকরণ৷
বিশিষ্ট শিকারি হেনরি নিউম্যানকে খবর দেওয়া হয় তাকে হত্যার জন্য৷ কিন্তু শেষ পর্যন্ত কুমিরকে বধ না করে জীবিত ধরেন হেনরি৷ পাঠানো হয় চিড়িয়াখানায়৷ শিকারির নামেই করা হয় তার নামকরণ৷

 

গত ৪০ বছর তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্কটবার্গের ক্রকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার৷ সেখানে পর্যটক ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ সে৷
গত ৪০ বছর তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্কটবার্গের ক্রকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার৷ সেখানে পর্যটক ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ সে৷

 

হেনরি হল ‘নাইল’ (নীলনদ থেকে নাম) প্রজাতির কুমির৷ সাহার মরু সংলগ্ন ২৬ দেশে পাওয়া যায় এই প্রজাতি৷ তাদের বিস্তৃত বিচরণক্ষেত্রে কয়েকশো মৃত্যুর জন্য দায়ী এই ভয়ঙ্কর প্রজাতি৷
হেনরি হল ‘নাইল’ (নীলনদ থেকে নাম) প্রজাতির কুমির৷ সাহার মরু সংলগ্ন ২৬ দেশে পাওয়া যায় এই প্রজাতি৷ তাদের বিস্তৃত বিচরণক্ষেত্রে কয়েকশো মৃত্যুর জন্য দায়ী এই ভয়ঙ্কর প্রজাতি৷

 

হেনরি প্রবীণতম কুমির৷ আকারে বৃহত্তম কুমির হল ক্যাসিয়াস৷ ১৬ ফুট লম্বা নোনাজলের এই সরীসৃপের বাস অস্ট্রেলিয়া৷ ১৯৮৪ সালে ধরা পড়া এই কুমিরের ঠিকানা কুইন্সল্যান্ড উপকূলের গ্রিন আইল্যান্ডে মেরিনল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট৷
হেনরি প্রবীণতম কুমির৷ আকারে বৃহত্তম কুমির হল ক্যাসিয়াস৷ ১৬ ফুট লম্বা নোনাজলের এই সরীসৃপের বাস অস্ট্রেলিয়া৷ ১৯৮৪ সালে ধরা পড়া এই কুমিরের ঠিকানা কুইন্সল্যান্ড উপকূলের গ্রিন আইল্যান্ডে মেরিনল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট৷

Ganga River: এবার গঙ্গায় ‘দৈত্য’, ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলল! নামলেই ছিড়ে খেয়ে নেবে

মালদহ: মাঝ গঙ্গায় ভেসে বেড়াচ্ছে বিশাল এক প্রাণী। কখনও ঢেউয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। আবার কখনও ভেসে উঠছে। মাঝে মধ্যে নদীর তীরে এসে জলের উপর ভেসে থাকছে প্রাণীটি। যেটিকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গঙ্গা তীরবর্তী এলাকায়।

ভয়ে মৎস্যজীবীরা ডিঙি নিয়ে নদীতে নামছেন না। মালদহের মানিকচক গঙ্গা ঘাটে মৎসজীবীদের মাছ ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে আতঙ্কে। এমনকী ছোট ছোট নৌকায় ফেরি পারাপার করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন গঙ্গা নদীতে ভাসমান প্রাণীটি কুমির। মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় সাত থেকে আট ফুটের এই কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন।

আরও পড়ুন: ‘স্কুলে কী হয়?’ মমতার প্রশ্নের মুখে খুদেরা! চা বাগানেও সবুজ স্বপ্ন ফেরি মুখ্যমন্ত্রীর, দারুণ সব ছবি

এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা তপন দাস বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদেরকে সচেতন করা হয়েছে। গঙ্গায় কুমির দেখা দিয়েছে। আমরা আতঙ্কে রয়েছি।’ ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। এদিন মানিকচক থানার পুলিশ এবং বন দফতরের কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে।

আরও পড়ুন: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! ট্রেনের আপ-ডাউন কীভাবে ঠিক হয় জানেন?

নৌকাতে করে গঙ্গা নদীতে টহলদারী শুরু করেছে বন দফতর। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেই সেই বিষয়ে এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় মৎসজীবী থেকে স্থানীয়দের। বন দফতরের কর্তাদের অনুমান কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়। মানুষকে কুমির থেকে সতর্ক করা হচ্ছে। বন দফতরের কর্মীরা সমস্ত রকম ভাবে তৎপর রয়েছে এই বিষয়ে। তবে কুমিরকে নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে নদীর তীরবর্তী অঞ্চলের মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ।

হরষিত সিংহ

Viral Video: বৃষ্টিভেজা রাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, সে কী কাণ্ড! আঁতকে ওঠার মতো ভিডিও

চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে লাগাতার বৃষ্টি চলছে। চার ডিসেম্বর বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। যে কারণে সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। এরই মধ্যে আঁতকে ওঠার মতো দৃশ্য ধরা পড়ল চেন্নাইয়ের রাস্তায়।

এই পরিস্থিতিতে চেন্নাই শহরের একটি রাস্তায় কুমিরের অবস্থানের কথা জানিয়ে এক ব্যক্তি ছবি শেয়ার করতেও আতঙ্ক আরও বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। কুমির দেখা গিয়েছে শহরের পেরুঙ্গালাথুর এলাকায়। ঝোপের মধ্যে দেখা গিয়েছে এই সরীসৃপকে। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার উপর দিয়ে ঝোপে নামছে কুমিরটি।

আরও পড়ুন: কালচে-লাল না কমলা-গোলাপি? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনি কতটা সুস্থ, জানুন

পাশ দিয়ে চলে যাচ্ছে ফুড ডেলিভারি বয়ের স্কুটার, গাড়িতে বসে কেউ ভিডিও করছন। সেই মোবাইলের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিরের এই ভিডিওয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তামিলনাড়ুর বনবিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুপ্রিয়া সাহু এই কুমিরের কাছে না যাওয়ার অনুরাধ করেছেন। তিনি বলেছেন, এরা লাজুক প্রাণী। সাধারণভাবে মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে।

আরও পড়ুন: জয়েন্টের ব্যথা? পা ফুলে ঢোল? কাবু না হয়ে অপরিহার্য এই শুকনো ফল খান, হাতেনাতে উপকার!

তামিলনাড়ুর বন সচিব সুপ্রিয়া সাহু যদিও জানিয়েছেন, এই কুমির সাধারণত মানুষকে আক্রমণ করে না। ?চেন্নাইয়ের বেশ কয়েকটি জলাশয়ে কয়েকটি মাগার কুমির রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলাশয় উপচে পড়ার কারণেই এই কুমিরটি রাস্তায় বেরিয়ে এসেছে। এই প্রাণীগুলোকে নিজেরদের মতো থাকতে দিলে এবং কোনওভাবে উত্যক্ত না করলে মানুষের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই,? জানিয়েছেন তিনি।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F