Tag Archives: Cyber Crime

North 24 Parganas News: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ

উত্তর ২৪ পরগনা: প্রতিমুহূর্তে রাজ্যের নানা প্রান্তে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। উত্তর ২৪ পরগনা জেলারও নানা প্রান্তে প্রতিদিন সাইবার ক্রাইমের অপরাধ দায়ের হচ্ছে স্থানীয় থানা গুলিতে। সে ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানকে বাড়তি চাপ সামলাতে হচ্ছিল এতদিন যাবত। তবে এবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঘোলার পর নিউ ব্যারাকপুর থানায় চালু করল সাইবার ক্রাইম অপরাধের বিশেষ ডেস্ক।

আরও পড়ুন:  বেঘোরে প্রাণ গেল একজনের ,আহত আরও দুই! মহিলাদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই কারখানা! 

ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল “সাইবার বন্ধু”।ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু। এদিন নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু প্রকল্প।

আরও পড়ুন: দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য

ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি সহ বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও চালু করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন ও দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। টাকা ও মোবাইল ফেরত পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান উপকৃত ব্যক্তিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই এই সাইবার বন্ধু বিষয়ে এলাকার মানুষকে জানাতে মাইকিং প্রচারও শুরু করেছে প্রশাসন।

Rudra Narayan Roy

Boat data leak: নামী এই ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করেন? সামনে এল বিরাট কেলেঙ্কারি, বিপদে লক্ষ লক্ষ গ্রাহক

মুম্বই: হেডফোন, ইয়ারফোন অথবা ইয়ারপড৷ ভারতের বাজারে এই ধরনের অডিও ডিভাইসের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড বোট৷ সাধ্যের মধ্যে ভাল মানের অডিও ডিভাইসের জন্য সুনাম রয়েছে সংস্থাটির৷ ভারতে প্রায় ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে বোট-এর৷

কিন্তু এবার বোট-এর লক্ষ লক্ষ গ্রাহকের জন্য চরম দুঃসংবাদ৷ জানা গিয়েছে, বোট-এর কাছে থাকা তাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ শুধু তাই নয়, খুবই সস্তায় সেই ফোন নম্বর, ই মেল আইডি এমন কি বাড়ির ঠিকানা সহ সেই সমস্ত তথ্যই ডার্ক ওয়েবে নাম মাত্র দামে বিক্রি করা হচ্ছে৷ ফোর্বস-এর একটি রিপোর্টেই এই দাবি করা হয়েছে৷
ওই রিপোর্টে বলা হয়েছে, শপিফাই গাই নামে এক হ্যাকার বোট-এর কাছে থাকা তাদের গ্রাহকদের এই তথ্য চুরি করেছে৷ সবমিলিয়ে বোট-এর প্রায় ২ জিবি তথ্য হাতিয়ে নিয়েছে ওই হ্যাকার৷

বোট-এর গ্রাহকদের ফোন নম্বর, ই মেল আইডি ব্যবহার করে তাঁদের ফোন থেকে আরও ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা হতে পারে৷ এমন কি, আর্থিক প্রতারণার চেষ্টাও করা হতে পারে৷ এই ধরনের প্রতারণার উদ্দেশ্যে হ্যাকাররা ফোন করে বিভিন্ন ধরনের ভুয়ো ওয়েবসাইটে ক্লিক করা অথবা অ্যাপ ডাউনলোড করার কথা বলতে পারে৷ ভুয়ো ওয়েবসাইট অথবা অ্যাপ ইনস্টল করার লিঙ্ক পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতো অপরাধের ঘটনা আজকাল প্রতিনিয়তই শোনা যায়৷

আরও পড়ুন: চার হাজার সাংসদ হবে এনডিএ-র!’ বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি

সবথেকে মারাত্মক বিষয়, বোট-এর থেকে সংস্থার গ্রাহকদের যা যা তথ্য ওই হ্যাকার চুরি করেছে, সেগুলি এখন ডার্ক ওয়েবে বিক্রির চেষ্টা চলছে৷ ভারতীয় মুদ্রায় মাত্র ১৮০ টাকায় ওই সমস্ত তথ্য যে কেউ কিনে অসাধু উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন৷

বোট-এর পণ্য যাঁরা কিনেছেন, তাঁদের নাম, মোবাইল নম্বর, ই মেল আইডির মতো তথ্য সংস্থার তথ্য ভাণ্ডারে থাকার সম্ভাবনা প্রবল৷ যদিও এই তথ্য চুরির ঘটনা নিয়ে বোট ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

USB Scam Warning: যেখানে সেখানে মোবাইল চার্জ দিচ্ছেন? বড় সতর্কবার্তা কেন্দ্রের, ঠিক কী বিপদ

নয়াদিল্লি: রেল স্টেশন হোক অথবা বিমানবন্দর, হোটেল- অনেক সময়ই পাবলিক চার্জিং পয়েন্ট থেকেই মোবাইল চার্জ দিতে বাধ্য হন অনেকে৷ কিন্তু এই ধরনের পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করার বড়সড় খেসারত দিতে হতে পারে আপনাকে৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই এবার এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হল৷ কেন্দ্রের সতর্কবার্তায় একে ইউএসবি স্ক্যাম বলে দাবি করা হয়েছে৷

কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, সাইবার অপরধারীরা এই ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করেই ফোনের থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে৷ এই পদ্ধতিকে বলা হচ্ছে জুস জ্যাকিং৷ এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীরা এমন ফাঁদ পাতে যাতে পাবলিক চার্জিং পয়েন্টের ইউএসবি পোর্ট ফোনে কানেক্ট করলেই তথ্য পাচার হতে থাকে৷ তা না হলে, ইউএসবি পোর্টের মধ্যে দিয়েই এমন ম্যালওয়্যার ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে অন্যের তথ্য সরাসরি হ্যাকারদের ফোনে চলে যেতে পারে৷

আরও পড়ুন: দার্জিলিংয়ে বিজেপি বনাম বিজেপি! রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী দলেরই বিধায়ক

কেন্দ্রের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই পদ্ধতিতে বহু ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারিতদের ব্যক্তিগত তথ্য পাচার করার ভয় দেখিয়ে প্রতারিতদের থেকে বিপুল পরিমাণ টাকাও দাবি করা হচ্ছে৷

কেন্দ্রের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সবসময় ব্যক্তিগত চার্জার সঙ্গে রাখা উচিত৷ একান্তই তা সম্ভব না হলে দেওয়ালে থাকা কোনও প্লাগ পয়েন্ট থেকে মোবাইল চার্জ করা উচিত৷ পাশাপাশি, সবসময় ফোন বন্ধ করে চার্জ দেওয়া উচিত৷ কোনও ভাবে এই ধরনের প্রতারণার শিকার হলে ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা www.cybercrime.gov.in-এ অভিযোগ জানান৷