Tag Archives: Cyclone Dana
Depression Over Bay Of Bengal: বঙ্গোপসাগরে গুটিসুটি মেরে এগোচ্ছে নিম্নচাপ, ২৪ ঘণ্টা পেরোলেই হাওয়া বদল বাংলায়, হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন
Cyclone Dana update: বাতিল ১৬০টি লোকাল! ঘূর্ণিঝড় দানার ভয়ে শিয়ালদহ থেকে ছাড়বে না ট্রেন, বড় ঘোষণা রেলের
Cyclone Dana train cancellation: দানার ভয়ে সতর্ক রেলও! তিন দিন হাওড়া, শালিমার থেকে বাতিল বহু ট্রেন, রইল তালিকা
কলকাতা: ওড়িশার পুরীর কাছেই সম্ভবত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা৷ আর তারই জেরে ওড়িশা থেকে অথবা ওড়িশার উপর দিয়ে চলাচলকারী ১৫১টি বাতিল করল দক্ষিণ পূর্ব রেল৷ তার মধ্যে অনেকগুলি ট্রেনই এমন রয়েছে যা এ রাজ্য থেকে যাতায়াত করে৷
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর ছাড়ার কথা ছিল৷ এর মধ্যে হাওড়া থেকে ছেড়ে যাওয়া এবং হাওড়াগামী একাধিক ট্রেন রয়েছে৷
আরও পড়ুন: আমফানের থেকেও কি বেশি শক্তিশালী দানা? বাংলায় কত উঠবে ঘূর্ণিঝড়ের গতি, কোথায় কোথায় তাণ্ডব
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ অক্টোবর বাতিল থাকবে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, হাওড়া- ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া- পুরী এক্সপ্রেস, শালিমার-হায়দ্রাবাদ এক্সপ্রেস, সাঁতরাগাছি- ম্যাঙ্গালুরু এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া, এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া, তিরুনেলভেলি- পুরুলিয়া, এমজিআর চেন্নাই সেন্ট্রাল- হাওড়া, পুরী-শিয়ালদহ এক্সপ্রেস, কলকাতা স্টেশন-পুরী এক্সপ্রেস, পুদুচেরি- হাওড়া এক্সপ্রেসের মতো ট্রেনগুলি বাতিল থাকবে৷
২৫ অক্টোবর খড়্গপুর-ভদ্রক এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, পুরী-হাওড়া এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস, সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, ভদ্রক- হাওড়া এক্সপ্রেস, হাওড়া-দিঘা, পাঁশকুড়া-দিঘা, মালদহ টাউন-দিঘা এক্সপ্রেসের মতো ট্রেন বাতিল থাকবে৷
এ ছাড়াও শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩.২০.২০২৪ ছাড়ার কথা), পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, আসানসোল হলদিয়া এক্সপ্রেস (২৪.১০.২০২৪ তারিখে ছাড়ার কথা) সহ ১৯টি ট্রেন বাতিল করেছে ইস্ট কোস্ট রেল৷
Digha Cyclone Dana Update: দানা বাঁধছে ‘দানা’র ভয়! বুধবার দুপুর ১২টা, দিঘা ছাড়তে পর্যটকদের চরম সময়! ভুলেও পা বাড়াবেন না
Severe Cyclone Alert: সমুদ্রের উপর শ্লথগতি, ক্রমশ শক্তিবৃদ্ধি সাইক্লোনের, ২৪ ঘণ্টায় সাইক্লোন হবে আরও দানব, এখন ঠিক কোথায় দাঁড়িয়ে ফুঁসছে, রইল লেটেস্ট আপডেট
Cyclone Dana Alert IMD: তছনছ করবে ‘সিভিয়ার’ সাইক্লোন ‘দানা’…! বুধ থেকে শনি কী হতে চলেছে? দুর্যোগ চরমে পৌঁছবে কবে? ‘সব’ আপডেট জানিয়ে দিল IMD
Cyclone Dana update: কোথায় অবস্থান করছে ডানা, কবে, কোথায় আছড়ে পড়বে? দেখুন ভিডিও
সাগর থেকে ৭৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’৷ এ দিন এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর রাত অথবা ২৫ অক্টোবর ভোরে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় ডানার৷ তবে এ রাজ্যে ল্যান্ডফল না হলেও রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে রীতিমতো তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়৷ এই দুই জেলায় ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে, তাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷
Cyclone Dana wind speed: আমফানের থেকেও কি বেশি শক্তিশালী দানা? বাংলায় কত উঠবে ঘূর্ণিঝড়ের গতি, কোথায় কোথায় তাণ্ডব
Cyclone Dana:: কালী পুজোর আগেই ঘূর্ণিঝড় ‘ডানা’-র পূর্বাভাস! চিন্তায় উপকূলীয় এলাকার মৃৎশিল্পীরা
দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে চিন্তায় উপকূলীয় এলাকার মৃৎশিল্পীরা। সামনেই রয়েছে কালীপুজো। সেজন্য মৃৎশিল্পীদের মধ্যে রয়েছে চরম ব্যস্ততা। কিন্তু সব হিসাব গুলিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড়।ঝড় আসলে তার সঙ্গে দোসর হিসাবে আসে বৃষ্টি। আর সেই বৃষ্টিই চিন্তায় ফেলছে মৃৎশিল্পীদের। সাধারণত মৃৎশিল্পীরা ত্রিপলের ছাউনি করে তার মধ্যে প্রতিমা তৈরি করেন। সেই দুর্বল ছাউনি ঝড়ের মুখে কতক্ষণ টিকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে অমর হালদার নামে এক মৃৎশিল্পী জানিয়েছেন, ‘ঝড়বৃষ্টি হলে খুবই ক্ষতি হবে। অনেকগুলি অর্ডার নেওয়া রয়েছে সময়ে সব দেওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।’
আরও পড়ুন: বঙ্গোপসাগরই হবে ‘ডানা’র আঁতুড়ঘর! ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি উপকূলে, চলছে মাইকিং
তবে প্রতিবছর প্রতিমা তৈরির সময় প্রায় এরকম সমস্যা হওয়ায় অনেকে আবার স্থায়ী ছাউনি বানিয়েছেন। রোদ না উঠলে তারা ব্যবহার করছেন ড্রায়ার। এরকম এক মৃৎশিল্পী লক্ষীকান্ত শিউলি জানিয়েছেন, এইরকম হতে পারে তা আন্দাজ করে সব ব্যবস্থা আগে থেকেই করেছেন তাঁরা।
তবে মোটের উপর অধিকাংশ মৃৎশিল্পী কিন্তু চিন্তায় রয়েছেন। ঝড়ের প্রভাব যেহেতু উপকূলীয় এলাকায় পড়বে, সেক্ষেত্রে প্রতিমা তৈরির শেষের দিকে এসে এই ঝড় সমস্যায় ফেলবে তাদের তা আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক