Tag Archives: Dog Attack

Dog Bite: কুকুর কামড়ালে ভুল করেও এই কাজটি করবেন না; চিকিৎসক কী বলছেন জেনে নিন এখনই

দেহরাদুনে ক্রমবর্ধমান উত্তাপের সঙ্গে সঙ্গে কুকুররা খুব ক্ষুব্ধ হয়ে উঠছে এবং হাসপাতালে কুকুরের কামড়ের অনেক ঘটনা জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে, কুকুরের কামড়ের পর হলুদ, লঙ্কা, কোলগেট ইত্যাদি লাগিয়ে মানুষ হাসপাতালে পৌঁছে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন এমনটি না করতে, কারণ এতে ত্বকে সংক্রমণ হতে পারে।

আরও পড়ুনঃ একমাস একগ্লাস করে খেলেই ম্যাজিক…! হাই কোলেস্টেরল কমাবে ৫ ‘ঘরোয়া’ পানীয়!

গত কয়েক বছরে কুকুরের কামড়ের ঘটনা দ্রুত বেড়েছে। নগরীর রাস্তায় বিচরণকারী কুকুর শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকেই আক্রমণ করেছে। কুকুরের কামড়ের এই ঘটনা ছাড়াও, সবচেয়ে বড় সমস্যা হল কুকুরের কামড়ের পরে রোগী সঠিক প্রাথমিক চিকিৎসা পান না। এমন পরিস্থিতিতে অনেক রোগী প্রায়ই হাসপাতালে আসেন, যাঁরা নিজেরাই কুকুরের কামড়ের চিকিৎসা করার চেষ্টা করেন। কেউ ক্ষতস্থানে হলুদ লাগান, কেউ লাল লঙ্কার গুঁড়ো, কেউবা ক্ষতস্থানে মোটা ব্যান্ডেজ লাগান। যার কারণে কুকুরের লালায় থাকা ভাইরাস কমার পরিবর্তে দ্রুত রোগীর শরীরের ভিতরের টিস্যু ও রক্তে পৌঁছে যায়, যা ক্ষতিকর।

দেহরাদুনের দুন হাসপাতালের চিকিৎসক ডা. সোনিয়া লোকাল নিউজ18-কে জানিয়েছেন যে, কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক নামক রোগ হয়। এই রোগটি এতটাই বিপজ্জনক যে এর চিকিৎসা সম্ভব নয় এবং মানুষ অচিরেই প্রায় প্রাণ হারায়। কুকুরের কামড়কে তিন ধরনের শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে কুকুরের লালা অক্ষত ত্বকের সংস্পর্শে আসে, দ্বিতীয় ক্যাটাগরিতে এটি ব্যক্তির ত্বকে আঁচড়ের সৃষ্টি করতে পারে এবং তৃতীয় ক্যাটাগরি সবচেয়ে বিপজ্জনক, যেখানে মানুষের শরীর থেকে কুকুর বা অন্য কোনও প্রাণী মাংস বের করে নেয়।

ভুল করেও এই কাজ করা উচিত নয়

ডা. সোনিয়া বলেন, কুকুরে কামড়ানোর পর ক্ষতস্থানে হলুদ, লবণ ও লঙ্কা মাখিয়ে অনেকে আসেন, যা ঠিক নয়। তিনি বলেন, কুকুরের কামড়ের ক্ষেত্রে আহত স্থানটি প্রায় ১০ মিনিট ধরে জলে ধুয়ে ফেলতে হবে এবং এর জন্য সাবানও ব্যবহার করা যেতে পারে, তবে খালি হাতে নয়। ১০ থেকে ১৫ মিনিটের জন্য পরিষ্কার জল দিয়ে ক্ষত ধোয়ার পরে, বেটাডিন ইত্যাদির মতো অ্যান্টিসেপটিক প্রয়োগ করতে হবে। এছাড়া টিটেনাস এবং জলাতঙ্ক উভয়ের টিকা ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে। কিছু মানুষ কুকুরের কামড়ের পরে ক্ষত সেলাই করেন, এমনটি করা উচিত নয়। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকও খেতে হবে। মনে রাখতে হবে যে, কুকুর কামড়ানোর পরে, নন-ভেজ এবং মশলাদার খাবার এড়ানো উচিত।

Viral News: লিফটে ঢুকে কিশোরীকে কামড়, কুকুর-হানার নয়ডার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

নয়ডাঃ অনেকেরই ধারণা, পোষা কুকুর না কি কামড়ে দেয় না। যাঁদের কুকুরে ভয় থাকে, তাঁরা সহজে এ কথা মেনে নিতে পারেন না। তবে সব মালিক যে অতিথি ভয় পেলেও তাঁদের সামনে কুকুর বেঁধে রাখেন, এমন নয়। ফলে, অনেক সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পোষা কুকুর কোনও কারণ ছাড়াই কামড়ে দিয়েছে কাউকে, এমন উদাহরণ নেহাত বিরল নয়। তবে, সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় ঘটে যাওয়া যে ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা বেশ আতঙ্কের।

সম্প্রতি এই ভিডিওটি এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন জ্যোতি কারকি নামের এক ইউজার। সেই ভিডিও ফুটেজে লিফটের ভিতরে এক কিশোরীকে দেখা যাচ্ছে। লিফটের ভিতরে তাকে এক দিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। এক সময়ে লিফট যখন এক ফ্লোরে এসে থামে, তখন এক ব্যক্তিতে শশব্যস্ত হয়ে লিফটে ঢুকে আসতে দেখা যায়। লিফটে ঢুকে তিনি একটা কুকুরকে ভিতর থেকে বের করে আসেন। দেখে মনে হয়, কুকুরটা আগে কোনও ফ্লোরে যখন লিফট থেমেছিল, তখন ভিতরে ঢুকে পড়েছিল।

এর পরেও অবশ্য তার উৎপাত বন্ধ হয়নি। ওই কুকুর আবার দৌড়ে আসছিল লিফটের দিকে, কিশোরীকে আবার কামড়ে দিতে। সৌভাগ্যবশত সেই সময়ে লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় মেয়েটি সে যাত্রা রক্ষা পায়। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে ভয়ে থরথর করে কাঁপতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, সে নিজের হাতে কুকুরের আঁচড় বা কামড়ের ক্ষত পরীক্ষা করছে। এক সময়ে, টি-শার্টে চোখের জল মুছতেও দেখা যায় তাকে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এলে তাকে বেরিয়ে যেতে দেখা যায়।

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার ১০৭ সেক্টরের লোটাল ৩০০ সোসাইটিতে ঘটেছে। এর আগেও এলাকায় কুকুরের উৎপাতের খবর মিলেছে। তবে, সাম্প্রতিক এই ঘটনার জেরে কারও কোনও অভিযোগ দায়ের করার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Dog Facts: হঠাৎ রাস্তার কুকুর তাড়া করেছে? কী করবেন জানেন? বিশেষজ্ঞেরা জানালেন ‘সঠিক’ নিয়ম! একটু ভুল করলেই…!

পথচলতি যাতায়াতে কুকুরের মুখোমুখি হতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর। কুকুর অনেকে ভালবাসেন। এমনকি আদরও করেন অনেকে রাস্তার কুকুরদের। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
পথচলতি যাতায়াতে কুকুরের মুখোমুখি হতে হয়নি এমন মানুষ পাওয়া দুস্কর। কুকুর অনেকে ভালবাসেন। এমনকি আদরও করেন অনেকে রাস্তার কুকুরদের। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
আকস্মিক আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। চলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
১. ভয় পাবেন নাপ্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে। যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা।
১. ভয় পাবেন না
প্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে। যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা।
ভয় পাওয়া দেখানো চলবে না একেবারেই। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
ভয় পাওয়া দেখানো চলবে না একেবারেই। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
২. থেমে যান, ধীরে হাঁটুনহাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
২. থেমে যান, ধীরে হাঁটুন
হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না।
৩. সরাসরি তাকাবেন নাকুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
৩. সরাসরি তাকাবেন না
কুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
৪. মনোযোগ ঘুরিয়ে দিনকুকুরকে অন্য কোনও জিনিস দিয়ে ভুলিয়ে দিন। যাতে আপনার দিকে আর সে না তাকায়। আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে।
৪. মনোযোগ ঘুরিয়ে দিন
কুকুরকে অন্য কোনও জিনিস দিয়ে ভুলিয়ে দিন। যাতে আপনার দিকে আর সে না তাকায়। আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে।
কুকুরটি সেটিতে সে তখন মন দেবে। আর মনোসংযোগে বাধা পড়লে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে কুকুরটি।
কুকুরটি সেটিতে সে তখন মন দেবে। আর মনোসংযোগে বাধা পড়লে আপনাকে তাড়া করা ছেড়ে দেবে কুকুরটি।

Knowledge News: বাইক-গাড়ি চালাতে গেলেই কুকুর পিছনে দৌড়য়, এর কারণ কী, কী বলছে বিজ্ঞান

: বহু মানুষ বাইক বা স্কুটারে করে তাঁদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় যান। অনেকেই আবার রাতে গাড়িতে করে বেড়াতে পছন্দ করেন।  যাঁরা যদি গাড়ি, বাইক বা স্কুটারও চালান তবে আপনারও অবশ্যই এই বিশেষ অভিজ্ঞতা হয়েছে। কুকুর হঠাৎ করেই চলন্ত বাইক, স্কুটার বা গাড়ি তাড়া করতে পারে৷ যখন তারা হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রবল  জোরে ঘেউ ঘেউ করতে থাকে।
: বহু মানুষ বাইক বা স্কুটারে করে তাঁদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় যান। অনেকেই আবার রাতে গাড়িতে করে বেড়াতে পছন্দ করেন।  যাঁরা যদি গাড়ি, বাইক বা স্কুটারও চালান তবে আপনারও অবশ্যই এই বিশেষ অভিজ্ঞতা হয়েছে। কুকুর হঠাৎ করেই চলন্ত বাইক, স্কুটার বা গাড়ি তাড়া করতে পারে৷ যখন তারা হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রবল  জোরে ঘেউ ঘেউ করতে থাকে।
যখন রাস্তার কুকুর আপনাকে তাড়া করে, তখন যিনি চালক থাকেন তিনি  গাড়ির গতি বাড়ান। চেষ্টা করেন যত দ্রুত সম্ভব পথ থেকে কুকুরকে এড়িয়ে জায়গাটা ছেড়ে যাওয়ার৷ এই তাড়াহুড়োয় অনেক সময় দুর্ঘটনা ঘটে মানুষের। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন কুকুর হঠাৎ গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে?
যখন রাস্তার কুকুর আপনাকে তাড়া করে, তখন যিনি চালক থাকেন তিনি  গাড়ির গতি বাড়ান। চেষ্টা করেন যত দ্রুত সম্ভব পথ থেকে কুকুরকে এড়িয়ে জায়গাটা ছেড়ে যাওয়ার৷ এই তাড়াহুড়োয় অনেক সময় দুর্ঘটনা ঘটে মানুষের। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন কুকুর হঠাৎ গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে?
কুকুরকে খুব অনুগত এবং মানুষের বন্ধু হিসেবে ধরা হয়৷  কিন্তু এরপরেও  কেন  কুকুরগুলি হঠাৎ আপনার স্কুটার, বাইক বা গাড়িকে তাড়া করে যেন তারা আপনার কট্টর শত্রু। এ সময় কুকুর প্রবল জোরে গাড়ির পেছনে দৌড়ায়। সেই সময়, যদি আপনি পড়ে যান বা আপনার পোশাকের কোনও কাপড় তাদের মুখে আসে, তাহলে আর নিস্তার নেই৷
কুকুরকে খুব অনুগত এবং মানুষের বন্ধু হিসেবে ধরা হয়৷  কিন্তু এরপরেও  কেন  কুকুরগুলি হঠাৎ আপনার স্কুটার, বাইক বা গাড়িকে তাড়া করে যেন তারা আপনার কট্টর শত্রু। এ সময় কুকুর প্রবল জোরে গাড়ির পেছনে দৌড়ায়। সেই সময়, যদি আপনি পড়ে যান বা আপনার পোশাকের কোনও কাপড় তাদের মুখে আসে, তাহলে আর নিস্তার নেই৷
বিজ্ঞান বলছে কুকুরের এই আচরণের জন্য মানুষ দায়ী নন, বরং  গাড়ির টায়ারই তাদের লক্ষ্য। আসলে গাড়ির টায়ার থেকে আসা অন্যান্য কুকুরের গন্ধের কারণে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। আসলে, কুকুরের ঘ্রাণ ক্ষমতা খুব বেশি।
বিজ্ঞান বলছে কুকুরের এই আচরণের জন্য মানুষ দায়ী নন, বরং  গাড়ির টায়ারই তাদের লক্ষ্য। আসলে গাড়ির টায়ার থেকে আসা অন্যান্য কুকুরের গন্ধের কারণে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। আসলে, কুকুরের ঘ্রাণ ক্ষমতা খুব বেশি।
কুকুররা গাড়ির টায়ার বা পিলারে প্রস্রাব করে তাদের ঘ্রাণ অন্য কুকুরের কাছে ছড়িয়ে দিতে চায়।  গাড়ি একটি কলোনি বা রাস্তার মধ্য দিয়ে যায়, তখন সেই জায়গার কুকুরেরা টায়ারের উপর অন্য কুকুরের গন্ধ পায়। এই গন্ধের কারণে কুকুর আপনার গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে। আসলে, কুকুররা তাদের এলাকার অন্যান্য এলাকার কুকুর সহ্য করে না।
কুকুররা গাড়ির টায়ার বা পিলারে প্রস্রাব করে তাদের ঘ্রাণ অন্য কুকুরের কাছে ছড়িয়ে দিতে চায়।  গাড়ি একটি কলোনি বা রাস্তার মধ্য দিয়ে যায়, তখন সেই জায়গার কুকুরেরা টায়ারের উপর অন্য কুকুরের গন্ধ পায়। এই গন্ধের কারণে কুকুর আপনার গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে। আসলে, কুকুররা তাদের এলাকার অন্যান্য এলাকার কুকুর সহ্য করে না।
এ কারণে তারা যখন আপনার গাড়ির টায়ার থেকে অন্য এলাকার কুকুরের গন্ধ পায়, তখন তারা গাড়ির পিছনে দৌড়াতে থাকে এবং ঘেউ ঘেউ করতে থাকে। একই সময়ে, আপনি যখন আপনার গাড়ির গতি বাড়ান, তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেক সময় এর ফলে বাইক বা স্কুটারের ভারসাম্য বিঘ্নিত হয় এবং দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়াই বুদ্ধিমানের কাজ।
এ কারণে তারা যখন আপনার গাড়ির টায়ার থেকে অন্য এলাকার কুকুরের গন্ধ পায়, তখন তারা গাড়ির পিছনে দৌড়াতে থাকে এবং ঘেউ ঘেউ করতে থাকে। একই সময়ে, আপনি যখন আপনার গাড়ির গতি বাড়ান, তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেক সময় এর ফলে বাইক বা স্কুটারের ভারসাম্য বিঘ্নিত হয় এবং দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়াই বুদ্ধিমানের কাজ।
কুকুরগুলিও প্রায়শই এমন যানবাহনের পিছনে দৌড়ায় যেখানে তাদের একজন সঙ্গী আহত হয়েছে বা দুর্ঘটনায় তাদের একজনকে হত্যা করেছে। একই সময়ে, আপনার এলাকার বিপথগামী কুকুর যদি কোনো যানবাহনকে তাড়া করে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই গাড়িটি আপনার এলাকার নয়।
কুকুরগুলিও প্রায়শই এমন যানবাহনের পিছনে দৌড়ায় যেখানে তাদের একজন সঙ্গী আহত হয়েছে বা দুর্ঘটনায় তাদের একজনকে হত্যা করেছে। একই সময়ে, আপনার এলাকার বিপথগামী কুকুর যদি কোনো যানবাহনকে তাড়া করে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই গাড়িটি আপনার এলাকার নয়।

Dog Bites School Girl: এক কামড়ে শিশুর নাক-মুখ খুবলে নিল রাস্তার কুকুর!

মহিষাদল: ভয়ঙ্কর ঘটনা! প্রকাশ্য রাস্তায় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে সাত বছরের এক শিশুর নাক মুখ নৃশংস ভাবে খুবলে নিল রাস্তার কুকুর। কুকুরটির মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা৷ রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম ওই শিশুকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শুধু ওই শিশু নয়, শিশুকে বাঁচাতে গিয়ে ওই কুকুরের কামড়ে আরও একজন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মহিষাদলে।

জানা গিয়েছে, মহিষাদলের ঘাগরা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই অন্বেষা জানা নামে ক্লাস টু-এর এক ছাত্রীর উপর একটি কুকুর ঝাঁপিয়ে পড়ে৷ এরপরই কুকুরটি কামড়াতে থাকে শিশুকে। শিশুটির নাক মুখের মাংস খুবলেও নেয় কুকুরটি। রাস্তার উপর ফেলে নৃশংস ভাবেই কুকুরটি শিশুটিকে কামড়াতে থাকে। কুকুরের হাত থেকে আক্রান্ত শিশুকে বাঁচানোর চেষ্টা করন এক স্থানীয় ব্যাক্তি৷ স্থানীয় বাসিন্দাও আক্রান্ত হন কুকুরের কামড়ে।

আরও পড়ুনBengaluru water crisis: ফ্লাশ করারও জল নেই!বেঙ্গালুরু জুড়ে হাহাকার,শিক্ষা দিতে পারল তথ্যপ্রযুক্তির শহর?

এরপর শিশুটিকে ছেড়ে কুকুরটি আরও একজনের পায়ে কামড় দিয়ে মাংস খুবলে নেয় বলে জানিয়েছেন আশপাশের মানুষ। আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে স্থানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ তারপর সেখান থেকে পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। গোটা ঘটনায় মহিষাদল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই কুকুরের দাপাদাপি ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

Dog Bite: নন্দীগ্রামে এ কে এল! আতঙ্কে বাইরে বেরতে ভয় পাচ্ছে মানুষ! বাদ যাচ্ছে না মহিলা-শিশুরাও

নন্দীগ্রাম: রাজ্য রাজনীতিতে বরাবর শিরোনামে থাকা নন্দীগ্রামে কুকুরের আতঙ্ক। আতঙ্ক পাগলা কুকুরের দাপাদাপি ঘিরে। ঘটনা নন্দীগ্রামের দাউদপুর এলাকার।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকদিন ধরেই পাগল কুকুরের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষজন।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওই এলাকায় একটি কুকুর লোকজনকে কামড়ে দিচ্ছে। ইতিমধ্যেই শিশু এবং মহিলা সহ ৮-১০ জনকে কামড়ে দিয়ে আহত করেছে কুকুরটি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড়লোক দেশটি কোনটি বলুন তো? নাম শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত! ভারত কততে?

ইতিমধ্যে স্থানীয় বন দফতর সহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও রকম কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।