Tag Archives: Dumper

Road Accident: ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ল ডাম্পার! খলনায়ক টায়ার…

পশ্চিম বর্ধমান: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ডাল কাজোরা এলাকার মানুষ। এই দুর্ঘটনার শিকার একটি ডাম্পার। যার ফলে মৃত্যু হয়েছে ডাম্পার চালকের। জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডের ওপর পড়ে যায় ফ্লাই অ্যাশ ভর্তি ডাম্পারটি। তার ফলেই মৃত্যু হয় ডাম্পার চালকের। অন্যদিকে দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।

এই দুর্ঘটনা দেখে রীতিমত ভয় পেয়েছেন স্থানীয় মানুষজন। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তাঁরা বলেন, ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোরা এলাকা থেকে অন্ডালের দিকে যাচ্ছিল ডাম্পারটি। কিন্তু হঠাৎ করেই তার টায়ার ফাটার বিকট শব্দ শোনা যায়। তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ডাম্পার চালক। ডাম্পারটি জাতীয় সড়কের ফ্লাইওভারের রেলিং ভেঙে সার্ভিস রোডের উপর এসে পড়ে।

আরও পড়ুন: শহরকে বাঁচাতে ডিজিটাল উদ্যোগ! এই বাংলায় যা হল…

এই প্রসঙ্গে স্থানীয়রা বলছেন, সেসময় সৌভাগ্যবশত সার্ভিস রোডের উপর কোনও গাড়ি বা বাইক চালক ছিলেন না। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। সেক্ষেত্রে এই দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারত। অন্যদিক এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়ার ফলে ডাম্পারটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা করার পর ডাম্পারের কেবিন থেকে চালকের দেহ বের করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই দুর্ঘটনা দেখে রীতিমতশিউরে উঠছেন স্থানীয়রা।

নয়ন ঘোষ

Road Accident: কাজে যাওয়া হল না, বাড়ি থেকে বেরোতেই ডাম্পারের ধাক্কায় সব শেষ!

মুর্শিদাবাদ: শনিবার সাতসকালে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু ডাম্পারের ধাক্কায় রাস্তাতেই প্রাণ হারালেন শিস মহম্মদ (৫০)। রঘুনাথগঞ্জের ঘটনা।

মৃত শিস মহম্মদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মালডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি পাড়ার চায়ের দোকানে চা খেতে আসেন। সেখান থেকে কাজে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন ছাই বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শিস মহম্মদকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রঘুনাথগঞ্জের দফরপুর মুরাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

আর‌ও পড়ুন: প্রসূতিকে বাঁচাতে ডিউটি চলাকালীন ছুটে এসে রক্ত দিলেন থানার আইসি

ডাম্পারের ধাক্কায় এইভাবে মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যুতে হতভম্ব হয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। তবে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক ডাম্পারটি আটকে রেখে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার পর‌ই পরিস্থিতি আজ করে পালিয়ে যায় ডাম্পারের চালক। এদিকে মৃত শিস মহম্মদ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে অথৈ জলে গিয়ে পড়ল গোটা পরিবার।

কৌশিক অধিকারী