Tag Archives: Easy Loan

Saving For Home Loan: স্বপ্নের বাড়ি কিনতে চান? কীভাবে টাকা জমালে নিজের ঘর কিনে ফেলা সম্ভব

কলকাতা: ভারতবর্ষে বাড়ি কেনা কেবল দরকার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ৷ ভারতে আজও একটা পরিবারের মান বিচার হয় স্থায়ী বাড়িকে কেন্দ্র করে৷ সেই জন্য অন্যান্য দেশের তুলনায় এই দেশে বাড়ি কেনার চাহিদা অনেক বেশি৷ গ্লোবাল সমীক্ষক সিবিআরই (CBRE) অনুযায়ী, প্রায় ৪৪ শতাংশ কম বয়সী ভারতীয়দের মধ্যে নিজের বাড়ি কেনার ইচ্ছা রয়েছে৷ কিন্তু এই স্বপ্নপূরণ করার জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনা৷

ডাউন প্রেমেন্ট
ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়৷ তবে এখন কিছু কিছু সরকারি, বেসরকারি প্রকল্পতে ৫ থেকে ১০ শতাংশ ডাউন পেমেন্টেও ঘর কিনে ফেলা সম্ভব৷ তাই বাড়ি কেনার আগে কী কী সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেই নিয়ে সচেতন হন৷ তবে ঘর কেনার আগে যত বেশি ডাউন পেমেন্ট দিয়ে ফেলা যায় ততটাই ভাল৷ এর ফলে পরবর্তী ক্ষেত্রে লোনের পরিমাণ অনেকটা কম পড়বে৷

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় নাচ মহিলার, ভারসাম্য হারিয়ে বাইক থেকে পড়ে গেলেন শিশু-সহ এক ব্যক্তি

সঞ্চয়ের অভ্যাস
অর্থনীতির ক্ষেত্রে দু’ধরনের লক্ষ্য থাকে, শর্ট টার্ম গোল, লং টার্ম গোল৷ কতদিন পর আপনি বাড়ি কিনতে চান, কত টাকার বাড়ি কিনতে চান? এই সব কিছুর উপর শর্ট টার্ম বা লং টার্ম গোল নির্ভর করে৷ লং টার্ম গোলের জন্য ব্যাঙ্কে না রেখে ইনভেস্ট করাই ভাল৷ প্রত্যেকের আয় অনুযায়ী এই ইনভেস্টমেন্ট পরিকল্পনা করা দরকার৷

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

সঠিক অর্থনৈতিক পরিকল্পনা

একটা স্বপ্নের বাড়ি কেনার জন্য প্রথম থেকেই পরিকল্পনা দরকার৷ সঠিক অর্থনৈতিক পরিকল্পনা না থাকলে কত টাকা সঞ্চয় করা সম্ভব? কত টাকা বাড়তি খরচ হচ্ছে? কোন জায়গা থেকে টাকা বাঁচানো সম্ভব? এই সব কিছুর জন্য দরকার সঠিক অর্থনৈতিক পরিকল্পনার৷ চেষ্টা করুন, অন্তত আয়ের একের তৃতীয়াংশ বাড়ির ডাউন প্রেমেন্টের জন্য সঞ্চয় করে রাখতে৷

ভবিষ্যতের বাজেট পরিকল্পনা
প্রতিবছর মূল্যবৃদ্ধির জন্য আমাদের জীবন যাত্রার মানের হেরফের ঘটে৷ হোম লোন নিলে কিন্তু বেশ কয়েকবছর টানতে হবে৷ তাই লোনের আগে একবার ঘরের বাজেট করে নিন৷ ভবিষ্যতে কোন কোন জায়গায় খরচ বৃদ্ধির আশঙ্কা আছে, কতটা এমার্জেন্সি ফান্ড রাখার প্রয়োজন রয়েছে, সব কিছু ভেবে তারপরই কতটা সুদ বহন করতে পারবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নিন৷ খেয়াল রাখুন সুদ দেওয়ার জন্য প্রতিদিনের খরচের উপর যেন রাশ টানতে না হয়৷

Business Opportunity: আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, পড়াশোনার সঙ্গেই সুন্দরবনে এবার ব্যবসার সুযোগ

উত্তর ২৪ পরগনা: এলাকায় কাজ না থাকায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দেয় এখানকার অনেক বেকার শিক্ষিত যুবকরাও। সেই প্রবণতা ঠেকাতে এবার পড়াশোনার পাশাপাশি কীভাবে ছাত্র-ছাত্রীরা স্বাবলম্বী হতে পারে তা নিয়ে সচেষ্ট হল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়।

নতুন ব্যবসা কীভাবে শুরু করতে হয়, কেমন সাহায্য ব্যাঙ্ক ও বিভিন্ন সরকারি দফতর থেকে পাওয়া যায় তা তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠান হল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে। ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের কলকাতা জোনের আধিকারিক সুদেষ্ণা দাস দেবনাথ সহ একাধিক আধিকারিকরা।

আর‌ও পড়ুন: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা ‘হাত’

কলেজ পড়ুয়ারাও চাইলে ঋণ নিয়ে নিজস্ব উদ্যোগ শুরুর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। ব্যাঙ্ক এবং কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে কেমন ধরণের সাহায্য তাঁরা পেতে পারেন সে বিষয়ে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন জানান, পড়ুয়ারা যারা চাকরি ছাড়াও স্বনির্ভর হতে চায় ব্যবসা করে, তাদের দিশা দেখানোর জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চাঁদপাড়ার একটি সংগঠন সাহায্য করেছে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে।

উল্লেখ্য, সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ সহ প্রত্যন্ত গ্রামগুলি থেকে প্রতিবছর হাজার হাজার শ্রমিক রওনা দেন তামিলনাড়ু, কেরল, চেন্নাই, আন্দামান-সহ অন্যান্য রাজ্যে। পেটের টানে ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে হামেশাই এখানকার মানুষদের দুর্ঘটনায় প্রাণ যাওয়ার ঘটনা ঘটে। এলাকায় তেমন কাজের সুযোগ নেই। টুকটাক কাজ করলেও পয়সা ঠিক মতো মেলে না। তবে এমন উদ্যোগের হাত ধরে সেই পরিস্থিতি পাল্টাতে পারে।

জুলফিকার মোল্যা