Tag Archives: Elephant Foot

Elephant Foot Yam in Blood Sugar: ব্লাড সুগারে কি ওল খাওয়া যায়? ওল খেলে ডায়াবেটিস বাড়ে? আর কোন অসুখে এই সবজি খেলেই বড় বিপদ? জানুন

বর্ষার অন্যতম সবজি হল ওল৷ এ সময় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই কন্দসবজি৷ তবে দাম কিছুটা বেশি থাকে৷ সুস্বাদু এই সবজি কি ব্লাড সুগারে খাওয়া যায়? বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
বর্ষার অন্যতম সবজি হল ওল৷ এ সময় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই কন্দসবজি৷ তবে দাম কিছুটা বেশি থাকে৷ সুস্বাদু এই সবজি কি ব্লাড সুগারে খাওয়া যায়? বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷

 

ওলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস৷ ফলে স্মৃতিশক্তি তীক্ষ্ম এবং মস্তিষ্ক ক্ষুরধার হয়৷
ওলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস৷ ফলে স্মৃতিশক্তি তীক্ষ্ম এবং মস্তিষ্ক ক্ষুরধার হয়৷

 

মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে ওল৷ সুরক্ষিত থাকে হরমোনাল ব্যালান্স৷ এর ভিটামিন বি-৬ প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম থেকে রক্ষা করে৷
মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে ওল৷ সুরক্ষিত থাকে হরমোনাল ব্যালান্স৷ এর ভিটামিন বি-৬ প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম থেকে রক্ষা করে৷

 

ওলের প্রোবায়োটিক বদহজম থেকে রক্ষা করে শরীরকে৷ এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে বাড়িয়ে তোলে ভাল কোলেস্টেরলের মাত্রা৷
ওলের প্রোবায়োটিক বদহজম থেকে রক্ষা করে শরীরকে৷ এর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে বাড়িয়ে তোলে ভাল কোলেস্টেরলের মাত্রা৷

 

ডায়াবেটিসে ওল খাওয়া যাবে কিনা, তাই নিয়ে এখনও দ্বিমত রয়েছে৷ কোনও কোনও বিশেষজ্ঞ মনে করেন ডায়াবেটিসে ওল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ কারণ এই কন্দ সবজির গ্লাইসেমিক ইনডেক্স কম৷
ডায়াবেটিসে ওল খাওয়া যাবে কিনা, তাই নিয়ে এখনও দ্বিমত রয়েছে৷ কোনও কোনও বিশেষজ্ঞ মনে করেন ডায়াবেটিসে ওল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ কারণ এই কন্দ সবজির গ্লাইসেমিক ইনডেক্স কম৷

 

আবার একাধিক বিশেষজ্ঞের ধারণা, ওলের কার্বোহাইড্রেটস মাত্রা বেশি৷ তাই ব্লাড সুগারে ডাক্তারের পরামর্শ নিয়ে বুঝে খেতে হবে ওল৷
আবার একাধিক বিশেষজ্ঞের ধারণা, ওলের কার্বোহাইড্রেটস মাত্রা বেশি৷ তাই ব্লাড সুগারে ডাক্তারের পরামর্শ নিয়ে বুঝে খেতে হবে ওল৷

 

কিডনিতে কোনও সমস্যা থাকলে বা কিডনিতে পাথর জমলে ডায়েটে ওল রাখবেন না৷
কিডনিতে কোনও সমস্যা থাকলে বা কিডনিতে পাথর জমলে ডায়েটে ওল রাখবেন না৷

 

Elephant Foot Yum Side Effects: কোলেস্টেরল কমাতে অব্যর্থ! সর্বরোগহরা ওল খাবেন না শুধু এঁরা! জানুন কারা ওল খেলে সর্বনাশ

বর্ষার অন্যতম সবজি ওল৷ বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে মাটির নীচের এই সবজি৷ নানা শারীরিক অসুস্থতা রোধে এই কন্দ সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না৷
বর্ষার অন্যতম সবজি ওল৷ বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে মাটির নীচের এই সবজি৷ নানা শারীরিক অসুস্থতা রোধে এই কন্দ সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না৷

 

আমিষ, নিরামিষ নানা পদে বিভিন্ন রেসিপিতে রান্না করে খাওয়া যায় এই কন্দ৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
আমিষ, নিরামিষ নানা পদে বিভিন্ন রেসিপিতে রান্না করে খাওয়া যায় এই কন্দ৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷

 

হিন্দিতে জিমিকন্দ এবং ইংরেজিতে এলিফ্যান্টস ফুট নামে পরিচিত এই সবজি খাওয়া হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও।
হিন্দিতে জিমিকন্দ এবং ইংরেজিতে এলিফ্যান্টস ফুট নামে পরিচিত এই সবজি খাওয়া হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও।

 

পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে মস্তিষ্কের কার্যকারিতার জন্য ওল খুবই উপকারী। কারণ মাটির তলার এই কন্দ সবজিতে প্রচুর পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস।
পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে মস্তিষ্কের কার্যকারিতার জন্য ওল খুবই উপকারী। কারণ মাটির তলার এই কন্দ সবজিতে প্রচুর পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস।

 

এই উপাদানগুলির জন্য ওল খেলে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়। মনসংযোগ বাড়ে যে কোনও বিষয়ে। ফলে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। তাদের ডায়েটে রাখা দরকার এই সবজি।
এই উপাদানগুলির জন্য ওল খেলে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়। মনসংযোগ বাড়ে যে কোনও বিষয়ে। ফলে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। তাদের ডায়েটে রাখা দরকার এই সবজি।

 

শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে ওল। তাই মহিলাদের জন্য এই সবজি খুবই প্রয়োজনীয়। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা শরীরে বাড়িয়ে তোলে ওল। ভিটামিন বি-৬ সমৃদ্ধ এই সবজি পিএমএস সিন্ড্রোম সমস্যা নিয়ন্ত্রণ করে।
শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে ওল। তাই মহিলাদের জন্য এই সবজি খুবই প্রয়োজনীয়। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা শরীরে বাড়িয়ে তোলে ওল। ভিটামিন বি-৬ সমৃদ্ধ এই সবজি পিএমএস সিন্ড্রোম সমস্যা নিয়ন্ত্রণ করে।

 

ওল একদিকে প্রাকৃতিক প্রোবায়োটিক এবং একইসঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল। পেটের তথা পরিপাক স্বাস্থ্য ভাল রাখে এই সবজি। শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ সরিয়ে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করে।
ওল একদিকে প্রাকৃতিক প্রোবায়োটিক এবং একইসঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল। পেটের তথা পরিপাক স্বাস্থ্য ভাল রাখে এই সবজি। শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ সরিয়ে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করে।

 

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ওল। পুষ্টিকর লো ফ্যাট ডায়েটে ওল অপরিহার্য।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ওল। পুষ্টিকর লো ফ্যাট ডায়েটে ওল অপরিহার্য।

 

তবে উপকারিতার মতো ওলে আছে কিছু ক্ষতিকর দিকও। সে বিষয়েও সাবধান করেছেন লভনীত। তাঁর মতে, ডায়েটে অতিরিক্ত পরিমাণে ওল না রাখাই উচিত।
তবে উপকারিতার মতো ওলে আছে কিছু ক্ষতিকর দিকও। সে বিষয়েও সাবধান করেছেন লভনীত। তাঁর মতে, ডায়েটে অতিরিক্ত পরিমাণে ওল না রাখাই উচিত।

 

অন্তঃসত্ত্বা এবং নতুন মা যাঁরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তাঁদের ডায়েটেও ওল বুঝেশুনেই রাখতে হবে। বলছেন লভনীত। সেক্ষেত্রে এই সবজি খেতে হবে ডাক্তারের পরামর্শ মেনে।
অন্তঃসত্ত্বা এবং নতুন মা যাঁরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তাঁদের ডায়েটেও ওল বুঝেশুনেই রাখতে হবে। বলছেন লভনীত। সেক্ষেত্রে এই সবজি খেতে হবে ডাক্তারের পরামর্শ মেনে।

Delicious Recipe: কচি ওলগাছ ও পোস্ত দিয়ে সুস্বাদু রেসিপি! গরম ভাতের পাতে জমবে দারুণ

হাওড়া: ওল গাছ গ্রামীণ সুস্বাদু রেসিপি। গরম ভাতের সঙ্গে ওলগাছ-পোস্ত দিয়ে উবে যাবে এক থালা ভাত। গ্রামের বেশ কিছু জনপ্রিয় রেসিপির মধ্যে এই ওল গাছ কষা রেসিপি অন্যতম। এই রেসিপির প্রতি গ্রামের মানুষের আকর্ষণ থাকে অন্য মাত্রায়।

গরম শেষে বর্ষার শুরুতে গ্রাম অঞ্চলে বনে জঙ্গলে বুনো ওল থেকে নতুন গাছ জন্মাতে দেখা যায়, চাষ আবাদি জমির পার্শ্ববর্তী বা বন জঙ্গল থেকে সেই কচি ওল গাছ সংগ্রহ করতে দেখা যায় গ্রামের মানুষকে। এছাড়াও ওল চাষ করেও ওল কোড়া বা নতুন গাছ পাওয়া যায়। তবে বুনো ওল গাছ বেশি খাবার চল। বহু মানুষ গ্রামাঞ্চল থেকে এই গাছ সংগ্রহ করে শহরে বিক্রি করে ভাল আয় করেন।

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

টাটকা ওল গাছ কেটে তারা আঁশ ছাড়িয়ে ছোট করে কেটে ওলগাছ চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে ওলগাছ, ওলগাছ কষা-সহ নানা রকম ওল গাছের সুস্বাদু রেসিপি হয়। তবে এর মধ্যে ওল গাছ পোস্ত বেশি জনপ্রিয়।

ওল গাছ ছোট করে কেটে পেঁয়াজ আদা রসুন ধনে ঝিরে বাটা এবং পোস্ত দিয়ে তৈরি এই সুস্বাদু রেসিপি। গরমের শেষে গ্রামীণ মানুষের আকর্ষণীয় খাবারের মধ্যে ওল গাছের নানা রেসিপি থাকে তালিকায়।

উপকরণ: ওল গাছ বা ওল কোঁড়া, অল্প আলু, পোস্ত বাটা, পেঁয়াজ, আদা-রসুন বাটা, ধনে ও জিরে বাটা।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

প্রণালী: ওল গাছ পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট কেটে নিন। আলু দেওয়া যেতে পারে আবার আলু ছাড়াও হয়। কাটার পর হলুদ ও লবণ দিয়ে ফুল গাছ ভাপিয়ে নিন। এরপর অল্প তেল দিয়ে ভাজা হলে প্রথম পেঁয়াজ পরে জিরে ও ধনে বাটা ও খানিক পর আদা রসুন বাটা দিয়ে তাতে পরিমাণ মত লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নামিয়ে নিন। এবার কড়াইতে তেল ও ফোড়ন মশলা তাতে বাটা পোস্ত দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি সুস্বাদু ওলগাছ পোস্ত।

রাকেশ মাইতি