Tag Archives: Poppy Seeds

Mustard Seeds vs Poppy Seeds: বাঙাল রান্নাঘরের সরষে নাকি ঘটিবাড়ির পোস্ত? বর্ষায় কোনটা খেলে কমবে ওজন, গাঁটের ব্যথা? সুস্থ হার্ট? জানুন এখনই

সরষে এবং পোস্ত-দু’টোই বাঙালি হেঁশেলের অবিচ্ছেদ্য অঙ্গ৷ রোজকার রান্না থেকে ভূরিভোজ, এই দুই উপকরণ ছাড়া গতি নেই৷ স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও ভান্ডার এই দুই মশলা৷
সরষে এবং পোস্ত-দু’টোই বাঙালি হেঁশেলের অবিচ্ছেদ্য অঙ্গ৷ রোজকার রান্না থেকে ভূরিভোজ, এই দুই উপকরণ ছাড়া গতি নেই৷ স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও ভান্ডার এই দুই মশলা৷

 

কিন্তু কোনটা বেশি উপকারী? কোনটায় স্বাস্থ্যগুণ বেশি? বাঙালবাড়ির সরষে নাকি ঘটি রান্নাঘরের পোস্ত? জানুন কোন উপকরণে সারবে কোন অসুখ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷
কিন্তু কোনটা বেশি উপকারী? কোনটায় স্বাস্থ্যগুণ বেশি? বাঙালবাড়ির সরষে নাকি ঘটি রান্নাঘরের পোস্ত? জানুন কোন উপকরণে সারবে কোন অসুখ৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷

 

সরষেদানায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি ক্যানসার উপাদান৷ এছাড়াও আছে গ্লুকোসাইনোলেটস এবং আইসোথিয়োসায়ানেটস৷
সরষেদানায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি ক্যানসার উপাদান৷ এছাড়াও আছে গ্লুকোসাইনোলেটস এবং আইসোথিয়োসায়ানেটস৷

 

সরষেদানায় আছে হজমে উপকারী উপকরণ এবং মেটাবলিক গুণ৷ ফলে বদহজম সংক্রান্ত সব সমস্যা দূর হয়৷
সরষেদানায় আছে হজমে উপকারী উপকরণ এবং মেটাবলিক গুণ৷ ফলে বদহজম সংক্রান্ত সব সমস্যা দূর হয়৷

 

পোস্তদানায় আছে প্রচুর ক্যালসিয়াম৷ তাই হাড়ের রোগ দূরে থাকে৷ এর ওমেগা ফ্যাটি অ্যাসিড ভাল রাখে হার্ট৷
পোস্তদানায় আছে প্রচুর ক্যালসিয়াম৷ তাই হাড়ের রোগ দূরে থাকে৷ এর ওমেগা ফ্যাটি অ্যাসিড ভাল রাখে হার্ট৷

 

অ্যান্টি ইনফ্লেম্যাটরি অর্থাৎ আর্থ্রাইটিস বা গেঁটে বাত নিয়ন্ত্রণ করতে খেতে হবে সরষেদানা৷ মেটাবলিক বেনেফিট বা মেদ ঝরিয়ে ওজন কমানোর জন্য ভরসা রাখতে হবে সরষেদানায়৷
অ্যান্টি ইনফ্লেম্যাটরি অর্থাৎ আর্থ্রাইটিস বা গেঁটে বাত নিয়ন্ত্রণ করতে খেতে হবে সরষেদানা৷ মেটাবলিক বেনেফিট বা মেদ ঝরিয়ে ওজন কমানোর জন্য ভরসা রাখতে হবে সরষেদানায়৷

 

হাড়ের অসুখ এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখবে পোস্তদানা৷
হাড়ের অসুখ এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখবে পোস্তদানা৷

Calcium: ক্যালসিয়ামের আঁতুড়ঘর এই সাদা দানা! আয়রন-কপারে ঠাসা, সপ্তাহে একদিন পাতে থাকলে বজ্রকঠিন হাড়

*ব্রেনকে সচল রাখতে ক্যালসিয়াম, আয়রন এবং কপারের কোনও বিকল্প নেই। আর এই সবকটি উপাদান প্রচুর পরিমাণে রয়েছে পোস্তয়। তাই ব্রেন পাওয়ার যদি বাড়াতে হয়, তাহলে পোস্ত খেতে হবে।
*ব্রেনকে সচল রাখতে ক্যালসিয়াম, আয়রন এবং কপারের কোনও বিকল্প নেই। আর এই সবকটি উপাদান প্রচুর পরিমাণে রয়েছে পোস্তয়। তাই ব্রেন পাওয়ার যদি বাড়াতে হয়, তাহলে পোস্ত খেতে হবে।
*নিয়মিত পোস্ত দিয়ে বানানো নানা পদ খেলে শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
*নিয়মিত পোস্ত দিয়ে বানানো নানা পদ খেলে শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়।”
*পোস্তদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট।
*পোস্তদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট।
*পোস্ত দানায় থাকা ফাইবার পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে পরিপাকতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে।
*পোস্ত দানায় থাকা ফাইবার পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। ফলে পরিপাকতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে।”
*পোস্তর অন্দরে থাকা নানাবিধ উপকারী উপাদান কর্টিজল হরমোনের ক্ষরণ কমিয়ে স্ট্রেস বা মানসিক অবসাদকে কমিয়ে আনতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
*পোস্তর অন্দরে থাকা নানাবিধ উপকারী উপাদান কর্টিজল হরমোনের ক্ষরণ কমিয়ে স্ট্রেস বা মানসিক অবসাদকে কমিয়ে আনতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Delicious Recipe: কচি ওলগাছ ও পোস্ত দিয়ে সুস্বাদু রেসিপি! গরম ভাতের পাতে জমবে দারুণ

হাওড়া: ওল গাছ গ্রামীণ সুস্বাদু রেসিপি। গরম ভাতের সঙ্গে ওলগাছ-পোস্ত দিয়ে উবে যাবে এক থালা ভাত। গ্রামের বেশ কিছু জনপ্রিয় রেসিপির মধ্যে এই ওল গাছ কষা রেসিপি অন্যতম। এই রেসিপির প্রতি গ্রামের মানুষের আকর্ষণ থাকে অন্য মাত্রায়।

গরম শেষে বর্ষার শুরুতে গ্রাম অঞ্চলে বনে জঙ্গলে বুনো ওল থেকে নতুন গাছ জন্মাতে দেখা যায়, চাষ আবাদি জমির পার্শ্ববর্তী বা বন জঙ্গল থেকে সেই কচি ওল গাছ সংগ্রহ করতে দেখা যায় গ্রামের মানুষকে। এছাড়াও ওল চাষ করেও ওল কোড়া বা নতুন গাছ পাওয়া যায়। তবে বুনো ওল গাছ বেশি খাবার চল। বহু মানুষ গ্রামাঞ্চল থেকে এই গাছ সংগ্রহ করে শহরে বিক্রি করে ভাল আয় করেন।

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

টাটকা ওল গাছ কেটে তারা আঁশ ছাড়িয়ে ছোট করে কেটে ওলগাছ চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে ওলগাছ, ওলগাছ কষা-সহ নানা রকম ওল গাছের সুস্বাদু রেসিপি হয়। তবে এর মধ্যে ওল গাছ পোস্ত বেশি জনপ্রিয়।

ওল গাছ ছোট করে কেটে পেঁয়াজ আদা রসুন ধনে ঝিরে বাটা এবং পোস্ত দিয়ে তৈরি এই সুস্বাদু রেসিপি। গরমের শেষে গ্রামীণ মানুষের আকর্ষণীয় খাবারের মধ্যে ওল গাছের নানা রেসিপি থাকে তালিকায়।

উপকরণ: ওল গাছ বা ওল কোঁড়া, অল্প আলু, পোস্ত বাটা, পেঁয়াজ, আদা-রসুন বাটা, ধনে ও জিরে বাটা।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

প্রণালী: ওল গাছ পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট কেটে নিন। আলু দেওয়া যেতে পারে আবার আলু ছাড়াও হয়। কাটার পর হলুদ ও লবণ দিয়ে ফুল গাছ ভাপিয়ে নিন। এরপর অল্প তেল দিয়ে ভাজা হলে প্রথম পেঁয়াজ পরে জিরে ও ধনে বাটা ও খানিক পর আদা রসুন বাটা দিয়ে তাতে পরিমাণ মত লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নামিয়ে নিন। এবার কড়াইতে তেল ও ফোড়ন মশলা তাতে বাটা পোস্ত দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি সুস্বাদু ওলগাছ পোস্ত।

রাকেশ মাইতি

Posto Side Effects: গরমে প্রাণের আরাম পোস্ত থেকেও হতে পারে বড় অসুখ! জানুন কখন একদমই খাবেন না পোস্ত

ঘটিবাড়ির হেঁশেলের আইকনিক খাবার হলেও পোস্তর কদর সর্বত্রই৷ বিশেষ করে গরমে ভাতডালের সঙ্গে পোস্তর কম্বিনেশন সেরা৷ খেতেও যেমন ভাল, শরীরকেও শীতল রাখে পোস্তদানা৷ খাওয়া যায় হরেক রেসিপিতে৷
ঘটিবাড়ির হেঁশেলের আইকনিক খাবার হলেও পোস্তর কদর সর্বত্রই৷ বিশেষ করে গরমে ভাতডালের সঙ্গে পোস্তর কম্বিনেশন সেরা৷ খেতেও যেমন ভাল, শরীরকেও শীতল রাখে পোস্তদানা৷ খাওয়া যায় হরেক রেসিপিতে৷

 

গরমে পোস্ত খাওয়ার উপকারিতা বহু৷ অনিদ্রা সমস্যা দূর করে এই দানা৷ সারিয়ে তোলে ইনফ্লেম্যাশন৷ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করার পাশাপাশি সারিয়ে তোলে পুরনো ব্যথা বেদনা৷
গরমে পোস্ত খাওয়ার উপকারিতা বহু৷ অনিদ্রা সমস্যা দূর করে এই দানা৷ সারিয়ে তোলে ইনফ্লেম্যাশন৷ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করার পাশাপাশি সারিয়ে তোলে পুরনো ব্যথা বেদনা৷

 

হার্টের সুস্থতা বজায় রাখে পোস্ত৷ আশঙ্কা কমায় কিডনিতে পাথর হওয়ার৷ পরিপাক ক্রিয়ায় সাহায্য করার সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে৷
হার্টের সুস্থতা বজায় রাখে পোস্ত৷ আশঙ্কা কমায় কিডনিতে পাথর হওয়ার৷ পরিপাক ক্রিয়ায় সাহায্য করার সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে৷

 

স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে পোস্ত৷ অটুট রাখে হাড়ের ঘনত্বও৷ তবে এত উপকারিতা সত্ত্বেও পোস্তর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ সে বিষয়ে সতর্ক করেছেন ডাক্তার রাজীব টঙ্ক৷
স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে পোস্ত৷ অটুট রাখে হাড়ের ঘনত্বও৷ তবে এত উপকারিতা সত্ত্বেও পোস্তর একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ সে বিষয়ে সতর্ক করেছেন ডাক্তার রাজীব টঙ্ক৷

 

ডায়েটে অতিরিক্ত পোস্ত থাকলে ঘুম ঘুম ভাব বা ঝিমুনির প্রবণতা আসতে পারে৷ তন্দ্রাচ্ছন্ন ঘোর যেন কাটছেই না, এরকমও মনে হতে পারে৷ পোস্ত থেকে অনেকের অ্যালার্জির প্রবণতাও থাকে৷
ডায়েটে অতিরিক্ত পোস্ত থাকলে ঘুম ঘুম ভাব বা ঝিমুনির প্রবণতা আসতে পারে৷ তন্দ্রাচ্ছন্ন ঘোর যেন কাটছেই না, এরকমও মনে হতে পারে৷ পোস্ত থেকে অনেকের অ্যালার্জির প্রবণতাও থাকে৷

 

ফুসফুস বা শ্বাসযন্ত্র সংক্রান্ত অসুখ পালমোনারি ইডিমা হতে পারে পোস্ত অতিরিক্ত মাত্রায় খেলে৷ চায়ের উপকরণ হিসেবে পোস্তদানা ব্যবহার করলে বিষক্রিয়া হতে পারে শরীরে৷ কারণ হতে পারে মৃত্যুরও৷
ফুসফুস বা শ্বাসযন্ত্র সংক্রান্ত অসুখ পালমোনারি ইডিমা হতে পারে পোস্ত অতিরিক্ত মাত্রায় খেলে৷ চায়ের উপকরণ হিসেবে পোস্তদানা ব্যবহার করলে বিষক্রিয়া হতে পারে শরীরে৷ কারণ হতে পারে মৃত্যুরও৷

 

গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে পোস্তদানা৷ তাই অন্তঃসত্ত্বাদের ডায়েটে বেশিমাত্রায় পোস্ত রাখতে নিষেধ করা হয়৷
গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে পোস্তদানা৷ তাই অন্তঃসত্ত্বাদের ডায়েটে বেশিমাত্রায় পোস্ত রাখতে নিষেধ করা হয়৷

 

রোজ অতিরিক্ত পোস্ত খেলে কোষ্ঠকাঠিন্যের বিপত্তি দেখা দিতে পারে৷ পোস্ততে ক্যালরিও বেশি৷ তাই পোস্ত বেশি খেলে বাড়তে পারে ওজন৷ মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে৷
রোজ অতিরিক্ত পোস্ত খেলে কোষ্ঠকাঠিন্যের বিপত্তি দেখা দিতে পারে৷ পোস্ততে ক্যালরিও বেশি৷ তাই পোস্ত বেশি খেলে বাড়তে পারে ওজন৷ মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে৷

Poppy Seeds Health Benifit: নিমেষে গায়েব হবে হজমের সমস্যা, ছোট্ট এই বীজের বিরাট উপকারিতা! বিস্তারিত জানলে রীতিমত চমকে উঠবেন, খেতে চাইবেন রোজ

অন্যান্য খাবারের উপকরণের মতোই এই বীজের উপকারিতার তালিকাও রয়েছে অনেকটাই। খাবারের মধ্যে ব্যবহার করা এই বীজের সঠিক উপকারিতা জানেন না অনেকেই।
অন্যান্য খাবারের উপকরণের মতোই এই বীজের উপকারিতার তালিকাও রয়েছে অনেকটাই। খাবারের মধ্যে ব্যবহার করা এই বীজের সঠিক উপকারিতা জানেন না অনেকেই।
অভিজ্ঞ চিকিৎসক তুহিন শর্মা জানান, পোস্তর তরকারি খেয়ে শুধুই ঘুম ভাল আসে না। পোস্তর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পরিমাণ ফাইবার। যা সহজেই হজম হয়ে হয়ে শরীরের উন্নতি ঘটায়।
অভিজ্ঞ চিকিৎসক তুহিন শর্মা জানান, পোস্তর তরকারি খেয়ে শুধুই ঘুম ভাল আসে না। পোস্তর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পরিমাণ ফাইবার। যা সহজেই হজম হয়ে হয়ে শরীরের উন্নতি ঘটায়।
ফলে পোস্ত খেলে পেটের মেটাবলিজমকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে হজমের গোলমাল হলে তা দ্রুত সরিয়ে তোলে। এটি পেট রাখে ঠান্ডা। তাই হজমের সমস্যা দেখা দেয় না শরীরে।
ফলে পোস্ত খেলে পেটের মেটাবলিজমকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে হজমের গোলমাল হলে তা দ্রুত সরিয়ে তোলে। এটি পেট রাখে ঠান্ডা। তাই হজমের সমস্যা দেখা দেয় না শরীরে।
মুখের ভিতরের ঘা বা আলসারে পোস্ত দারুণ উপকারি। পোস্ত মেশানো জলে মধু মিশিয়ে খেলে মুখের ঘায়ের কষ্ট থেকে সহজেই রেহাই পাওয়া যায়। জিভের মধ্যে ফোস্কাতেও এভাবেই স্বস্তি পাওয়া যায়।
মুখের ভিতরের ঘা বা আলসারে পোস্ত দারুণ উপকারি। পোস্ত মেশানো জলে মধু মিশিয়ে খেলে মুখের ঘায়ের কষ্ট থেকে সহজেই রেহাই পাওয়া যায়। জিভের মধ্যে ফোস্কাতেও এভাবেই স্বস্তি পাওয়া যায়।
পোস্তর বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি দেয়। এটি পেট পরিষ্কার করতে করে সাহায্য। এছাড়া পেটের অন্যান্য বেশ কিছু গণ্ডগোল সরিয়ে তোলে।
পোস্তর বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি দেয়। এটি পেট পরিষ্কার করতে করে সাহায্য। এছাড়া পেটের অন্যান্য বেশ কিছু গণ্ডগোল সরিয়ে তোলে।
পোস্তয় রয়েছে মরফিন, কোডিন এবং ওপিয়াম অ্যালকলয়েড যৌগ। এগুলি থাকার ফলে পোস্ত খেলে পড়ে যেকোন ব্যথার ক্ষেত্রে দারুণ আরাম পাওয়া যায়। সঙ্গে ভালো ঘুমও আসে ভাল।
পোস্তয় রয়েছে মরফিন, কোডিন এবং ওপিয়াম অ্যালকলয়েড যৌগ। এগুলি থাকার ফলে পোস্ত খেলে পড়ে যেকোন ব্যথার ক্ষেত্রে দারুণ আরাম পাওয়া যায়। সঙ্গে ভালো ঘুমও আসে ভাল।
অনিদ্রা কাটাতে দারুণ উপকারি এই পোস্ত। পোস্তর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্ট্রেস কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ফলে ঘুম ভাল আসে ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে খুব সহজেই।
অনিদ্রা কাটাতে দারুণ উপকারি এই পোস্ত। পোস্তর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্ট্রেস কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ফলে ঘুম ভাল আসে ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে খুব সহজেই।