Tag Archives: Fire Brigade

Fire Accident: দমকল আসতে দেরি হচ্ছে! হঠাৎই আগুন লেগে গেলে নেভাবেন কীভাবে, প্রশিক্ষণ দেওয়া হল সিকিউরিটি কর্মীদের

উত্তর দিনাজপুর: কোথাও আগুন লাগলে যেমন দমকল বাহিনীর কর্মীরা দ্রুত গিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন। কিন্তু সর্বদা সময় মতো ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব হয় না। দমকল বাহিনীর কর্মীদের অনুপস্থিতিতেও যাতে আগুন নেভানোর কাজ করতে পারে তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।

আরও পড়ুন: ৮৮ বছরে আবার বিয়ে ধর্মেন্দ্রর? পা পর্যন্ত লম্বা মালা গলায় বর্ষীয়ান অভিনেতার ছবি ভাইরাল!

অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয় না পেয়ে তার হাত থেকে কীভাবে প্রাথমিকভাবে বাঁচতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কীভাবে মোকাবিলা করতে হবে এই সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল চত্বরগুলিতে। আচমকা হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে কিংবা অন্যত্র আগুন লাগার ঘটনা ঘটলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে?

কোনও উপায়ে রোগী বা অন্য মানুষের প্রাণ বাঁচাতে হবে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন দমকল বাহিনীর সদস্যরা। দমকল বাহিনীর সিনিয়ার এক্সিকিউটিভ সুব্রত ঘোষ বলেন, ”হাসপাতাল কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় আগুন লেগে গেলে সাধারণ মানুষকে দমকলের কর্মীদের উপর ভরসা না করে কর্মরত সিকিউরিটিরা কীভাবে আগেই আগুন নেভানোয় ঝাঁপিয়ে পড়তে পারে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

পিয়া গুপ্তা

Fire Fighting Tips: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম পড়তে শুরু করেছে। এই সময় কলকারখানায় বাড়িতে নানান কারণে আগুন লেগে যায়। বিশেষ করে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার অস্বাভাবিক গরমে অনেক সময় ফেটে যায়। এই বিপদ শিল্পাঞ্চলগুলিতে সবচেয়ে বেশি। এমন ঘটনা ঘটলে কী করবেন? দমকল আধিকারিকরা কী পরামর্শ দিচ্ছেন দেখুন।

সম্প্রতি মহেশতলা ও বজবজ ফায়ার ওয়াক্স ক্লাস্টারের উদ্যোগে বজবজ ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই বিষয় এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই এলাকায় অনেকেই বাজি তৈরি করেন। অতীতে এখানকার বাজি কারখানাগুলিতে বেশ কয়েকবার আগুন লেগেছে। তাতে মৃত্যু‌ও হয়েছে অনেকের। সেই ঘটনা যাতে আর না ঘটে তাই গরম পড়তেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

আর‌ও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে যা করলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী! দেখে অবাক সকলে

এই প্রশিক্ষণ নিয়ে পুজালি ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রনজিৎ চক্রবর্তী বলেন, এখন প্রত্যেক বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। সেখান থেকে বেশি আগুন লাগে। এমন ঘটনায় অগ্নি নির্বাপন ‌যন্ত্রব্যবহার করতে হবে। আর না হলে সাহস করে গিয়ে ভেজা কাপড় দিয়ে সিলিন্ডার চাপা দিতে হবে।

এছাড়াও বাজি প্রস্তুতকারকদের একাধিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে আতশবাজি আ্যসোশিয়েসনের সম্পাদক সুখদেব নস্কর সকলের জন্য একটি ভাল খবর দেন তিনি জানান, খুব শিঘ্রই এলাকায় ক্লাস্টার তৈরি হয়ে যাবে। যার মধ্যে কাজ করবেন বাজি প্রস্তুতকারকরা। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে। ফলে এলাকায় আর সহজে আগুন লাগবে না।

নবাব মল্লিক

Fire Brigade: এবার আগুন নেভাবে রোবট! ল্যাডার হবে ২০ তলা সমান উঁচু, আরও কী কী চমক রয়েছে জানুন

দুর্গাপুর: দমকল পরিষেবা আরও দ্রুত এবং উন্নত করতে বিশেষ নজর। জোর দেওয়া হচ্ছে প্রযুক্তির ব্যবহারের দিকেও। লক্ষ্য একটাই, দ্রুত পরিষেবা দেওয়া। যেখানে দমকল কর্মীদের যাওয়া বিপজ্জনক, সেখানে প্রযুক্তির ব্যবহার করা হবে। আবার দালালরাজ রুখতেও বড় সিদ্ধান্ত। মানুষকে পরিষেবা পেতে গিয়ে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য করা হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।

সম্প্রতি দুর্গাপুরে অগ্নিনির্বাপণ দফতরে এসেছিলেন দমকলের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। বলেছেন, দমকল বিভাগ এবার রোবট ব্যবহার করবে। যেখানে দমকল কর্মীদের যেতে বিপদের মুখোমুখি হতে হবে, বা দমকলের গাড়ি পৌঁছতে পারবে না, সেখানে পৌঁছে যাবে এই রোবট। বড়সড় অগ্নিকাণ্ডের পর সেই জায়গায় তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়। সেখানেও আগুন নেভানোর কাজে ব্যবহার করা হবে রোবটের।

আরও পড়ুন: আপনি যে সরষের তেলে খাচ্ছেন তাতে ভেজাল নেই তো? অজান্তেই হয়ে যাচ্ছে মারাত্মক ক্ষতি! জানুন বিশেষজ্ঞের মত

বহুতল ভবনে আগুন নেভানোর জন্য ল্যাডার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ল্যাডার এখন ২০ তলা পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন ডিজি। একইসঙ্গে তিনি বলেছেন, এই ল্যাডার নিয়ে আরও কাজ চলছে। তাছাড়াও, অগ্নিযোদ্ধারা এখন আধুনিক বাইক ব্যবহার করছেন। যেখানে একসঙ্গে দুজন করে ফায়ার ব্রিগেড কর্মী বসতে পারেন। পাশাপাশি সেই বাইকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হয়। ফলে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগানো সম্ভব হয়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক গ্রাম! নানা বিরল উপাদানের আকর, কোথায় ব্যবহার করা হয় জানলে চমকে যাবেন

আবার, দমকলের প্রয়োজনীয় অনুমতি পেতে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বড় পদক্ষেপ করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ কমিটি। সবমিলিয়ে সাধারণ মানুষকে সব রকম পরিষেবা দ্রুততার সঙ্গে দিতে প্রযুক্তির ব্যবহারের দিকে জোর দিচ্ছে দমকল দফতর।

নয়ন ঘোষ

Fire Brigade Accident: দুর্ঘটনায় দমকলের গাড়ি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়নাজুলিতে, জখম চালক-সহ দমকল কর্মী

মালদহ: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল দমকল বিভাগের গাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়া-সামসি রাজ্য সড়কের টেটিয়া এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দমকলের দুই কর্মী। এদের মধ্যে একজন দমকল বিভাগের গাড়ি চালক। অন্যজন ফায়ার অ্যাটেনডেন্ট। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকেরা। দমকল সূত্রে জানা গিয়েছে, চাঁচল দমকল বিভাগের ওই গাড়িটিতে গত বুধবার চাঁচল দমকল বিভাগের দুই কর্মী কলকাতা হেডকোয়ার্টার গিয়েছিলেন অফিসের কাজে।

শুক্রবার সকালে কলকাতা থেকে চাঁচল ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ওই গাড়িটি। ঘটনায় গাড়িতে থাকা দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় দমকল বিভাগের ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালদহ থেকে দমকল বিভাগের ক্রেন আনিয়ে গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে’ যাচ্ছেন মালদহের বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবক, ভরসা ট্রাই সাইকেল, নেপথ্য কারণ কী

দমকলের চাঁচলের স্টেশন ম্যানেজার রতন সিংহ বলেন, ”কর্মীরা ওই ‘ইউটিলিটি ভ্যান’ নিয়ে হেডকোয়ার্টারে গিয়েছিলেন। ওই গাড়িটিকে বিভিন্ন ধরনের প্রয়োজনে ব্যবহার করা হত। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুর্ঘটনায় কার্যত প্রাণহানি থেকে রক্ষা পান চালক-সহ ওই দমকল কর্মী। দুর্ঘটনায় গাড়িটি রাজ্য সড়ক থেকে বেশ কিছুটা দূরে নয়ানজুলিতে ছিটকে পড়ে। পাল্টিও খেয়ে যায়। কর্মীরা ওই গাড়ি থেকে কোনওরকমে স্থানীয়দের সাহায্যে বেরিয়ে এসে বাসিন্দাদের ফোন থেকে দমকল অফিসের খবর দেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে । প্রয়োজনে ওই গাড়িতে থাকা চালক ও দমকল কর্মীর সঙ্গেও কথা বলা হবে।