Tag Archives: FM Nirmala Sitaraman

News18 India Chaupal: আগের থেকে মন্থর হয়ে গিয়েছে জিডিপি? মুখ খুললেন নির্মলা সীতারমণ

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে নিউজ 18 ইন্ডিয়ার কনক্লেভ ‘চৌপাল’। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব৷ এই আলোচনা চক্রে অংশ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নেটওয়ার্ক 18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের অর্থমন্ত্রক চলে আমজনতার পরামর্শ মেনেই৷

আরও পড়ুন : সব উন্নয়ন আগের মতোই চলবে, নিউজ18 ইন্ডিয়ার অনুষ্ঠানে এসে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

জোট সরকারের ওপর কোনও চাপ আছে কি? আগের থেকে কোনও পার্থক্য আছে? এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “সকলের সঙ্গে কথা বলার পরই বাজেটে সংশোধন করা হয়। যখন জনসাধারণের তরফ থেকে কোনও পরামর্শ আসে, আমরা সেগুলি সংশোধন করি। প্রথমে মূলধন লাভ নিয়ে আলোচনা করা হয়। এরপর জনসাধারণের তরফ থেকে কোনও পরামর্শ এলে আমরা সেটা খতিয়ে দেখি৷ তারপর সংশোধনের পথে এগোই৷”

সীতারমণকে জিজ্ঞাসা করা হয়, ভারতের অর্থনীতি আগের থেকে বেশি মন্থর হয়ে গিয়েছে কি না৷ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জিডিপি কখনও এক জায়গায় থেমে থাকতে পারে না৷ প্রতি তিন মাস অন্তর জিডিপির গ্রোথে বদল আসে৷ সেটা হয় বাড়ে বা কমে যায়।”

আরও পড়ুন : জানেন ব্যাঙ্কে এর বেশি টাকা রাখলে নোটিস পাঠাতে পারে আয়কর বিভাগ

অর্থমন্ত্রী এরপর যোগ করেছেন, “নির্বাচনের সময় জিডিপি বেশ কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ব্যয় বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে।”

“বাংলায় কেন্দ্রের প্রকল্প চালাতে দেয় না!”- বাজেট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ নির্মলার

নয়াদিল্লি: গত ২৩ শে জুলাই পেশ হয়েছে মোদি সরকারের তৃতীয় দফার কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাত ধরে নতুন আয়কর ব্যবস্থার কথা ঘোষণা হয়। এছাড়াও বিহার, অন্ধ্রপ্রদেশ-এর মতন বিজেপি কিংবা জোট শরিক শাসিত রাজ্য গুলি একাধিক আর্থিক সাহায্য পেলেও পশ্চিমবঙ্গের মতন অবিজেপি শাসিত রাজ্য গুলি কোন সাহায্য পায়নি। এই নিয়েই বিরোধীদের তোপের মুখে পড়েছেন নির্মলা। মঙ্গলবার, রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়।

আরও পড়ুন: ‘কুর্সি বাঁচাও বাজেট…’ তীব্র নিশানা রাহুলের! ছুড়ে দিলেন ‘কপি পেস্ট’ কটাক্ষ

তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রকে নিশানা করে বলা হয়, শুধু পশ্চিমবঙ্গ, তেলেঙ্গনা, এবং পঞ্জাব যেহেতু অবিজেপি শাসিত তাই এই রাজ্যগুলিকে বাজেট থেকে বাদ রাখা হয়েছে। শুধু মাত্র বিজেপির শরিক জেডিইউ এবং টিডিপি-কে খুশি রাখার সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বাজেটকে “অন্ধ্র-বিহার” বাজেট বলেও কটাক্ষ করে তৃণমূল।
বাজেট নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এক্স হ্যান্ডেল (সাবেক টুইটারে) লেখেন, “দয়া করে আগে বাংলার পাওনা টাকা কেন্দ্র আমাদের দিক। কেন্দ্র থেকে এই রাজ্য ১.৬ লক্ষ কোটি টাকা পায়। বেকারত্বকে লুকিয়ে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত।”
এরপরে আরও একাধিক পোস্টে সুস্মিতা এটাও জানান যে এখনও পর্যন্ত নতুন জনগণনা করা হয়নি তা ছাড়া এই কেন্দ্রীয় বাজেট অর্থহীন।

ঠিক একই ভাবে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ” এই বাজেট সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এই বাজেটের কোনো গ্যারান্টি নেই। একটা ব্যর্থ কেন্দ্রীয় সরকার এবং ব্যর্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতন বিষয় গুলি দূরে সরিয়ে রেখে শুধু শরিক জোটদের ঘুষ দেওয়ার জন্যই এই বাজেট।”
অন্য দিকে বিরোধীদের “কুর্সি বাঁচাও” স্লোগানের পাল্টা হিসাবে নির্মলা জানান শুধু দুটি রাজ্যের নাম সামনে আনা হচ্ছে মানে এই ন্য বাকি রাজ্য গুলি বাজেট থেকে কিছুই পায়নি।

বুধবার, রাজ্যসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “যদি কোন রাজ্যের নাম বাজেটের ভাষণে উচ্চারিত হয়নি, তাহলে কি কেন্দ্রের প্রকল্প গুলি সেই রাজ্যে পৌঁছায় না? এটা সম্পূর্ণ জনগণকে বিভ্রান্ত করার বিরোধীদের একটি চক্রান্ত। এর মাধ্যে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা জনগণকে দেখাতে চাইছে শুধু দুটি রাজ্য ছাড়া বাকি কোন রাজ্য কিছুই পায়নি।”
মঙ্গলবার, কেন্দ্রের আর্থিক বাজেটে জেডিইউ ক্ষমতাসীন বিহারকে বন্যা ত্রাণ হিসাবে মোট ১১ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। টিডিপি শাসিত অন্ধ প্রদেশকে রাজ্যের রাজধানী উন্নয়নের স্বার্থে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এবং পরবর্তীতে আরও সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এতেই কেন্দ্রকে নিশানা বিরোধীরা করেছে বিরোধীরা।

২০ হাজার টাকার মোবাইলের দাম এবার কত হল? বাজেটের পর খরচ কমে গেল অনেকটা!

কলকাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংসদে বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী তাঁর ভাষণে কর্মসংস্থান ও দেশের উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেছেন। পাশাপাশি এমন অনেক ঘোষণা তিনি করেছেন, যা জনগণের জন্য দারুণ স্বস্তি এনে দিয়েছে।

বাজেট বক্তৃতায় সোনা-রূপোর শুল্ক কমানোর বড় ঘোষণা করা হয়েছে। এছাড়াও, মোবাইল ফোন এবং চার্জারের দাম কমতে চলেছে। সরকার মোবাইল ফোন এবং চার্জারের উপর শুল্ক ২০% থেকে কমিয়ে ১৫% করেছে। অর্থাৎ এখন আপনাকে মোবাইল ফোন এবং চার্জার কিনলে ৫% টাকা কম দিতে হবে।

আরও পড়ুন- Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা

এবার অনেকের মনেই প্রশ্ন, এখন ২০ হাজার টাকার ফোন কিনলে কত টাকা কম দিতে হবে আগের থেকে!

২০ হাজার টাকার ২০% হিসাবে হয় ৪০০০ টাকা শুল্ক। ৪০০০ টাকা কাস্টম ডিউটি ​​চার্জ করার পর ফোনের দাম ২৪ হাজার টাকা হয়ে যায়, যে টাকা আপনাকে আগে দিতে হত।

এখন ৫% বাদ দেওয়ার পর ২০ হাজার টাকার ফোনে ১৫% কাস্টম ডিউটি আরোপ করা হবে। ২০ হাজার টাকার ১৫% হলে ৩ হাজার টাকা হয়। ফলে ফোনের দাম হবে ২৩ হাজার টাকা।

আরও পড়ুন- প্রাইভেট জেট আছে ভারতের এই পাঁচ ক্রিকেটারের! গাড়ি, বাইক তো সাধারণ ব্যাপার

উদাহরণস্বরূপ, যে ফোনের জন্য আগে আপনাকে ২৪০০০ টাকা খরচ করতে হত, এখন আপনার খরচ হবে ২৪০০০ টাকা৷ আপনি ১০০০ টাকা বাঁচাতে পারবেন।

এবার আসা যাক চার্জারের ক্ষেত্রে। ২০% কাস্টম ডিউটি থাকলে ১০০০ টাকার চার্জারে দিতে হত ২০০ টাকা। ফলে চার্জারের দাম হয়ে যেত ১২০০ টাকা।

এখন শুল্ক কমানোর পর আপনি যদি ১২০০ টাকার বদলে আপনাকে সেই একই চার্জারের জন্য দিতে হবে ১১৫০ টাকা।

অর্থাৎ, ২০০০০ টাকার একটি ফোন কিনলে গ্রাহকরা প্রায় ১০০০ টাকা সাশ্রয় করতে পারবেন এবার থেকে। একই সুবিধা পাবেন চার্জার কেনার ক্ষেত্রেও।

Budget 2024 Highlights: নতুন ব্যবস্থায় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল, আর কী কী ঘোষণা বাজেটে? দেখে নিন এক নজরে

মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। পুরনো কর (Old Regime) ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তনের কথা ঘোষণা না করলেও, নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল। নতুন ব্যবস্থায় (New Regime) ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।
মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। পুরনো কর (Old Regime) ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তনের কথা ঘোষণা না করলেও, নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল। নতুন ব্যবস্থায় (New Regime) ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।
০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ। বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ। বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ। বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ। বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে। ১. টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। ২. প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ৩. অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।
বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে। ১. টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। ২. প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ৩. অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।
বাজেটে ন’টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ন’টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার।
বাজেটে ন’টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই ন’টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার।
মঙ্গলবার দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষা ও প্রশিক্ষণে ১.৪৮ লক্ষ কোটি বরাদ্দ ৷ কৃষি খাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা ৷ গ্রামীণ পরিকাঠামোয় ২.৬৬ লক্ষ কোটি ৷ ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে। বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও।
মঙ্গলবার দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষা ও প্রশিক্ষণে ১.৪৮ লক্ষ কোটি বরাদ্দ ৷ কৃষি খাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা ৷ গ্রামীণ পরিকাঠামোয় ২.৬৬ লক্ষ কোটি ৷ ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে। বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা ৷ দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা ৷ দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।
ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ। সোনা এবং রুপোর দামও কমতে চলেছে। মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে। প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর ৫ শতাংশ কমানো হচ্ছে। সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার।
ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ। সোনা এবং রুপোর দামও কমতে চলেছে। মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে। প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর ৫ শতাংশ কমানো হচ্ছে। সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার।

Budget 2024: নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে চাকরিজীবীদের শুরু থেকেই প্রত‍্যাশা রয়েছে। সেই প্রত‍্যাশা কতটা পূরণ হল আজ? শিক্ষাক্ষেত্রে আসছে কোন নতুন স্কিম?

বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী জানালেন, এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। চাকরিজীবীদের জন‍্য নতুন প্রকল্প আনতে চলেছে সরকার।

আরও পড়ুন: বছরে ৭৮.৫ লক্ষ চাকরি তৈরি করতে হবে! অ-কৃষি খাতে কর্মসংস্থান নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা? বাজেটের আগেই জেনে নিন

কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই ঘোষণা বাজেটে। সেখানে দেওয়া হবে ইনসেনটিভও। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে  ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

এদিন বাজেটে অর্থমন্ত্রী জানালেন, ‘আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব’। শিক্ষা ক্ষেত্রে আসছে বড় সুবিধা। ১০ লক্ষ টাকা পর্যন্ত দেশের মধ্যে পড়ার জন্য ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে। প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার দেওয়া হবে। এদিনের বাজেটে অর্থমন্ত্রী জানান, ‘সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে’।