Tag Archives: hooghly lok sabha election

Lakshmir Bhandar: রচনার জয়ের আনন্দে সিঙ্গুরের কালীমন্দিরে পুজো হল লক্ষ্মীর ভাণ্ডার

হুগলি: রাজ্যজুড়ে সবুজ ঝড়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা জানিয়েছেন। এবার হুগলি লোকসভার অন্তর্গত জমি আন্দোলনের পীঠস্থান সিঙ্গুরের ডাকাত কালীমন্দিরে লক্ষ্মীর ভাণ্ডারের পুজো দিলেন মহিলারা। পুজো দেওয়ার পাশাপাশি সবুজ মিষ্টি বিতরণ করা হয়।

এবারের নির্বাচনে হুগলি কেন্দ্রটি পুনরুদ্ধার করেছে তৃণমূল। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। রচনার জয়লাভের আনন্দে উল্লাসে মাতেন সিঙ্গুর-২ আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্ৰেসের কর্মীরা।

আর‌ও পড়ুন: পায়ে হেঁটে লাদাখ! কলেজ ছাত্রের সঙ্গী নারী সুরক্ষা ও জল অপচয় বন্ধের বার্তা

সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়লাভের পর তাই সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকার ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। এই দিন সিঙ্গুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উপস্থিত হন কালীমন্দিরে হাজির হয়েছিলেন। মা কালীর পায়ের সামনে লক্ষ্মীর ভাণ্ডার রেখে ধুপ-মোমবাতি জ্বেলে পুজো দেন সবাই। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবুজ আবির খেলেন সকলে। পাশাপাশি সবুজ মিষ্টি বিতরণ করা হয় দলের পক্ষ থেকে।।

রাহী হালদার