Tag Archives: Indian Hockey Team

ভারতের নতুন হকি কোচ ঠিক হয়ে গেল! অলিম্পিকে পদক জয় আসল লক্ষ্য জানিয়ে দিলেন

দিল্লি: এমনটা যে হবে সেই আশঙ্কা আগেই ছিল। কারণ ভারতের ঘরের মাঠে হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া। তাই দায়িত্বে থাকা কোচ গ্রাহাম রিড দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। গ্রাহামের হাত ধরে ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতেছিল ভারত। সেদিক থেকে দেখলে ইতিহাস তৈরি করে গিয়েছেন রিড। কিন্তু পাশাপাশি এটাও ঠিক ঘরের মাঠে দর্শক ভক্তি স্টেডিয়ামে হকিতে এত খারাপ পারফরমেন্স মেনে নেওয়া যায় না।

তাই ভারতীয় হকি সংস্থাকে একজন ভাল এবং দক্ষ কোচ বেছে নিতেই হত। ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হলেন দক্ষিণ আফ্রিকার ক্রেইগ ফুলটন। তিনি ৩ মার্চ থেকে নিজের দায়িত্ব সামলাবেন। টোকিও অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়াম দলের সহকারী কোচ ছিলেন তিনি। আন্তর্জাতিক হকিতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা আছে তার। ঠান্ডা মাথার মানুষ হিসেবেই পরিচিত ফুলটন।

আরও পড়ুন – IND vs AUS : অস্ট্রেলিয়ান বোলারদের অযথা ঘাড়ে চাপতে দিয়েছি! টেস্ট হেরে রোহিতের পোস্টমর্টেম

আধুনিক হকি সম্পর্কে তার প্রচুর জ্ঞান। খেলোয়ারদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেন। ম্যান ম্যানেজমেন্ট ভাল। ৪৮ বছরের ফুলটন ২০২০২ সালের টোকিও অলিম্পিক্সের শিরোপা জয়ী বেলজিয়াম দলের সহকারী কোচ ছিলেন। তিনি ভুবনেশ্বরে ২০১৮ বিশ্বকাপ জয়ী বেলজিয়াম দলের সাপোর্ট স্টাফেরও অংশ ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে আইরিশ পুরুষ দলের প্রধান কোচ ছিলেন।

দলটি ২০১৬ রিও অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছিল। একবার সেরা কোচের সম্মান পেয়েছিলেন তিনি। ভারতের দায়িত্ব পেয়ে ক্রেগ জানিয়েছেন তিনি অভিভূত এবং আপ্লুত ভারতের মতো দলের দায়িত্ব নিতে পেরে। এটাই তার জীবনের অন্যতম সেরা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবেন ভারতকে দুর্ধর্ষ একটা দলে পরিণত করতে।

২০২৪ অর্থাৎ পরের বছর প্যারিস অলিম্পিকে ভারতকে পদক জেতানোর চেষ্টা করবেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই কোচ মনে করেন টেকনিক্যালি এবং ফিজিক্যালি ভারতীয় দল উন্নত। কিন্তু কোথাও স্ট্র্যাটিজি বদলানোর ব্যাপারে উন্নতি করতে হবে হরমন, মনপ্রিত, বরুণ কুমার, মন্দিপ, অমিত রোহিদাসদের।

বিশ্বকাপে ব্যর্থতার জের, ইস্তফা জমা দিলেন ভারতের হকি কোচ গ্রাহাম রিড

#ভুবনেশ্বর: আধুনিক হকিতে ভারত অন্যতম সেরা দল তাতে সন্দেহ নেই। শারীরিক ফিটনেস থেকে শুরু করে স্ট্রেন্থ এবং স্ট্যামিনা – সব জায়গাতেই বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টক্কর দিতে পারে ভারত। আর স্কিল নিয়ে কথা হবে না। তাহলেও কেন ব্যর্থতা? সত্যি বলতে কি দেশের মাটিতে হকি বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছে ভারত। হকিতে মনদীপ,মনপ্রীত, শামসের, শ্রীজেশরা এতটা হতাশ করবেন ভাবনার বাইরে ছিল।

২০১৯ সালে ভারতের পুরুষদের হকি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্রাহাম রিড। তাঁর নেতৃত্বে ভারতীয় হকির সব থেকে বড় সাফল্য ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতা। অলিম্পিক্সে ৪১ বছর পরে আবার পোডিয়ামে উঠেছিল ভারতীয় হকি দল। কিন্তু এবারের বিশ্বকাপে নবম স্থানে শেষ করেছে ভারত। তার পরেই হকি দলের কোচের পদ ছেড়েছেন রিড।

কোচের ইস্তফাপত্র গ্রহণ করেছে ফেডারেশন। সভাপতি দিলীপ বলেছেন, রিড ও তাঁর দলকে অনেক ধন্যবাদ। ভারতীয় দলের হকির উন্নতির জন্য তাঁরা অনেক কিছু করেছেন। অলিম্পিক্সে আমরা সাফল্য পেয়েছি। কিন্তু এবার সময় হয়েছে নতুন কোচের হাতে দলকে তুলে দেওয়ার। দলের বাকি সাপোর্ট স্টাফ গ্রেগ ক্লার্ক ও মিচেল ডেভিড পেম্বারটনও ইস্তফা দিয়েছেন।

তবে খুব তাড়াতাড়ি ভারতের হকি কোচ নির্বাচন করা হবে। সামনে এশিয়ান গেমস রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিক রয়েছে। পাশাপাশি খেলোয়াড়দেরও বুঝিয়ে দেওয়া হয়েছে খারাপ পারফরমেন্স বেশিদিন সহ্য করা হবে না। যত বড় তারকাই হন, প্রথম করতে না পারলে বাদ পড়তে হবে।

হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে স্পেন! জয়ের জন্য মরিয়া হরমন, মনপ্রীতরা

#ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছিল একদিন আগেই। গ্রুপ লিগের প্রথম ম্যাচে বিরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ স্পেন। হরমনপ্রীতদের পাখির চোখ যে জয়েই, তা আর বলার অপেক্ষা রাখে না। একে তো আয়োজক দেশ, তারপর টোকিও গেমসে ব্রোঞ্জ জিতে অনুরাগীদের প্রত্যাশা অনেকখানি বাড়য়ে দিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত অধিনায়ক হরমনপ্রীত সিংও।

ওলিম্পিকসে দুরন্ত পারফরম্যান্সের পর মনপ্রীত সিংয়ের থেকে ‘ক্যাপ্টেনস আর্মব্যান্ড’ উঠেছে তাঁর হাতে। অধিনায়ক হিসেবে মেগা আসর স্মরণীয় করে বদ্ধপরিকর ‘অমৃতসর কা পুত্তর’। বিশ্বের সেরা তিন ড্র্যাগ ফ্লিকারের মধ্যে একজন ২৭ বছর বয়সি ডিফেন্ডার হরমনপ্রীত। ২০২০ টোকিও ওলিম্পিকসহ মোট পাঁচটি টুর্নামেন্টে দেশের সর্বাধিক গোলদাতা তিনি।

আরও পড়ুন – ভারতের মাটিতে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, লড়াই করে হার দক্ষিণ আফ্রিকার

১৬৪টি ম্যাচে তাঁর ঝুলিতে ১২৬ গোল। কোচ গ্রাহাম রিড বলছেন, ‘স্পিড, স্ট্রেন্থ ও অ্যাকুরেসির সমম্বয়ে সফল ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত’। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা, ৭০ কেজি ওজন, নিখুঁত অ্যাথলেটিসিজম সুদর্শন হরমনের ইউএসপি। ২০১৬ সালে জুনিয়র বিশ্বকাপ জয়ের কারিগর হরমনপ্রীত। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখার রহস্য কী?

পাঞ্জাব তনয়ের সাফ কথা, ‘ড্র্যাগ ফ্লিক অনন্য শিল্প। একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আগামী প্রজন্মকেও নিতে হবে। তবে এটা কোনও রকেট সায়েন্স নয়। গোল করার এক সহজ পদ্ধতি। পুশারের সঙ্গে ফ্লিকারের বোঝাপড়া প্রয়োজন। উল্লেখ্য, ১৯৭৫ সালে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অজিতপাল সিংয়ের নেতৃত্বে। সেই বন্ধনীতে কি যোগ হবে হরমনপ্রীত সিংয়ের নাম?

তবে ভারতের থেকে তালিকায় পিছিয়ে থাকলেও স্পেন কিন্তু খুব কঠিন প্রতিপক্ষ। শেষবার প্রো লিগের ম্যাচে তারা ভারতকে হারিয়েছিল। সেটা মনে রেখেই আজ নামবে বরুণ কুমার, নিলম, মনদীপ সিং রা।

Hockey : মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া! সবিতার হাত ধরে ব্রোঞ্জ, নিউজিল্যান্ড বধ কমনওয়েলথে

#লন্ডন: কমনওয়েলথ গেমসে (CWG 2022) মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের পরাজয়ের পর তোলপাড় ক্রীড়াদুনিয়া। বলা হচ্ছে, ভারত অবিচারের শিকার। প্রবল বিতর্কের মুখে দুঃখপ্রকাশ জানিয়েছিল আন্তর্জাতিক হকি সংস্থা। শুক্রবার মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল।

আরও পড়ুন – Amit Panghal : বক্সিংয়ে ব্রিটিশ বধ ভারতের! দাপটে জোড়া সোনা জিতলেন অমিত এবং নীতু

পরে পেনাল্টি শ্যুট আউটে ০-৩ গোলে হেরে যায় ভারত। অনেকেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন ভারতীয় মহিলা হকি দলের প্রতি অবিচার দেখে। কিন্তু তবুও আশা ছিল তিন নম্বর পজিশনে শেষ করার। ব্রোঞ্জ পদক জয় খারাপ নয় খালি হাতে ফেরার থেকে।

রবিবার মেয়েদের সামনে ছিল নিউজিল্যান্ড। সবিতা, সেলিমা, লালরেমসিয়ামি, মনিকা, গ্রেসদের কাছে সুযোগ ছিল অন্তত ব্রোঞ্জ পদক জিতে শেষ করা। টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের কাছে হেরে হাতছাড়া হয়েছিল পদক। তাই আজ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়িয়ে দিতে চেষ্টার ত্রুটি রাখবে না ভারতের মেয়েরা জানাই ছিল।

ভারতের মহিলা দলের ডাচ কোচ প্রথম থেকেই আক্রমনাত্মক হকি খেলার নির্দেশ দিয়েছিলেন। চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেওয়া। আর এক্ষেত্রে মহিলা দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গুরজিত বড় ভূমিকা পালন করতে চলেছেন জানা ছিল।

প্রথম কোয়ার্টারে গোল হয়নি। যদিও সেলিমা এবং সঙ্গীতা গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ভারতকে এগিয়ে দিলেন সেলিমা তেতে। তবে ভারত একাধিক পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। খেলা শেষ হওয়ার ১৮ সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফিরিয়ে আনে নিউজিল্যান্ড। খেলা গড়ায় টাই ব্রেকারে।

শেষ পর্যন্ত ভারতীয় গোলরক্ষক সবিটা পুনিয়ার প্রচেষ্টায় ইতিহাস তৈরি করে মহিলা দল। একাধিক পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে দেন তিনি। ভারত ম্যাচটা জিতে নেয় ২-১ ব্যবধানে। টোকিওতে খালি হাতে ফিরতে হয়েছিল। বার্মিংহ্যামে সেটা হল না। ম্যাচ শেষে আবেগের বিস্ফোরণ ঘটে গেল।

Indian hockey : ওয়েলসকে চার গোল, কমনওয়েলথ হকিতে সহজেই সেমিফাইনালে পৌঁছল ভারত

ভারত -৪
ওয়েলস -১

#লন্ডন: বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরল ভারতের পুরুষ হকি দল। একদিন আগেই দুর্বল কানাডার বিরুদ্ধে ৮-০ ব্যবধানে জিতেছিল ভারত। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৪ ড্র করেছিল টোকিও অলিম্পিকে তৃতীয় স্থান পাওয়া দল। এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন
হরমনপ্রীত সিং। চলতি টুর্নামেন্ট তার দ্বিতীয় হ্যাটট্রিক।

আরও পড়ুন – Kidambi Srikanth : ব্যাডমিন্টনে উগান্ডার প্রতিপক্ষকে উড়িয়ে শেষ ষোলোয় শ্রীকান্ত, হার অশ্বিনীর

আরেকটি গোল গুরজন্তর। ওয়েলসকে ব্যবধান কমাতে সাহায্য করেন ফরলং। এই জয়ের ফলে গ্রুপ বি থেকে শীর্ষে থেকে শেষ চারে গেল ভারত। অর্থাৎ প্রথম ম্যাচে সেরা দল অস্ট্রেলিয়াকে তাদের খেলতে হবে না। ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল তিনটি কোয়ার্টারে। শেষ ১৫ মিনিট কিছুটা লড়াই করে ওয়েলস।

কিন্তু ভারতীয় ডিফেন্স এবং মিডফিল্ড এদিন বিশেষ ফাঁকা জায়গা দেয়নি প্রতিপক্ষকে। জার্মান, বরুণ কুমার, অমিত রহিদাস, শমসের সিং রা বল নিজেদের দখলে বেশি রেখেছিলেন। ম্যাচ শেষে ভারতের কোচ গ্রাহাম রিড জানিয়েছেন, ছেলেদের খেলায় খুশি। কিন্তু এখনো উন্নতির অবকাশ আছে।

অতীতে এই টুর্নামেন্টে দুবার ফাইনাল খেলে দুবারই হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবারও অনবদ্য হকি উপহার দিচ্ছে অস্ট্রেলিয়া। ভারত ছাড়া তাদের চ্যালেঞ্জ দেওয়ার মতো দল কেউ নেই। ভারতীয় দলের সুবিধা গ্রাহাম রিড নিজে অস্ট্রেলিয়ান। ফলে অস্ট্রেলিয়ান মানসিকতা এবং খেলার স্টাইল সম্পর্কে তিনি ওয়াকিবহাল। কিভাবে সেটা ভাঙতেও হয় তার জানা। তবে শেষ দু বছরে ভারত কিন্তু কয়েকবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

India Hockey : হকিতে ষোলো গোল ভারতের, ইন্দোনেশিয়াকে হারিয়ে উঠল এশিয়ার শেষ চারে

ভারত -১৬
ইন্দোনেশিয়া -০

#জাকার্তা: স্কোরলাইন দেখে মনে হতে পারে ঠিক দেখছেন তো? বিশ্বাস করতে অসুবিধে হতে পারে। কিন্তু অবাক লাগলেও সত্যি। এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল বড় জয় ভারতের। আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল। ১৬-০ ব্যবধানে দুর্দান্ত জয় টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের।

আরও পড়ুন- Mohammad Hafeez : এটিএমে টাকা নেই, পেট্রোল পাম্পে তেল নেই! পাকিস্তান নিয়ে উদ্বিগ্ন হাফিজ

আর সেই সঙ্গেই নক আউটে জায়গা করে নিল ভারতীয় হকি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারত। পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গিয়েছিল।

তাই এদিনের ম্যাচে ১৫-০ ব্যবধানে জিতলেই একমাত্র নক আউটে জায়গা করে নিতে পারত ভারতীয় হকি দল। সেই লক্ষ্যপূরণ ভারতের। জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল। এরপর জাপানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল মনিন্দর, সুরজরা।

ম্যাচের প্রথম হাফে একটি গোল হজম করতে হয়েছিল ভারতকে। পরের হাফে আরও চারটে গোল হজম করে তারা। উল্টে যদিও ২ টো গোল শোধ করেছিল টিম ইন্ডিয়ার হকি প্লেয়াররা। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি তাঁরা। মাথায় রাখতে হবে এই টুর্নামেন্টে দুজন সিনিয়র তারকা ছাড়া সব জুনিয়র ছেলে পাঠিয়েছে ভারতীয় দল।

মূলত সাপ্লাই লাইন তৈরি রাখতে এশিয়া কাপকে পরীক্ষামূলক মঞ্চ হিসেবে দেখেছে ভারত। কোচ হিসেবে পাঠানো হয়েছে প্রাক্তন তারকা খেলোয়াড় সরদার সিং – কে। জুনিয়র খেলোয়াড়দের মানসিকতা এবং ইচ্ছাশক্তি প্রমাণ করল, সঠিক পথেই এগোচ্ছে ভারতীয় হকি। এরপর বিশ্বকাপ হকি হবে ভারতে। তারপর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করে আবার পদক জিততে মরিয়া থাকবে ভারতীয় হকি দল।

Manpreet Singh FIH Pro Hockey : মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে ভারত

#বেঙ্গালুরু: আন্তর্জাতিক হকি ফেডরেশন আয়োজিত প্রো লিগে ৮ থেকে ১৩ই ফেব্রয়ারি ভারতীয় হকি দল মুখোমুখি হবে ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মনপ্রীত সিং নেতৃত্ব দেবেন এই সফরে। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার হর্মানপ্রীত সিংকে। এই সফরে নতুন মুখ হিসেবে থাকবেন স্ট্রাইকার অভিষেক এবং তরুণ ড্র্যাগ ফ্লিকার যুগরাজ সিং।

আরও পড়ুন – Harbhajan on Ravi Shastri: বিরাট কোহলির টেস্ট জয় নিয়ে রবি শাস্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা হরভজন সিংয়ের

আটারির এই তরুণ জাতীয় নির্বাচকদের মুগ্ধ করেছেন আন্তর্বিভাগীয় জাতীয় চ্যাম্পিয়নশিপে, যেখানে তিনি সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের হয়ে খেলেছিলেন। তিনি এই প্রথমবার সিনিয়র দলের জাতীয় শিবিরে অংশগ্রহণ করতে চলেছেন। অভিষেক এর আগে জুনিয়র শিবিরের অংশ ছিলেন। ২০১৭ এবং ২০১৮তে ইন্ডিয়া কোল্টের হয়ে সুলতান জোহর কাপে স্ট্রাইকার পজিশনে খেলেছেন। সোনিপতের ছেলে অভিষেক পঞ্জাব নেশনাল ব্যাংকের হয়ে খেলার সময় জাতীয় নির্বাচকদের চোখে পড়েন এবং প্রথমবার ডাক পান সিনিয়র দলের জাতীয় শিবিরে।

আরও পড়ুন – ATK Mohun Bagan vs SC East Bengal : ডার্বিতে ইস্টবেঙ্গলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এটিকে মোহনবাগানের হুগো বুমু

প্রো লিগে কুড়ি জনের দলে আছেন অভিজ্ঞ গোলকিপার পি আর শ্রীজেশ এবং কৃষাণ বাহাদুর পাঠক। রক্ষণের দায়িত্বে হার্মানপ্রীত সিং, অমিত রহিদাস, সুরেন্দর কুমার, বরুণ কুমার, যুগরাজ এবং জার্মানপ্রীত সিং। মাঝমাঠ দখলে থাকবে অধিনায়ক মনপ্রীত সিংয়ের। এছাড়াও মিডফিল্ডে থাকবেন নীলকান্ত শর্মা, হার্দিক সিং, জস্করণ সিং, শামসের সিং এবং বিবেক সাগর প্রসাদ। ফরোয়ার্ড লাইনে থাকবেন আক্রমণাত্মক মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অক্ষদীপ সিং, শিলানন্দ লকরা, দিলপ্রীত সিং এবং অভিষেক।

ভারতের কোচ গ্রাহাম রিড একটি সাক্ষাৎকারে জনালেন বেঙ্গালুরুতে তিন সপ্তাহে শিবিরের পর টোকিও অলিম্পিক দলের ১৪ জন এবং নতুন দুজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিজার্ভে আরো পাঁচজন থাকা সত্ত্বেও করোনা পরিস্থিতির জন্য আরো চারজনকে নিয়ে যাবে ভারতীয় দল। তিনি এই দলের অভিজ্ঞতার ওপর ভরসা করছেন যে, তারা নিরাশ করবেন না।

এই দল প্রো লিগের শুরুটা শুধু ভালোই করবে না, এরা প্রমাণ করছে তাদের প্রতিপক্ষের মানটাও। এই সফরে দুটি দেশের বিরুদ্ধে দুটি করে লেগ খেলবে ভারত। ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশে রওনা দেবে ভারতীয় দল। ফ্রান্সের মুখোমুখি হবে ভারত ১২ই ফেব্রুয়ারি।

Tokyo Olympics 2020: India vs Belgium: অলিম্পিক্স সেমিফাইনালে হকিতে কাঁটায় কাঁটায় টক্করেও হার, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল ম্যাচ

#টোকিও: সোমবার সকাল থেকেই  টিভি ও মোবাইল স্ক্রিনে চোখ লাগিয়ে বসেছিলেন ভারতীয় হকি ফ্যানরা৷ ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে (semifinal)! কিন্তু পেনাল্টি বক্সে ডিফেন্সের ভুলে গাদা গাদা পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম দল (India vs Belgium) আর তারই হাত ধরে সেমিফাইনালে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম৷ ভারতকে এবার খেলতে হবে ব্রোঞ্জ মেডেলের লক্ষ্যে৷

এদিন শুরুর প্রায় দু মিনিটের মধ্যেই প্রথমে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম৷ যদিও দেরি করেনি ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়৷ এর আট মিনিটের মধ্যে ফের গোল৷ এবার গোল করেন টিম ইন্ডিয়ার মনদীপ সিং৷ বিশ্ব মঞ্চে বিশ্বমানের প্রদর্শন এই তরুণের৷ ২-১ এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত৷

এরপর একের পর এক পেনাল্ট কর্নার পেতে থাকে বেলজিয়াম৷ গোলের নিচে পুরো টুর্নামেন্টের মতোই এদিনও শ্রীজেশের দক্ষতা অতুলনীয়৷ তবে নিজের দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা৷

তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় কিন্তু গোলমুখ খুঁজে পায়নি কোনও পক্ষই৷ চতুর্থ কোয়ার্টারে বেলজিয়াম পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের এগিয়ে যায়৷ চতুর্থ কোয়ার্টারের সাত মিনিট বাকি থাকতে এবার পেনাল্টি পায় বেলজিয়াম৷ ফলে ফের একটি গোল৷ ৪-২ গোলে পিছিয়ে যায় ভারত৷ খেলার একদম শেষ মিনিটে আরও একটা গোল করে বেলজিয়াম৷ খেলার ফল দাঁড়ায় ৫-২৷  সেখান থেকে আর ফিরতে পারেনি টিম ইন্ডিয়া৷ এবার ভারতের লক্ষ্য হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ জিতে হকিতে মেডেল খরা কাটানো৷

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল৷ ১৯৮০ -র পর এবারই প্রথম ভারতীয় পুরুষ হকি দল শেষ চারে জায়গা করে নিয়েছে৷ দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে৷ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত হয়েই নেমেছিল৷

অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷

এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷

EX Coach কবীর খান সোনা আনতে বলেছিলেন, উত্তরে যা বললেন ভারতীয় মহিলা হকি দলের বর্তমান কোচ

#টোকিও:  রিল ও রিয়েল ভারতীয় মহিলা হকি দলের দুই কোচ একেবারে জব্বর গল্প শুরু করেছেন নেট মাধ্যমে৷ সোমবার ভারতীয় মহিলা হকি দল  অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই শাহরুখ খানের কবীর খান প্রসঙ্গ সামনে চলে আসে৷ চাখ দে-র মতোই মহিলা হকি দলের উড়ানকে দেখছেন সকলেই৷

রিলের কবীর খান আর রিয়েল লাইফের Sjoerd Marijne আজ মিলে মিশে একাকার৷ সোমবার সকালে ভারতীয় মহিলা হকি দল গড়েছে নজির৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট জোগাড় করেছেন ভারতের মেয়েরা৷ গুরজিৎ কৌরের গোলে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মেয়েরা৷ তারপর থেকেই চাখ দে সিনেমার উল্লেখ টেনে সকলেই এই কোচকে পর্দার কবীর খানের সঙ্গে তুলনা করেছেন৷

কোচ এমন একজন যিনি সঠিকভাবে শিক্ষা দিলে মোটিভেট করলে সবকিছু বদলে যায়৷ Sjoerd Marijne যেন ভারতীয় মহিলা হকিতে সেই জাদু কাঠির ছোঁওয়া৷ দল জেতার পরই তিনি ট্যুইট করে বাড়ির লোককে জানিয়ে দিয়েছেন ফিরতে আরও কিছুদিন দেরি হবে৷ মজার ছন্দে দিয়েছেন বড় বার্তা৷

যখন সকলেই এই কোচে মজে রয়েছেন তাই নয় খোদ বলিউড বাদশা ৷ তিনি কোচের ট্যুইট কানেক্ট করে নিজের ট্যুইট করেছেন৷ লিখেছেন বাড়ি ফিরতে দেরি হলে ক্ষতি নেই৷ তবে তিনি ধনতেরাসের আগেই সোনা নিয়ে আসতে লিখেছেন৷

শাহরুখ খান সোনা চেয়ে ট্যুইট করতেই ‘এক্স কোচের’ ট্যুইটের জবাব দিলেন বর্তমান মহিলা কোচ৷ তিনি লিখেছেন,

একের পর এক ট্যুইট করেছেন নেটিজেনরা৷

সব মিলিয়ে ভারতীয় হকি দলের পারফরম্যান্স নিয়ে চরম উত্তেজনায় নেটিজেনরা৷ পাশাপাশি দেখে নিন ঐতিহাসিক ম্যাচে ভারতীয় মহিলা দলের অসামাণ্য পারফরম্যান্সের গোলটি৷


কবীর খান ও ভারতীয় মহিলা হকি দলের কোচ এখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে৷