Tag Archives: Indian Railways

দক্ষিণ ভারত যেতে আর সমস্যা নেই! এবার থেকে স্পেশাল ট্রেন, দ্রুত বুকিং করুন

মালদহ: দক্ষিণ ভারত যাওয়ার সমস্যা আর রইল না। উপচে পড়া যাত্রী ভিড়ে ট্রেনের টিকিট মিলছে না। এই সমস্যার সমাধানে এগিয়ে আসল ভারতীয় রেল।

পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য একেবারেই সুখবর। কারণ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবারও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রাখার পরিকল্পনা রেলের।

পশ্চিমবঙ্গের উপর দিয়ে মোট তিনটি হায়দ্রাবাদগামী স্পেশাল ট্রেন চলাচল করছে। সেই ট্রেনগুলির সময়সীমা ইতিমধ্যে বৃদ্ধি করেছে রেল। শুরু হয়েছে ট্রেনগুলিতে বুকিং।

আরও পড়ুন- “ও স্যার আমাদের ছেড়ে যেও না!” শিক্ষক বদলিতে কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা

শীতের মরশুমেও হায়দ্রাবাদগামী নিয়মিত ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় ব্যাপক। যাত্রীদের সমস্যা সমাধানে সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য রেলের পক্ষ থেকে এই তিনটি হায়দ্রাবাদগামী স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

ট্রেনগুলি হল-০৭০৪৬/০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল।০৭০৫১/০৭০৫২ হায়দ্রাবাদ-রাক্সৌল-হায়দ্রাবাদ স্পেশাল।
০৭০৩০/০৭০২৯ সেকেন্দ্রাবাদ – আগরতলা – সেকেন্দ্রাবাদ স্পেশাল।
০৭০৪৬ সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড় স্পেশালটি প্রতি সোমবার চলবে।

০৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।০৭০৪৭ ডিব্রুগড়ের মধ্যে সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে – সেকেন্দ্রাবাদ স্পেশালটি প্রতি বৃহস্পতিবার। ৭ ডিসেম্বর ২০২৩ থেকে ০১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। ০৭০৫১ হায়দ্রাবাদ – রাক্সৌল স্পেশালটি প্রতি শনিবার ছাড়বে। ০২ ডিসেম্বর ২০২৩ থেকে ২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৭০৫২ রাক্সউল – হায়দ্রাবাদ স্পেশাল প্রতি মঙ্গলবার ছাড়বে। ০৫ ডিসেম্বর ২০২৩ থেকে ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

আরও পড়ুন- বাড়ি ফিরলেন উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া জয়দেব-সৌভিক, আনন্দে আত্মহারা পরিবার

০৭০৩০ সেকেন্দ্রাবাদ – আগরতলা স্পেশালটি প্রতি সোমবার ছাড়বে।০৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৭০২৯ আগরতলা – সেকেন্দ্রাবাদ স্পেশালটি প্রতি শুক্রবার ছাড়বে। ০৮ ডিসেম্বর২০২৩ থেকে ২ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। সাপ্তাহিক স্পেশাল ট্রেনের বুকিং ইতি মধ্যে শুরু হয়েছে।

হরষিত সিংহ

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ট্রেনের টিকিট কাটার আগে ১০বার ভাবুন, রেল এবার নেবে দ্বিগুণ টাকা! বড় ঘোষণা

ট্রেনের টিকিট কাটার আগে এবার থেকে যাত্রীদের ১০বার ভাবনা চিন্তা করতে হবে। কারণ ভারতীয় রেল এবার থেকে কনফার্ম টিকিট ক্যানসেল-এর উপর দ্বিগুণ টাকা নেবে।
ট্রেনের টিকিট কাটার আগে এবার থেকে যাত্রীদের ১০বার ভাবনা চিন্তা করতে হবে। কারণ ভারতীয় রেল এবার থেকে কনফার্ম টিকিট ক্যানসেল-এর উপর দ্বিগুণ টাকা নেবে।
টিকিট কনফার্ম না হলে রেল পুরো টাকা ফেরত দেয়। সেই নিয়মে কোনও বদল হচ্ছে না। তবে কনফার্ম টিকিট কোনও যাত্রী বাতিল করলে রেল কেটে নেবে ডাবল টাকা।
টিকিট কনফার্ম না হলে রেল পুরো টাকা ফেরত দেয়। সেই নিয়মে কোনও বদল হচ্ছে না। তবে কনফার্ম টিকিট কোনও যাত্রী বাতিল করলে রেল কেটে নেবে ডাবল টাকা।
এসি প্রথম শ্রেণির কনফার্ম টিকিচ বাতিল করলে আগে ক্যানসেলেশন ফি কাটা হত ১২০ টাকা। এখন সেটা হবে ২৪০ টাকা। সঙ্গে জুড়ে যাবে ৫ শতাংশ জিএসটি।
এসি প্রথম শ্রেণির কনফার্ম টিকিট বাতিল করলে আগে ক্যানসেলেশন ফি কাটা হত ১২০ টাকা। এখন সেটা হবে ২৪০ টাকা। সঙ্গে জুড়ে যাবে ৫ শতাংশ জিএসটি।
এসি টু টিয়ারের টিকিট বাতিল করলে আগে কাটা হত ১০০ টাকা। এখন কাটা হবে ২০০ টাকা। এসি থ্রি টিয়ারের টিকিট বাতিলের ক্ষেত্রে আগে কাটা হত ৯০ টাকা। এবার থেকে রেল কাটবে ১৮০ টাকা।
এসি টু টিয়ারের টিকিট বাতিল করলে আগে কাটা হত ১০০ টাকা। এখন কাটা হবে ২০০ টাকা। এসি থ্রি টিয়ারের টিকিট বাতিলের ক্ষেত্রে আগে কাটা হত ৯০ টাকা। এবার থেকে রেল কাটবে ১৮০ টাকা।
স্লিপারের কনফার্মড টিকিট ক্যানসেল করলে আগে কাটা হত ৬০ টাকা। এবার থেকে কাটা হবে ১২০ টাকা। সেকেন্ড ক্লাসে কাটা হত ৩০ টাকা। এবার থেকে কাটা হবে ৬৩ টাকা।
স্লিপারের কনফার্মড টিকিট ক্যানসেল করলে আগে কাটা হত ৬০ টাকা। এবার থেকে কাটা হবে ১২০ টাকা। সেকেন্ড ক্লাসে কাটা হত ৩০ টাকা। এবার থেকে কাটা হবে ৬৩ টাকা।
.আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে কোনও ক্ষেত্রেই ক্যানসেলেসন চার্জ-এর উপর যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। ফলে টাকার অঙ্কটা অনেকটাই বেড়ে গেল।
..আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে কোনও ক্ষেত্রেই ক্যানসেলেসন চার্জ-এর উপর যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। ফলে টাকার অঙ্কটা অনেকটাই বেড়ে গেল।
ডিসেম্বরে যে নিয়ম চালু করল রেল তাতে ট্রেন ছাড়ার ৬ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে অর্ধেক টাকাই কেটে নেওয়া হবে।
ডিসেম্বরে যে নিয়ম চালু করল রেল তাতে ট্রেন ছাড়ার ৬ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে অর্ধেক টাকাই কেটে নেওয়া হবে।
ট্রেন একবার ছেড়ে দিলে আর কোনও টাকাই এবার থেকে ফেরত পাবেন না যাত্রীরা।
ট্রেন একবার ছেড়ে দিলে আর কোনও টাকাই এবার থেকে ফেরত পাবেন না যাত্রীরা।

Indian Railways: বড় খবর! বাতিল বহু ট্রেন, দেখে নিন আপনার ট্রেন আছে কিনা সেই তালিকায়?

কলকাতা: ​উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে রঙিয়া ডিভিশনের নিউ বঙাইগাঁও স্টেশনের ১ নং. প্যাসেঞ্জার প্ল্যাটফর্মের প্রস্তাবিত পুনর্নির্মাণের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে কয়েকটি ট্রেনের বিদ্যমান স্টপেজ সংলগ্ন বঙাইগাঁও স্টেশনে ডাইভার্ট করাটা প্রয়োজন হয়ে পড়েছে। নীচে বঙাইগাঁওয়ে কয়েকটি ট্রেনের প্রস্তাবিত সাময়িক আগমন ও প্রস্থানের সময় সহ নাম দেওয়া হলো:১.​০৩ থেকে ১৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯০৯নং. (ডিব্রুগড়-লালগড়) অবধ অসম এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০০:৪৫ ঘণ্টায় পৌঁছবে এবং ০০:৫০ ঘণ্টায় প্রস্থান করবে।২.​০৩, ০৫, ০৭, ১০, ১২ ও ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৫৯২২নং. (নিউ তিনসুকিয়া-ধুবড়ি) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০১:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ০১:০৫ ঘণ্টায় প্রস্থান করবে।৩.​০৩, ০৫, ০৭, ০৯, ১০, ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৩১৭৪নং. (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি বঙ্গাইগাঁও স্টেশনে ০১:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ০১:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।৪.​০৪, ০৬, ০৮, ১১, ১৩ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৩১৭৬নং. (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০১:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ০১:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।

৫.​০৫, ০৯, ১২ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ২২৪১১নং. (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৪:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৫:০০ ঘণ্টায় প্রস্থান করবে।৬.​০৪ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৭০৪নং. (বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশন থেকে ০৬:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।৭.​০৩, ০৫, ০৬, ০৭, ০৯, ১০, ১২, ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ২০৫০৩নং. (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৭:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৭:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।৮.​০৪, ০৮, ১১ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ২০৫০৫নং. (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৭:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৭:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।

আরও পড়ুন: চন্দ্রশেখরের ধরাশায়ী হওয়ার ইঙ্গিত! এই প্রথম নতুন ‘হাতে’ তেলঙ্গানা?স্পষ্ট ট্রেন্ড

৯.​০৩ থেকে ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ১২৪২৩নং. (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৯:১০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৯:১৫ ঘণ্টায় প্রস্থান করবে।১০.​০৭ ও ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫০৮নং. (শিলচর-তিরুবন্তপুরম) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৯:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৯:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।১১.​০৪, ০৫, ১০, ১১, ১২ ও ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫১০নং. (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৯:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৯:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।১২.​০৬ ও ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫১৪নং. (শিলচর-সেকেন্দ্রাবাদ) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৯:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৯:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৩.​০৫ ও ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫১৬নং. (শিলচর-কোয়েম্বাটোর) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ০৯:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ০৯:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৪.​০৩ ও ১০ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০১৬৬৬নং. (আগরতলা-রানি কমলাপতি) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১০:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ১০:০৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৫.​০৪, ০৫, ০৬, ০৮, ০৯, ১১, ১২, ১৩, ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯৬০নং. (ডিব্রুগড়-হাওড়া) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১২:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ১২:০৫ ঘণ্টায় প্রস্থান করবে।

আরও পড়ুন: ‘সিপিএমের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে’, খেজুরি থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

১৬.​০৪, ০৮, ১১ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯৬২নং. (ডিব্রুগড়-হাওড়া) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১২:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ১২:০৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৭.​০৯ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬২৬নং. (আগরতলা-দেওঘর) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১২:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১২:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৮.​০৯ ও ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৩৪নং. (গুয়াহাটি-বিকানের) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৩:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৩:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।১৯.​০৭ ও ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৩২নং. (গুয়াহাটি-বিকানের) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৩:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৩:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।২০.​০৪ ও ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৩৬নং. (গুয়াহাটি-ওখা) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৩:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৩:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।২১.​০৪ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫০৫নং. (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৫:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৫:১০ ঘণ্টায় প্রস্থান করবে।২২.​০৬ ও ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫৫২নং. (কামাখ্যা-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৬:০৫ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬:১০ ঘণ্টায় প্রস্থান করবে।২৩.​০৬ ও ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৫৩নং. (গুয়াহাটি-জম্মু তাওয়াই) অমরনাথ এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৬:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।২৪.​০৪ ও ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৫১নং. (গুয়াহাটি-জম্মু তাওয়াই) লোহিত এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৬:৪০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৬:৪৫ ঘণ্টায় প্রস্থান করবে।২৫.​০৪ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৫৮নং. (কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র মেল ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৭:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৭:৩০ ঘণ্টায় প্রস্থান করবে।২৬.​০৮ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৩০নং. (শিলঘাট টাউন-তাম্বারাম) নগাঁও এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৭:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৭:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।২৭.​০৪ ও ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯৩০নং. (নিউ তিনসুকিয়া-তাম্বারাম) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৭:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৭:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।২৮.​০৫ ও ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৪৮নং. (গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৭:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৭:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।২৯.​০৪, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ২২২২৮নং. (গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৮:২৪ ঘণ্টায় পৌঁছবে এবং ১৮:২৬ ঘণ্টায় প্রস্থান করবে।৩০.​০৮ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬২৪নং. (কামাখ্যা-ভগত কি কোঠি) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৯:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ২০:০০ ঘণ্টায় প্রস্থান করবে।৩১.​০৬, ১০, ১৩ ও ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯৪৬নং. (ডিব্রুগড়-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৯:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ২০:০০ ঘণ্টায় প্রস্থান করবে।

৩২.​০৪ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৭৫৪নং. (গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ১৯:৩০ ঘণ্টায় পৌঁছবে এবং ১৯:৪০ ঘণ্টায় প্রস্থান করবে।৩৩.​০৪ থেকে ১৭ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৭৭০নং. (লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ২২:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ২২:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।৩৪.​০৪, ০৮, ১১ ও ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯০৩নং. (ডিব্রুগড়-চণ্ডীগড়) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ২২:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ২২:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।৩৫.​০৫ ও ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৯৩৩নং. (নিউ তিনসুকিয়া-অমৃতসর) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ২২:৫০ ঘণ্টায় পৌঁছবে এবং ২২:৫৫ ঘণ্টায় প্রস্থান করবে।৩৬.​১০ ও ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৬৪০নং. (কামাখ্যা-পুরী) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ২৩:০০ ঘণ্টায় পৌঁছবে এবং ২৩:০৫ ঘণ্টায় প্রস্থান করবে।৩৭.​০৭ ও ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১২৫২০নং. (আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস ট্রেনটি বঙাইগাঁও স্টেশনে ২৩:২০ ঘণ্টায় পৌঁছবে এবং ২৩:২৫ ঘণ্টায় প্রস্থান করবে।

ভারতের সব থেকে ‘বিরক্তিকর’ ট্রেন, একবার উঠলে পাঁচদিনে নামতে পারবেন না!

নয়াদিল্লি: ভারতীয় রেল আমাদের দেশের লাইফ লাইন। ভারতীয় রেলের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে আছে। ভারতের রেল নেটওয়ার্ক সমগ্র এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।

প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন ট্রেনে চেপে। এছাড়াও ভারতীয় রেলপথ পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম। খুব অল্প টাকায় আপনি অনেক দূর ভ্রমণ করতে পারবেন।

ভারতে ১৩ হাজারেরও বেশি ট্রেন চলে। তারর মধ্যে কিছু ট্রেন এক শহর থেকে অন্য শহরে যায়। কিছু ট্রেন দেশের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত চলাচল করে।

আরও পড়ুন- অক্সিজেন শেষ হয়ে আসছে! পৃথিবীতে মানুষ আর কতদিন বাঁচবে? বড় দাবি বিজ্ঞানীদের

একটি ট্রেনের দেশের এক কোণ থেকে অন্য কোণে যেতে বেশ কয়েক দিন সময় লাগে। বিবেক এক্সপ্রেস সবথেকে বেশি দূরত্ব অতিক্রম করে। অনেকে এই ট্রেনের যাত্রা বিরক্তিকর বলেন। এটি অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত যাতায়াত করে।

অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী যেতে বিবেক এক্সপ্রেস প্রায় ৮২ ঘন্টা ৫০ মিনিট সময় নেয়। বিবেক এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১:০৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়ে। বুধবার সকাল ৯:৫৫ মিনিটে কন্যাকুমারী পৌঁছায়।

এই সময়ের মধ্যে ট্রেনটি প্রায় ৫৬ টি স্টেশনে থামে। বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় ৪২৭৩ কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে।

আরও পড়ুন- Moye Moye…! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই গান, মোয়ে-মোয়ে শব্দের মানে কী?

বিশ্বের দীর্ঘতম দূরত্বে চলাচল করা ট্রেনের তুলনায় বিবেক এক্সপ্রেস কিছুই নয়। এটি সেই ট্রেনের মাত্র অর্ধেক দূরত্ব অতিক্রম করে। রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রুটে চলা একটি ট্রেন বিবেক এক্সপ্রেসের চেয়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে।

ভারতের দ্বিতীয় দীর্ঘতম দূরত্বের ট্রেনের নাম হিমসাগর এক্সপ্রেস। এটি জম্মুর মা বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশন থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলে।

হিমসাগর এক্সপ্রেস যাত্রা শেষ করতে প্রায় ৭৩ ঘন্টা এবং ৩০ মিনিট সময় নেয়। ট্রেনটি ৩৭৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Indian Railways: দূরপাল্লার একাধিক ট্রেনের পথ পরিবর্তন, দেখে নিন কোন পথে চলবে কোন ট্রেন? জানুন নয়া সূচি

*একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে আগামী কয়েকদিন। নির্দিষ্ট রুটের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে যাবেনা জম্বু তাওয়াই, দুন এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। প্রতিবেদনঃ হরষিত সিংহ। 
*একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে আগামী কয়েকদিন। নির্দিষ্ট রুটের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে যাবেনা জম্বু তাওয়াই, দুন এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। প্রতিবেদনঃ হরষিত সিংহ।
*কোন পথে ট্রেন গুলি চলাচল করবে সেই বিষয়েও উল্লেখ করা হয়েছে‌। সপ্তাহব্যাপী বেশ কিছু জায়গায় রেল লাইনের কাজ চলবে। তাই কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*কোন পথে ট্রেন গুলি চলাচল করবে সেই বিষয়েও উল্লেখ করা হয়েছে‌। সপ্তাহব্যাপী বেশ কিছু জায়গায় রেল লাইনের কাজ চলবে। তাই কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর রেলের লখনউ ডিভিশনের পাতরাঙ্গা-রৌজাগাঁও-রুদৌলি সেকশনে রেল লাইনের কাজ শুরু হয়েছে। এই সমস্ত জায়গায় রেলের প্রি-নন-ইন্টারলকিং, নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। যে সমস্ত ট্রেন গুলির পর পরিবর্তন হয়েছে। সেগুলি হল ১৩০০৯/১৩০১০ হাওড়া-যোগ নগরী, ঋষিকেশ-হাওড়া দুন এক্সপ্রেস। সংগৃহীত ছবি। 
*রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর রেলের লখনউ ডিভিশনের পাতরাঙ্গা-রৌজাগাঁও-রুদৌলি সেকশনে রেল লাইনের কাজ শুরু হয়েছে। এই সমস্ত জায়গায় রেলের প্রি-নন-ইন্টারলকিং, নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। যে সমস্ত ট্রেন গুলির পর পরিবর্তন হয়েছে। সেগুলি হল ১৩০০৯/১৩০১০ হাওড়া-যোগ নগরী, ঋষিকেশ-হাওড়া দুন এক্সপ্রেস। সংগৃহীত ছবি। 
*০৩ ডিসেম্বর থেকে ০৯ ডিসেম্বর পর্যন্ত বারাণসী-এমবিডি প্রতাপগড়-লখনউ রুটে চলবে। ১৩৪৮৪ দিল্লি-মালদহ টাউন ফারাক্কা এক্সপ্রেস ৩, ৫, ৭ ও ৮ ডিসেম্বর লখনউ-সুলতানপুর-জাফরাবাদ রুটে চলবে। সংগৃহীত ছবি। 
*০৩ ডিসেম্বর থেকে ০৯ ডিসেম্বর পর্যন্ত বারাণসী-এমবিডি প্রতাপগড়-লখনউ রুটে চলবে। ১৩৪৮৪ দিল্লি-মালদহ টাউন ফারাক্কা এক্সপ্রেস ৩, ৫, ৭ ও ৮ ডিসেম্বর লখনউ-সুলতানপুর-জাফরাবাদ রুটে চলবে। সংগৃহীত ছবি। 
*১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩-৯ ডিসেম্বর জাফরাবাদ-সুলতানপুর-লখনউ হয়ে চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য আগাম রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ ডিসেম্বরের পর থেকে পুনরায় নির্দিষ্ট রুটেই চলাচল করবে এই দূরপাল্লার ট্রেনগুলি। সংগৃহীত ছবি।
*১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩-৯ ডিসেম্বর জাফরাবাদ-সুলতানপুর-লখনউ হয়ে চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য আগাম রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ ডিসেম্বরের পর থেকে পুনরায় নির্দিষ্ট রুটেই চলাচল করবে এই দূরপাল্লার ট্রেনগুলি। সংগৃহীত ছবি।

Indian Railways: ট্রেনের জানলা থেকে পড়ে গেল মোবাইল! তুলতে গোটা ট্রেনই থামিয়ে দিলেন ব্যক্তি

মেমারি: হাত থেকে পড়ে যাওয়া মোবাইল কুড়োতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। পড়ে ব্যক্তিগত বন্ডে ছাড়াও পান তিনি। দামি মোবাইল নিতে ওই যাত্রী থামিয়ে দেন আস্ত একটি ট্রেন। ঘটনাটি ঘটেছে মেমারিতে।আরপিএফ সূত্রে জানা গেছে অনিরুদ্ধ গুছাইত নামে এক ব্যক্তি শুক্রবার গুসকরা থেকে ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া যাচ্ছিলেন।

মেমারির কাছে তাঁর হাত থেকে ট্রেনের জানালা দিয়ে তাঁর দামি মোবাইলটি পড়ে যায়। তখন তিনি মোবাইল কুড়োতে ট্রেনের চেন টানেন। তাতে ট্রেনটি থেমে যায়। অনিরুদ্ধ ট্রেন থেকে নেমে মোবাইল আনতে গেলে কর্মরত আরপিএফ তাঁকে গ্রেফতার করে।

যদিও পরে তাঁকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়। প্রায় মিনিট পড়ে ট্রেনটি ছেড়ে চলে যায়। অনিরুদ্ধ গুছাইতের বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে। গুসকরাতে তিনি শ্বশুরবাড়িতে এসেছিলেন। সেখান থেকে তিনি হাওড়াতে আসেন। তারপরে সেখানে থেকে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন, শাসক-বিরোধী দলের ধর্না, প্রতিবাদের জের! এবার বিধানসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা স্পিকারের

আরও পড়ুন, ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

তাঁর মোবাইলটি জানলার পাশে ছিল। কিন্তু ট্রেন থেকে আচমকা নিচে পড়ে যায়। মোবাইলটি তুলে আনতে শেষে তিনি ট্রেনের চেন টেনে দেন। ট্রেনটি থমকে যায় সেই সময়ে।

ট্রেনে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীরা ট্রেন থেকে নেমে আসেন। তখন দেখেন এক ব্যক্তি মোবাইল কুড়োচ্ছে। তাঁর কাছে যাওয়া মাত্রই পুরো বিষয়টি স্পষ্ট হয়। এর পরেই ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

Indian Railways News: ব্যবসার কাজে সুরাত যাওয়ার পরিকল্পনা আছে, দেখেনিন আপনার ট্রেন বাতিল হয়নি তো?

মালদহ: ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্যবসার কাজে বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মূলত গুজরাত যাওয়ার পরিকল্পনা থাকলে একটু সার্চ করে নিন। গুজরাত যাওয়ার ট্রেন বাতিল করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা গুজরাতের সুরাতে ব্যবসায়িক নানা কাজে গিয়ে থাকেন। তার আগে জেনে নিন আপনার ট্রেন বাতিল রয়েছে কিনা।রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে মালদহ টাউন- সুরাত এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।দক্ষিণ-পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশনের কানহান স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং-এর ব্যবস্থার কাজ চলছে। তারি জেরে এই ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন – Lakshmi Narayan Yog 2023: লক্ষ্মী-নারায়ণ যোগে তুফান, রাশিতে হবে মালামাল অর্থের যোগ, তোলপাড়ে জীবন মাখন

রেল সূত্রে জানা গিয়েছে, ১৩৪২৫ মালদহ টাউন – সুরাট এক্সপ্রেস ২ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর বাতিল করা হয়েছে‌। অপরদিকে১৩৪২৬ সুরাট-মালদা টাউন এক্সপ্রেস ৪ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর বাতিল করা হয়েছে। পরবর্তীতে নির্ধারিত সময় গুলিতে স্বাভাবিক থাকবে এই এক্সপ্রেস ট্রেনের চলাচল।

মূলত উত্তরবঙ্গের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের জন্য সাপ্তাহিক এই এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে রেলের পক্ষ থেকে। সাধারণ যাত্রী থেকে এই ট্রেনের বেশি সংখ্যক ব্যবসায়ীদের যাতায়াত করেন। রেলের কাজের জন্য কয়েকদিন এই ট্রেন বাতিল থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে এই অঞ্চলের ব্যবসায়ীদের। তাই সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেলের পক্ষ থেকে আগাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Harshit Singh

Sevoke Rangpo Rail Line: সিকিম-বাংলা জোড়া শুধু সময়ের অপেক্ষা, সেবক-রংপো রেল প্রকল্পে আরও এক ধাপ অগ্রগতি

দার্জিলিংঃ উত্তরকাশী অতীত। সেবক-রংপো রেল প্রকল্পে আরও অগ্রগতি। বৃহৎ মাইলস্টোন হিসেবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত সেবক-রংপো রেল প্রোজেক্ট (এসআরআরপি)-র টি-০১ নং. টানেলে অ্যাডিট-এ এক সাফল্য অর্জন করা হয়েছে। এই টানেলের সাফল্যের ফলে এই প্রকল্পের সমস্ত অ্যাডিট টানেল খননের কার্যকলাপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার করোনেশন ব্রিজের নিকটে অবস্থিত ৮৫৫ মিটার লম্বা ইভাকুয়েশন টানেলের পাশাপাশি মূল টানেলটির দৈর্ঘ্য ৪২২৪ মিটার। মূল টানেলটি দুর্বল ও প্রত্যাহ্বানমূলক ভূ-তাত্ত্বিক অবস্থা এবং তরুণ হিমালয়ের ভূকম্পীয় অবস্থার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে। এসআরআরপি-র অন্যান্য সমস্ত টানেলের মতো মাটির ভারের দুর্বলতা প্রতিরোধ করতে, সর্বশেষ ও সবচেয়ে আধুনিক ও পরিশীলিত টানেলিং টেকনোলজি তথা নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড অথবা এনএটিএম ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুনঃ ইউভানের বোন ইয়ালিনি, ফুটফুটে মেয়ের মা হলেন শুভশ্রী, ‘ইয়ালিনি’ নামের মানে জানেন?

সেবক-রংপো নতুন রেল সংযোগী প্রকল্পটি প্রায় ৪৫ কিমি লম্বা, যা সেবক (পশ্চিমবঙ্গ) ও রংপোকে (সিক্কিম) সংযুক্ত করবে এবং ১৪টি টানেল, ১৭টি ব্রিজ ও ৫টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘতম টানেলটি (টি-১০) ৫.৩ কিমি এবং দীর্ঘতম ব্রিজটি ৪২৫ মিটার লম্বা। সমগ্র প্রকল্পটির প্রায় ৩৮ কিমি বিন্যাস টানেলের মাধ্যমে অতিক্রম হয়েছে এবং টানেল নির্মাণের ৮৮ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে টানেল টি-১৪ -এ ফাইনাল লাইনিং সম্পূর্ণ করা হয়েছে এবং টানেল টি-০২, টি-০৫, টি-০৬, টি-০৯, টি-১০, টি-১১ ও টি-১২-এর কাজ অগ্রগতি লাভ করেছে। আজকের তারিখ পর্যন্ত মোট ৭.৪৯ কিমি লাইনিং সম্পূর্ণ হয়েছে। সবগুলি বিভাগের কাজ দিন-রাত ২৪ ঘণ্টা চালানো হচ্ছে।

এটি ভারতের অন্যতম একটি মর্যাদাপূর্ণ নির্মীয়মাণ জাতীয় প্রকল্প এবং প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে প্রথমবারের জন্য সিকিম রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে। এই রেল নেটওয়ার্কটি সম্পূর্ণ হওয়ার পর সিক্কিমের সাথে একটি বিকল্পমূলক সংযোগ প্রদান করবে। প্রকল্পটি সম্পূর্ণ করতে বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন ইয়ার্ড নির্মাণ সম্পর্কিত সমস্ত কার্য্যকলাপ যুদ্ধকালীন পরিস্থিতিতে চালানো হচ্ছে।

আবীর ঘোষাল