Tag Archives: indian tourism

Indian Tourism Voting Polls: পাহাড়, সমুদ্র, ধর্মীয়স্থান, কোথায় ঘুরতে বেশি ভাল লাগে? দেশে সফর অভিজ্ঞতা আরও ভাল করতে চান? তবে আজই ভোট দিন

পর্যটন মন্ত্রক থেকে শুরু হল নয়া পোল। নাম দেওয়া হল ‘দেখো আপনা দেশ, পিপলস চয়েস ২০২৪’-এ অংশগ্রহণ করার জন্য মানুষকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
পর্যটন মন্ত্রক থেকে শুরু হল নয়া পোল। নাম দেওয়া হল ‘দেখো আপনা দেশ, পিপলস চয়েস ২০২৪’-এ অংশগ্রহণ করার জন্য মানুষকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দ মতো জায়গাগুলি বেছে নেবেন। পাঁচটি ক্যাটেগরি রয়েছে। পছন্দের জায়গার বিষয়ে তথ্য দিতে হবে তাতে।
অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দ মতো জায়গাগুলি বেছে নেবেন। পাঁচটি ক্যাটেগরি রয়েছে। পছন্দের জায়গার বিষয়ে তথ্য দিতে হবে তাতে।
পাঁচটি বিভাগের মধ্যে যে কোনও অন্তত একটি বেছে নিতে হবে, যেখানে তাঁরা ঘুরে এসেছেন। অথবা অন্তত এমন একটি বিভাগ বেছে নেবেন যা তাঁরা পরবর্তীকালে যেতে চাইছেন।
পাঁচটি বিভাগের মধ্যে যে কোনও অন্তত একটি বেছে নিতে হবে, যেখানে তাঁরা ঘুরে এসেছেন। অথবা অন্তত এমন একটি বিভাগ বেছে নেবেন যা তাঁরা পরবর্তীকালে যেতে চাইছেন।
বিজয়ী বিভাগগুলি ভারত সরকারের পর্যটন মন্ত্রককে আরও বিকশিত হতে সাহায্য করবে। যা Viksit Bharat@2047-এর দিকে ভারতকে এগিয়ে যেতে সাহায্য করবে।
বিজয়ী বিভাগগুলি ভারত সরকারের পর্যটন মন্ত্রককে আরও বিকশিত হতে সাহায্য করবে। যা Viksit Bharat@2047-এর দিকে ভারতকে এগিয়ে যেতে সাহায্য করবে।
এই ভোটিং শুরু হয়েছে গত ৭ মার্চ, ২০২৪ থেকে। ভোট দেওযার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৪। ভোট দেওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে। ভারতে এবং বাইরে বসবাসকারী ব্যক্তিদের জন্য ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে।
এই ভোটিং শুরু হয়েছে গত ৭ মার্চ, ২০২৪ থেকে। ভোট দেওযার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৪। ভোট দেওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে। ভারতে এবং বাইরে বসবাসকারী ব্যক্তিদের জন্য ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে।
ভারতে বসবাসকারী অংশগ্রহণকারীদের অবশ্যই একটি ভারতীয় মোবাইল নম্বর থাকতে হবে। ভারতের বাইরে বসবাসকারী অংশগ্রহণকারীদের অবশ্যই একটি ইমেল-আইডি থাকতে হবে।
ভারতে বসবাসকারী অংশগ্রহণকারীদের অবশ্যই একটি ভারতীয় মোবাইল নম্বর থাকতে হবে। ভারতের বাইরে বসবাসকারী অংশগ্রহণকারীদের অবশ্যই একটি ইমেল-আইডি থাকতে হবে।
অংশগ্রহণকারীরা একটি মোবাইল নম্বর এবং/অথবা ইমেল আইডি থেকে একবারই ভোট দিতে পারবেন। ভোট কেবল অনলাইনেই হবে।
অংশগ্রহণকারীরা একটি মোবাইল নম্বর এবং/অথবা ইমেল আইডি থেকে একবারই ভোট দিতে পারবেন। ভোট কেবল অনলাইনেই হবে।
ভারতে বসবাসকারী অংশগ্রহণকারীরা তাঁদের মোবাইল নম্বরে একটি OTP পাবেন। ভারতের বাইরে বসবাসকারী অংশগ্রহণকারীরা ইমেল আইডিতে একটি OTP পাবেন।
ভারতে বসবাসকারী অংশগ্রহণকারীরা তাঁদের মোবাইল নম্বরে একটি OTP পাবেন। ভারতের বাইরে বসবাসকারী অংশগ্রহণকারীরা ইমেল আইডিতে একটি OTP পাবেন।
ভোটের প্রশ্ন: অংশগ্রহণকারীদের দু’টি প্রধান অংশে উত্তর দিতে হবে: প্রশ্ন ১ (আপনি দেখেছেন এমন পর্যটন আকর্ষণের জন্য ভোট দিন): প্রিয় পর্যটন আকর্ষণ যা তাঁরা দেখেছেন, সেখানে কি তাঁরা আবার যেতে চান, সেই জায়গার জন্য তাঁরা কী উন্নতি চান।
ভোটের প্রশ্ন: অংশগ্রহণকারীদের দু’টি প্রধান অংশে উত্তর দিতে হবে: প্রশ্ন ১ (আপনি দেখেছেন এমন পর্যটন আকর্ষণের জন্য ভোট দিন): প্রিয় পর্যটন আকর্ষণ যা তাঁরা দেখেছেন, সেখানে কি তাঁরা আবার যেতে চান, সেই জায়গার জন্য তাঁরা কী উন্নতি চান।
প্রশ্ন ২ (আপনি দেখতে চান এমন পর্যটন আকর্ষণের জন্য ভোট দিন): প্রিয় পর্যটন আকর্ষণ যা তাঁরা দেখতে চান।
প্রশ্ন ২ (আপনি দেখতে চান এমন পর্যটন আকর্ষণের জন্য ভোট দিন): প্রিয় পর্যটন আকর্ষণ যা তাঁরা দেখতে চান।
ভোটিং বিভাগ: অংশগ্রহণকারীরা প্রশ্ন 1-এ এক থেকে পাঁচটি বিভাগে সর্বোচ্চ তিনটি জায়গার জন্য ভোট দিতে পারেন। বিভাগ রয়েছে- আধ্যাত্মিক, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃতি ও বন্যপ্রাণী, অ্যাডভেঞ্চার এবং অন্যান্য।
ভোটিং বিভাগ: অংশগ্রহণকারীরা প্রশ্ন 1-এ এক থেকে পাঁচটি বিভাগে সর্বোচ্চ তিনটি জায়গার জন্য ভোট দিতে পারেন। বিভাগ রয়েছে- আধ্যাত্মিক, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃতি ও বন্যপ্রাণী, অ্যাডভেঞ্চার এবং অন্যান্য।
সমস্ত অংশগ্রহণকারী অংশগ্রহণের একটি শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। যা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যেতে পারে।
সমস্ত অংশগ্রহণকারী অংশগ্রহণের একটি শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। যা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যেতে পারে।

Sikkim: সিকিমের সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটি! মায়াবী স্বপ্নের এই গ্রামে গিয়েছেন? ফিরতে ইচ্ছে করবে না

পশ্চিম সিকিমের পাহাড়ি গ্রামগুলো অনেক বেশি জনপ্রিয়। এর মধ্যে অন্যতম রিনচেনপং। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য‌ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য পর্যটকদের মধ্যে খুব চর্চিত।
পশ্চিম সিকিমের পাহাড়ি গ্রামগুলো অনেক বেশি জনপ্রিয়। এর মধ্যে অন্যতম রিনচেনপং। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য‌ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য পর্যটকদের মধ্যে খুব চর্চিত।
এখানে নেই শহুরে কোলাহল, দূষণ। রয়েছে ওক, পাইন দেবদারুর সমাহার। সামনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। নাম না জানা রঙ-বেরঙের পাখিদের কলরব।সবুজ গালিচা। সব কিছু নিয়ে রিনচেনপং হল একটি মায়াবী স্বপ্নের নাম।
এখানে নেই শহুরে কোলাহল, দূষণ। রয়েছে ওক, পাইন দেবদারুর সমাহার। সামনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। নাম না জানা রঙ-বেরঙের পাখিদের কলরব।সবুজ গালিচা। সব কিছু নিয়ে রিনচেনপং হল একটি মায়াবী স্বপ্নের নাম।
রিনচেনপং থেকে কাছেপিঠে দেখবার অনেক জায়গা রয়েছে। এখান থেকে পেলিং, প্রেমায়েন্সি মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ফলস, দরাপ ভিলেজ, খেচিপেরি লেক, ছায়াতাল লেক, শ্রীজুঙ্ঘা টেম্পল, হি ওয়াটার গার্ডেন সবই ঘুরে আসা যায় একদিনের সফরে।
রিনচেনপং থেকে কাছেপিঠে দেখবার অনেক জায়গা রয়েছে। এখান থেকে পেলিং, প্রেমায়েন্সি মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ফলস, দরাপ ভিলেজ, খেচিপেরি লেক, ছায়াতাল লেক, শ্রীজুঙ্ঘা টেম্পল, হি ওয়াটার গার্ডেন সবই ঘুরে আসা যায় একদিনের সফরে।
নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। জোড়থাং হয়ে রিনচেনপং গেলে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা।
নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। জোড়থাং হয়ে রিনচেনপং গেলে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা।
এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। থাকা, খাওয়া মিলিয়ে এই সব হোমস্টের খরচ ১,৫০০ টাকা থেকে শুরু।
এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। থাকা, খাওয়া মিলিয়ে এই সব হোমস্টের খরচ ১,৫০০ টাকা থেকে শুরু।

Cafe: ভারতের আছে, অথচ ভারতীয়দেরই প্রবেশের অধিকার নেই! আসলে কী চলে এই ক্যাফের ভিতর?

কলকাতা: ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে যেতে গেলে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। ভাবছেন, বিদেশিদের জন্য তো অবশ্যই স্পেশাল অনুমতির দরকার পড়ে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি দেখতে গেলে ভারতীয়দেরও জন্য একই নিয়ম প্রযোজ্য। ভারত হল বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ ঐতিহ্যের একটি দেশ।
কলকাতা: ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে যেতে গেলে আলাদা করে অনুমতির প্রয়োজন হয়। ভাবছেন, বিদেশিদের জন্য তো অবশ্যই স্পেশাল অনুমতির দরকার পড়ে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি দেখতে গেলে ভারতীয়দেরও জন্য একই নিয়ম প্রযোজ্য। ভারত হল বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ ঐতিহ্যের একটি দেশ।
দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য ভারতীয়দেরও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। এরকম নানা জায়গা আছে। তার মধ্যে একটি জায়গা নিয়ে আজ আলোচনা হল।

দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য ভারতীয়দেরও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। এরকম নানা জায়গা আছে। তার মধ্যে একটি জায়গা নিয়ে আজ আলোচনা হল।
হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যে কে না মুগ্ধ হয়! কুলু-মানালি থেকে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম কাসোল। হিমাচল কিন্তু পর্যটকদের কাছে স্বর্গের মতো। প্রকৃতি প্রেমী পর্যটকদের পছন্দের জায়গা কাসোল।
হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যে কে না মুগ্ধ হয়! কুলু-মানালি থেকে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম কাসোল। হিমাচল কিন্তু পর্যটকদের কাছে স্বর্গের মতো। প্রকৃতি প্রেমী পর্যটকদের পছন্দের জায়গা কাসোল।
কিন্তু সেই হিমাচলের কাসোল গ্রামেরই একটি কাফে হল ফ্রি কাসোল কাফে। স্বাধীন দেশের একটি পর্যটনের জায়গার কাফে, অথচ সেই দেশেরই মানুষের নাকি ওই কাফেতে ঢোকার অধিকার নেই।
কিন্তু সেই হিমাচলের কাসোল গ্রামেরই একটি কাফে হল ফ্রি কাসোল কাফে। স্বাধীন দেশের একটি পর্যটনের জায়গার কাফে, অথচ সেই দেশেরই মানুষের নাকি ওই কাফেতে ঢোকার অধিকার নেই।
বহু ক্ষেত্রেই পাসপোর্ট ও গায়ের রং দেখে কাফেতে ঢোকার অনুমতি দেওয়া হয়। কাফেটির দায়িত্বে রয়েছে ইজরায়েলি পরিবার। তাই বন্ধু বা পরিবারের সঙ্গে কফি খেয়ে সময় কাটাতে চাইলে ওই কাফেতে ঢোকার আগে দশবার ভাববেন। নাহলে কপালে জুটতে পারে অপমান। এই নিয়েও বিতর্ক কম হয়নি। কিন্তু পরিস্থিতি বদলায়নি বলেই অভিযোগ।
বহু ক্ষেত্রেই পাসপোর্ট ও গায়ের রং দেখে কাফেতে ঢোকার অনুমতি দেওয়া হয়। কাফেটির দায়িত্বে রয়েছে ইজরায়েলি পরিবার। তাই বন্ধু বা পরিবারের সঙ্গে কফি খেয়ে সময় কাটাতে চাইলে ওই কাফেতে ঢোকার আগে দশবার ভাববেন। নাহলে কপালে জুটতে পারে অপমান। এই নিয়েও বিতর্ক কম হয়নি। কিন্তু পরিস্থিতি বদলায়নি বলেই অভিযোগ।
যদিও ক্যাফের মালিকের দাবি, এই ক্যাফেতে ভারতীয় পর্যটক পুরুষরা প্রবেশ করে অন্যান্য পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কারণে এখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ।
যদিও ক্যাফের মালিকের দাবি, এই ক্যাফেতে ভারতীয় পর্যটক পুরুষরা প্রবেশ করে অন্যান্য পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কারণে এখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ।