Tag Archives: Janmashtami

Janmashtami 2024: জন্মাষ্টমী তিথিতে গোপালের কৃপা পেতে মাখন ভোগ নিবেদন করুন! কীভাবে তৈরি করবেন জানুন 

দক্ষিণ দিনাজপুর: শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে জন্মাষ্টমী পালন করা হয় গোটা দেশে। শ্রীকৃষ্ণের ছেলেবেলার রূপ গোপালের পুজো করা হয় এই তিথিতে। গোপালের ননী চুরির গল্প কারও অজানা নয়৷ তাই তাঁর জন্ম তিথিতে মাখন তো তাঁর মুখে তুলে দিতেই হবে। খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিছরি। এই দিন শ্রীকৃষ্ণের ভক্তরা তাঁকে তাঁর প্রিয় মাখন দিয়ে পুজো করেন।

আরও পড়ুনঃ সাবধান…! জন্মাষ্টমীতে রাত ১২টায় ভুলেও করবেন না ‘এই’ কাজ, শ্রীকৃষ্ণ রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, উপবাসের আগে জানুন নিয়ম

প্রথমেই প্রতিদিনের দুধ থেকে মালাই বা দুধের সর আলাদা করে একটা পাত্রে জমিয়ে রাখতে হবে বেশ কয়েকদিন। নরমাল ফ্রিজে এই মালাই ২-৩ দিন রাখতে পারবেন। তবে ড্রিপ ফ্রিজে এটি ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যেতে পারে। এরপর একটি পাত্রে পরিমাণ মতন দুধের সর ঢেলে নিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবেই ১০-১৫ মিনিট ব্লেন্ডারের সাহায্যে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন দুধের সাদা রং পরিবর্তিত হয়ে হালকা হলদেটে হয়ে যায়। এবং অনেকটা ফুলে উঠে।

ভাল করে ব্লেন্ড হয়ে গেলে খেয়াল করলে দেখা যাবে মালাইটি বেশ টাইট হয়ে এসেছে। এবং তা থেকে একটু একটু করে দুধ বেরিয়ে আসছে। যাকে আমরা অনেকেই মাঠা বা ছাঁচ বলি। ঠিক সেই মুহূর্তে পরিমাণ মতন কয়েকটি বরফের টুকরো দিয়ে আবারও বেশ ভালভাবে ফেটিয়ে নিতে হবে। ক্ষেত্রে আপনারা হাতের সাহায্যেও মালাইটি ফেটিয়ে নিতে পারেন।

বেশ কিছুক্ষণ পর ফেটানো হয়ে গেলে লক্ষ করলে দেখা যাবে জল থেকে বেশ ভালভাবে মাখন উঠে আসছে। এবং মাখন জমাট বাঁধতে শুরু করেছে। এমনকি রঙ টা একেবারেই বাটারের মতন চলে এসেছে। এরপর হাতের সাহায্যে মাখন তুলে নিয়ে ভাল করে জল থেকে চিপে নিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিলেই তৈরি মাখন। এবারে নিজস্ব পছন্দ সহিদ পাত্রে তুলে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে কয়েকটি মিছড়ির দানা। তাহলে তৈরি হয়ে গেল জন্মাষ্টমী তিথিতে লাড্ডু গোপালের জন্য তার প্রিয় ভোগ মাখান মিছরি। সবশেষে সুন্দর করে সাজিয়ে নিয়ে জন্মাষ্টমী তিথিতে গোপালের কৃপা পেতে পুজোয় ভোগ হিসেবে অর্পণ করুন মাখন মিছড়ি। এরপর তা ভোগ হিসেবে সবাইকে পরিবেশন করুন। দেখবেন ছোট থেকে বড় সকলের মন জয় করবে নিমিষেই।

সুস্মিতা গোস্বামী

Astro Tips for Janmashtami: জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী দান করুন এই সব জিনিস, পূর্ণ হবে সকল মনোস্কামনা! জানালেন বিশেষজ্ঞ

নয়াদিল্লি: হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বহুল গুরুত্ব রয়েছে৷ বিশেষজ্ঞেরা বলে থাকেন, এই দিনে কোনও দান করলে তার ফল বহুগুণে পাওয়া যায়৷ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়। উজ্জয়নের পণ্ডিত আনন্দ ভরদ্বাজ জানাচ্ছেন, এই দিনে কোনও ব্যক্তি তাঁর রাশি অনুসারে দান করলে, তিনি গোপালের বিশেষ আশীর্বাদ ধন্য হন৷ আসুন তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক, ১২টি রাশির কে কোন জিনিসটি দান করলে – তাঁর উপরে গোপালের কৃপা বর্ষিত হয়।

মেষ রাশি- মেষ রাশির জাতক জাতিকাদের কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে গম ও গুড় দান করা উচিত।

বৃষ রাশি- এই রাশির অধিপতি শুক্র। লাড্ডু গোপালকে খুশি করতে এই রাশির জাতক জাতিকাদের এই দিনে মাখন, মিছরি এবং চিনি দান করা উচিত।

মিথুন রাশি- এই রাশির অধিপতি বুধ৷ এই রাশির জাতক জাতিকাদের জন্মাষ্টমীর দিন অন্ন দান করা উচিত।

আরও পড়ুন: প্রয়োজনে পৌঁছে দেবে পরীক্ষার হ’লে…নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের অভয় দিল পুলিশ

কর্কট রাশি- এই রাশির অধিপতি চন্দ্র৷ এই রাশির মানুষের জন্য জন্মাষ্টমী উপলক্ষে দুধ, দই, ভাত এবং মিষ্টি দান করা শুভ বলে মনে করা হয়।

সিংহ রাশি- এই রাশির অধিপতি সূর্য। এই রাশির জাতকের জন্মাষ্টমীর দিন বাল গোপালের আশীর্বাদ পেতে গুড়, মধু এবং মসুর ডাল দান করা উচিত।

কন্যা রাশি- এই রাশির জাতকদের অধিপতি হলেন বুধ৷ গ্রহ৷ লাড্ডু গোপালকে খুশি করতে, এদিন গাভীর সেবা করা উচিত।

তুলা রাশি- এই রাশির অধিপতি শুক্র। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা থেকে মুক্তি চেয়ে থাকলে জন্মাষ্টমীর দিন সাদা ও নীল রঙের কাপড় দান করুন।

বৃশ্চিক রাশি- এই রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে গম, গুড় এবং মধু দান করা উচিত।

আরও পড়ুন: ফেসবুকে আলাপ থেকেই জমজমাট প্রেম, ফিরেছিলও একই ট্রেনে! তারপরে কেন মার্ডার? বর্ধমানে তরুণী খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ধনু রাশি- এই রাশির অধিপতি বৃহস্পতি, দেবতাদের গুরু। এই রাশির জাতকের জন্মাষ্টমীর দিন ধর্মীয় গ্রন্থ দান করা উচিত।

মকর রাশি- এই রাশির জাতকদের শনি থাকে। এই রাশির জাতক জাতিকাদের কৃষ্ণ জন্মাষ্টমীতে কোনও গরিবকে নীল রঙের কাপড় দান করা উচিত।

কুম্ভ রাশি- এই রাশির অধিপতিও হলেন শনিদেব। এই রাশির জাতকজাতিকাদের জন্মাষ্টমীর দিন অর্থ দান করা উচিত৷

মীন রাশি- এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি। জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে খুশি করার জন্য কলা, বেসনের লাড্ডু, চিনি, মাখন ইত্যাদি দান করা উচিত।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনও রকমের সংস্কার-কুসংস্কারের পক্ষেও কথা বলে না)

Janmashtami 2024: সাবধান…! জন্মাষ্টমীতে রাত ১২টায় ভুলেও করবেন না ‘এই’ কাজ, শ্রীকৃষ্ণ রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, উপবাসের আগে জানুন নিয়ম

ভগবান কৃষ্ণের আবির্ভাব দিবসের উৎসব অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী এবার ২৬ অগাস্ট সোমবার খুব আড়ম্বরে পালিত হয়। হিন্দু ধর্মে এটিই একমাত্র উৎসব যা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশু রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই ভক্তরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করেন।
ভগবান কৃষ্ণের আবির্ভাব দিবসের উৎসব অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী এবার ২৬ অগাস্ট সোমবার খুব আড়ম্বরে পালিত হয়। হিন্দু ধর্মে এটিই একমাত্র উৎসব যা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শিশু রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই ভক্তরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করেন।
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ  সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
বিশ্বাস অনুসারে, এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীরা এই দিনে উপবাস রাখেন এবং সারাদিন উপবাস করে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করেন। রাত ১২:০০ টায় প্রভুর জন্ম হলেই উপবাস ভঙ্গ হয়।
বিশ্বাস অনুসারে, এই দিনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীরা এই দিনে উপবাস রাখেন এবং সারাদিন উপবাস করে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করেন। রাত ১২:০০ টায় প্রভুর জন্ম হলেই উপবাস ভঙ্গ হয়।
পণ্ডিত হরিমোহন শর্মা যদি এই দিনে ভক্তি সহকারে ভগবান শ্রী কৃষ্ণকে খুশি করতে চান তবে উপবাসের পাশাপাশি নাম জপ করুন।
পণ্ডিত হরিমোহন শর্মা যদি এই দিনে ভক্তি সহকারে ভগবান শ্রী কৃষ্ণকে খুশি করতে চান তবে উপবাসের পাশাপাশি নাম জপ করুন।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।
জন্মাষ্টমীর দিন কারোর নামে সমালোচনা করা এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন এবং আপনার মনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দিনটি ঈশ্বরকে স্মরণ করে কাটান এবং যতটা সম্ভব ভগবান কৃষ্ণের প্রতি মনোনিবেশ করুন।
ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে। এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷
ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে। এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷

Krishna Janmashtami 2024: রাত পোহালেই ভাগ্যের বিরাট ভোলবদল…! ৩০ বছর পর জন্মাষ্টমীতে দুর্লভ রাজযোগ! ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, যা হাত দেবেন তাই সোনা…

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন উপবাস করলে  জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জন্মাষ্টমীর দিন এই প্রতিকার করলে শ্রী কৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে উপবাস রাখলে সমস্ত সমস্যা দূর হয়।
প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী। বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন উপবাস করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জন্মাষ্টমীর দিন এই প্রতিকার করলে শ্রী কৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে উপবাস রাখলে সমস্ত সমস্যা দূর হয়।
 জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। যার কারণে তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ  সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷ এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীকে খুব বিশেষ বলে মনে করা হয় কারণ বহু বছর পর জন্মাষ্টমীতে বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। এর মধ্যে একটি কাকতালীয় ঘটনা খুবই বিরল।
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। যার কারণে তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷ এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীকে খুব বিশেষ বলে মনে করা হয় কারণ বহু বছর পর জন্মাষ্টমীতে বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। এর মধ্যে একটি কাকতালীয় ঘটনা খুবই বিরল।
এবার জন্মাষ্টমীতে সেই একই যোগ তৈরি হচ্ছে যা কৃষ্ণের জন্মের সময় তৈরি হয়েছিল। এই বছর, ২৬শে অগাস্ট অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন, চাঁদ বৃষ রাশিতে থাকবে বলে বিশ্বাস করা হয় যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় অনুরূপ যোগ তৈরি হয়েছিল। এর সঙ্গে আরও কিছু কাকতালীয় ঘটনা ঘটছে, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ হল একটি বিশেষ ধরণের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়ে গেলে গঠিত হয়। এই রাশিগুলির সমন্বয় নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়।
এবার জন্মাষ্টমীতে সেই একই যোগ তৈরি হচ্ছে যা কৃষ্ণের জন্মের সময় তৈরি হয়েছিল। এই বছর, ২৬শে অগাস্ট অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন, চাঁদ বৃষ রাশিতে থাকবে বলে বিশ্বাস করা হয় যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় অনুরূপ যোগ তৈরি হয়েছিল। এর সঙ্গে আরও কিছু কাকতালীয় ঘটনা ঘটছে, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। সর্বার্থ সিদ্ধি যোগ হল একটি বিশেষ ধরণের যোগ যা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নক্ষত্র পড়ে গেলে গঠিত হয়। এই রাশিগুলির সমন্বয় নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়।
 কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজযোগ ও গুরু চন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে। এই বিরল সংমিশ্রণগুলি ১২টি রাশিকে প্রভাবিত করে। এই সময়টি কিছু রাশির জন্য খুবই বিশেষ, জ্যোতিষীর মতে, এই সময়টি কিছু রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে।
কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজযোগ ও গুরু চন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগও তৈরি হচ্ছে। এই বিরল সংমিশ্রণগুলি ১২টি রাশিকে প্রভাবিত করে। এই সময়টি কিছু রাশির জন্য খুবই বিশেষ, জ্যোতিষীর মতে, এই সময়টি কিছু রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে।
মেষ রাশি: এবারের কৃষ্ণ জন্মাষ্টমী মেষ রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ গতি পাবে। একজন বেকার ব্যক্তি তার পছন্দের চাকরির বিষয়ে কিছু সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা লোকেরা হঠাৎ কিছু আর্থিক লাভ পেতে পারে।
মেষ রাশি: এবারের কৃষ্ণ জন্মাষ্টমী মেষ রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ গতি পাবে। একজন বেকার ব্যক্তি তার পছন্দের চাকরির বিষয়ে কিছু সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা লোকেরা হঠাৎ কিছু আর্থিক লাভ পেতে পারে।
বৃষ রাশি: রাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমীর উৎসব খুবই বিশেষ হতে চলেছে । আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে ভালভাবে মিলিত হবেন এবং আপনি সকলের মন জয় করতেও সফল হবেন। বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই দিনে কিছু সুখবর পেতে পারেন।
বৃষ রাশি: রাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমীর উৎসব খুবই বিশেষ হতে চলেছে । আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে ভালভাবে মিলিত হবেন এবং আপনি সকলের মন জয় করতেও সফল হবেন। বিবাহ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই দিনে কিছু সুখবর পেতে পারেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন এবং এই সময়টি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল। এই কৃষ্ণ জন্মাষ্টমী সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কিছু নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি আপনার জন্য খুব শুভ হবে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন এবং এই সময়টি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল। এই কৃষ্ণ জন্মাষ্টমী সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কিছু নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি আপনার জন্য খুব শুভ হবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। তারা জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য পাবে। জন্মাষ্টমীর দিনটি ব্যবসা বা পেশার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য খুব বিশেষ হতে চলেছে। আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা ব্যক্তি এই দিনে কিছু বড় সুবিধা পাবেন বলে মনে হচ্ছে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। তারা জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য পাবে। জন্মাষ্টমীর দিনটি ব্যবসা বা পেশার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য খুব বিশেষ হতে চলেছে। আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা ব্যক্তি এই দিনে কিছু বড় সুবিধা পাবেন বলে মনে হচ্ছে।

Janmashtami 2024 Destination: ২৫ চূড়ার পদ্মফুলের আকৃতির মন্দিরে পালিত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মাষ্টমীতে আসুন এই রাজবাড়িতে

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: জন্মাষ্টমীর ছুটিতে ভাবছেন কোথায় যাবেন। ঘুরে আসুন বাংলার প্রাচীন এক রাজবাড়িতে, যেখানে আছে বিভিন্ন দেবতার মন্দিরে। আছে এই বঙ্গেই সেই মন্দির। জন্মাষ্টমীর ছুটিতে কাটিয়ে আসতে পারেন এই মন্দিরে। মুর্শিদাবাদ শহরের পাশেই অবস্থিত নশিপুর রাজবাড়ি। নশিপুর রাজবাড়ির অন্দরেই আছে এক মন্দির। এই মন্দিরে ২৫টি চূড়া আছে। যা পদ্মফুলের আকৃতি। পদ্মফুলের মতো দেখতে বলেই এই মন্দির পরিচিত।

কথিত, রাজা দেবী সিং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পানিপথ থেকে এই বিগ্রহ নিয়ে আসা হয়েছিল নশিপুরে। সোনা রূপা-সহ অষ্টধাতু কষ্টিপাথরের মূর্তি আছে বর্তমানে। ৩৩কোটি বা ৩৩ প্রকারের সমস্ত দেব দেবীর রূপ আছে এই মন্দিরে। নশিপুর প্রাসাদ ছিল দেবী সিংহের দরবার, যিনি নবাবি আমলে ব্রিটিশদের ব্যয় আদায়কারী ছিলেন এবং কঠোর কর কর্তৃপক্ষ হিসাবে খ্যাত ছিলেন।

আরও পড়ুন : জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় ‘ছাপ্পান্ন ভোগ’! কী কী থাকে ভোগে? জানুন বিশদে

নশিপুর রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র, ফরমান, সেই সময়ের কর আদায়সম্পর্কিত আইনি দলিল এবং অন্যান্য বিষয়াদি প্রদর্শন করে এটিকে নশিপুর রাজবাড়ি যাদুঘরে রূপান্তর করা হয়েছে। রাজপ্রাসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির।বর্তমানে শ্রাবণ মাসের ঝুলনযাত্রার পাশাপাশি বিখ্যাত  রথযাত্রা উৎসবও। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। এছাড়াও ঝুলন পূর্ণিমা থেকে শুরু করে বিশেষ পুজো চলে মন্দিরে। যা চলে জন্মাষ্টমী তিথি পর্যন্ত। তবে বছরের অন্যান্য সময় এই মন্দির দর্শন করতে আসেন পর্যটকরা।

Janmashtami 2024 Chhappan Bhog: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় ‘ছাপ্পান্ন ভোগ’! কী কী থাকে ভোগে? জানুন বিশদে

এই উৎসবটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষ পালন করা হয়। এই উৎসবে ভক্তরা বাল গোপাল রূপে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব অবতারের পুজো করে থাকেন।
এই উৎসবটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষ পালন করা হয়। এই উৎসবে ভক্তরা বাল গোপাল রূপে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব অবতারের পুজো করে থাকেন।
কোচবিহারের এক মন্দিরের কৃষ্ণ পূজারী দীনেশ ভট্টাচার্য জানান, জন্মাষ্টমী উপলক্ষ ভক্তরা সারাদিন উপবাস করেন। এরপর মধ্যরাতে ভগবান কৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেন।
কোচবিহারের এক মন্দিরের কৃষ্ণ পূজারী দীনেশ ভট্টাচার্য জানান, জন্মাষ্টমী উপলক্ষ ভক্তরা সারাদিন উপবাস করেন। এরপর মধ্যরাতে ভগবান কৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেন।
এই দিনে ভগবান শ্রী কৃষ্ণকে একটি থালায় সাত্ত্বিক খাবার ভোগ হিসেবে নিবেদন করা হয়। খাবারের মধ্যে মোট পাঁচটি স্বাদের খাবার দেওয়া হয়। যা হল মিষ্টি, টক, মশলাদার, নোনতা, তেতো এবং উমামি।
এই দিনে ভগবান শ্রী কৃষ্ণকে একটি থালায় সাত্ত্বিক খাবার ভোগ হিসেবে নিবেদন করা হয়। খাবারের মধ্যে মোট পাঁচটি স্বাদের খাবার দেওয়া হয়। যা হল মিষ্টি, টক, মশলাদার, নোনতা, তেতো এবং উমামি।
কৃষ্ণ গোবর্ধন পর্বত নিজের বাম হাতে তুলে নিয়েছিলেন বৃন্দাবনবাসীকে ঝড় থেকে রক্ষা করতে। সাত দিন ধরে কৃষ্ণ এই পাহাড়কে ধরে রেখেছিলেন। এই ঘটনার পরেই ছাপ্পান্ন ভোগের নিবেদনের বিষয়টি হয়।
কৃষ্ণ গোবর্ধন পর্বত নিজের বাম হাতে তুলে নিয়েছিলেন বৃন্দাবনবাসীকে ঝড় থেকে রক্ষা করতে। সাত দিন ধরে কৃষ্ণ এই পাহাড়কে ধরে রেখেছিলেন। এই ঘটনার পরেই ছাপ্পান্ন ভোগের নিবেদনের বিষয়টি হয়।
যশোদার শ্রী কৃষ্ণকে দিনে মোট আটবার খাওয়াতেন। তাই গোকুলের বাসিন্দারা কৃষ্ণকে ছাপ্পান্ন প্রকারের থালা প্রতিটি খাবারের জন্য আট প্রকার প্রস্তুত করেছিলেন নিবেদন করেন যা ছাপ্পান ভোগ নামে প্রসিদ্ধ হয়।
যশোদার শ্রী কৃষ্ণকে দিনে মোট আটবার খাওয়াতেন। তাই গোকুলের বাসিন্দারা কৃষ্ণকে ছাপ্পান্ন প্রকারের থালা প্রতিটি খাবারের জন্য আট প্রকার প্রস্তুত করেছিলেন নিবেদন করেন যা ছাপ্পান ভোগ নামে প্রসিদ্ধ হয়।
ছাপ্পান্ন ভোগে দেওয়া খাবার গুলি হল দই, মাখন, ক্ষীর, ঘি, সাদা মাখন, দুধের সর, রসগোল্লা, ক্ষীরের প্যাড়া, পায়েস, মিশ্রি, জিরা লাড্ডু, জিলিপি, রাবড়ি, মালপোয়া, মোহনভোগ, মুগ ডালের হালুয়া, পঞ্চামৃত, ঘেভার, কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম, খেজুর, কিশমিশ, এলাচ, মাথরি, চাটনি, মুরব্বা, আম, কলা, আঙুর, আপেল, বড়া, শাক, ভাত, কাদি, চিলা, পাপড়, খিচুড়ি, বেগুনের সবজি, দুধের সবজি, পুরি, টিক্কি, ডালিয়া, মধু, কচুরি, রুটি, নারকেলের জল, আমন্ডের দুধ, ছাচ, শিকোঞ্জি, ছোলা, ভুজিয়া, সুপারি, সানোফ, এবং পান।
ছাপ্পান্ন ভোগে দেওয়া খাবার গুলি হল দই, মাখন, ক্ষীর, ঘি, সাদা মাখন, দুধের সর, রসগোল্লা, ক্ষীরের প্যাড়া, পায়েস, মিশ্রি, জিরা লাড্ডু, জিলিপি, রাবড়ি, মালপোয়া, মোহনভোগ, মুগ ডালের হালুয়া, পঞ্চামৃত, ঘেভার, কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম, খেজুর, কিশমিশ, এলাচ, মাথরি, চাটনি, মুরব্বা, আম, কলা, আঙুর, আপেল, বড়া, শাক, ভাত, কাদি, চিলা, পাপড়, খিচুড়ি, বেগুনের সবজি, দুধের সবজি, পুরি, টিক্কি, ডালিয়া, মধু, কচুরি, রুটি, নারকেলের জল, আমন্ডের দুধ, ছাচ, শিকোঞ্জি, ছোলা, ভুজিয়া, সুপারি, সানোফ, এবং পান।
ভক্তরা জন্মাষ্টমীতে সারাদিন খাবার এবং জল এড়িয়ে চলেন। দেবতার কাছে প্রার্থনা, আরতি এবং ছাপ্পান ভোগ দিয়ে উপবাস শেষ করেন। শ্রীকৃষ্ণকে এই ভোগ নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয় সহজেই।
ভক্তরা জন্মাষ্টমীতে সারাদিন খাবার এবং জল এড়িয়ে চলেন। দেবতার কাছে প্রার্থনা, আরতি এবং ছাপ্পান ভোগ দিয়ে উপবাস শেষ করেন। শ্রীকৃষ্ণকে এই ভোগ নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয় সহজেই।

Krishna Janmashtami 2024: জন্মাষ্টমীতেই খুলবে ভাগ্যের দরজা…! স্নানের পর ‘এই’ ৪ জিনিস দান করলেই কাটবে ফাঁড়া, কৃষ্ণের কৃপায় বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ

প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের ষষ্ঠ মাস ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তারিখটি ভগবান কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুসারে, এই দিনে নন্দলাল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনে লোকেরা উপবাস পালন করে, পূজা করে, ভজন কীর্তন করে৷
প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের ষষ্ঠ মাস ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তারিখটি ভগবান কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুসারে, এই দিনে নন্দলাল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনে লোকেরা উপবাস পালন করে, পূজা করে, ভজন কীর্তন করে৷
আপনি কি জানেন, যে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন দান করার অনেক গুরুত্ব রয়েছে। এতটাই ভাল যে, গোপালের প্রিয় জিনিস দান করলে আপনার ভাগ্যের দরজাও খুলে যেতে পারে। তবে কী কী জিনিস দান করা উচিত, তা জেনে নিন। ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বিশদে জানাচ্ছেন ।
আপনি কি জানেন, যে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন দান করার অনেক গুরুত্ব রয়েছে। এতটাই ভাল যে, গোপালের প্রিয় জিনিস দান করলে আপনার ভাগ্যের দরজাও খুলে যেতে পারে। তবে কী কী জিনিস দান করা উচিত, তা জেনে নিন। ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বিশদে জানাচ্ছেন ।
বলা হয় যে, দান করলে শুভ ফল পাওয়া যায়, কিন্তু অন্ন দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। কারণ খাদ্য দান করাকে মহান দান বলে মনে করা হয়।
বলা হয় যে, দান করলে শুভ ফল পাওয়া যায়, কিন্তু অন্ন দান করলে অক্ষয় ফল পাওয়া যায়। কারণ খাদ্য দান করাকে মহান দান বলে মনে করা হয়।
প্রতিটি মানুষ আজীবন ভগবানের কাছে খাদ্য, বস্ত্র এবং ঘর চায়। আপনি কাউকে দান করার জন্য এই কাপড় নির্বাচন করতে পারেন। এতে করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং দারিদ্র্যও দূরে থাকে।
প্রতিটি মানুষ আজীবন ভগবানের কাছে খাদ্য, বস্ত্র এবং ঘর চায়। আপনি কাউকে দান করার জন্য এই কাপড় নির্বাচন করতে পারেন। এতে করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং দারিদ্র্যও দূরে থাকে।
ভগবান শ্রীকৃষ্ণ কতটা মাখন পছন্দ করেন তা সকলেই জানেন। জ্যোতিষশাস্ত্রে, এটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। এমন অবস্থায় জন্মাষ্টমীতে মাখন দান করলে শুক্র দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
ভগবান শ্রীকৃষ্ণ কতটা মাখন পছন্দ করেন তা সকলেই জানেন। জ্যোতিষশাস্ত্রে, এটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। এমন অবস্থায় জন্মাষ্টমীতে মাখন দান করলে শুক্র দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
ভগবান কৃষ্ণের মাথায় ময়ূর মুকুট দেখেছেন, বাঁশি ছাড়াও এটিই একমাত্র জিনিস যা আপনি অবশ্যই গোপালের সঙ্গে দেখেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি জন্মাষ্টমীতে ময়ূরের মুকুট দান করলে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং আপনার ইচ্ছাও পূরণ হবে।
ভগবান কৃষ্ণের মাথায় ময়ূর মুকুট দেখেছেন, বাঁশি ছাড়াও এটিই একমাত্র জিনিস যা আপনি অবশ্যই গোপালের সঙ্গে দেখেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি জন্মাষ্টমীতে ময়ূরের মুকুট দান করলে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং আপনার ইচ্ছাও পূরণ হবে।

Janmashtami 2024: ৩০ বছর পর জন্মাষ্টমীতে ‘ডবল ধামাকা’! গজকেশরী-শশ রাজযোগে ৩ রাশি মালামাল, গোপালের কৃপায় ধন-দৌলত-সুখ-সৌভাগ্য তুঙ্গে

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী।
প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী।
 বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন উপবাস করলে  জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জন্মাষ্টমীর দিন এই প্রতিকার করলে শ্রী কৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে উপবাস রাখলে সমস্ত সমস্যা দূর হয়।
বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন উপবাস করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জন্মাষ্টমীর দিন এই প্রতিকার করলে শ্রী কৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে উপবাস রাখলে সমস্ত সমস্যা দূর হয়।
 জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। যার কারণে তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ  সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পূজা করা হয়। এ বছর জন্মাষ্টমীর দিনে বিরল শুভ যোগ তৈরি হতে চলেছে। যার কারণে তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। ৩০ বছর পর জন্মাষ্টমীতে এই শুভ সংমিশ্রণ তৈরি হতে চলেছে৷
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর জানিয়েছেন যে ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে।
জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর জানিয়েছেন যে ভগবান শ্রী কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় চাঁদ বৃষ রাশিতে বসেছিলেন। একই রকম কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এ বছরও জন্মাষ্টমীর দিনে।
এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। এই সমস্ত যোগ তিনটি রাশির জাতকের বন্ধ ভাগ্য খুলে যাবে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷
এবছর জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। এই সমস্ত যোগ তিনটি রাশির জাতকের বন্ধ ভাগ্য খুলে যাবে। গোপালের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ হবে৷
মেষ রাশিতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। অর্থনৈতিক সমস্যা শেষ হতে চলেছে। আর্থিক লাভ হতে চলেছে। অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হবে। কেরিয়ার, ব্যবসা বাড়তে চলেছে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।
মেষ রাশিতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। অর্থনৈতিক সমস্যা শেষ হতে চলেছে। আর্থিক লাভ হতে চলেছে। অমীমাংসিত কাজ শেষ হওয়ার পথে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহী হবে। কেরিয়ার, ব্যবসা বাড়তে চলেছে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।
কর্কট রাশির মানুষ ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। নতুন উৎস তৈরি হতে চলেছে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তবে আপনার জন্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা শেষ হতে চলেছে।
কর্কট রাশির মানুষ ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। নতুন উৎস তৈরি হতে চলেছে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তবে আপনার জন্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা শেষ হতে চলেছে।
ধনু রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। কেরিয়ার ব্যবসা বাড়তে চলেছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের জন্য দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। সেই যাত্রা আপনার জন্য উপকারী হতে চলেছে। পরিবারে আনন্দ ও আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে।
ধনু রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। কেরিয়ার ব্যবসা বাড়তে চলেছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের জন্য দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। সেই যাত্রা আপনার জন্য উপকারী হতে চলেছে। পরিবারে আনন্দ ও আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে।

 

Janmashtami 2024 Lucky 5 Rashi: টাকা গুনে শেষ হবে না, শ্রী কৃষ্ণের অপার মহিমায় সুপ্রসন্ন হবে ৫ রাশির ভাগ্য, বিরাট উন্নতি দিন আগামী সোমবার

২৬শে আগস্ট সোমবার এ বছরের জন্মাষ্টমী। এ বার জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে জয়ন্তী যোগ। জয়ন্তী যোগ বলা হয় যা ভগবান শ্রী কৃষ্ণের জন্মের সময় গঠিত হয়েছিল। এবারের জন্মাষ্টমী ৫টি রাশির জাতকদের জন্য শুভ হবে।
২৬শে আগস্ট সোমবার এ বছরের জন্মাষ্টমী। এ বার জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে জয়ন্তী যোগ। জয়ন্তী যোগ বলা হয় যা ভগবান শ্রী কৃষ্ণের জন্মের সময় গঠিত হয়েছিল। এবারের জন্মাষ্টমী ৫টি রাশির জাতকদের জন্য শুভ হবে।
জন্মাষ্টমী ২০২৪: ভাগ্য আপনার পক্ষে থাকবে, আপনি আপনার কাজে সাফল্য পাবেন, আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন। তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের কাছ থেকে জেনে নিন জন্মাষ্টমী কোন ৫টি রাশির জন্য শুভ? এই লোকেরা কী সুবিধা পাবে?
জন্মাষ্টমী ২০২৪: ভাগ্য আপনার পক্ষে থাকবে, আপনি আপনার কাজে সাফল্য পাবেন, আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন। তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের কাছ থেকে জেনে নিন জন্মাষ্টমী কোন ৫টি রাশির জন্য শুভ? এই লোকেরা কী সুবিধা পাবে?
ধনু: (Sagittarius) জন্মাষ্টমীর দিনটি আপনার রাশির জন্যও ইতিবাচক ফল দেবে। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে। আপনি আপনার কাজের সাথে প্রভাব ফেলবেন, যা মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন। আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তবে জন্মাষ্টমীর দিনটি শুভ হবে। এতে আপনি সফল হতে পারেন। আপনি আটকে থাকা অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন, এতে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু: (Sagittarius) জন্মাষ্টমীর দিনটি আপনার রাশির জন্যও ইতিবাচক ফল দেবে। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে। আপনি আপনার কাজের সাথে প্রভাব ফেলবেন, যা মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন। আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তবে জন্মাষ্টমীর দিনটি শুভ হবে। এতে আপনি সফল হতে পারেন। আপনি আটকে থাকা অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন, এতে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
কর্কট: (Cancer) জন্মাষ্টমী আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দদায়ক এবং ফলদায়ক হতে পারে। আপনি সেদিন কোনো বড় দায়িত্ব বা অর্জন পেতে পারেন। আপনার কাজ প্রশংসা করা হবে৷ আপনার মতামত গুরুত্ব দেওয়া হবে৷ আপনার প্রভাব বাড়বে। বসও খুশি হবেন। জন্মাষ্টমীতে আর্থিক সুবিধা পেতে পারেন। আগের বিনিয়োগ ভাল আর্থিক সুবিধা পেতে পারে। পূজার প্রতি আগ্রহী হবে। স্বাস্থ্য ভালো থাকবে। যোগব্যায়াম ও ব্যায়াম করুন, উপকার পাবেন।
কর্কট: (Cancer) জন্মাষ্টমী আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দদায়ক এবং ফলদায়ক হতে পারে। আপনি সেদিন কোনো বড় দায়িত্ব বা অর্জন পেতে পারেন। আপনার কাজ প্রশংসা করা হবে৷ আপনার মতামত গুরুত্ব দেওয়া হবে৷ আপনার প্রভাব বাড়বে। বসও খুশি হবেন। জন্মাষ্টমীতে আর্থিক সুবিধা পেতে পারেন। আগের বিনিয়োগ ভাল আর্থিক সুবিধা পেতে পারে। পূজার প্রতি আগ্রহী হবে। স্বাস্থ্য ভালো থাকবে। যোগব্যায়াম ও ব্যায়াম করুন, উপকার পাবেন।
কুম্ভ রাশি: (Aquarius) এই বছরের জন্মাষ্টমী কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আপনি ব্যবসায় মুনাফা অর্জনের সুযোগ পাবেন, অন্যদিকে কর্মরত ব্যক্তিরা একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। কর্মজীবনে আপনি যেই কঠোর পরিশ্রম করুন না কেন সেদিন আপনি ইতিবাচক ফল পেতে পারেন। ঋণ পরিশোধে সফল হবেন। যারা ব্যবসা করছেন তারা ভালো কিছু পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব ভাল থাকবে। পারিবারিক ও সামাজিক জীবন উভয়ই আনন্দদায়ক হবে। সুখ শান্তি থাকবে। বাড়িতে শুভ কাজ করা যেতে পারে।
কুম্ভ রাশি: (Aquarius) এই বছরের জন্মাষ্টমী কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আপনি ব্যবসায় মুনাফা অর্জনের সুযোগ পাবেন, অন্যদিকে কর্মরত ব্যক্তিরা একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। কর্মজীবনে আপনি যেই কঠোর পরিশ্রম করুন না কেন সেদিন আপনি ইতিবাচক ফল পেতে পারেন। ঋণ পরিশোধে সফল হবেন। যারা ব্যবসা করছেন তারা ভালো কিছু পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব ভাল থাকবে। পারিবারিক ও সামাজিক জীবন উভয়ই আনন্দদায়ক হবে। সুখ শান্তি থাকবে। বাড়িতে শুভ কাজ করা যেতে পারে।
সিংহ রাশি: (Leo) জন্মাষ্টমীর দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাল যাবে। সেদিন আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। এই দিনে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এই দিনে সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য একটি লাভজনক চুক্তি হতে পারে। ব্যবসায়িকদের জন্যও আজকের দিনটি ভালো যাবে। আপনি আপনার কাজ প্রসারিত করতে পারেন এবং আপনার পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে। শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। আপনি সফলতা পাবেন। মনকে বিচরণ করা থেকে বিরত রাখুন।
সিংহ রাশি: (Leo) জন্মাষ্টমীর দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাল যাবে। সেদিন আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। এই দিনে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এই দিনে সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য একটি লাভজনক চুক্তি হতে পারে। ব্যবসায়িকদের জন্যও আজকের দিনটি ভালো যাবে। আপনি আপনার কাজ প্রসারিত করতে পারেন এবং আপনার পরিকল্পনা সফল হতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে। শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। আপনি সফলতা পাবেন। মনকে বিচরণ করা থেকে বিরত রাখুন।
মেষ রাশি: (Aries) এ বছর জন্মাষ্টমীর দিনটি মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই দিনে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি যে বিনিয়োগই করুন না কেন, আপনি ভবিষ্যতে ভাল মুনাফা অর্জন করতে পারেন। আপনি আপনার কাজের মধ্যে যে পরিশ্রম এবং কঠোর পরিশ্রম করুন না কেন, আপনি ইতিবাচক ফলাফল পাবেন। প্রেম জীবনের জন্য দিনটি অনুকূল হবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।
মেষ রাশি: (Aries) এ বছর জন্মাষ্টমীর দিনটি মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই দিনে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি যে বিনিয়োগই করুন না কেন, আপনি ভবিষ্যতে ভাল মুনাফা অর্জন করতে পারেন। আপনি আপনার কাজের মধ্যে যে পরিশ্রম এবং কঠোর পরিশ্রম করুন না কেন, আপনি ইতিবাচক ফলাফল পাবেন। প্রেম জীবনের জন্য দিনটি অনুকূল হবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Janmashtami 2024: বাড়িতে রয়েছে গোপালের মূ্র্তি? প্রতিষ্ঠা করতে চান? জন্মাষ্টমীর আগে অবশ‍্যই জেনে নিন পুজোর এই কয়েকটি নিয়ম, পরামর্শ দিলেন পুরোহিত

অগাস্ট মাসেই পালিত হবে জন্মাষ্টমী উত্‍সব। এবছর আগামী ২৬ অগাস্ট কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। এইদিনে নাড়ু গোপালের পুজো করা হয়।
অগাস্ট মাসেই পালিত হবে জন্মাষ্টমী উত্‍সব। এবছর আগামী ২৬ অগাস্ট কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। এইদিনে নাড়ু গোপালের পুজো করা হয়।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
কিন্তু জানেন কী, গোপালের মূর্তিকে পুজো করার সঠিক বিধি? প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও রয়েছে একাধিক নিয়ম। সঠিক নিয়মের পালন না করলে রুষ্ট হতে পারেন দেবতা।
কিন্তু জানেন কী, গোপালের মূর্তিকে পুজো করার সঠিক বিধি? প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও রয়েছে একাধিক নিয়ম। সঠিক নিয়মের পালন না করলে রুষ্ট হতে পারেন দেবতা।
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শ্রী সাচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত শুভম তিওয়ারি জানালেন গোপালের পুজো, প্রতিষ্ঠা সংক্রান্ত একাধিক নিয়মাবলী।
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শ্রী সাচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত শুভম তিওয়ারি জানালেন গোপালের পুজো, প্রতিষ্ঠা সংক্রান্ত একাধিক নিয়মাবলী।
গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার জন‍্য শুভ সময় বেছে নেওয়া খুব প্রয়োজন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করা খুবই শুভ। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুভ সময়ে শ্রী কৃষ্ণের মূর্তি বাড়িতে আনতে হবে।
গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার জন‍্য শুভ সময় বেছে নেওয়া খুব প্রয়োজন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করা খুবই শুভ। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুভ সময়ে শ্রী কৃষ্ণের মূর্তি বাড়িতে আনতে হবে।
ঠাকুরঘরের উত্তর-পূর্ব দিকে প্রতিষ্ঠা করা উচিত গোপালের মূর্তি। ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিমা স্থাপনের সময় হলুদ, চন্দন ও ফুল দিয়ে পুজো করার পরামর্শ দিলেন পুরোহিত শুভম তিওয়ারি।
ঠাকুরঘরের উত্তর-পূর্ব দিকে প্রতিষ্ঠা করা উচিত গোপালের মূর্তি। ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিমা স্থাপনের সময় হলুদ, চন্দন ও ফুল দিয়ে পুজো করার পরামর্শ দিলেন পুরোহিত শুভম তিওয়ারি।
মূর্তি স্থাপন করার সময় মন্ত্র উচ্চারণ করুন, ধূপ প্রদীপ জ্বালান এবং ভগবানকে বস্ত্র, ফুল ও নৈবেদ্য অর্পণ করুন। এই ধরনের পুজো করলে বাড়িতে ইতিবাচক শক্তি ও দিব্য পরিবেশ তৈরি হয়।

মূর্তি স্থাপন করার সময় মন্ত্র উচ্চারণ করুন, ধূপ প্রদীপ জ্বালান এবং ভগবানকে বস্ত্র, ফুল ও নৈবেদ্য অর্পণ করুন। এই ধরনের পুজো করলে বাড়িতে ইতিবাচক শক্তি ও দিব্য পরিবেশ তৈরি হয়।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)