Tag Archives: Jobs

Job News: চাকরির দারুণ সুযোগ! পার্ট টাইম গেস্ট লেকচারার পদের জন্য আজই আবেদন করুন

কোচবিহার: কোচবিহারে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত করা হয়েছে। অস্থায়ী ভাবে আংশিক সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের জন্য। নিয়োগ করা হবে ইন্টারভিউয় প্রক্রিয়ার মাধ্যমে। জানুন কিভাবে করবেন এই পদের চাকরির জন্য আবেদন।

চাকরির বিষয় ও পদ সংখ্যা: বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। নিয়োগ হবে পার্ট টাইম গেস্ট লেকচারার পদে। এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে একটি।

আরও পড়ুনPaddy cultivation: মহাবিপদ! ধানে অঙ্কুর বেরিয়েছে, সেই সময়ই ঘটল ভয়ঙ্কর সমস্যা

আবেদন করার বয়স: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্ত আবেদনকারীদের জন্য বিশেষ ছাড় থাকবে।

আবেদনের নূন্যতম যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিতে স্নাতকোত্ত ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড থাকতে হবে। পাশাপাশি, সিএসআইআর-ইউজিসি নেট বা ইউজিসি নেট/ স্লেট/ সেট পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত আবেদনকারী বা পিএইচডি যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে ন্যূনতম নম্বরে কিছু ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন Sodium Potassium Balance: ডায়বেটিসের যম, সোডিয়াম এবং পটাসিয়ামের ভারসাম্যও নষ্ট হতে দেবে না! নারকেল জল খান নিয়মিত

নিয়োগ পদের বেতন: এই পদের চাকরি প্রার্থীদের এক ঘণ্টার থিওরি এবং দু’ঘণ্টার প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য যথাক্রমে ৮০০ এবং ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত, উত্তরপত্র মূল্যায়ন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন ও মূল্যায়নের জন্যও অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হবে এই পদে নিযুক্তকে।

নিয়োগের বিস্তারিত: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯শে ডিসেম্বর দুপুর ১২টায় নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য গুরুত্বপূর্ন নথি নিয়ে উপস্থিত হতে হবে। এরপর প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে একটি ১০ মিনিটের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এছাড়াও এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিংক থেকে জানুন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.ubkv.ac.in/

নোটিশ লিংক: https://www.ubkv.ac.in/recruitment/

নোটিশ পিডিএফ লিংক: https://www.ubkv.ac.in/wp-content/uploads/Walk-in-interview_Advt._Notification_UBKV_Rect-05-2023_01.12.2023_GUEST-LECTURER-in-MATHEMATICS.pdf

Sarthak Pandit

 

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক

কলকাতা: সরকার কড়া মনোভাব নিয়েছিল৷ কিন্তু গ্রামে যেতে হবে বলে সরকারি স্কুল শিক্ষকতার চাকরিতেই যোগ দিতে রাজি হলেন না বহু হবু শিক্ষক৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষে মিলল এমনই চাঞ্চল্যকর তথ্য।

চিকিৎসকদের একাংশের মতোই যে অনেক শিক্ষকই গ্রামে যেতে চাইছেন না, তা আগেই জানা গিয়েছিল৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ে ৬৫ জন হবু শিক্ষক গ্রামে যাবেন না বলে চাকরিতেই যোগ দিলেন না৷

আরও পড়ুন: একদিন কেন অফিস কামাই, অস্থায়ী কর্মীকে বাঁশ পেটা সরকারি কর্তা! মালদহে মারাত্মক অভিযোগ

পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ৯ হাজার জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৬৫ জনই গ্রামে যাবেন না বলে চাকরিতে যোগ দেননি৷ শুধু তাই নয়, কাউন্সিলিংয়ে অংশই নেননি লিখিত এবং ইন্টারভিউয়ে সফল প্রায় ১ হাজার হবু শিক্ষক৷ সবমিলিয়ে প্রায় ১২ শতাংশ হবু শিক্ষক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে চাকরি নিল না।

তবে এত জন অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যান করায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সিলিংয়ে ডাক পাবেন৷ আজই শেষ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া।

Recruitment at IIT: চাকরি খুঁজছেন? মোটা বেতনের চাকরির সুযোগ IIT-তে

পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে কাজের সুযোগ। রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর।আইআইটি, খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের ‘ওশিয়ান ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার’ বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ প্রজেক্টের কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে আইআইটিতে। প্রজেক্টটি স্পনসর করছে নেভাল ফিজিক্যাল অ্যান্ড ওশানোগ্রাফিক ল্যাবরেটরি ।

আরও পড়ুনMadan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস ‌যাত্রা! দেখুন ছবি

ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুরে। প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিএফডি/ ওশানোগ্রাফি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

আরও পড়ুন4 Days Weekly Off: ৩দিন কাজ, ৪দিন ছুটি! এই তথ্যর উপর জোর Microsoft সহ-প্রতিষ্ঠাতার

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন করতে হবে। ৩০ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

রঞ্জন চন্দ

SBI CBO Recruitment 2023: SBI-এ প্রচুর পদে চাকরির সুযোগ! আজই আবেদন করুন, জানুন কী ভাবে

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সার্কল বেসড অফিসার পদে নিয়োগের কথা জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনপত্রের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২.১২.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৫২৮০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম সার্কল বেসড অফিসার
শূন্যপদের সংখ্যা ৫২৮০
কাজের স্থান বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ১২.১২.২০২৩

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সহ ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে।
এছাড়াও প্রার্থীদের মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: IDBI ব্যাঙ্কে বহু শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন

আরও পড়ুন: SBI-এ প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, বিশদে জেনে নিন

আবেদন ফি

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা, এসসি/ এসটি এবং পিডব্লুডি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের অনলাইন টেস্ট, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রার্থীদের টেস্টের নম্বর অনুযায়ী নির্বাচন করা হবে। নির্বাচনের ফলাফল নির্ভর করবে সার্কল এবং ক্যাটাগরির ওপরে।